নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী-২০ (বৃষ্টি ধুয়া পাতা-ফুল)

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬

১।


সবুজ বুকে শুভ্রতা ফুটে আছে-দেখো কত মুগ্ধতায় ছেঁয়ে যাবে মন তোমার। না না ওগুলোতে হাত দিয়ো নে, যেখানে আছে সেখানেই সুন্দর-শুধু ছুঁয়ে দাও একবার- আমার মন ছুঁয়া হবে যাবে বদের বদ হাহা।
-------------------
ফের হাজির মোবাইলগ্রাফী নিয়ে........ । বরাবরের মতো এবারো বৃষ্টি ভেজা পাতালতার ছবি। কি করব বলেন -এসব দেখে ভালা লাগে যে, না তুলে পারি না। এমনিতে ঘর থেকে বের হওয়া হয় না-ছবি তোলার উদ্দেশ্যে-তবে ছেলেকে নিয়ে স্কুলে গেলেই মনটা উথাল পাথাল বৃষ্টি ভেজা দিনের স্নিগ্ধতায়। এসব সুন্দর তো আর ফালায় দিতে পারি না -তুলে রাখার জন্য ক্লিক তো করতেই হপে ফ্রান্স-তাই না? আমি কইলাম আন্নেদেরও ভালা লাইগবো-স্নিগ্ধতায় মন ভরে যাবে ইনশাআল্লাহ। মুগ্ধতায় ইচ্ছে হবে পাতাগুলো ছুয়ে দিতে- কি মিছা কইলাম নাকি? এগুলো আমার স্যামসাং এ সেভেন মোবাইল ক্যামেরায় তোলা। অনেকগুলোর মাঝে মাত্র একত্রিশটা দিলাম- বাকিগুলোও ফালাবো না-কষ্ট করে দেখাই ছাইড়মো হ্যহ হ্যহা হাহাহা। তো দেখা শুরু করুন-মাউজ স্ক্রল......... আঙ্গুলের ছোঁঁয়া পাক..................১, ২, ৩.........

২। এই শুনো না-দাও না এনে গোলাপী শাড়ী সবুজ পেড়ে
যাইবো নাকো যাইবো বদের বদ -আমি তোমায় ছেড়ে
এই দিবে কি খোঁপায় গুঁজে-ম্যাজেন্ডা রঙ ফুল
দেখতে তুমি দেখবে এবার -ভেঙ্গে যাবে তোমার মনে আছে যত ভুল।



৩। ঝুপ করে এলে বৃষ্টি লাজে বুঝি মরিস
ও বেলী তুই মনে মনে তখন কার কথাটা স্মরিস
সবুজ বসন ভিজে গেলো-লজ্জা বুঝি পাস না
কেউ এসে তোকে ছুঁয়ে দিক তাও কি বাপু চাস না?



৪। এমন একটি প্রহর আমায় দিবে বদের বদ লোক, যে প্রহরে ঝরবে শুধু স্নিগ্ধতা-এই যে দেখো চোখের জলে ভেসে গেছে শুভ্রতার পাপড়ি, তুমি মুছে দিবে এসে-আদরে বুলিয়ে হাত? না দিলে নাই-ভাগ্ বেটা



৫। থিরথিরিয়ে বৃষ্টি পড়ে-গাছের পাতায় পাতায়
পাতার নিচে জোনাক পোকা-জল পড়ে না মাথায়।
জোনাক পোকা বৃষ্টি হবি-জ্বলবি নিভবি-কাদা পথে
নিবি বৃষ্টি-হবি বৃষ্টি একটু আমার হতে?



৬। পাতায় পাতায় লেপ্টে আছো স্নিগ্ধতা- আর তোমার বুক'টা যেনো ইট পাথরের পথ। মুগ্ধ হতে আর পারি না-রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয় উল্টো রথে।



৭। জল পড়ে গো চোখে আমার জল পড়ে গো চোখে
হাত পেতে দাও-মর্ত্যে পড়া জল দাও তুমি রুখে
হাতের মুঠোয় চোখের জল-নাও তোমার মুখে
দেখবে তুমি স্নিগ্ধতাতে-থাকবে কি যে সুখে।



৮। লাল শাড়ীটা সেই যে কিনবে বলে বায়না ধরেছিলাম-আজো দিলে না আমায় উপহার-চাইতে চাইতে থেমে গেছি। দেখো কেমন লাল জমিনে সবুজ পাড় শাড়ী-প্রকৃতি আমায় দিয়েছে উপহার। তুমি ঈর্ষাতে মরে যেয়ো না। বদ লোক তুমি তো দিবেই না আবার অন্যে দিলে রাগে ফেটে পরো-ঘুষি মেরে নাক ফাটায় ফেলবো কিন্তুক



৯। সবুজ পাতার বুকে দেখো সাদা ফুলের হাসি
আহা এমন দৃশ্য দেখতে আমি খুবই ভালবাসি
হাসিমাখা ফুলের ছবি তাইতো আনি তুলে
তোমা হতে মন ফিরিয়ে-মন রেখেছি ফুলে।



১০। নুয়ে পড়েছিস লজ্জ্বাবতী-বৃষ্টির ছোঁয়া পেয়ে- উর্ধ্বমুখী মুখটা তুলনা দেখ্ আকাশ জুড়ে বৃষ্টি
বৃষ্টির জলে করবি গোসল? ভিজে যাবে অঙ্গ- লজ্জাবতী হলুদ পরী, করবি কত আর রঙ্গ।



১১। পাতাবাহারে পিঠে রেখেছি আমার দীর্ঘ অশ্রুর হাজার ফোঁটা- ও জল বাষ্প হয়ে উড়ে যা-বৃষ্টি হবি? হয়ে যা না,
বদ লোক আমার মন ভরে দিয়েছে তিক্ততায়- বুকের ভিতর হাম্বরের বাড়ি-চোখ ফেটে বের হয় কান্না। তুমি এসো দেখে যেয়ো, সকল কান্না জমিয়ে রেখেছি পাতাবাহারের পাতায়-তোমার তৃষ্ণা মিটবে হয়তো।



১২। আমি অপরাজিতা- জলে ভিজি রোদে শুকাই-তবুও নুয়ে পড়ি না। আমাকে দেখো শিখো, এভাবেই বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সকল অন্যায়ের বিরুদ্ধে। আমি অপরাজিতা- পরাজয় আমার ধাতে নেই। দেখো আমি ভিজে আছি বৃষ্টির স্নিগ্ধতায়-ছুঁয়ে দাও আমায়- নিয়ে যাও একরাশ মুগ্ধতা।



১৩। সবুজ হলো আরো সবুজ
মনটা হলো আরো অবুঝ
তোমার প্রেমে ভিজতে ইচ্ছে
আর তুমি শেষ করে দাও প্রেমের কিচ্ছে-আজিব বদের বদ।



১৪। বেলী ফুলের মালা এনে দেনা বন্ধু খোপায় ভরে
একটি দুটি ফুল দিয়ে চুলগুলো সাজা থরে থরে
ভালবাসায় ভরে দিবো-হৃদয়খানি তোর
লাগাবো গো আমার প্রেমে তোকে ঘোর।



১৫। হাসছে বেলীর কলি-জলে ভিজে একাকার, পাতাগুলো ধুয়ে দিলো তার মলিনতা-আর তা দেখে আমার ক্লান্তি সরে গেলো দূর বহুদূরে......... ভাল লাগার একটি সকাল-বৃষ্টি ভেজা সকাল আমার সকাল



১৬। টুপি মাথায় উল্টো করে-জল গড়ায় না তাতে
আহা সুন্দর লাগছে কচু বৃষ্টি ভেজা প্রাতে।



১৭। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বৃষ্টির জলের ফোঁটা
এমন সুন্দর দৃশ্য-না দেখিলে তার জীবনটা ঝোটা



১৮। বেলী ফুলের সকল ঘ্রাণ-ধুয়ে গেলো বৃষ্টির জলে
তাই না দেখে আমার দুচোখ হলো ছলোচ্ছলে।



১৯। এসো এখানটায়-একটু নুয়ে পড়-নয়তো বসে পড়ো-আরে এতো ঘেন্না ভাব দেখিয়ো না- দেখো কত মুগ্ধতা ছড়িয়ে আছে ঘাসে পাতায় লতায়-ছুঁয়ে দাও-েভরে যাবে মন-মুগ্ধতায় পাগল হবে? ধরো আমার হাত -চলো নগ্ন পায়ে হাঁটি কিছুক্ষণ।



২০। দেখো বৃষ্টির জলে ছোঁয়া পেয়ে পোকা লুকায় ফুলের বুকে
নাও না তুমি আমাকেও-এমন করে-দাও না প্রেমের মন্ত্র ফুঁকে।



২১। টিয়া সবুজ পাতাগুলো-বৃষ্টির জলে ধুয়া
তাই না দেখে স্নিগ্ধাতাতে গেলো মনটি খোয়া
ইচ্ছে লাগে সারাটি দিন ঘুরি বনে বনে
বৃষ্টির জলের ছোয়া নিয়ে মন কাপাই শিহরণে।



২২। আহা চোখ জুড়িয়ে যায় এমন স্নিগ্ধতার স্পর্শে। কত সুখ ছড়িয়ে আছে এখানে-ওখানে, বৃষ্টিতে কিংবা চৈত্রের খরায়। আর তুমি শুধু ঘর আর অফিসই চিনলে-চিনলে না শুধু আমাকে আর আমার আবেগটাকে-বদামির একটা সীমা আছে-তুমি সীমা ছাড়িয়েছো-তোমার একদিন কি আমার একদিন দেখে নিয়ো-ক্যাকটাস ফুলের কাঁটা দিয়ে তোমার চোখ তুলব আজ হাহাহাহ



২৩। গুড়ুম গাড়ুম আকাশ ডাকে-পাতা কাঁপে থরথরিয়ে
কোথা হতে হঠাৎ বৃষ্টিগুলো পড়ে দেখি ঝরঝরিয়ে
পাতাগুলো স্বস্তিতে হায়-শুধু দুদ্যোল দুলে
ধুলো ময়লা যায় ভেসে যায়- হাসে গাছের ফুলে।



২৪। এই এসো না নগ্ন পায়ে হাঁটি দূর্বাঘাসে
এই দেখো না দূর্বাঘাসে বৃষ্টির ফোঁটা হাসে
এই চলো না-পায়ের পাতায় নেই মোরা একটু জলের ছোঁয়া
হারাই দুজন হারাই-এখানতে যাক না মনটা খোয়া।



২৫। পাতাগুলো নুয়ে পড়ে মর্ত্যের দিকে-তুমুল বৃষ্টির তোড়ে
ফুলগুলো গাছে বুসে চুপচাপ থাকে সুখের ঘোরে।



২৬। জবাপাতা বৃষ্টির জলে ভিজে জবুথবু
বৃষ্টি হলে বাইয়ে যেয়ো মিস করো না কভু
মহান আল্লাহ বৃষ্টি দিয়ে রহমত ঢালেন ধরায়
রোদে ঢালেন বৃষ্টির ফোঁটা আর বাতাস ঢালেন খরায়।



২৭। সাজনার পাতায় পাতায় বসে আছে চুপটি করে বৃষ্টির জলের মুক্তো। ছুঁয়ে দিলেই টুস করে ঝরে পড়ে আঙ্গুলে-আঙ্গুলের মাথায় বসে থাক মুক্তো। এই তোরা আমার নাকের ফুল হবি-নাকি কানের দুল? ভালবাসি তোদের খুব।



২৮। বৃষ্টি এলেই ভাল লাগায় মনটা যায় ভরে
সবুজ পাতায় বৃষ্টির ফোঁটা ছবিতে রাখি তাই ধরে।



২৯। থাক বসে থাক বৃষ্টির ফোঁটা- যাস না উড়ে হাওয়ায়
যাস যদি উড়ে তবে-এসে বসিস আমার দাওয়ায়।



৩০। নয়নতারার ফুলে ফুলে-বৃষ্টির জলের ফোটা-আহা কি স্নিগ্ধতা-মন প্রাণ ভরে যায়। আর তোমাকে দেখালেই বলবে এ আর কি। এটা কিচু সুন্দর হলো -আজিব মানুষ স্বাধে কি আর বদ ডাকি তোমারে। আস্ত একটা বদ মানুষ।



৩১। চিপায় দেখো-কামিনীটা লুকিয়ে আছে একা
আমি ছাড়া তার কেউ পাবে না দেখা।



আবোল তাবোল লেখা ছবির সাথে সাথে লিখছি এখন-মাত্রা টাত্রা গুনতে যাইবেন না কইলাম-ক্যাকটাস ফুলের কাঁটা আছে কিন্তু হাহাহাহা smile
ভাল থাকুন সবাই-ফি আমানিল্লাহ।

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আপু আজ কি বিশ্ব বদ দিবস? বদ শব্দটা অনেক বার ব্যাবহার করলেন।
ছবি গুলি প্রত্যেকটি অনেক সুন্দর । সাথে এত কথা কোথা থেকে আসে।
আমি পড়তে পড়তে প্রায় পাগল ক্লান্ত হয়ে গেছি।
আবোল তাবল হলে মাঝে মাঝে খারাপ হয় না।
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি আবলতাবল পোষ্টের জন্য।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ ভালই বলেছেন -বদ দিবস। আজকে তাহলে বদ দিবস- বদের হাড্ডিরে পোস্টটা উপহার দিমু নে হাহাহাহা

আহা ক্লান্ত করে দিলুম-এ হতে পারে না -এত কষ্ট করে পোস্ট পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

প্রথম মন্তব্যকারী তাই আপনাকে ঠান্ডা দিনে চা খাওয়াবো-দাওয়াত কবুল করেন

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কাব্যি ছবি পোস্ট আপনার আপুনি। যানিনা প্রথম হইতে পারছি কি না? প্রথম মনে হয় হইছে। চা দিবেন নিশ্চয়।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা হাসতেই আছি - আমারও এমন হয় -বদের বদ নেট ফাইজলামি করে । আরে আপনারে চা না তো- কফি খাওয়ামু খারান একটু বানায় লই...

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথম হওয়ার জন্য এতো তাড়া-তাড়ি টাইপ করেছি, নেট হয়তো বেঈমানী করেছে আমার সাথে আপুনি। কয়েক সেকেন্ড হয়তো এই প্রতিযোগিতায় হারায়ে দিল। এবার হেরে গেলেও অন্যবার চেষ্টার ট্রুটি হবে না।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন:

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি দিয়ে যে ধন্যবাদ দিবো আপুনি, একেতো এতো সুন্দর কাব্য আবার সাথে লতাপাতা অার ফুল তারি সাথে দিলেন কফি। অাপনার জন্য অনেক দোয়া রইল অদম ভাইটির তরফ থেকে। আল্লাহ আতি আল আফি ওয়া আনিল হামদুলিল্লাহ সালাতো সালাম নবি এ আকরাম মুহাম্মদ( সা:)।আমিন।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন ।

কিন্তু যা দিলাম তাতো দেখি নড়তেছে না হাহাহাহ আজিব লাগতাছে

এনিমেশন ছিল ছবিটা । জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :) আপনার জন্যও অনেক দোয়া ভাল থাকুনসবাইরে নিয়া

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: না পড়ে আগেই একটা কমেন্ট করে প্রথম হতে চেয়েছিলাম। তারপর ভাবলাম না পড়ে মন্তব্য করব না। তারপরও প্রথম হয়ে গেছি। আর নিজের পোষ্টে যে কোন মন্তব্যকারী আামার মনে হয় সবাই প্রথম। দুঃখ পাইয়েন না সুজন ভাই আপনারে আপু প্রথম ঘোষনা করছে। সাথে আমিও। সব ওই নেটের কারসাজি।
আপু এই বিকালে আপনার চা খেয়ে মন ভরেছে বাট পেট ভরেনি।
আজ বিশ্ব বদ দিবস যেহেতু তাই বলি আমিও বদ কম না।
তাই পোষ্টটি আমাকে উৎস্বর্গ করতে পারেন। হা হা হা।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুজন ভাই আমার ভাই না- যদিও বদ-না হাহাহাহা কখনো রাগ করবে না ভাইটি আমার-। অফিসে দাওয়াত রইল সত্যিকারের চা কফি সাথে আইসক্রিম খাওয়ামু কিন্তু- শাপলায় এসে ডাক দিলেই পাবেন হাহাহা

তাহলে পোস্টটা আজ আপনারই থাকলো-নেন উৎসর্গিত ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এ বাগানের ছবি ব্লগে, শুধু ফুল আর পাতায় ভরা , কোথায় তো খুঁজে পেলাম না ফলের দেখা ! B-)

যাকহোক, সর্বশেষ খবর বলুন, আপনি কেমন আছেন ?

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু যা -ফল কি আর মাটিতে ধরে-তয় কাঁটাল আছিলো -আহহারে ভুইলা গেছিগা। কালই মাটিতে মিশে থাকা অনেকগুলো কাটালের ছবি তুলে আনবো পরবর্তীতে পোস্ট দিয়াম নে।

আলহামদুলিল্লাহ ভাল আছি- আপনি আছেন ক্যামন?

৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
যাযাবরের আর জীবন হল ! এখন ভুত হয়ে বেঁচে আছি । এখন যদি বেঁচে থাকি, তবে আবার আপনার পরের পোষ্ট দেখব ।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
আল্লাহ হাজার বছর বাঁচায় রাখেন যাতে হেতি আমার পোস্ট পইড়তে পারে হাহাহাহ

৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: যাযাবরের আবার জীবন হল ! এখন ভুত হয়ে বেঁচে আছি । যদি বেঁচে থাকি, তবে আবার আপনার পরের পোষ্ট দেখব ।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কেউ ভুত হলে আমি হই তালগাছের পেত্নি- হাহাহাহাহ খামচি দিয়ে ভুত ছাড়ামু

৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৭

তারেক ফাহিম বলেছেন: যেমন কাব্য তেমন লতাপাতা ও ফুল, সব মিলিয়ে ভালই লাগল, আপু। ভয় নয় এবার আনন্দের সাথে পড়ে গেলাম

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা যাই হোক ডর দেখামু না -আমি তালগাছ থাইকা নাইমা আইছি এখন বৃষ্টিতে ভিইজা যামু যে

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ার জন্য ভাল থাকুন শুভেচ্ছা সতত

১০| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১

বাকি বিল্লাহ বলেছেন: বাহ, দারুণ হাতের খেইল (ফোনের খেইলও বলা চলে :P ) ছোট্ট একটা বিষয় জানতে চাইবো আপু, বেশিরভাগ ছবিতেই ব্যাকগ্রাউন্ড ব্লার আছে এটা করার জন্য কি কোন এপ্স ব্যবহার করেছেন?

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া ব্লার এপস ইউজ করিনি । নরমাল ফোনের ক্যামেরাতেই তুলেছি ।

অনেক ধন্যবাদ পোস্ট পড়া এবং মন্তব্যের জন্য ভাল থাকুন অনেক :)

১১| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

ANIKAT KAMAL বলেছেন:
স্রষ্টার কিছু প্র‌তি‌নি‌ধি থা‌কেন যা‌দের লেখনীর যাদু‌তে অামা‌দের ম‌তো ছন্ন ছাড়া‌দের বেঁ‌চে থাকার প্রেরণা যোগায় ধন্যবাদ

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাপস বলেন কি! সত্যিই ভাল লাগছে শুনে । তবে আমার চেয়েও যাদু মন্তর যুক্ত মানুষ লিখে যা দেখে নিজেকে মনে হয় কিছুই পারি না। জাজাকাল্লাহ খাইরান কামাল ভাইয়া। অনেক অনুপ্রাণিত হলাম। ভাল থাকুন সাথেই থাকুন

১২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

আরিয়ান রাইটিং বলেছেন: অনেকদিন পর কিছু সতেজ ছবি দেখলাম। B:-)

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি বৃষ্টি ধুয়া পাতা লতা..... স্নিগ্ধতার অপর নাম

ধন্যবাদ আরিয়ান ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , সুন্দর ছবি ও বর্ণনা ।
শুভেচ্ছা রইল ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ ভাইয়া

অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতিও

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকৃত আমি, ভা-লো-লা-গা...........অ-শে-ষ

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকস এ লট ভাইয়া :)

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

সিনবাদ জাহাজি বলেছেন: বাহহহহহহ

অনেক সুন্দর ছবিগুলো

+++

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জাহাজি ভাইয়া

:) শুভেচ্ছা আর ভালবাসার রইল :)

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

ধ্রুবক আলো বলেছেন: মোবাইলগ্রাফী জিন্দাবাদ +++

খুব সুন্দর ছবি ব্লগ আর কবিতা।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ মোবাইল গ্রাফী জিন্দাবাদ

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ সুন্দর।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাইয়া :)

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লাগলো মোবাইলগ্রাফি। সঙ্গে কথাগুলোও চমৎকার কাব্য হয়েছে।

শুভকামনা রইল,

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাক খুব :)

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: nice picture

all the best

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সামি ভাইয়া
ভাল থাকুন :)

২০| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: আহ....সবুজ !!

সুন্দর পোস্ট !

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু সুমন দা ভাল থাকুন :)

২১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

রফিকুজজামান লিটন বলেছেন: আপনার লেখার হাত বেশ চমৎকার, সাথে সতেজ ছবি :) একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম !! অনেক অজানা ফুলের সাথে পরিচয় করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ !!

২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য-এমন মন্তব্য লেখা বা অন্য সৃজনশীলকাজে সহায়তা করে। জাজাকাল্লাহ খাইরান লিটন ভাইয়া
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা এক রাশ -ভাল থাকুন সবাইকে নিয়ে :)

২২| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ক্যামেরার হাত ভাল। আমার একখান ছবি উঠাইয়া দিয়েন,ক্যামেরা পারসনকে সহ বাঁধাই রাখুম। =p~ =p~

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিয়া ছবি তুলুম দেইখাই তো ভাগছিলেন বই মেলা থাইকা-হাহাহাহাহা
অপেক্ষা তো আর করতে পারলেন না -
দেখা পাইলে ছবি উঠায় দিমু ইনশাআল্লাহ :)

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: দারুন সব ছবির সম্বনয়ে দেয়া আপনার এই মোবাইলগ্রাফী- বৃষ্টি ধুয়া পাতা-ফুল- এ প্লাস!:)

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বিলি ভাইয়া
ভাল থাকুন :)

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: স্নিগ্ধতা আর সবুজ দিয়ে তো ভরেই ফেলেছ তোমার পোস্ট। এই রকম ছবি দেখে কিন্তু চোখের ও আরাম হয় জানো কি?? অনেক ভাললাগলো আপু। ভালো থেকো।

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা জানি চোখের আরাম । অনেক ধন্যবাদ আপি পোস্টে আসার জন্য
ভাল থেকো সবাইকে নিয়ে :)

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪২

স্বপ্নবান বলেছেন: বৃষ্টি ধুয়া পাতা-ফুল - এখানে একটু খটকা আছে একটা শব্দ নিয়ে "ধুয়া" এটা কি ধোয়া হবে নাকি ধুয়া ই হবে?

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: েদখতে হবে ডিকশনারীতে দেখে ঠিক করে নিবো
ধন্যবাদ আপনাকে

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

স্বপ্নবান বলেছেন: শব্ধটা ধোয়া ধুয়ে ফেলা থেকে ধোয়া এটাই ঠিক দেখে নিবেন। ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুয়া [dhuẏā] দ্র ধোয়া।
ধুয়া [ dhuẏā] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)
এই যে ডিকশনারী যা বলে , দুইটাই ঠিক

২৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮

অতঃপর হৃদয় বলেছেন: বাহ বাহ আপুমনি অনেক সুন্দর সুন্দর ছবি, দেখে প্রাণ জুড়িয়ে গেল।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২৮| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আমাকে ইমশনালি ব্লাকমেইল করছেন, আপনার নামে মামলা করব। X(

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ মিঞা বাই ইতা কিতা কইরাইন আফনে ... ক্যামনেকি করলাম আবার

২৯| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার ছবি পোস্ট দেখে মন দেশে আসতে চায় :((

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেশে আসার দাওয়াত দিলাম আসেন চলে একবার বেড়াইয়া যান

ব্যাংকে আইসেন কফি আর আইসক্রিম খাওয়ামুনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.