নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কোন এক কবিকে....

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩২


১।
কাঁধেতে ঝুলানো ব্যাগ-মুখে ছড়ানো আবেগ
ক্যামেরা ঝুলানো গলায় -হেঁটে চলে বেলা অবেলায়
চেহারায় ক্লান্তির নেই ছাপ-
থেমে নেই,মাথায় তীক্ষ্ণ উত্তাপ।
ক্যামেরা হাতে,ফুটপাতে দু'চোখ-
চেয়ে থাকে অপলক,কতক মলিন মুখ।
ক্লিক ক্লিক অজানতেই জীর্ণ চেহারায়
কবির চোখে মুখে ছাপ পুর্ণ হতাশায়।
পার্কের বেঞ্চে খানিকটা সে বসে
জীবনের মূল্য কোথায়? অংক কষে,
কলমের খোঁচা পড়ে ব্যাগের ডাইরি'টায়
কবিতার পঙ্খতি লিখে মুখে আওড়ায়।
খোঁচা খোঁচা দাঁড়িতে,ভাবুক
মানবতা ঘুমায় ফুটপাতে,পিঠেতে চাবুক।
দুনিয়ার ভাবনা নিয়ে হেঁটে চলে সে
ভ্রুক্ষেপ নেই চলায়,ফুটপাত ঘেঁষে।
কি যেনো কবির চোখ খুঁজে ফিরে
সময় কাটে তার দুখীদের ঘিরে...
কবি কবি ভাব, পিছনে বাঁধা চুল
একি! কবির চেইন খোলা
ব্যাগে ভর্তি নাগলিঙ্গম ফুল।

২।
এমন পাগল পাগল কবি ভাব যার
ইচ্ছে হয়,পিছন পিছন ছুটি তার।
পিছন ফিরলে,দিব একটা ভেংচি কেটে
ইচ্ছে করে,ক্ষেপিয়ে তারে যাই পিছু হেঁটে।
ইচ্ছে জাগে, উদাস ভাবটা ছাড়িয়ে দিয়ে
ঠোঙ্গা ভরা বাদাম ধরি সামনে গিয়ে।
উদ্ভট ইচ্ছা মাথায় আসে -চুপি চুপি পিছু এসে,
চুল ধরে,কাঁচি হাতে ঘ্যাচাং ঘ্যাচ
কেটে দেই চুল ক্যাচাং ক্যাচ।
ইচ্ছা আরো মনে মনে-মাথাচারা ক্ষনে ক্ষনে,
ছিনিয়ে নিয়ে ক্যামেরাটা,ফটো তুলি,দাঁড়া ব্যাটা।
এই ইচ্ছেটাও মনে আসে-হেঁটে তার পাশে পাশে,
কবিতার ডায়রী নিয়ে,নদীর পাড়ে
তার কবিতা,আবৃত্তি করে শুনাই তারে।
আবোল তাবোল ইচ্ছা যত-পুরণ করব মনের মতো।
ছুটতে থাকব তার পিছু পিছু-যে যাই মনে করুক কিছু।
কবি কবি ভাব ছুটিয়ে-বিরক্তি ছাপ মুখে দিব ফুটিয়ে,
কবির ব্যাটা কবি, থাকবি কি আর উদাসীন?
ছন্নছাড়া জীবন নিয়ে পাতবি কি আর ফুটপাতে আসীন?
ইচ্ছাগুলো আমার এমনই-পাগল কবি রাস্তায় দেখব যখনই
ভাব নিয়ে হাঁটবে যে কবি-উদাস ভাবটা তার, ছাড়াবে ছবি।
22 October 2013

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪০

আরণ্যক রাখাল বলেছেন: মানবতা ঘুমায় ফুটপাতে,পিঠেতে চাবুক।
সুন্দর।

অনেকদিন আগের কবিতা। এতদিন পর খুঁজে পেলেন কোথায়?

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবুতে পোস্ট দেয়া। অন্য কোনো জায়গাতে দেয়া হয়নি কখনো

কত লেখা এমন করে হারিয়ে যাচ্ছে ..... আর মানুষজন নিজের নাম করে নিচ্ছে এমন লেখাগুলোতে। তাই ভাবছি এখানেও রেখে দিবো।

নিজেকে ভাল রাখার জন্য লেখালেখি শুরু- আর এখন অভ্যাসে পরিণত হইছে ।

অনেক ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা অবিরত

২| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: বা!! বেশ সুন্দর তো......ভালো লাগল।

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দিদি
পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন

৩| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: পাগল পাগল এক ভাবুক কবির প্রতি আরেক কবির অনুরাগ কবিতায় ব্যক্ত হয়েছে।
পরিচ্ছন্ন কবিতাটি ভাল লেগেছে।

২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবারের মেলায় গিয়ে আপনাকে খুঁজেছিলাম, পরে রাবেয়াপির সাথে দেখা হলো চলে গেলাম অন্য দিকে

আচ্ছা আপনার বইটা কি আমি কুরিয়ারে পেতে পারি?

ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৪| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৯

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর হয়েছে আপু ।

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। ভাল থাকুন অনেক অনেক

৫| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর আপুমনি!!!!!!!!!

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়ুমনি
ভালথাক কাছেই থাকো কিন্তু

৬| ২৩ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো আপু। তবে কবির প্রতি একটু নির্দয় হয়েছেন মনে হলো! কবির ঝটি চুলে এত রাগ কেন! এটা তার মনের স্বাধীনতা হিসেবে ছেড়ে দেন।

শুভকামনা জানবেন।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা .... ছেলেদের চুলের জুটি আমার পছন্দ না মোটেও

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন খুব

৭| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:
কবিগিরি ছেড়ে দিয়ে কি ভুলটাই না করেছি ।
সুন্দর হয়েছে কবিতা ।
শুভেচ্ছা রইল

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাইয়া

হ ভুল করেছেন
ফিরে আসুন কবিতা জগতে

৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৫

কাছের-মানুষ বলেছেন: কবিতা চমৎকার সুস্বাধু হয়েছে ।
পড়তে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কাছের মানুষ ভাল থাকুন

ব্যস্ততার জন্য কমেন্টের উত্তর দেরী হয়ে যায় সরি

৯| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: পোষ্টটি ভালো লেগেছে।তবে কবিতা হিসেবে কেমন তা বলতে পারি না।কারণ কবিতা জ্ঞান ০০%
দুঃখিত। :(

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগলেই হলো ভাইয়া। কবিতা তো আর লিখতে পারি না ধন্যবাদ আপনাকে

১০| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

সিনবাদ জাহাজি বলেছেন: বাহহহ

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজী ভাইয়া :)

১১| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১০

বিলিয়ার রহমান বলেছেন: কবি কবি ভাব, পিছনে বাঁধা চুল
একি! কবির চেইন খোলা
ব্যাগে ভর্তি নাগলিঙ্গম ফুল


ভাল লিখেছেন!:)

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

ভাল থাকুন

১২| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে ছন্দগুলো।






ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন আর সাথেই থাকুন
শুভেচ্ছা সতত

১৩| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন ।

সে কবির জন্য শুভ কামনা রইল।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যভাদ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন

১৪| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৪

আনোয়ার হুসাইন খান বলেছেন: চমৎকার বর্ণনা শৈলী।

২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ আনোয়ার ভাইয়া
সুস্থ সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত :)

১৫| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১০

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: একি! কবির চেইন খোলা
ব্যাগে ভর্তি নাগলিঙ্গম ফুল।



ভণ্ড আরিফ আজাদের ফেসবুক ফলোয়ার
আপনি। একদিকে ইসলাম ইসলাম করে পাগল হচ্ছেন, আরেকদিকে অশ্লীলতার ইনডাইরেক্ট আহবানে নিজের মনের অবদমিত কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা করছেন। এগুলোকে বলে হিপোক্রিসি

রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জীবনানন্দ দাস কবিতা হিসেবে এসব ছাইপাশ দেখলে নিজেরাই কচু গাছে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করতেন।

ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারে এখানে কে আইতে কইছে-ভাগেন এখান থেকে । নেগেটিভ চিন্তা মাথায় নিয়া ঘুরেন। তাই সব কিছু নেগেটিভই মনে হবে। তবে আরিফ আজাদের বইটি এখনো পড়িনি বা তার সাথে পরিচয় নেই....। যদি পড়ে ফেলতে পারি উচিত জবাব দেয়া যাবে তখন। আপনার পোস্ট দেখেই বুঝা যায় আপকি অপ্রকৃতিস্থ মানুষ। মানুষ হন আগে

১৬| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন:

১) আইতে কইছে কিংবা ভাগেন - থার্ড ক্লাস মানুষেরা এভাবে লেখে, ভদ্রজনেরা এই ভাষা ব্যবহার করেন না।

২) আপনার পোস্টে আমার আসার দরকার ছিলো না কিন্তু আমার আগেই আপনি আমার লেখা আরিফ আজাদ কিতাব সমালোচনা পোস্টে সারবস্তুহীন মন্তব্য করেছেন। যুক্তি দিতে পারেননি, জাস্ট আমার পোস্ট বেশি ভিউ হলো কেন এই ঈর্ষাতে মরেছেন !

৩) অপ্রকৃতিস্থ আপনি নিজেই, নাহলে এতো ফুল থাকতে 'লিঙ্গ' শব্দযুক্ত স্বল্প পরিচিত নাগলিঙ্গম ফুলের কথা বলতেন না, তাও আবার আগের লাইনে 'চেইন খোলা'র অশ্লীলতা সহকারে। বোঝাই যায়, এসব ছাইপাশ কবিতা লেখার আসল উদ্দেশ্য !

ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মত আমার আজাইরা সময় নাই- আপনার পোস্ট সমালোচনার ...। এখানো অনেকেই আছেন সমালোচনার জন্য। কিন্তু আপনার পোস্টে কেহই যায় নি।

হ ভাই আমি থার্ড ক্লাসই-আপনি ফার্স্ট ক্লাস হন যায়া। .... কিসের ঈর্ষা- আপনি এফ৫ চেপে চেপে নিজেই নিজের পোস্টের পাঠক হয়েছেন। এসব আন্ডা বাচ্চা সবাই বুঝে রে ভাই। যাক যুক্তি তর্কে যাব না । নাগলিঙ্গম একটা ফুলের নাম

নেন লিংক দিলাম- এই ফুল সম্বন্ধে জেনে আসুন। আর যারা এর নাম এমন দিছে পারলে তাদের ধরেন গিয়া -যত্তসব X(

নাগলিঙ্গম ফুল

১৭| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: ফেইক ফেসবুকার আরিফ আজাদের প্যারাসিটামল সাজিদ কিতাবের লিংক দিয়ে দিলাম - Click This Link

বইটা পড়ে আগের মতো আমার পোস্টে সারবস্তুহীন মন্তব্য না করে আমার পোস্টকে ভুল প্রমাণিত করবেন যদি আসলেই মাথায় সামান্যতম ঘিলু থাকে - আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ নামক অপাঠ্য কিতাব সমালোচনা ব্লগগুলো

ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিতাব সময় করে পড়ে নিব

১৮| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: নেন লিংক দিলাম- এই ফুল সম্বন্ধে জেনে আসুন। আর যারা এর নাম এমন দিছে পারলে তাদের ধরেন গিয়া -যত্তসব X(

নাগলিঙ্গম ফুল


ওরে বাবা, নাগলিঙ্গম ফুল আমরা চিনি না ? সেজন্য আবার লিংকও দেওয়া লাগে ? বিনোদন বটে। =p~

আপনি এফ৫ চেপে চেপে নিজেই নিজের পোস্টের পাঠক হয়েছেন

এফ৫ এর ব্যাপার আপনিই তো শেখালেন। যাই হোক, আপনার এসব অপাঠ্য কবিতার বাস্তবিক কোনো মূল্য নেই। থাকলে এতোদিনে আপনার নাম ছড়িয়ে পড়তো পুরো বাংলাদেশে, অথচ কেউ চেনে না।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এবার চাপতে থাকুন এফ৫

১৯| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

মানবী বলেছেন: "কবির চেইন খোলা
ব্যাগে ভর্তি নাগলিঙ্গম ফুল।"

- কবিরা উদাসী হয়ে থাকে তাই তাঁদের ব্যাগের চেইন খোলা থাকতেই পারে, তা থেকে ফুল অথবা কবিতারখাতা উঁকি দেয়াটা স্বাভাবিক!
আমি কবিতার "ক" লিখতে জানিনা অথচ আমার ব্যাগের চেইনও অধিকাংশ সময়(বিশেষ করে তাড়াহুড়োর সময়) খোলা থাকে :(
প্রায়ই জিনিসপত্র, টাকা পয়সা এমনকি একবার ড্রাইভার্স লাইসেন্সও হারিয়েছিলাম!

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপুন যারা নেগেটিভ মাইন্ডেড এরা সব কিছু নেগেটিভই ধরে নেয়
যাক ব্যাপার না

অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ভাল থাকুন
ভালবাসা দিলাম

২০| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

মধ্য রাতের আগন্তক বলেছেন: ভাবনাটা ভালো।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

২১| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ '' এমন হীনমনা ব্লগারদের সবার চিনে রাখা প্রয়োজন।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পড়েছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.