নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

খাবো নাকো ইলিশ পান্তা....

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫



এই মৌসুমে খাব নাকো - ইলিশ মাছের টুকরা ভাজা
জাটকা ইলিশ ফরমালিনে- ইলিশগুলো নয়কো তাজা
পান্তা ভাতের পাতে রেখো - শুকনো মরিচ শুটকির ভর্তা
স্বাধে জিহবায় পানি নিয়ে-খাবেন সুখে ঘরের কর্তা।
ইলিশ ভাজা পান্তা ভাতে- মানায় নাতো পানসে লাগে
তবে কেনো ইলিশ দিয়ে- পান্তা খেতে ইচ্ছা জাগে!
থাকুক ইলিশ জলের তলে- ইলিশ কি আর যায় পালিয়ে
সোনার দামে ইলিশ কিনলে- যাবে সদা মন জ্বালিয়ে।
বাঁচাই ইলিশ চলো মিলে- বয়কট করি ইলিশ খাওয়া
জাটকা ইলিশ হবে বড়- খাবো কিনে এটাই চাওয়া।
-
কি সব নিয়ম করছো চালু- পান্তা ভাতে বছর শুরু
আমার মতে খাবে সবাই- কুরমা পোলাও মাছের মুড়ু!
নতুন বছর গরীব খানা- উপহাসের হায় নামান্তর!
সারা বছর দারিদ্রতায়- ভরা যাদের দুঃখের প্রান্তর!
তারাও কিন্তু একটি দিবস- পোলাও ভাতের ঘ্রাণে মাতাল
মাংস ডিমের ঝুলে ঝালে- বাসে ভরায় মনের চাতাল!
পান্তা ভাতে কাঁচা মরিচ- বৈশাখ মাসের প্রথম প্রহর
ঢাকঢোল বাজনা, শাঁখ বাজিয়ে- মেতে থাকবে আমার শহর!
গরম ভাতে পানি ঢেলে- বড়লোকির বিসর্জনে
মাতবে তারা সুখ উল্লাসে- হিন্দি গানের সুর গর্জনে!
বাঙালিদের ষোল আনা- পালন শুধু একটি দিবস
জিন্স টাইস, ছেড়ে শাড়ি- দেখলে লাগে মন'টা বিবশ!
মাটির থালায় পান্তা খাবে- ইলিশ ভেজে লোক দেখানো
পান্তা দেখলে সারা বছর- ঠোঁট উল্টিয়ে মুখ বেঁকানো!
ঠেলা ধাক্কায় গরম মাথায়- পান্তা ভাতের থালা হাতে
সেল্ফি দেখবো নিউজফিডে- ইলিশ সাথে পান্তা ভাতে
লাগাম ছাড়া জীবন মোদের- যেমন খুশি উৎসব সাজাই
গানের তালে মন ডুবিয়ে- আহ্ আনন্দের বাজনা বাজাই।
বৈশাখ তুমি চরম খারাপ- ধনী বানাও মিসকিন বাপু
গাপুস গুপুস পান্তা খাবে- ঠিক বলেছি ভাইয়া-আপু?
খাবো না তাই ইলিশ পান্তা- কুরমা পোলাও মাংস খাবো
এমনি করে পয়লা বৈশাখ - পান্তা ভাতের যুগ বদলাবো।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: মাটির থালায় পান্তা খাবে- ইলিশ ভেজে লোক দেখানো
পান্তা দেখলে সারা বছর- ঠোঁট উল্টিয়ে মুখ বেঁকানো!
আমরও পুরোটা কথা, এখানেই।।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত ;)

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


স্বাভাবিক নিয়মে দিনটাকে পারিবারিক উৎসব হিসেবে পালন করলে পারিবারের সবাই উৎসাহিত হবেন।
পরিবারের ভালো ম্যানুই তালিকায় আসুক।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এটাই করা উচিত

আনন্দ মিস দিতে নেই। এই যান্ত্রিক জীবনে কয়টা আনন্দের দিনই বা আসে

অনেক ধন্যবাদ ভাল থাকুন

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:২০

অতঃপর হৃদয় বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আপনি তো সব সময় চমৎকার লিখেন আর না বলি কিছু।

নববর্ষের শুভেচ্ছা রইলো

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ

নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হইছে কবিতা ,

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

নববর্ষের শুভেচ্ছা আপনাকে :)

৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১২

ধ্রুবক আলো বলেছেন: শুভ নববর্ষ
১৪২৪ বঙ্গাব্দের বৈশাখী শুভেচ্ছা রইল

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

নববর্ষের শুভেচ্ছা আপনাকে

:)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতার প্রতিটা কথাই বেশ অর্থপূর্ণ। ++++

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সহমতের জন্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা অনেক অনেক

৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

সিনবাদ জাহাজি বলেছেন: আপি কি পিক দিছেন এইটা?
আমার মত ভোজন রসিকের জিভটা ফোয়ারা হয়ে উঠল
:P

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ আসলেই তো ঠিক হয়নি

অনেক ধন্যবাদ

৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩১

রেজা এম বলেছেন: ++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রেজা ভাইয়া
ভাল থাকুন খুব

৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: চমৎকার হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভালথাকুন

১০| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জাটকা ইলিশ বড় হবে, খাবো কিনে এই তো চাওয়া।

খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো।

বৈশাখী শুভেচ্ছা রইল, শুভ নববর্ষ

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া তোমাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা

অনেক ধন্যবাদ
ভাল থাক শুভেচ্ছা আর ভালবাসা রইল

১১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা আপু তোমাকে।
কবিতা সে রকম হইছে।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া তোমাকেও নববর্ষের শুভেচ্ছা

ধন্যবাদ আর ভালবাসা জানাই

শুভেচ্ছাও সতত

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন:

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতিও
ভাল থাকুন অনেক অনেক :)

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৫

উম্মে সায়মা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপু.....

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আর ভালবাসা দিলাম আপি
ভাল থাকুন অনেক অনেক :)

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫০

বে-খেয়াল বলেছেন: কি সব নিয়ম করছো চালু- পান্তা ভাতে বছর শুরু
আমার মতে খাবে সবাই- কুরমা পোলাও মাছের মুড়ু!


অসাধারন অসাধারন লেখণী, লেখার মাঝে সুন্দর করে বাস্তব চিত্র ফুটে উঠেছে

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা

অনেক ধন্যবাদ আপনাকে

নববর্ষের শুভেচ্ছা অনেক অনেক :)

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: আমি অত বুঝিনা বাপু
এমন সুন্দর করে কবিতা
কেমনে লিখলে বলনা আপু।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা ভাইয়া কি যে বলেন -মানুষ আরো কত সুন্দর লিখে - নিজের মনের যত কথা সুর সব ঢেলে দিয়ে লিখি , আপনার মূল্যায়নে আমার খুব ভাল লাগছে - দোয়া করবেন যেনো লেখার মান বজায় রাখতে পারি

জাজাকাল্লাহ খাইরান :)

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২

জুন বলেছেন: এগুলো সব নতুন ফ্যাশন । অন্যদিন সেধে দেখেন তো পান্তা ভাত খায় নাকি তারা । যত্তসব । পান্তাভাত কাচামরিচ পেয়াজ বা আলু ভর্তা দিয়েই খেতে দেখি গরীব দুঃখী মানুষদের । ভালো লিখেছেন কাজী ফাতেমা ।
+

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপি- ফ্যাশন হিসাবে পান্তা ভাত খেয়ে দেখেন গিয়া কত জন অসুস্থ হইছে হাহাহাহাহ কে জানে ।
তবে বাড়িত থাকতে পান্তা ভাত খাইতাম শুটকি ভেজে -সবাই এক থালায় ভাইবোনেরা
সেইসব দিন আর নাই। এখন শুটকি খেলেই মারা যাই গ্যাসের জ্বালায় ও মাগো মা

ধন্যবাদ আপি পাঠ ও মন্তব্যের জন্য :)

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ঠেলা ধাক্কায় গরম মাথায়- পান্তা ভাতের থালা হাতে
সেল্ফি দেখবো নিউজফিডে- ইলিশ সাথে পান্তা ভাতে
লাগাম ছাড়া জীবন মোদের- যেমন খুশি উৎসব সাজাই
গানের তালে মন ডুবিয়ে- আহ্ আনন্দের বাজনা বাজাই।
বৈশাখ তুমি চরম খারাপ- ধনী বানাও মিসকিন বাপু
গাপুস গুপুস পান্তা খাবে- ঠিক বলেছি ভাইয়া-আপু?



পিলাচ!:)

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া :)

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খাবার দেখেই তো জিভে জল এসে গেলো।








ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ আমরা বাঙালীরা আসলেই খেতে বেশী ভালবাসি

ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.