নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ ক্ষমাশীল...

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০



ফিরে যাবে এখান থেকে
নিঃশ্বাস যখন থামবে
যমে এসে টানলে জান'টা
কষ্টে তখন ঘামবে!

কি ভেবেছো থেকে যাবে
এখান'টাতে এসে
পাপের মাঝে থাকবে ডুবে
রঙ তামাশায় হেসে!

মেয়াদ যেদিন হবে ইতি
এই দুনিয়ার মাঝার
পারবে নাকো থাকতে হেথায়
চেষ্টা করলে হাজার!

গায়ের শক্তি যাবে কমে
একদিন ধীরে ধীরে
মনের ভিতর জরাজীর্ণ
ধরবে তখন ঘিরে।

সময় থাকতে নাও নি মুখে
মাবুদ আল্লা’র নাম’টি
বুঝো নিকো যেতে হবে
ছেড়ে ইহধাম’টি।

সারাজীবন নিজের জন্য
খুঁজলে আরাম আয়েস
পূরণ করলে পাপের পথে
নিজের যত খায়েস!

নামাজ রোযার ধার ধারো'নি
গায়ে ছিল শক্তি
দুর্নীতিতে মেতেছিলে
মোহে ছিল ভক্তি!

শিরক বি'দাত কুফর করতে
হও নি পিছ পা কভু
ছিল অঢেল ধন সম্পত্তি
চাইতে আরো তবু!

দিতে হবে জবাব কিন্তু
আল্লাহ্ তা'লার নিকট
বুঝবে তখন জীবন সেথায়
কত'টা যে বিকট!

এসো ফিরে শান্তির পথে
নামাজ রোজা পড়ো
ঈমাণ রেখে আল্লা'র প্রতি
মনের ভিত'টি গড়ো!

আল্লাহ্ নামের তজবি সদা
জপো দমে দমে
সত্য মনে ডাকলে তারে
পাপ'টা যাবে কমে!

পরকালে না চাও যদি
হতে নাস্তানাবুদ
প্রার্থনাতে চাও গো ক্ষমা
ক্ষমা করবেন মাবুদ।

ছবি-নেট

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

কবি হাফেজ আহমেদ বলেছেন: এসো ফিরে শান্তির পথে
নামাজ রোজা পড়ো
ঈমাণ রেখে আল্লা'র প্রতি
মনের ভিত'টি গড়ো!

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইতো জীবন
ক্ষমা চাইতে হবে তিনি ক্ষমাশীল ক্ষমা করবেন আমাদের

ধন্যবাদ ভাইয়া :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: সবসময়ের সুন্দর আহ্বান । সবাই থাকুক রহমতের ছায়ায় ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই থাকুক রহমতের ছায়ায়-আমিন

জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন ভাইয়া :)

৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

নাইম রাজ বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নাইম ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

Al Rajbari বলেছেন: অনেক সুন্দর হয়েছে.!

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ
ভাল থাকুন ভাইয়া :)

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

জুন বলেছেন: আপনার কবিতা থেকে আমাদের সবার শিক্ষনীয় অনেক কিছুই আছে কাজী ফাতেমা । অনেক ভালোলাগা জানবেন ।
+

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান আপি

চলে তো যেতেই হবে আপি-আল্লাহ আমাদের মাফ করুন
কত শত গুনাহ নিমেষেই করে যাচ্ছি। তবু সময় পেলে আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ক্ষমাশীল

শুভেচ্ছা সতত

৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা রেখে গেলাম কবিতায় মুগ্ধতার সাথে।

শুভকামনা রইল আপনার জন্য

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
অনেক ভাল থাক ভাইয়া
শুভেচ্ছা আর ভালবাসা রইল

৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:

"মেয়াদ যেদিন হবে ইতি
এই দুনিয়ার মাঝার
পারবে নাকো থাকতে হেথায়
চেষ্টা করলে হাজার! "

-আজরাইলের প্রচার সম্পাদিকা, নাকি আজরাইলের ইনফরমেশন মিনিস্টার?

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম জম আসুক টের পাবেন

ধন্যবাদ অনেক মন্তব্যের জন্য

৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ++++

শুভ কামনা প্রিয় কবি ।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শন্যবাদ প্রিয় কবি
ভাল থাকুন, শুভেচ্ছা সতত

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


কবিতা হয়নি, শুধু লাইনে লাইনে শব্দের ছন্দ মিলালে কবিতা হয় না।

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গুড পয়েন্ট, হ্যা কবিতা হয়নি কারণ আমি কবিতা লিখি নাই

স্যার আমি ছড়া লিখছিলাম হা হা হা
একটা কবিতা লেইখা শিখাইয়েন মুন গাজি ভাই হা হা হা

১০| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে ছবি কবিকে নিয়ে একটা সনেট লিখেই ফেল্লাম। কবির যদি ভাল লাগে তবেই আমার পরিশ্রম স্বার্থক হবে। পোষ্ট দিয়েছি কবি যদি একটু মন্তব্য করে আসেন তবে কৃতার্খ হব। কবির মন্তব্যের অপেক্ষায় থাকলাম। তবে মন্তব্য কবিতায় হওয়া বাঞ্চনীয়।

যা খুশি তা’নিয়ে যদি কাব্য লেখা যায়
সকল বিষয় তবে ধন্য কভু হবে
এ কাজী ফাতেমা ছবি বেছে নেয় সবে
একান্ত আপন করে নিজ পদ্য পাতে।
কেমন কোমল স্পর্স মৃদু মন্দ বায়
কবিতা আকুল করে মনে গেঁথে রবে
এমন কবির জন্ম কম হয় ভবে
আমরা পেয়েছি বলে ধন্য সব তাতে।

কবিতা আকুল করা যাতে আছে প্রাণ
হে কবি হে ছবি কবি কত বলি আর
বিলায় কবিতা যেন ছন্দে মায়া ঘ্রাণ
পাঠক মোহীত হয়ে পড়ে বার বার।
এ কবি ও কাব্যে রাখি যোগ্য স্থান নেই
খুঁজেই হয়েছি ক্লান্ত বলি সার এই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই দুই দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতায় খুঁজে পেলাম কাজী ফাতেমা ছবিকে
খুশি হলাম অনেক অনেক
এত সম্মান দিয়েছেন আপনি এই অধম অকবিকে!

জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ স্বপরিবারে আপনাকে ভাল রাখুন আমিন

১১| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা
ভাল থাকুন, শুভেচ্ছাসহ ভালবাসা

১২| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

আসলেই আমরা এখন মৃত্যুর কথা ভুলে যাচ্ছি!

আল্লাহ ক্ষমাশীল, আমাদের ক্ষমা করুক সবাইকে।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

আমিন

ভাল থাকুন ভাইয়া :)

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

রাবেয়া রাহীম বলেছেন: মেয়াদ যেদিন হবে ইতি
এই দুনিয়ার মাঝার
পারবে নাকো থাকতে হেথায়
চেষ্টা করলে হাজার!


-------- মেয়াদের বাইরে যদি কেউ থাকতে পারতো বা টাকা দিয়ে মেয়াদ বাড়ানো যেতো তবে একজন বড়লোকও এই দুনিয়া ছেড়ে যেতো না। আর ওইসব বড় লোকেরা একেক্টা দানব হয়ে দুনিয়াটাকে ধংস করে দিতো অনেক আগেই।
আসা- যাওয়া, ভাঙ্গা - গড়াই দুনিয়ার নিয়ম। যাওয়ার কথাটা যদি সব সময় মনে থাকে তাহলেই আমরা নিঃস্বার্থ হতে পারবো ও অন্যের মনে কষ্ট দেওয়া থেকে বিরক্ত থাকতে পারবো । মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ বুদ্ধি দান করুন । আমিন

ছবি---ভাল লিখেছ। অনেক শুভেচ্ছা রইল তোমাকে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি বুবু একদম ঠিক কথা বলেছেন

চোখের সামনেই দেখতেছি দানবগুলোরে।

অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক ভালবাসা আপি

মোবাইল টাইপ তাই মন্তব্যের উত্তর ছোট

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

ঝালমুড়ি আলা বলেছেন: সুন্দর কবি ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঝাল মুড়ি
ভাল থাকুন সবাইকে নিয়ে :)

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটা থিমের উপর লেখা!


ভালোলাগা!:)

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খায়ের বিলি ভাইয়া

অনেক ভাল থাকুন, সুস্থ থাকুন

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

মাহিরাহি বলেছেন: জম হবে নাকি যম হবে

মাঝার নাকি মাজার

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা যম হবে,
মাঝার ঠিক আছে

ধন্যবাদ মাহি ভাল থাকুন

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: পরকালে না চাও যদি
হতে নাস্তানাবুদ
প্রার্থনাতে চাও গো ক্ষমা
ক্ষমা করবেন মাবুদ।

+

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সেলিম ভাই
ভাল থাকুন অনেক :(

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

নাগরিক কবি বলেছেন: সুন্দর কবিতা। +

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

অনেক ভালবাসা রইল পিচ্চি

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৫

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে আপু। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি, ভাল থাকুন
আমিন :)

২০| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নামাজ রোযার ধার ধারো'নি
গায়ে ছিল শক্তি
দুর্নীতিতে মেতেছিলে
মোহে ছিল ভক্তি!

শিরক বি'দাত কুফর করতে
হও নি পিছ পা কভু
ছিল অঢেল ধন সম্পত্তি
চাইতে আরো তবু!


পাঠেতে মুগ্ধ মহা
থেকো সদা ঈমানে;
তাক্বওয়া না র'লে ফের
জীবনের কি মানে?

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান
ভাল তাকুন ভাইয়া জি

২১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯

সিনবাদ জাহাজি বলেছেন: চমৎকার আপি।

সুন্দর কবিতা, সুন্দর ভাবার্থ, সুন্দর ছন্দমিল।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক :)

২২| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যাহা অতি পরিচিত সেই কিনা মৃত্যু, সবাইকে ঘিরে, সবাই জানে এর কাছে থেকে রেহায় নেই। চিরন্তন সত্যটুকু ও মানুষ উপেক্ষা করতে চায়! অনেক সুন্দর কবিতা আপুনি।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া এরা এক পা কবরে রেখেও পালটায় না

আল্লাহ এদের হেদায়েত দিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :)

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু, ভালো লাগা রইল অনেক।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৮

তারেক ফাহিম বলেছেন: মৃত্যু হবেই যা সবাই বিশ্বাস করে জানে কিন্তু চিরন্তর সত্যটাকে মানুষ উপেক্ষা করে কিসের জন্যে? আজরাইলকে ধরে জীবনের ভিসার নতুন করে রেনু করতে পারবে মনে হয়।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এরা পারবে হয়তো -তাই পরকাল ভয় পায় না

আল্লাহ এদের হেদায়েত দিন

ধন্যবাদ ফাহিম ভাইয়া
ভাল থাকুন অনেক

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা আপু। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তওফিক দান করুন। আমিন।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আমিন
ভাল থাকুন সবাইকে নিয়ে

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

নাগরিক কবি বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে ছবি কবিকে নিয়ে একটা সনেট লিখেই ফেল্লাম।


সনেট হয়নি ;)

০২ রা মে, ২০১৭ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু মিয়া সনেট কি বুঝো তুমি -বাচ্চা মানুষ
বুঝতে আরো দেরি লাগবো

সনেট হয়েছে ১০২ বার হয়েছে ।

২৭| ০২ রা মে, ২০১৭ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: পরকালে না চাও যদি
হতে নাস্তানাবুদ
প্রার্থনাতে চাও গো ক্ষমা
ক্ষমা করবেন মাবুদ।
-- আপনার এই চমৎকার আহ্বানের জন্য মা'বুদ আপনাকে উত্তম বিনিময় দান করুন!
কবিতা ভাল লেগেছে। + +

০২ রা মে, ২০১৭ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ভাল থাকুন সবাইকে নিয়ে :)

২৮| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:৫২

নাগরিক কবি বলেছেন: আঞ্চানং বালাচু, চিং চানা মাং।
দ্রুওতাক মুলতাবালা বিন ঝুন ঝা। ;)

০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিতা কও । চিন কবে গেলা আবার হাহাহাহাহ

২৯| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: মৃত্যু, মৃত্যুর পূর্বের বেহিসেবী এবং পরের অসহায়, যাতনাময় জীবন এবং আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর অপার দয়া ও ক্ষমার কথা স্মরণ করিয়ে দিয়ে একটা সুন্দর কবিতা লিখেছেন। এ কবিতাটা আগেও একবার পড়ে মন্তব্য করে গিয়েছিলাম, আবারও পড়ে ভাল লাগলো।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়
আবার পড়তে এসেছেন দেখে খুব ভাল লাগল

জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.