নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী-২০ (ফুলের ছবি)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

১। ও শেফালী লুকিয়ে আছিস ঘাসের বুকে
ঝরে পড়লি অসময়ে-বল্ না তুই কোন সে শোকে?


সব সময়ের সঙ্গী মোবাইল যেহেতু। কোনো কিছু সুন্দর দেখলেই ক্লিক হয়ে যায় -যেনো এটা অটো হয়ে গেছে। বিভিন্ন সময়ের তোলা কিচু মোবাইলগ্রাফী নিয়ে আবার হাজির । এবারও ফুলের ছবি। মৌসুম অনুযায়ী ফোটা ফুল....... যখন ইচ্ছে তখন তুলেছি। আমার চোখে সুন্দর যা -তা আমি একা দেখবো কেনো তাই আপনাদেরকে বিরক্ত করতেই পোস্ট করা হাহাহা। যদি ভাল লাগে তবেই না কষ্ট সার্থক। পোস্ট সাজানোটাও সময় সাপেক্ষ। কত পোস্ট সাজানোর জন্য আর দেয়া হয় না। আচ্ছা যাই হোক তো এবার স্ক্রল ঘুরিয়ে দেখতে থাকুন ফুলের ছবি। এবার ফুলের গায়ে লিখে দিছি ফুলের নাম।

২। বৃষ্টি ধোঁয়া কামিনীর পাতা-দেখো কেমন লাগছে সবুজ
একটি ফুলের পাপড়ি এনে দাও না বন্ধু-মন যে আবেগী অবুঝ



৩। ফুলের ডালা সাজিয়ে রাখি সন্তর্পণে-যদি তুমি আসো। শুকিয়ে ফুল হয় উদাসীন অহহো না আমি হই উদাস। ভাবি আর কুঁড়াবো না ফুল তোমার জন্য। মন দেউড়িটা খুলে রাখি-তুমি ভুলেও এ পথ মাড়াও না-তাতে কি আমি রোজ সকালে তোমার জন্য সাজিয়ে রাখবো রঙ্গন শিউলী আর বেলীর ফুলে। এসো কিন্তু সময় হলে-



৪। কাঠবেলীটা সবুজ বুকে-কেমন দেখো আছে শুয়ে
কেমন করে সজীবতার- স্নিগ্ধ ফসল যাচ্ছে রোয়ে
ধরো বন্ধু আমি যদি-থাকি তোমার শুয়ে বুকে
প্রেম রোবে কি ভালবেসে-সজীব মনে অথৈ সুখে?



৫। এমনি তো জীবন-কেউ তরতাজাই চলে যায় এই ধরা থেকে আর কেউ বুড়ো হয়েও পড়ে থাকে রোগে সোগে জীর্ণতায়। এখানেই তো সুখ আর দু:খ। এই দেখো -মরার পাশেই হেসে বেঁচে ফলবতী গাছ। কেমন বলো-জীবনতো মোদের এমনই তাই না।



৬। না, না আমি গোলাপ চাই-তোমার মনের মত শক্ত গোলাপের ছোয়া চাইনে বাপু। আমি তবে গোলাপই চাই-যাতে আছে স্নিগ্ধতার মাতাল করা ঘ্রাণ। তুমি হয়ে থাকো সেই কাঠগোলাপই-আর আমি হবো হাসনা হেনা।



৭। লাল সবুজের মাখামাখি-সেতো থাকবেই চিরকাল
আর আমিই বাবা রইলেম নে তোমার বুকের মাঝার। ছেড়ে চলে যাও-ফিরে আর আসলে না এদিক মাড়ালে না । ভালবাসার স্বপ্নও দেখতে জানো না। আচ্ছা তুমি যদি সবুজ হতে তবে কিন্তু আমি লালই হতাম-ছুয়ে থাকতাম তোমার বুকে। কি মন্দ বলেছি কি?



৮। রক্ত জবা এনে দাও গো- পরিয়ে দাও খোঁপায়
জীবন আমার রঙিন হবে-এমন সুন্দর তোফায়
কানের দুলটা বানাতে পারি-দাও না এনে রক্ত জবা
বলছো নাকো কোনো কথা-আচ্ছা তুমি কিগো বোবা?



৯। তুমি নিচের মরা দূর্বাঘাস আর এমনই সজীব কামিনী পাতা। তুমি মরে বেঁচে থাকো আর আমি বাঁচি মুগ্ধতায় সজীবতায়। আমার প্রহরগুলো কাটে বড্ড সুখে। আমি প্রভূর সৃষ্টির সকল সৌন্দর্য্য ভালবাসি যে। তুমি বড্ড বাস্তবমুখী। একটু কাল্পনিক হওতো এবার।



১০। ঝরে পরে ফুল আয়ূ যদি ফুরায় তার
অন্য ফুলের হৃদয় পুড়ে দেখো কেমন ছারখার
নুয়ে আছে জবা ফুলটি-সাথী তার গেছে ঝরে
দিবারাতি ফুলের চোখে-তবে কি সে অশ্রু ঝরে।



১১। বেলী ফুলের কলি- এখন ঘ্রাণ নেই। ফুটলেই ঘ্রাণে মাতাল হই। অথচ আমরা মানুষ নিজের মাঝেই চুপসে থাকি। ফুটে উঠিনা মানুষের সেবায়। আমাদের ঘ্রাণে কেউ সহজে মাতাল হয় না্ তাই না?



১২। কাঁটার মাঝে ফুটে থাকে রক্ত রঙা ফুল
হাত বাড়ালেই রক্ত ঝরবে-করো না সে ভুল
চাও গো যদি দিতে আমায় উপহার একটা কিছু
ভালবাসি বল তবে -তোমার মুখটি করে নিচু।



১৩। বেলীর ঘ্রাণে মাতাল আমি-তুমি তবে কিসের মাতাল
তোমার বাস যে আকাশ মাঝে -আমি থাকি পাতাল।



১৪। কাঠগোলাপ সুবাস নেই তাতে কি-তার সৌন্দর্য্য আছে।



১৫। কাঠগোলাপ



১৬। নাম জানি না ওরে ফুল-রাগ করিস না আমার সাথে
ভালবাসি তাইতো দেখ না-দেখা করি রোজ প্রাথে
লাল টুকটুক শাড়ি পড়ে-বসে আছিস সবুজ পাতায়
তোরে নিয়ে ইচ্ছে লাগে-কাব্য লিখি মনের খাতায়।



১৭। জবার বাগে আগ লেগেছে-ধোয়া কেনো নাইরে
দৃষ্টি দিয়ে দেখলে পরে-চোখ পুড়ে হয় ছাইরে......



১৮। হলুদ শাড়ি পড়ে গোলাপ সেজে আছে রাণী
ও গোলাপ তোর রাজা কোথায় বলবি একটু খানি
রাজা ছাড়া থাকিস একা-ভয় কি লাগে না তোর
একা কি তোর বোর লাগে না-কাটাস ক্যামনে রাত ভোর।



১৯। কচমচ কচমচ


২০। হলুদ গাদার বাগান



২১। কত জাতের ফুল যে ফুটে-আহা সুন্দর ধরায়
ফুটে থাকে ছয় ঋতুতে-হোক না চৈত্রের খরায়।
ভালবাসি ফুল যে আমি-ভালবাসি সবুজ পাতা
এখানটাতে যেনো আমার স্বপ্ন বিছনা পাতা।



ছবির সাথে মিলিয়ে মাত্রই লিখেছি -তাই এতে তাল মাত্রা লয় কিছুই ঠিক নাই .........

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২১

মনিরা সুলতানা বলেছেন: আপু ছবিগুলো ভীষণ স্নিগ্ধ !!
পোষ্ট এ ভাললাগা :)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভাল থাকুন স্নিগ্ধতায় ফুলের মতই
ভালবাসা রইল অঢেল

২| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮

কাল্পনিক কামিনী বলেছেন: কি মোবাইল দিয়ে তোলা? কত মডেল?? অনেক সুন্দর সুন্দর ছবি। প্রাণ জুড়িয়ে গেল।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ আপি... আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগর -কষ্ট সার্থক :) ভাল থাকুন আপি

স্যামসাং এ সেভেন মোবাইলে আপি

৩| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

কাল্পনিক কামিনী বলেছেন: হাহাহা !!!!!! আপনার কষ্ট সার্থক করার জন্য তো আমরা আছিই। ভাবছি, মোবাইল টা আমিও কিনব।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিনে নেন আপি। এ সেভেনের মূল্য এখন কমেছে মনে হয়

থ্যাংকস এ লট আপি আবারো

৪| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০০

অতঃপর হৃদয় বলেছেন: ওয়াউ!!!! একি দেখলাম আমি। চোখে যে সয় না আমার, প্রাণেও সইছে না। :) কষ্ট করে আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু!

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুল দেখিলে শুধু....। নাক টেনে ঘ্রান নিয়ে নাও ভাইয়া

থ্যাংকস
ভাল থাক
ভালবাসা রইল :)

৫| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৭

শেয়াল বলেছেন: নাইচ ফটুক ব্লগ :D

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু মামা থুক্কু শেয়াল ভাই।

ভাল থাকুন হামেশাই :)

৬| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১০

শেয়াল বলেছেন: গাঁদা ছবি সেরা ছবি

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাঁদা বুঝি খুব পছন্দ আপনার

আমারও পছন্দ । গাদার পাতাও উপকারী কেটে গেলে আমরা আগে এর পাতা কচলিযে ক্ষত স্থানে লাগাতাম

ধন্যবাদ ভাইয়া

৭| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অনুসরনের জন্য ধন্যবাদ ।
ফুলের ছবি সুন্দর হয়েছে।
শিউলী প্রতিদিন সকালে ঝরে
আপনার শিউলী অকালে
ঝড়ে পড়েছে দেখে কষ্ট লাগল।
তবে যতই বলুন আপনার
জন্য হলুদ গাঁদা টাই ভাল
তাইতো লিখেছেন নজরুল

হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নৈলে রাঁধব না,
বাঁধব না চুল। কুস্‌মী-রঙ শাড়ি,
চুড়ি বেলোয়ারি কিনে দে হাট থেকে,
এনে দে মাঠ থেকে নৈলে রাঁধব না,
বাঁধব না চুল।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নৈলে রাঁধব না,
বাঁধব না চুল। কুস্‌মী-রঙ শাড়ি,
চুড়ি বেলোয়ারি কিনে দে হাট থেকে,
এনে দে মাঠ থেকে নৈলে রাঁধব না,
বাঁধব না চুল

বাধব না বাধব না চুল হাহাহা

অনেক ধন্যবাদ ভাইয়া :)

৮| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দারুন সব ছবি।নাম না জানা ফুল ১৬ আর ২১ নং চরম হয়েছে।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকুন সাথেই থাকুন :)

৯| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

এ আর উৎপল বলেছেন: সুন্দর

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ উৎপল দা
ভাল থাকুন
শুভেচ্ছা সতত :)

১০| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: মুগ্ধ এবং +।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট দাদা :)

১১| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন:
বৃষ্টি ধোঁয়া কামিনীর পাতা-দেখো কেমন লাগছে সবুজ
একটি ফুলের পাপড়ি এনে দাও না বন্ধু-মন যে আবেগী অবুঝ


আপনার ছবির সাথে এমন কবিতাগুলো সতয়িই অনন্য........।অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন আর ভ্রমণ করুন বেশী বেশী দোয়া করি হাহাহা
কারণ আমরা আপনার হতে অনেক কিছু পাই মুগ্ধ হওয়ার

:)

১২| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জুস টা বেশ ফ্রেশ ভালই লাগল খেতে :)

১৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লাগলো মোবাইলগ্রাফি।
মোবাইল দিয়ে ছবি তুললেও যে অনেক সুন্দর দেখায় তারই প্রমাণ দিলেন দক্ষ হাতের কারিশমায়।

কথাও গুলিও খুব ভালো লাগলো আপু

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাকোন সব সময়
শুভেচ্ছা অনেক অনেক :)

১৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +++++

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া অনেকঅনেক

লেকেন প্লাস বাটনে মাউজ ক্লিক লাগেনি হাহাহাহ :)

ধন্যবাদ অনেক অনেক

১৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪১

মাস্কে মাসের শালাই শালাই ঝাম্পের ঝাহ বলেছেন: সৃজনশীলতা আছে আপনার মাঝে। ছবি গুলি দেখিয়া বড়ই ভালো লাগিল।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার নামটার অর্থ জানতে খুব ইচ্ছে

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য :)

১৬| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আহা কি সুন্দর ছবি দেখে মরি মরি। এমন ছবি দেখে কি বিরক্ত হওয়া যায় আপু?
সাথে ছন্দের খেলা। আমিও ভাবছি একদিন আপনার মত করেই প‌োষ্ট দিব।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ বিরক্ত না হওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া । কষ্ট সার্থক তো এখানেই আপনাদের ভাল লাগলে আমারও ভাল লাগে। সবার মাঝে আছি খুব ভাল লাগে ।

আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন :)

১৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৯

জুন বলেছেন: ছবি যেন শুধু ছবি নয় । আজ যেন তাই মনে হয় -------
সবুজ পাতার সাথে ফুলের কন্ট্রাস্ট দারুনভাবে ফুটিয়ে তুলেছেন কাজী ফাতেমা ছবি ।
আচ্ছা কাঠবেলী যাকে বলছেন তাকে কিন্ত আমরা টগর বলি । এটাকি ঠিক ?
ভালোলাগা রইলো অনেক ।
+

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি টগরই তো এখন মনে হলো- হাহাহাহা কাঠগোলাপও বলি আমরা এগুলোকে
তবে সঠিক নামটা টগরই বোধয়
থ্যাংকস এ লট মনে করিয়ে দেয়ার জন্য

ভাল থাকুন আপি সাথেই থাকুন ভালবাসা অনেক অনেক

১৮| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছু নাম জানা হলো।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৯| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ছবি ও লেখা দুটোই দারুন +++

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাইয়া

:)

২০| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো ভিষণ ভাল লেগেছে।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.