নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

তিনি এক অদ্বিতীয়....

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২



আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি করেছেন ধরা
পরম করুণাময় দয়ালু তিনি, দয়াতে যার প্রাণ ভরা ।

আল্লাহ্ এক, অদ্বিতীয় আসমান জমিন সব কিছুর মালিক তিনি
প্রাণ দিয়েছেন আমাদের-দয়া দিয়ে ধরায় রেখেছেন যিনি

তিনি তো নন কারো মুখাপেক্ষী, নন কারোর-ই ধরা ছোঁয়ায়
পাহাড় সাগর নদী সকল কিছু তার দিকে-ই মাথা নুয়ায়।

জন্ম দেননি তিনি কাউকে অথবা কেউ দেয়নি জন্ম তাঁকে
তরু লতা চাঁদ নক্ষত্র মাটি পানি সবাই তাকে ডাকে।

মানবের কল্যাণে তিনি দিয়েছেন কুরআনে ঐশী বাণী
পথ নির্দেশক পবিত্র কুরআন পড়লে তৃষ্ণায় মেলে পানি।

তিনি এক, তাঁর সমতূল্য কেউ-ই নেই আসমান জমীন ধরাতে
দয়ার সাগর তিনি, করেছেন সৃষ্টি ধরায় তার আলো ছড়াতে।

মন্তব্য ৮৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

মোস্তফা সোহেল বলেছেন:
আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি করেছেন ধরা
পরম করুণাময় দয়ালু তিনি, দয়াতে যার প্রাণ ভরা ।
আল্লাহর অসীম দয়াতে আমরা যেন শেষ বিচারে রক্ষা পায়।
সুন্দর কবিতা আপু। আল্লাহর দয়াতে সব সময় ভাল থাকুন সে কামনায় করি।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া

আল্লাহ যেনো আমাদের ক্ষমা করেন সকাল গুনাহ থেকে আর মনে হেদায়েত দেন-আমিন

আপনিও ভাল থাকুন সব সময় সবাইকে নিয়ে ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২

ডঃ এম এ আলী বলেছেন: আল্লাহর নামে শুরু করছি, যিনি সৃষ্টি করেছেন ধরা
পরম করুণাময় দয়ালু তিনি, দয়াতে যার প্রাণ ভরা ।

আল্লাহ্ এক, অদ্বিতীয় আসমান জমিন সব কিছুর মালিক তিনি
প্রাণ দিয়েছেন আমাদের-দয়া দিয়ে ধরায় রেখেছেন যিনি

তিনি তো নন কারো মুখাপেক্ষী, নন কারোর-ই ধরা ছোঁয়ায়
পাহাড় সাগর নদী সকল কিছু তার দিকে-ই মাথা নুয়ায়।


ধন্যবাদ অতি মুল্যবান কবিতাটির জন্য ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
আল্লাহ সকলের সহায় হোন , আমীন

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ ভাইয়া

ভাল থাকুন সব সময় :)

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


তিনি শুধু কোরান দিয়েছেন?

তোরাহ, যবুরও ইন্জিল কে দিয়েছল?

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা সেগুলোও দিয়েছেন -আমি শুধু আমাদের ধর্মগ্রন্থের কথা উল্লেখ করেছি। মোটেও অস্বীকার করার উপায় নাই ভাইয়া

ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



তিনি শুধু কোরান দিয়েছেন?

তোরাহ, যবুর ও ইন্জিল কে দিয়েছিল?

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবই আল্লাহ তাআলা দিয়েছেন
অস্বীকার করার উপায় নাইতো

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর, ভালো লাগলো আপু।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:

"লেখক বলেছেন: হ্যা সেগুলোও দিয়েছেন -আমি শুধু আমাদের ধর্মগ্রন্থের কথা উল্লেখ করেছি। মোটেও অস্বীকার করার উপায় নাই ভাইয়া "

-তিনি যদি তোরাহ, যবুর, ইন্জিলও দিয়ে থাকেন; এবং সেই কিতাবগুলোর অনুসারীরা যদি মুসলমানদের থেকে কোটী গুণে ভালো থাকে, মুসলমানেরা যদি সেইসব জাতির কাজ করার জন্য আমেরিকা, ইউরোপ ও অস্ট্রলিয়া যান, আমাদের সেই ৩ কিতাব অনুসরণ করা উচিত নয় কি?

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব নিয়ে তর্ক করতে পারি না আমি সরি

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

চিন্তক মাস্টারদা বলেছেন: (কুরআনের) অনেক আয়াতের অর্থ এখানে প্রকাশমান।


শুভকামনা রইলো

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে মাস্টার দা ভাল থাকুন

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ , শুকরিয়া জানাই প্রভুর তরে
কোরান নাযিল হওয়ার পরে বাকীগুলি
চলে গেছে শুধু অতীতের ঘরে ।

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা কথা সইত্য

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:

ডঃ এম এ আলী বলেছেন,

"
ধন্যবাদ , শুকরিয়া জানাই প্রভুর তরে
কোরান নাযিল হওয়ার পরে বাকীগুলি
চলে গেছে শুধু অতীতের ঘরে । "

-এগুলো "সি প্রোগ্রামিং লেংগুয়েজের" বই নাকি যে " সি++ "এর বই বের হওয়ার পর, আগেরটা শেষ? নাকি কেমেস্ট্রীর পাঠ্য পুস্তক যে, নতুন সংস্করণের সাথে আগেরটা বাদ?

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগেরগুলো বাদই তো- মানুষ সেই কিতাবগুলোতে নিজেদের মতো কথা ঢুকিয়ে দিয়েছে এবং বিকৃতি ঘটেছে। একমাত্র কোরআনই এখন পর্যন্ত একটি অক্ষরেরও বিকৃতি ঘটে নাই আলহামদুলিল্লাহ -যে কিতাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন

১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


"পরম করুণাময় দয়ালু তিনি, দয়াতে যার প্রাণ ভরা । "

-তিনি শুধু দয়ালু হলে, নুহের প্লাবন কে দিলো?

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: নুহের প্লাবন না দিলে পাপ আরো বেড়ে যেতো।

১১| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

চিন্তক মাস্টারদা বলেছেন: চাদগাজি ভাই, নিজের মত বুঝে নিলেই ত পারেন। বেচারিকে পেরেশানিতে ডুবাচ্ছেন কেন হে :-B

কবির প্রতি অনুরোধ থাকবে বেশি বেশি কবিতা পড়েন, কবিতাকে আরো শৈলীন ও অর্থপূর্ণ করে তুলুন।

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা
অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত :)

১২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০১

কাশফুল মন (আহমদ) বলেছেন: মাশা-আল্লাহ।
দারুণ হয়েছে

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ধ্রুবক আলো বলেছেন: একদম অসাধারণ +++++++

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন ভাইয়া :)

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

ধ্রুবক আলো বলেছেন: @চাঁদগাজী ভাই,

তাওরাত, যাবুর, ইঞ্জিল কোরআন নাজিল হওয়ার পর আর প্রয়োজন পড়েনি, কারণ কোরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ। আর সেই কিতাব অনুসারীরা উন্নতি করেছে তাদের কর্মগুনে আর গোপনে খবর নিয়ে দেখেন তারা গোপনে কোরআন নিয়ে গবেষণা করে।
আমরা মুসলমান এই কাজ টা করতে পারিনি।


-তিনি শুধু দয়ালু হলে, নুহের প্লাবন কে দিলো?, ভাই আল্লাহ যদি দয়ালু না হতেন তাহলে এক ন্যানো সেকেন্ড পৃথিবীতে সারভাইভ করতে মানে টিকে থাকতে পারবে না কেউই। নূহের প্লাবন ছিলো একটা পরীক্ষা মাত্র। আপনাকে ইসলাম বিষয়ে সঠিক জ্ঞান চর্চা করার আমন্ত্রণ জানালাম তাহলে আপনার সব দ্বিধা দ্বন্দ দূর হয়ে যাবে।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর উত্তর :) সময় করে এত সুন্দর উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব ছিল না :)

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

মুক্তমনা বাতাস বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী৷

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য

কিন্তু কারে বলছিলেন?

১৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বুরহানউদ্দীন শামস বলেছেন: অসাধারন কাব্যিক প্রকাশ

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন সব সময়

১৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


@ধ্রুবক আলো ,

কেতাবী ধর্মগুলো পরস্পরের সাথে অনেক দিক থেকে যুক্ত; কবির মনোভাব বুঝার চেস্টা করলাম।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও তাই
হাহাহাহাহাহাহাহাহ ..... আসলে সময় খুব কম তো -কথা লিখতে সময় লাগে - সব ঝামেলা একসাথে পারি না সামাল দিতে

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। +।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন দা
শুভেচ্ছা আর ভালবাসার অফুরান :)

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

রিফাত হোসেন বলেছেন: @চাদঁগাজী সাহেব ইসলাম ভুল নয়। এখন জন্মগত মুসলিম!, যদি কাজ কর্মে মুসলিম না হতে পারে তাহলে শান্তির দোষ নয়। বাকি ৩ ধর্ম গ্রন্থ বিকৃত। তারা নিজেরা মানে নাকি সন্দেহ!
চার্চে না গেলেও নাইট ক্লাবে যাওয়া ফরজ মনে করে। আর মুসলিম যদি শুকর খাওয়া নাউজুবিল্লাহ আবার ঈদের চাদেঁ অবৈধ পানাহার, মেয়ে দেখলে হুসফাস শুরু করলে, ভিড় দেখলে কুকর্ম টানাটানির চেতনা শুরু হয় এগুলিই কি আপনার প্রকৃত ইসলাম মনে হয়! যদি এটা আপনার মনে হয়, তাহলে ভুল মনে করেন।

এই প্রেক্ষিতে বলা... আপনি যা মন্তব্য করেছেন
-তিনি যদি তোরাহ, যবুর, ইন্জিলও দিয়ে থাকেন; এবং সেই কিতাবগুলোর অনুসারীরা যদি মুসলমানদের থেকে কোটী গুণে ভালো থাকে, মুসলমানেরা যদি সেইসব জাতির কাজ করার জন্য আমেরিকা, ইউরোপ ও অস্ট্রলিয়া যান, আমাদের সেই ৩ কিতাব অনুসরণ করা উচিত নয় কি?

বাংলাদেশ তো অনেক মুসলিম তো ঘুষ ছাড়া আমি সহজে কোন সরকারী কাজ সহজে করাতে পারি নাই! ব্যতিক্রম ছাড়া তাও ১% ।
ছিনতাই,ঘুষ,চুরি,ডাকাতি,আমানতের খেয়ানত এগুলি ইসলাম বলে নাই, উল্টা নিষেধ করেছে। এখন এগুলির জন্য দায়ী মানুষ, সেটা যে কোন ধর্মেরই হতে পারে।

ক্যাথলিক খৃস্টান পরিবার এ জন্ম গ্রহন মানে এই নয় যে, তারা ঐ ধর্মই পালন করছে বা ঐ দেশ ঐ ধর্মকে কেন্দ্র করেই দেশ পরিচালনা করছে।
তারা সৎ হতে পারে কিন্তু সত্যিকার অর্থে নিজের ধর্মই নিজে পালন করে না। টাইটেল নিয়ে বসে আছে। যেমন করে বাংলাদেশ বা আরব দেশে টাইটেল নিয়ে অনেকে বসে থাকে আর দরকার পরলে হাক ছাড়ে! আর কিছু সম্পূর্ণ বিপথেই চলে যায় যেমন আইসিস।

পোষ্ট যেহেতু ঐদিকের না তাই আর আলোচনা না বাড়ালেই ভাল।

আপনার রাজনৈতিক বিশ্লেষণ ক্ষমতা ভাল, তবে ইসলামের সোর্সটা আপনার কাছে ভাল লাগে না আর সে কারনে এই দিকে বিশ্লেষণ ক্ষমতাটাও কাজে লাগে না হয়ত।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সমালোচনার জন্য ধন্যবাদ ভাইয়া :)

২০| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর কবিতা।

ভালোলাগা++

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া
ভাল থাকুন :)

২১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ চাঁদগাজী
আল্লাহ দয়া করেই নুহের প্লাবন দিয়েছেন। কারণ তিনি পাপীদের পাপের পরিমাণ আর বাড়তে দিতে চাননি।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন নজীর কিন্তু এখনো হচ্ছে পৃথিবী জুড়ে -যেখানে পাপের পরিমাণ বেড়ে সেখানেই একটা না একটা দুর্ঘটনার মানুষ পতিত হচ্ছে

২২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দেওয়ার জহন্য কবিকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :)

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

কানিজ রিনা বলেছেন: সুন্দর আর পবিত্র কবিতা ভিষন ভাল লাগার
কবিতা। তুমি ভাষাইয়া ডুবাইতে পার,
ডুবাইয়া ভাসাইতে পার তাইত
আমি তোমায় ডাকি।
চাঁদগাজী আমরা মুসলিম কান্ট্টি মিডিলিষ্টে
কাজ করতে যাই।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপি ভাল থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাযাকাল্লাহ খায়রান। হামদানলিল্লাহ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও জাজাকাল্লাহ ভাইয়া

ভাল থাকুন শুভেচ্ছা অফুরান

২৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

মাহিরাহি বলেছেন: ভালো লাগলো।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যাবাদ মাহি ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা রইল

২৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব ভালো লাগলো +++++

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবীর ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

২৭| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এটি গজল অথবা গান হওয়ার কথা ছিল। সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস আর বলিষ্ঠ সাক্ষ্য দিয়ে গেছেন আপু আপনার কবিতায়।

অনেক ভালো লাগা জানবেন আপু।

"তিনি এক, তাঁর সমতূল্য কেউ-ই নেই আসমান জমীন ধরাতে
দয়ার সাগর তিনি, করেছেন সৃষ্টি ধরায় তার আলো ছড়াতে।"

কৃতজ্ঞতা আপনার কবি মনে

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম ভাইয়া
ধন্যবাদ অনেক অনেক শুভেচ্চা সাথে

২৮| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


@রিফাত হোসেন,

আপনি বলেছেন: @চাদঁগাজী সাহেব ইসলাম ভুল নয়। এখন জন্মগত মুসলিম!, যদি কাজ কর্মে মুসলিম না হতে পারে তাহলে শান্তির দোষ নয়। বাকি ৩ ধর্ম গ্রন্থ বিকৃত। তারা নিজেরা মানে নাকি সন্দেহ!

-বাকী ৩টি গ্রন্হ বিকৃত না হওয়ার সম্ভাবনাই বেশী।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিকৃত হয়েছে

২৯| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২০

উম্মে সায়মা বলেছেন: ঈমানের মূল দিক গুলো উঠে এসেছে কবিতায়। খুব সুন্দর হয়েছে আপু।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেক অনেক

৩০| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥ জনাব চাঁদগাজী
সম্ভবত আপনি অমুসলীম! নামে না বুঝাগেলেও আপনার কথায় তেমনটাই বুঝা যায়।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার মন্তব্যে আসলে কিছুই বুঝা যাচ্ছে না -তিনি কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝি না :(

৩১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

নতুন নকিব বলেছেন:



আহসান! আহসান!!

যাযাকাল্লাহ।

২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপনাকেও ভাইজান
ভাল থাকুন সুন্দর থাকুন

৩২| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কোন প্রশ্নের জবাবদিতে অসমর্থ হয়ে তাকে অমুসলিম বলাটা অন্যায়।

চাঁদগাজী বলতে চেয়েছেন কোন রেফারেন্স ছাড়া আল্লাহ প্রদত্ত ৩টি আসমানি কিতাব বিকৃত বলেন কেন?
সবাই নিজধর্মের ধর্মগ্রন্থকে শ্রেষ্ঠ মনে করে, করবেই।
যদিও সব ধর্মগ্রন্থে অজস্র ভুল আছে, আল-কোরানেও অনেক ভুল আছে (উত্তরাধিকার বন্টন অঙ্কে স্পষ্ট ভুল দৃশ্বমান)
কোরানের কিছু আয়াত হারিয়ে গিয়েছিল, কিছু আয়াত বাদদেয়া হয়েছিল। এসব ঐতিহাসিক ভাবে সত্য।
ভুলভ্রান্তি থাকলেও সবার কাছে নিজ ধর্মের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ। নিজ ধর্ম শ্রেষ্ঠ।

একজন মুসলিম হিসেবে আমার কাছে আল-কোরানই শ্রেষ্ঠ।
প্রকৃত ঈমানদার ব্যাক্তি বিনা তর্কে বিনা প্রমানে আল্লাকে, কোরানকে মানবে।
অন্য ধর্মগ্রন্থকে বিকৃত বলে বান্দাকে কোরানের শ্রেষ্ঠত্ত প্রমান করতে বলেনি আল্লাহ।

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হাসান কাল বৈশাখী৥
আল-কোরানেও অনেক ভুল আছে (উত্তরাধিকার বন্টন অঙ্কে স্পষ্ট ভুল দৃশ্বমান) পিতা-মাতা ছয়ের এক করে, দুই কন্যা তিনের দুই, স্ত্রীর আটের এক যা বাড়তি। কিন্তু পিতা-মাতা ও কন্যা যে সম্পর্কের স্ত্রী সে সম্পর্কের নয়। একত্রে বন্টন করতে গেলেতো ভুল হবেই। স্ত্রীর অংশ আগে দিয়ে পিতা-মাতা ও কন্যার অংশ পরে দিলে, কোন সমস্যা থাকেনা। অথবা আল্লাহ গুগলী দিয়ে দেখেছেন আমরা কি করি? এটাকে ভুল বলা যায়না।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আর কৃতজ্ঞতা

৩৪| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩

নতুন নকিব বলেছেন:




হাসান কালবৈশাখী,
ধন্যবাদ মন্তব্যে আসায়। কাউকে মুসলিম কিংবা অমুসলিম বললে তার সন্মানে কি কোন হ্রাস-বৃদ্ধি ঘটে? এটা তো পরিচয়ের ব্যাপার। ধর্মীয় পরিচয় জানতে চাওয়ার অধিকার কারও থাকতে পারে না? মনে হয়, থাকা উচিত।

পূর্ববর্তী কিতাবগুলো যে বিকৃত তার রেফারেন্স সর্বশেষ নাযিলকৃত ঐশিগ্রন্থ আল কুরআনে স্বয়ং আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। প্রমান হিসেবে কুরআন কী বলে দেখে নিতে পারেন-

১। Have ye any hope that they will be true to you when a party of them used to listen to the word of Allah, then used to change it, after they had understood it, knowingly? Surah Al Baqarah, Verse- 75.
হে মুসলমানগণ, তোমরা কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল, যারা আল্লাহর বাণী শ্রবণ করত; অতঃপর বুঝে-শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল। সূরাহ আল বাক্কারাহ, আয়াত -৭৫।

২। And because of their breaking their covenant, We have cursed them and made hard their hearts. They change words from their context and forget a part of that whereof they were admonished. Thou wilt not cease to discover treachery from all save a few of them. But bear with them and pardon them. Lo! Allah loveth the kindly. Surah Al Maedah, Verse No - 13.
অতএব, তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা তা থেকে উপকার লাভ করার বিষয়টি বিস্মৃত হয়েছে। আপনি সর্বদা তাদের কোন না কোন প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকেন, তাদের অল্প কয়েকজন ছাড়া। অতএব, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন। সূরাহ আল মায়িদাহ, আয়াত -১৩।

৩। O Messenger! Let not them grieve thee who vie one with another in the race to disbelief, of such as say with their mouths: "We believe," but their hearts believe not, and of the Jews: listeners for the sake of falsehood, listeners on behalf of other folk who come not unto thee, changing words from their context and saying: If this be given unto you, receive it, but if this be not given unto you, then beware! He whom Allah doometh unto sin, thou (by thine efforts) wilt avail him naught against Allah. Those are they for whom the Will of Allah is that He cleanse not their hearts. Theirs in the world will be ignominy, and in the Hereafter an awful doom; Surah Al Maedah, Verse No - 41.
হে রসূল, তাদের জন্যে দুঃখ করবেন না, যারা দৌড়ে গিয়ে কুফরে পতিত হয়; যারা মুখে বলেঃ আমরা মুসলমান, অথচ তাদের অন্তর মুসলমান নয় এবং যারা ইহুদী; মিথ্যাবলার জন্যে তারা গুপ্তচর বৃত্তি করে। তারা অন্যদলের গুপ্তচর, যারা আপনার কাছে আসেনি। তারা বাক্যকে স্বস্থান থেকে পরিবর্তন করে। তারা বলেঃ যদি তোমরা এ নির্দেশ পাও, তবে কবুল করে নিও এবং যদি এ নির্দেশ না পাও, তবে বিরত থেকো। আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, তার জন্যে আল্লাহর কাছে আপনি কিছু করতে পারবেন না। এরা এমনিই যে, আল্লাহ এদের অন্তরকে পবিত্র করতে চান না। তাদের জন্যে রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং পরকালে বিরাট শাস্তি। সূরাহ আল মায়িদাহ, আয়াত -৪১।

উত্তরাধিকার আইন বিষয়ে ফরিদ ভাই কথা বলেছেন, দেখলাম। তাই সেদিকে গেলাম না।

স্বয়ং আল্লাহ পাক যেগুলোর বিকৃতির ব্যাপারে সার্টিফাই করেছেন সেখানে তো সন্দেহ-সংশয় পোষনের কিছু নেই। আর, বিকৃত জিনিষকে তো বিকৃত জ্ঞানই করতে হবে, না কি অবিকল ভাববেন!

ভাল থাকবেন, ভাই।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান :)

৩৫| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৯

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: এমন অসাধারণ কবিতা লেখার জন্য লেখিকাকে NO-BAIL প্রাইজ দেওয়া হোক।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার বেইলেন চিন্তা না করে নিজের জীবন নিয়ে চিন্তা করুন। কিভাবে পার হবে শেষ খেয়া

আল্লাহ হেদায়েত দিন আপনাকে

৩৬| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২

ফারজানা সিদ্দিকী নম্রতা বলেছেন: অসাধারণ আপু :)

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ভালথাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেক অনেক :)

৩৭| ২০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

অতৃপ্তনয়ন বলেছেন: অসাধারণ কবিতা পড়লাম। অনেক ভালো লাগা রেখে গেলাম।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮

নাগরিক কবি বলেছেন: যে ব্যক্তি বিশ্বাস করে যে এই পৃথিবীর একজন স্রষ্টা আছে। সে আস্তিক। তদুপরি যে বিশ্বাস করে পৃথিবীর কোন স্রষ্টা থাকতে পারে না, সে নাস্তিক। সংজ্ঞা কি ঠিক আছে?

বিশ্বাস একটা মানুষের একান্তই ব্যক্তিগত চিন্তা ধারা। এখন আর সেই যুগ নেই যে কুর'আন, বাইবেল, গীতা, পুরাণ হাতে নিয়ে নিয়ে মানুষকে বুঝাতে হবে আসুন আসুন। আমার ধর্মে আসুন। এটা ভাল এটা খারাপ। এগুলোর দিন অনেক আগেই শেষ হয়েছে। তাই যার যার বিশ্বাস তার তার কাছে। তাই বলে কারো বিশ্বাস এ আঘাত দেওয়াটা কি অমানবিক না!!!!

ধর্ম যার, বিশ্বাস তার।
যারা আস্তিক নাস্তিক ধর্ম এগুলো নিয়ে অন্যকে মোডিফাই করতে চায়। তাদের জন্য বলব ফিরে দেখুন ফিলিস্তিনদের
মধ্যযুগীয় ইতিহাস, চোখ খুলে দেখুন বর্তমান বিশ্বের ধ্বংস প্রায় দেশ গুলোর দিকে!!!!!

আপনারা চান আপনাদের পরবর্তি প্রজন্ম কে একটা ধ্বংস বাংলাদেশ উপহার দিতে!!!!!

যার যার বিশ্বাস তার তার অন্তরে বেঁচে থাকুক। যুক্তি দিয়ে যুক্তি খন্ডন করা যায়। কিন্তু যুক্তি দিয়ে বিশ্বাস খন্ডন করা যায় না। মানুষকে ভালবাসুন, সম্মান করুন। আপনি যেই হোন না কেন!!

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা তাই চাচ্ছে- ব্রেইন ওয়াশ করতে কত রকম জাল হাদিস মিথ্যে যুক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে

এদের চেস্টা কখনো সফল হবে না ইনশাআল্লাহ

খুব সুন্দর বলেছো ভাইয়া জাজাকাল্লাহ খাইরান :)

৩৯| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ বিষয়ের উপর কবিতা । সুন্দর।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া আপনাকে ভাল থাকুন সর্বদা

৪০| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সিনবাদ জাহাজি বলেছেন: ব্লগে লিখার সাথে ছবির কম্বিনেশন আপনারগুলোই সেরা।
+++

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সর্বদা :)

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩২

নতুন নকিব বলেছেন:



কাজী,
পূর্বোক্ত মন্তব্যে জবাবে আসায় কৃত্জ্ঞতা অশেষ।

কালবৈশাখী,
আপনি যে আল কুরআনেও অনেক ভুল থাকার কথা বলেছেন, প্রমান দিতে পারবেন? যদি একটা সিম্পল '.' ডট কুরআনের ভাষায় যাকে বলে নুক্তা, এই নুক্তার গড়মিল কিংবা নুক্তা পরিমান ক্ষুদ্রাতিক্ষুদ্র ভুলও কুরআনে আছে বলে প্রমান করতে পারেন, তাহলে বাকি জীবন আপনার পা ধুয়ে দেয়ার জন্য নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত আছি। আর যদি ব্যর্থ হন, তাহলে কি হবে? এইসব হম্বি তম্বি আর বিভ্রান্তিমূলক কথা বলার মাশুল আপনার দৃষ্টিতে কি হতে পারে? দয়া করে বলবেন কি?

বিনয়ের সাথে বলছি, এই চ্যালেঞ্জটি শুধু আপনার জন্য নয়, গোটা পৃথিবীতে কুরআনের অসাড়তা প্রমানে আগ্রহী-উতসাহী সকল চ্যালেঞ্জগ্রহনকারীদের জন্য।

আল্লাহুম্মাহদিনা অহদি বিনা অহদিন্নাসা আজমাঈন।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু তিনি প্রমাণ দিতে পারবেন না এবং এই পোষ্টেও আর আসবেন না

হম্বিতম্বি এখানেই সীমাবদ্ধ ওদের। ইসলামিক নিয়ম কানুনে এদের এত চুলকানি

আল্লাহ বুকে সীল মেরে দিয়েছেন। আল্লাহ হেদায়েত দিন এদের

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :) সুন্দর থাকুন হামেশা

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪

নতুন নকিব বলেছেন:



আসবেন না?
তারপরেও, তার প্রতি এবং তার সহযোগী সহযাত্রী সহচিন্তক সহমর্মী সহকর্মী সহধর্মী সহধ্যানী সহকারীদের প্রতি এই ছোট্ট চ্যালেঞ্জটি থেকে গেল। কোন দিন যদি তিনি এখানে আসেন আর তার চোখে পরে এ লেখাটা অত:পর তিনি উত্তর প্রদান করেন।

উত্তরে শুকরিয়া আবারও।

আল্লাহুম্মাগফিরলানা ওয়ারহাম আলাইনা।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার প্রতিও শুকরিয়া ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.