নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আয়-না বৃষ্টি, আয়-না নেমে.....

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫


©কাজী ফাতেমা ছবি

ঝিরিঝিরি যাচ্ছে ঝরে- আহা চৈত্রের বৃষ্টি
লাগছে ভালো বারান্দাতে-রাখতে উদাস দৃষ্টি।

পাতার নাচন বৃষ্টির সাথে-জলের প্রেমে পাতা
ভিজছে ঐ যে খোকা খুকু-জলে ভেজা মাথা।

ঠান্ডা হাওয়ায় আরাম দেহে-পরিবেশে শান্তি
মরে গেলো বৃষ্টির জলে-ধূলো ময়লা ক্লান্তি।

কলাগাছে বৃষ্টি পড়ে-পাতা উঠে কেঁপে
ও-রে বৃষ্টি যা ঝরে যা- রোদ্দুর দিব মেপে।

জলের নুপূর টিনের চালে-রুনুঝুনু বাজে
বৃষ্টির বিকেল বৃষ্টি দেখি -মন বসে না কাজে।

গাছের পাতা সবুজ হলো- বৃষ্টির জলে নেয়ে
নীল আকাশ'টার রঙ বিবর্ণ-কালো মেঘে ছেয়ে।

অলস মানুষ বৃষ্টির ভয়ে-খুলল রঙিন ছাতা
এমন দিনে খুলে বসবে- কবি কাব্যের খাতা।

আহা একি বৃষ্টি হঠাৎ - গেলো বুঝি থেমে
ডাকছি বৃষ্টি আয় না আবার-আকাশ ভেঙ্গে নেমে!

মন্তব্য ৫৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সিনবাদ জাহাজি বলেছেন: অসাধারন

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


সাধারণ, শেষ শব্দে মিল রাখতে গিয়ে, কবিটাকে হাতুড়ী-পেটা করা হয়েছে:

"গাছের পাতা সবুজ হলো- বৃষ্টির জলে নেয়ে
ডালে বসে ভেজা কাউয়া-কা কা গান যায় গেয়ে। "

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি যা ভাল মনে করেন... হাতুড়ি পেটা মুগুর পেটা হা হা

সবুজ ছিল না এত দিন গাছের পাতা, ধুলায় আর কালো ধুয়ায় মলিন ছিল, বৃষ্টির জলে বেশ সজীব লাগছে গাছের পাতা। বুচ্ছেন আনরোমান্টিক মানুষ?

আর কাউয়া আমার বাসার সামনের আমগাছটায় বইয়া কা কা করতাছে
তো এখন কি কইতা কোকিল কুহু কুহু করতাছে

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি রস কষ ছাড়া মানুষ, আনরোমান্টিক ১০২%
কোন কিছুতেই মজা পান না, আজিব পাথর মানব।

৩| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

অতঃপর হৃদয় বলেছেন: খালি বৃষ্টি!!!!!!! আমাদের এখানে ঝড়ে হলো; সাথে বড় বড় শীল পড়েছে। আমাদের লিচু গাছ আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। কবিতা ভালো হয়েছে।

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহ, ঢাকায় শুধু ঝুম বৃষ্টি হইছে


অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা :)

৫| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ইউনিয়ন বলেছেন: :-B কবিতা ও ছন্দ মিলকরণ ভাল লেগেছে।
তবে, অসময়ের বৃষ্টিতে খিচুড়ি রাখতে পারতেন।

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইউনিয়ন

খিচুরি রান্না করে দিলে খাওয়া যেত, রানতে আলসি লাগে হা হা


নেন

৬| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

শেয়াল বলেছেন: খিক খিক B-)

মানে সুন্দর হইসে B-)

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শিয়ালের হাসি সুন্দর বেশ
থ্যাংকু

৭| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ইউনিয়ন বলেছেন: :-B বইন হিসেবে এক্কান লাইক দিয়ে গেলাম।

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৮| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে :)

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন শুভেচছা সতত

৯| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বর্ষন হোমস বলেছেন: চৈত্র মাসে এমন বৃষ্টি হওয়ার কথা না

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই -তাও হচ্ছে। পরিবেশটািও বেশ আরামে যাচ্ছে আলহামদুলিল্লাহ

ধন্যবাদ আপনাকে

১০| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আরণ্যক রাখাল বলেছেন: আমার বৃষ্টি ভাল লাগে না X((

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বৃষ্টি তো আল্লাহ তাআলার অশেষ রহমত। যাই হোক ঠাটাপুড়া রোদ্দুর ভাল লাগে বুঝি?

ধন্যবাদ রাখাল ভাই :)

১১| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: বৃষ্টিকে আমি সব সময় ভালোবাসি।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও চিমটি দিলাম হাহাহা

ধন্যবাদ ভাইয়া :)

১২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন:



বৃস্টি এক ফুটা মাথায় পড়লে
হাচ্চু দিতে দিতে জান শেষ
তবে কবিতাখান হইছে বেশ
বৃষ্টির মাথায় নিয়ে ঝড়ের দিনে
আম কুড়াতে মঝাই মঝা ।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকেরই বৃষ্টিতে এলার্জি কিন্তু আমার আবার আল্লাহর রহমতে কিছু হয় না :)

থ্যাংকু

১৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: যেমন কবিতা তেমন টিনের ঘর। খুব ভালো লাগল।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের বাসার সামনেই -টিনের ঘরটি বৃষ্টি এলে শব্দ শুনি দাড়িয়ে

ধন্যবাদ

১৪| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

মধ্য রাতের আগন্তক বলেছেন: ছন্দ রক্ষার জন্য বাছাইকৃত শব্দগুলো খুবই কমন এবং বহুল ব্যবহৃত । বৃষ্টি-দৃষ্টি....।প্রাসঙ্গিক কবিতা। ভালো।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া'য় সাধারণত এসব শব্দই ইউজ হয় অন্ত্যমিলের জন্য । বৃষ্টির সাথে দৃষ্টি সৃষ্টি ইস্টি মিষ্টি এছাড়াতো আর শব্দ পাওয়া যাবে না -তবে অন্ত্যমিল না থাকলে এক কথা ছিল ।

ধন্যবাদ মন্তব্যের জন্য

১৫| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




এমন দিনে খুলে বসবে- কবি কাব্যের খাতা।

তাই-ই হয়েছে , কবির খাতায় ছন্দোবদ্ধ কবিতার ঠাঁই মিলেছে ।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাাহা - ধন্যবাদ জী এস ভাইয়া

আমার পোস্টে আপনাকে দেখলে ভাল লাগে।

ভাল থাকুন খুব

১৬| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাখানি অসাধারণ হইছে ছবি আপু।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

১৭| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


"ডালে বসে ভেজা কাউয়া-কা কা গান যায় গেয়ে। "

আমি না হয় কবিতা কম বুঝি; ব্লগে অনেক কবি আছেন, তাঁরা বলুক, উপরের এই লাইনটি কোবভাবে কবিতার লাইন হতে পারে কিনা?

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ভাইজান নেন লাইনটাই ডিলিট দিলাম...

১৮| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬

ধ্রুবক আলো বলেছেন: জানালা দিয়ে বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা, তবে বৃষ্টি পরবর্তী অবস্থার কথা মনে পড়লে সব ভালো লাগা ফিকে হয়ে যায়।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ঠিক বলেছেন। ঘরে বসে বৃষ্টি দেখতে ভাল লাগে

পরের ব্যাপারটাতে বিরক্ত লাগে । কিন্তু আমার লাগে না। আল্লাহর অশেষ দয়ায় সব কিছু্ তেই ভাল লাগে আমার

ধন্যবাদ ভাইয়া

১৯| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কবিতাই লাইক

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে সামি ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত :)

২০| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৭

জাহিদ হাসান বলেছেন: কেমন যেন কিশোর-উপযোগী কবিতা :| :( তবুও ভাল।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছড়া আসলে বড়দের জন্য না । আর আমার মনটাই এমন কিশোর কিশোর অল টাইম
কি আর করব বলেন। বড়দের মত করে লিখতে পারি না :(

থ্যাংকস মন্তব্যের জন্য

২১| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৃষ্টির দিনে অনুভূতি গুলো দারুণ সাজিয়েছেন। ভালো লাগলো আমার।

শুভকামনা রইলো হে প্রিয় কবি

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া

ভাল থাকুন খুব করে :)

২২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ২:০৯

সোনামণি বলেছেন: দারুণ লিখেছেন আপু।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সোনামণি
শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেক অনেক

২৩| ১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৪:০৭

মানবী বলেছেন: "অলস মানুষ বৃষ্টির ভয়ে-খুলল রঙিন ছাতা
এমন দিনে খুলে বসবে- কবি কাব্যের খাতা।"

- বাহ্! বৃষ্টি এসে কবির কবিতার খাতায় সুন্দর কবিতা লিখিয়েছে!
ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপি
আসলে বৃষ্টির দিনের কবিতা বা ছড়া অনেক লেখা হয়। বৃষ্টি আসলেই ছন্দ আসে মনে
ভালবাসি বৃষ্টি খুব

শুভেচ্ছা আর ভালবাসা নিন আপি :)

২৪| ১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, এখন সুন্দর হয়েছে!

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাক -এখন আমারও ভাল লাগছে চাঁদ ভাইয়া

ভালথাকুন সাথেই থাকুন :)

২৫| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর আর মিষ্টি কবিতা।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যভাদ মোস্তফা ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত

২৬| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

শেয়াল বলেছেন: ডালে বসে ভেজা কাউয়া-কা কা গান যায় গেয়ে।

এই লাইনে খারাপ কিছু তো ছিল না, শহরের একটা কমন দৃশ্যই তো আছিলো ! অসুবিধার কি তাতে ?

চানগাজি ভাউয়ের কতায় চেইঞ্জ করাটা ঠিক অয়নাই B:-/

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ কথা কিন্তু সত্য আমি যখন লিখি তখন আশে পাশে সব দেখে দেখে লিখি। কিন্তু একজনের একটা নেগেটিভ মন্তব্য অন্যদের মনে প্রভাব ফেলে যেকোনো লেখা বা যে কারো লেখায়। আমি এদিকটা বিবেচনায় লাইনটা পাল্টে দিলাম। থাক না হয় এমন ভাবেই :)

ধন্যবাদ আপনাকে ভাইয়া

২৭| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৃষ্টিরে নিমন্ত্রন করছেন, সে আসুক আপত্তি নাই, তবে- তার আগে আমারে একখান ছাতা গিফট করন লাগবো। =p~

১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছাতা সাথে একখান হটপট ধরামো যাতে খিচুরি থাকবে অতএব বৃষ্টিতে ভালবাসতেই হপে

থ্যাংকু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.