নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

চলো চা খাই.........

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩



আজ না হয় ঠান্ডাই পান করি! দু'দুটো ঠোঁটে কাপে চুমুক তোলা চাট্টিখানি কথা নয়কো!এই অবেলায় মাথায় মাথায় ঠুস খাওয়াটা সমীচীন হবে না মনে হয় অথবা নাকে নাকে ঘর্ষনে শিহরণের ঢেউ সে দূরেই থাক না হয় আজ। শুনো স্ট্র রেখেছি কাপের পাশে প্লেটে-স্ট্রয়ের কালার নীল এবং গোলাপী। আমি জানি তুমি নীল পছন্দ আর আমারটা গোলাপী সেও তুমি জানো। তো! আর দেরী নয়-চলো পান করি ভালবাসার এক অমৃত পানীয়। কিন্তু তবুও থেকে যায় স্বাদে দ্বিধা-মনে দ্বন্দ্ব তাই না-বুঝো নি? বুঝিয়ে দিচ্ছি ধরো তুমি চিনি থেকে দূরে থাকতে চাও কারণ যারা নীলের রঙ আবরণে নিজেকে জড়িয়ে রাখে তারা ঝাল পছন্দ বেশী, তাদের মুখটা থাকে ধূমায়িত কফির পেয়ালা-ঝাঁঝা গরম ধোঁয়ায় তারা নিজেদেরকে জড়িয়ে রাখতে ভালবাসে। আর গোলাপী আহ্ সেতো মিষ্টি রঙ-গোলাপী আভায় অধর রাঙিয়ে নিলে সেতো তুমিই বলো-যেনো মমতার প্রলেপ মেখে আছি। গোলাপী রঙ পছন্দধারীরা মিষ্টিই পছন্দ করে-যেমন আমি। ঝাল আমার দুচোখের বিষ থুক্কু চোখের না জিহ্বার।হালকা আবেশেই আমি মুগ্ধ হই আর তুমি দুনিয়ার সকল সুন্দর তোমার সামনে এনে দিলে বলো এ আর কি সুন্দর! নাক ছিটকানো স্বভাবটা আর গেলো না বাপু তোমার।

চোখে নীল ধোঁয়ায় আচ্ছন্ন তুমি স্বপ্ন কি শুধু নীলেরই দেখো-নীল ব্যথায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছো আমায়। কি কারণে এতো টা দূরে। তোমার মনের ভাব বুঝার সাধ্যি হয়তো আমার নেই। অথচ খুব সহজেই তুমি বুঝতে পারতে আমার মনের ভাবাবেগ। অল্প মুগ্ধতা চোখে ঘোর লাগিয়ে টেনে নিতে পারতে কাছে যতটা তুমি চা্ও। সারাক্ষণ গুমরো মুখে ভেসে বেড়াও নিজ রাজত্বে আচ্ছা তোমার রাজত্বের রানী কেগো? তাকে কি আমি চিনি? সেও কি নীল পছন্দ করে। তুমি তারে নীল শাড়িতে দেখতে ভালবাসো। সেকি ঝাঁঝা রোদ্দুরের দুপুর বেলা হতে পারবে? প্রকট তীক্ষ্ণ তেজ তোমার চোখে ঢেলে দেয়? নাকি প্রেমে জ্বালিয়ে পুড়িয়ে করে রাখে তোমার কোণঠাসা?

তোমার সাথে আজো আমার কথা হয়ে উঠেনি! ব্যাকরণের ব-ও যে শিখতে পারিনি। আমার উচিত ছিল ভাষা শিক্ষায় গ্রাজোয়েট করা কিংবা ব্যাকরণের উপরে পিএইডি ডিগ্রি নেয়া হাহাহা তবেই বুঝি তোমার নীল চোখের মণিতে ভাষার আগুনে জ্বালিয়ে দিতে পারতাম তুমি হা করে আমার ভাষাজ্ঞান গিলতে। তুমি চাও ভাষা আমি চাই ভালোবাসা-সত্যিই সেলোকাস কি বিচিত্র আমাদের প্রেম। যেখানে নিত্য চলে বিতৃষ্ণার বেসাতি। লেনদেন হয় শুধু ঘৃনা। তোমার পাল্লাটাই ভারি....... আর আমি শূন্য। কি করে এতো উৎসাহ পা্ও মনে একা থাকার মন্ত্রটা না হয় আমাকেও শিখিয়ে দাও। আচ্ছা হাসিগুলো তোমাকে যদি দিয়ে দেই তুমি নেবে? না ফিরিয়ে দিবে? হুম, তোমার মুখে হয়তো হাসি মানাবে না। থাক আমার হাসিগুলো আমার ঠোঁটেই থাক। তুমি নিরস পড়ে থাকো রাণী আর প্রজাহীন তোমার রাজত্বে।

অহহো তা যা বলেছিলাম, প্রসঙ্গ ছিলো তো চা খাওয়া নিয়ে-আর দেখো কতই না বকবক করে যাচ্ছি শুধু তোমাকে ঘাটছি-নো নো এ তো ঠিক নয় বাপু। যার যার স্বাধীনতায় সে বাঁচুক।

শুনো তবে-শ্রীমঙ্গলের একটা চা বানায় তুমি কি জানো-আট/কিংবা দশ কালারে-এক কালার অন্য কালারের সাথে মিক্সড হয় না। ঠিক তেমন করেই আমি চা বানিয়েছি তোমার জন্য দেখো তাকিয়ে একটি বিষন্নতার ঢেউ মাঝে বয়ে গেছে। তোমার জন্য ঝাল চা আর আমার মিষ্টি-চুমুকে চুমুকে তুলো তৃপ্তি । স্ট্র হাতে নাও প্লিজ। আমি কিছু চাইছি নেকো -না ভালবাসা, না মুগ্ধতা, না তোমার নজর।শুধু স্পর্শ লাগুক তোমার আমার দেহের-না তুমি ছুঁয়ো না ধোঁয়ার হাওয়ায় স্পর্শের অনুভব ছুঁয়ে থাকুক মনে। শুধু এক বেলা একসাথে চা খাওয়ার স্বাধ পূর্ণ হোক।

পেয়ালায় পবিত্রতার চিহ্ন রেখেছি। এটা ছুঁয়ে দেখতে পারো, পেলেও পেতে পারো শুদ্ধতার স্পর্শ আলতো। রেশটুকু থেকে যাক... না হয় একটি বসন্ত বেলার গোধূলিয়া তক।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: আপু, চায়ের ছবি দেখে তৃষ্ণা বেড়ে গেল।

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: চা- খাওয়াবো নে আসেন -নিমন্তন্ন রইল -আমারও খুব ঘুম পাচ্ছে হাহাহাহা না আপনি দাওয়াত দিবেন কন :)

২| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

মাঝিবাড়ি বলেছেন: আকুতি না ঘৃণা বুঝি নাইক্কা! আবেদন চমৎকার লেগেছে

১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অই একটা হলো ..... মোট কথা চা খামু

চায়ের তৃষ্ণা লাগছে তো তাই হাহাহাহ

ধন্যবাদ মাঝি বাড়ি

৩| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৬

মাঝিবাড়ি বলেছেন: হ, কথা একটাই! চা খামু!!

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই চায়ের প্রয়োজনীয়তা দেখা দেয় অফিসের কাজের ফাকে কিন্তু চায়ের ব্যবস্থা নেই। নিচে নামতে হয় আর সঙ্গে কেউ থাকে না ব লে নামাই হয় না :(

থ্যাংকু

৪| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সন্ধ্যার আগে এমন আপ্যায়নে দিনের সব ক্লান্তি ভুলে যাওয়া যায় সহজেই। অনেক ভালো লাগা রইল আপু। চা'তে সন্তুষ্টি রাখছি।

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহ এখন খুব তৃষ্ণা পাচ্ছে
অফিসের কাজের ফাকে চা-তো চাই-ই কিন্তু পাওয়া যায় না আফসোস :(

থ্যাংকস এ লট ভাইয়া

৫| ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


কিছুটা পড়ে বিরক্তিকর মনে হলো

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ ...... পরের পোস্টে কইছিলাম আপনি রোমান্টিক না একদম

থ্যাংকস এ লট মন্তব্য করার জন্য

৬| ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুইজেনর দুইরকম চা! ইডা িকরাম হইল!!!??

মানে কারো মনেই ভালবাসা নাইক্যা! হিজ হিজ হুজ হুজ :P

উরাম চা কাইনা! :P

চা'য় মিশিয়ে দাো হলাহল
অমৃত ভেবে তাো পিয়ে নেব
যদি ভালবেসে দাও!
ভালবাসাহীন অমৃতও যে বিষসম!!!!

;)

+++++

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা যে যেরকম তাকে সে রকম চা দেয়াই ভাল তাই না হাহাহা

আপনার জন্য তো স্পেশাল চা হপে সব নো চিন্তা।

আপনার অফিসে আমার দাওয়াত রইল

থ্যাংকস

৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৩

অতঃপর হৃদয় বলেছেন: চা খাব। চা দেন!

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও তৃষ্ণা লাগছে চল চা খাই

৮| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫

হাসান মাহবুব বলেছেন: বেশ, বেশ ভালো লেখা।

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
আমার এখানে আপনাকে পেয়ে ভাল লাগল খুব

৯| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

মাকার মাহিতা বলেছেন: দেরিতে আস কেন মন রে
ও মন রে...
চলো রে বাহাদুর...
মনের টানে আসো তোমাতে
আসরে তোমার কাজে
মাতরে তোমার হৃদয় টানে
জোর লাগাও তোমার কাজে...।

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ মাহিতা

অনেকদিন পর আপনাকে দেখলাম

কেমন আছেন?

১০| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৭

সোনামণি বলেছেন: দারুণ লেখা।

১৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোনামণি

ভাল থাকুন শুভেচ্ছা আর ভালবাসা রইল :)

১১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: যে বড় গামলায় চা রেডি করছেন
হগলরে পান করাতে পারবেন :)
লিখা পাঠে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাদের নিয়াই খামু তো ... তাই আর কি

কেমন আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.