নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পুরুষ তোমাদের উপর বিশ্বাস ফিরে আসুক.....

১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:১৪


©কাজী ফাতেমা ছবি

আফিমের নেশায় বুঁদ হয়ে এরা নারী দেখে কামুক চোখে
ইয়াবায় ঠোঁট রেখে এরা কামনায় অন্ধ হয়ে সুখ খুঁজে
ওদের অট্টহাসিতে সিলিং ফ্যান কেঁপে উঠে
ঘরের ছাদের সাদা চুন রঙ খসে পড়ে,
উলঙ্গ হয় নির্দ্বিধায়,
লজ্জ্বাহীন পৌরুষত্বের দম্ভ নিয়ে হামলে পড়ে নারীদেহের উপর।
পাঁচ মিনিটের সুখের জন্য এরা নৈতিকতার গলা টিপে ধরে
অথচ ওদের চেহারা নূরানী আলোয় আলোকিত...
ঝকঝকে দাঁত হাসি, ভদ্রোখচিত পোশাক, স্মার্ট
চালচলনে ব্যক্তিত্বের ছাপ,
কেইবা জানত ওদের ভিতরে একেকটা শুয়োরের বাস।
বাপের টাকা পকেটে ভরে এরা উড়ায় স্বপ্নঘুড়ি...
চোখে নষ্ট নেশা, বুকের অঢেল বৈভবের শক্তিতে এরা অন্ধ।
ওরা ভালবাসা বুঝে না, শরীর বুঝে, শরীর কিনে
অথবা না কিনেও সমস্ত শক্তি ঢেলে কিংবা
সুচতুর মিষ্টি কথার ফাঁদে ফেলে ওদের কামনা চরিতার্থ করে
সম্ভোগে লিপ্ত পুরুষ, মনে তাদের শয়তানের বসবাস।
পাপের পথে হেঁটে যেতে যেতে এরা ক্লান্ত হয় না
দম্ভ এতটাই পাহাড় ছোঁয় যে এরা ভাবতেই পারে না
ওদের মুখ উন্মোচিত হবে একদিন...
গোটা পুরুষ সমাজও ঘেন্নার থু থু ছিটাবে ওদের মুখের উপর
ওদের চোখ নুয়ে পড়বে মর্ত্যে
করূণার হাজার দৃষ্টি নিবন্ধিত হবে ওদের কামনার লজ্জাহীন চোখে।
তখনো কি অন্য পশু চরিত্রের পুরুষ নিজেকে নিবে সামলে
নিজের বোন কিংবা মা ভেবে চোখ রাখবে তাদের মুখে বিশ্বাসে?
পুরুষ তোমরা আর ধর্ষক হয়ো না....
তোমাদের বোনে'রা আর যেনো সমাজে ধর্ষিতার পরিচয় না পায়
তোমাদের প্রতি বিশ্বাস ফিরে আসুক নারী জাতির
অতঃপর তোমরা একেকজন গর্বিত পিতা হও,
মায়ের শুদ্ধ সন্তান হও, বোনের নিষ্পাপ ভাই হও আর
স্ত্রীর হও এক আদর্শবান স্বামী এবং
পুরুষ হও!

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:৩২

এম এ কাশেম বলেছেন: নারী কিংবা পুরুষ -ভেদাভেদ ভুলে সকলেই যেন আগে মানুষ হয়।

কবিকে ছবির মত শুভ কামনা।

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাইতো চাই
আগে মানুষ হওয়া চাই

ধন্যবাদ ভাইয়া :)
শুভেচ্ছা

২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৫

নাগরিক কবি বলেছেন: আমি মানুষ হতে চাই।


সুন্দর বুজি। শুভকামনা। B-)

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষই তো তবে সুন্দর এবঙ সৎ থাকা চাই
আল্লাহ তাআলা আমাদেরকে সে পথেই নিয়ে যান যে পথ শুদ্ধ এবং সহজ

শুভেচ্ছা সতত :)

৩| ১৩ ই মে, ২০১৭ দুপুর ১:০৪

বর্ষন হোমস বলেছেন: ভয়ংকর কবিতা B:-)

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ংকরে কেনো
:(

ভয়ংকরের বিরুদ্ধে তো

ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভাল থাকুন বর্ষন ভাইয়া
শুভেচ্ছা সতত :)

৪| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম আপু। খুব সুন্দর বলেছেন কবিতায়। আহ্বানটা কাঙ্ক্ষিত সবসময়।


শুভকামনা সবসময় আপনার জন্য

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আমরা চাই ই তো দেশটা সুন্দর হোক
মানুষ হোক মানুষের মত-
সৃষ্টির সেরা জীব
মানুষ কেনো পশু হবে :(

৫| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

কানিজ রিনা বলেছেন: সম্ভোগে লিপ্ত পুরুষ মনে তাদের শয়তানের
বাস।
সুচতুর মিষ্টি কথার ফাঁদে ফেলে ওদের কামনা
চরিতার্থ করে।
চালচলনে ব্যক্তিত্বের ছাপ ভদ্রোখচিত পোষাক
স্মার্ট। এসব লজ্জাহীন পুরুষত্ব খায় ইয়াবা মদ
দম্ভ এতটাই পাহাড়সম মা বোনকে করে
কূপকাত। খুব সত্য তুলে ধরেছেন ধন্যবাদ।

১৪ ই মে, ২০১৭ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কানিজ আপা

আমাদের সন্তানরা হোক মানুষের মত মানুষ
গড়ে উঠুক চরিত্রবান হয়ে

শুভেচ্ছা সতত :)

৬| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাব্যিক প্রতিবাদ
সমানে চলতে থাকুক,
প্রতিবাদের লাঙ্গল
নরপশুদের বুক চিরে।

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নর পশুরা তো থামছে না ধর্ষনচলছেই অনবরত :(

আল্লাহ রহম করো

ধন্যবাদ ভাইয়া :)

৭| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬

ধ্রুবক আলো বলেছেন: পুরুষ তোমরা আর ধর্ষক হয়ো না....
এরা পুরুষ না, এরা মানুষও না, মূলত এরকম লোকদের মনুষত্ব নেই বললেও চলে।
এদের মা-বোন থেকেও নেই,
এদের কাছ থেকে এদের মা-বোন নিরাপদ কিনা তাও সন্দেহ (কথাটা একটু মন্দ হয়ে গেলেও বলতে হয়)
আসলে এরা পারিবারিক ও সামাজিক ভাবে নৈতিকতার শিক্ষা পায়নি।


কবিতা দারুন লিখেছেন। ++

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা সত্য । পারিবারিক শিক্ষাটাই আসল
খুব সুন্দর বলেছেন ভাইয়া অনেক ধন্যবাদ
ভাল থাকুন :)

৮| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++


শুভ কামনা রইল কবি ।

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৯| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে দ্রোহের আগুন!!! ++++++

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাইয়া

কিন্তু প্লাস কই গেলো

১০| ১৪ ই মে, ২০১৭ রাত ২:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
জ্বলে উঠোক এমনতর বিদ্রোহ ঘরে ঝরে
পুরুষের দৃষ্টি যেন কামনায় ঝড়ে না পরে।

১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই তো সবাই চাই
কিন্তু পুরুষ তো পুরুষই
সহজে এরা বদলায় না হাহাহাহাহ সবাই না কিন্তু

ধন্যবাদ ভাইয়া :)

১১| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:০২

বিলিয়ার রহমান বলেছেন: গুটি কয়েক অসভ্য পুরুষের দায় সব পুরুষের নয় আপি!!!


ঐ সকল অসভ্য পুরুষদের প্রতি বলছি কুপুরুষ তুমি সুপুরুষ হও!!


১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া সবাইকে না
আক্ষরিক অর্থে সেইসব পুরুষদেরকেই বলেছি

অনেক ধন্যবাদ আপনাকে :)

১২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:০৩

সিনবাদ জাহাজি বলেছেন: বিলিয়ার রহমানের সাথে সহমত পোষন করছি।

আর কে কেমন সেটা বাইরে থেকে বোঝা যায় না তাি মেয়ে আপনি আপনার ছেলে বন্ধুকে বিশ্বাস করেন ঠিক কিন্তু সেই বিশ্বাসের প্রমান দেবার জন্য নির্জনে যাওয়ার প্রয়োজন নেই।

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে আমি জানি ভাইয়া

আসলে সেইসব পুরুষদেরকেই বলছি যারা এমন। সবাইকে তো অবশ্যই না

আমার কথা্ও সেটা । একটা মেয়ে একটা ছেলে একা থাকলে এমনিতে শয়তান হানা দেয়

ধন্যবাদ মন্তব্যের জন্য

১৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:৫২

জেন রসি বলেছেন: বিশ্বাস ফিরে আসুক। মানুষ ভালোবাসাকে উপভোগ করতে শিখুক! :)

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে সবাইকে বলি নাই । এটা আসলে লিখে দেয়া উচিত ছিল। যারা এমন তাদের নিয়ে লিখেছি

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আমিও সেটাই চাই
মানুষ ভালবাসাকে উপভোগ করতে শিখুক

:)

১৪| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাইক নং ৮ :-P :-P

১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ থ্যাঙকু
পোস্টে আসার জন্য লিটু ভাইয়া :)

১৫| ২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬

হীরক মুশফিক বলেছেন: বাহ!

২১ শে মে, ২০১৭ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হীরক ভাইয়া ভাল থাকুন
শুভেচ্ছা সতত :)

১৬| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:০৭

eajulhas বলেছেন: “পুরুষ তোমরা আর ধর্ষক হয়ো না....
তোমাদের বোনে'রা আর যেনো সমাজে ধর্ষিতার পরিচয় না পায়
তোমাদের প্রতি বিশ্বাস ফিরে আসুক নারী জাতির
অতঃপর তোমরা একেকজন গর্বিত পিতা হও,
মায়ের শুদ্ধ সন্তান হও, বোনের নিষ্পাপ ভাই হও আর
স্ত্রীর হও এক আদর্শবান স্বামী এবং
পুরুষ হও!”

কেউ কি ধর্ষক হতে চায়?

০৭ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: না কেনো হতে চাইবে। আমরা পুরুষদের বাবা ভাই স্বামী সন্তান হিসেবেই দেখতে চাই।

সেই সব নষ্ট পুরুষদের জন্য লেখাটি ভাইয়া

ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.