নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ফুল ও প্রকৃতির ছবি........

১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩৩

১।


কত কিছুই পাওনা রয়ে গেলো তোমার কাছে
এই শুনো না
একটা দুইটা বেলী পেতে আবেগী এই মন যাচে
এই দিবে কি?
বেলীর মালা সূতোয় বূনে এনে আমার দিতে গলে
বাঁধব তোমায় বাহুডোরে-আহা কত প্রেমের ছলে।
এই জানো না
সাদা বেলীর ফুলে ফুলে মৌপোকারা ঘ্রাণে মাতাল
তোমার প্রেমে মাতাল হতে-তৃষ্ণায় কাঁপে মনের চাতাল।
==================
আরো কিছু ছবি আমাদের গ্রামের, রাস্তাঘাটের। সবুজ চিরদিনই ভাললাগার রঙ। সবুজ গাছপালা বন বনানীতে পা ফেললে অন্য রকম ভাল লাগার অনুভূতি মনে জাগে। আমার মনে হয় সবার ক্ষেত্রেই এমন হয়। গ্রামে গেলে অনেক ছবি তোলা হয়ে যায়, কারণ অনেক উপকরণ থাকে সেখানে ছবি তোলার মতন। আর সেখানে লজ্জা টজ্জাও নাই ইচ্ছামত ক্লিক ক্লিক । শহরে ছবি তুলতে আমার ঝামেলা হয়। ক্যামেরা সাথে নিতে পারি না। তাছাড়া লজ্জা লাগে অনেকটা। তাই অনেক সুন্দর দৃশ্য দেখলেও ক্লিক হয়ে উঠে না। আশাকরি ছবিগুলো ভাল লাগবে।

ক্যামেরা - ক্যানন 600ডি, স্থান -চুনারুঘাট

২। দিগন্ত জুড়ে সবুজ আর মাথার উপর এক নয় হাজার নয় কোটি টুকরো আকাশ-আকাশ না নীল, না না নীল নয় শুভ্র অভ্র...... আহা যেদিকে তাকাই শুধু স্নিগ্ধতা। এমন দেশটি কোথায় খুঁজে পাবে তুমি-যেখানে সারি সারি বৃক্ষ তরু-সেজে আছে মাতৃভূমি। এমন মুগ্ধতার আবেশে কাটিয়ে দেয়া যায় নিশ্চিন্ত প্রহর। যে প্রহরে নেই কোন যন্ত্র দানবের বজ্র নিনাদ কিংবা নেই কালো ধূয়ার উড়াউড়ি-চারিদিকে যেমন খাঁখাঁ রোদ্দুর -তেমনি সাঁই সাঁই হাওয়ার রব-এক ঝাটকায় শীতল করে দেয় দেহ মন। দূর্বাঘাসের গালিচায় বসে বৈশাখের কাঁচা আম প্রহর-সে ফেলে এসেছি মেয়েবেলায়। আর যাওয়া হয় না এই মৌসুমে-দূরে থেকেই স্মৃতি করা হয় রোমন্থিত। খুব যেতে ইচ্ছে হয় সেই গ্রীষ্মের কাঁচা আম প্রহরে-কাঁচা কিংবা শুকনা লংকায় মাখানো ঝাঁঝা ঝালের কাঁচা আম ভর্তা-জিবে পানি এসে যায় যে



৩। লাকড়ির চুলায় আলু পুড়ে রেখেছি-গাছের লংকার স্বাদ মিশিয়ে সাদা ভাতে আলুর ভর্তায় তোমার নিমন্তন্ন রইল। আসবে কি? এখানটাতে-যেখানে মিশে আছে খাবারে শুধু শুদ্ধতায়, চাপকলের পানিতে মিটাবে তৃষ্ণা। তোমার তৃপ্তিযুক্ত মুখটা দেখার বড্ড ইচ্ছে এবেলা ...... শহুরে ছেলে তুমি, সে তুমি কি বুঝবে শুদ্ধতার খেলা, সারাজীবন খেয়ে গেলে ফরমালিন, অবশেষে তোমার মনও যে ফরমালিন হয়ে গেলো। নি:শ্বাসে টানো কালো ধূয়া। এখানে এসো তোমায় দিবো বিশুদ্ধ এক ফোটা অক্সিজেন-তুমি ভালবাসবে মুগ্ধও হবে সাথে এই বলে দিলুম। নিমন্তন্ন রইল তবে..........এসো সময় করে।



৪। এমন প্রশান্তি এখানে খুঁজে আর কই পাই-কর্মব্যস্ত দিবস শেষে শান্তির ছায়া খুঁজি। খুব করে চাই এমন তালপুকুরের পাড়ে সবুজের গালিচায় লেপ্টে বসে থাকি। সবুজগুলো আমাকে ছেড়ে সেই রয়ে গেলো আমার মায়াময় গ্রামেই। আর আমি এখানে ইট পাথরের বুক চিরে টেনে আনি দুনিয়ার ক্লান্তি আর বিষাদ। তবুও ভাল লাগে এমন দিনের স্মৃতিমাখা দিনগুলো ভেবে ভেবে। ইচ্ছে হলেই ডুবে যেতে থাকি সবুজের অতলে। ভাল লাগায় ভালাবাসায় ভরে যায় বুক-প্রশান্তির হাসি ঠোঁটে নিয়ে দেশকে ভালবাসি।



৫। এমন একটি আয়েসী প্রহর আমাকে দিবে তুমি-আড়মোড়া দিয়ে ঘুম ভেঙ্গে যেনো দেহমনে লেগে থাকে মুগ্ধতা-আরামে চোখ বোজে ফের চোখ মেলে তোমার আলতো হাসিতে যেনো পাই নির্ভরতা এবং আত্মবিশ্বাসের ছোঁয়া। ওদের মতই ঘুম ভেঙ্গে ভাসতে চাই ভালবাসার স্রোতে-আর দিনভর চোখে লেগে থাকবে মুগ্ধতা। জেগে উঠো কোমা হতে আর কতকাল কাটাবে ঘুমোঘোরে-তুমি যে কেনো মুগ্ধ প্রহরগুলো করতে থাকলে হাতছাড়া। আমার প্রহরগুলো ঐ হাঁসেদের মতন-দিনভর ভেসে বেড়া মুগ্ধতার জলে-ইচ্ছে হলে ধরতে পারো হাত-আমি তোমায় মুগ্ধতা শিখাবো-শিখবে?



৬। পার্পল কালার সেই কয়েক যুগ আগে থেকেই আমার পছন্দ। আচ্ছা তুমি কি জারুল ফুল দেখেছো? ঘ্রাণ নেই রঙ আছে আহা কত দৃষ্টি জুড়ানো সে রঙ। এখন তো আর জারুল গাছে মন ডুবাতে পারি না -যেমন তোমার মাঝে মন ডুবাতে পারি না-তোমার মতই যেনো জারুলগাছগুলো উঁচু থেকে আরো উঁচু হয়ে গেছে-চোখ তুলে আর তাকাই না। আমি আর ধাঁধাতে পড়ব না। তুমি উঁচু হতেই থাকো হাহাহাহা। আমি এমনিতেই মুগ্ধ-আমার দিকে নত হয়ে আছে দেখো হাজারো জারুল রঙা ফুল-আমি ভালবেসে মরে যাই।



৭। আবেগী ফুল রাণী......ফুটে আছে নরম লতায়-ছুঁয়ে দিলেই নুয়ে পড়বে-খসে পড়বে মাটিতে। ইচ্ছে হয় ছুঁয়ে দেই-পরে ভাবি ফুলরাণী থাক্ না নিজের মতো করে ফুটে। আমরা শুধু ওর কাছ থেকে মুগ্ধতা কুঁড়াবো । কখনো কখনো শাটারের ক্লিকে বন্দি করে রাখবো ওর বিয়ের সাজের মুহুর্তটি। ফুলরাণী অল্প আয়ূ -ঝরে যাবে অচিরেই। হয়তো সে আর বেঁচে নেই তবুও ওর মুগ্ধতা আর রঙ দিয়ে মনকে এখনো প্রফুল্ল করে রাখে। ফুলরাণীর স্বার্থকতা এখানেই-সে বিলায়-বিলিয়ে দেয় তার সৌন্দর্য আর আমরা চোখে সেঁটে রাখি সৌন্দর্য আর মুগ্ধতা। ভাল লাগার প্রহরগুলো এমইন-সৃষ্টির প্রতিটি জিনিসই ভালবাসি আর শোকরিয়া জানাই আমার প্রভুর তরে।



৮। সবুজের মধ্যিখানে বসে তোরা দিব্যি প্রেম করে যাচ্ছিস। বেগুনী রঙ জামায় সেজে তোরা কি কথা কয়ে যাচ্ছিস-কয়ে যা আমার কানে কানে। আমি শিখে নেবো প্রেম। আহা তোদের দেখে ভাবছি মুগ্ধতা যদি এভাবে আমাকেও ছুঁয়ে যেতো। কোনো চিরসবুজ মনের কাছাকাছি ছুঁয়ে থাকতাম। তোমার মতই সজীবতায় ভরে দিতাম ক্ষয়ে যাওয়া ক্ষণগুলোকে।



৯। শীতের ঋতু ফুলের ঋতু-ফুলে ফুলে ভরা
রঙ বেরঙের ফুলে সাজে-আমার বসুন্ধরা।
হলুদ গাঁধা লাল ডালিয়া-হরেক ফুলের বাসর
ফুলের বাগে বসেছে ঐ-ফুল পাখিদের আসর।
আলোর ভূবন আলো করে-ফুল ফুটেছে বাগে
ফুলের উপর শিশির ঝরে-কুয়াশার এই মাঘে।



১০। এমন সোনার আলোয় রাঙানো আমার গাও- সে আর কোথা যেয়ে পাবো শুনি
মিশে যাবো সেথা-সবুজে মেলবা পাখা- ফিরে যাওয়ার দিন শুধু গুনি।
নাক টেনে পাই এখান থেকে সোঁধা মাটির ঘ্রাণ-আহা নি:শ্বাসে সুভাস ছড়ায়
এত স্নেহ মায়া মমতায় ঘেরা জন্মভূমি-আলিঙ্গনে আমায় সদা জড়ায়।



১১। আমরা এভাবেই ফুটে থাকি। তোমাদের মুগ্ধ করার জন্য। তোমরা মুগ্ধ হও- দুচোখ ভরে দেখো-আবার ক্যামেরার শাটারে ক্লিক করতে থাকো অবিরত। আমাদের আয়ূ ক্ষণস্থায় তবুও আমরা সুখি নিজেদের বিলাতে পেরে। এতেই আমাদের সার্থকতা। বিলিয়ে দেয়ার আনন্দ আমরা উপভোগ করি। আর তোমরা শুধু নিজেদের নিয়ে ভাবো-অপরের জন্য তোমরা তোমাদের সময় অপচয় করো না। তোমরা মুগ্ধতা দাও না কাউকে-শুধু স্বার্থ নিয়েই এত বড় জীবন কাটিয়ে দাও অনায়াসে।

শীতের ফুল ডালিয়া



মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি যেন শুধু ছবি নয়। চোঁখ জুড়িয়ে গেল।

১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ ভাইয়া প্রথম হইছেন তাই আপনার জন্য চা কফির ব্যবস্থা

২| ১৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫৯

নিরব জ্ঞানী বলেছেন: আহা! মরিচটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। কতদিন ঝাল মরিচ খাইনা! :(

১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাছ থেকে পেড়ে টাটকা কিছু খাওয়া থেকে আমরা দূরে সরে গেছি -আমিও খাইনা বহুদিন। ঢাকার কাচামরিচে ঘ্রাণও নাই ঝালও নাই যেনো ঘাস খাচ্ছি এমন লাগে

ধন্যবাদ ভাইয়া :)

৩| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এত ভালো ছবি তুলেছেন যে ধন্যবাদ না জানিয়ে পারছি না।

১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল মাইদুল ভাইয়া
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক ।

৪| ১৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ছবি ও বিবরনে মুগ্ধ
চুনারুঘাটে এই মরিচ ভাল হবে
তাই নীচে দিলাম
লাগিয়ে দিয়ে আসবেন
শুভেচ্ছা রইল

১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ এটা দেখে খুব লোভ লাগতাছে, বাসায় লাগাইতে ইচ্ছা করতাছে

৫| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

ধ্রুবক আলো বলেছেন: ছবি আর বিবরণে মুগ্ধতা, ++++++
অসাধারণ।

৫ নং ছবিটা আপ্লুত হয়ে গেলাম সবুজে।
ইচ্ছে হলেই ডুবে যাওয়া যেত সবুজের অতলে।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

৬| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছবিগুলি খুব সুন্দর আপু। বিস্তারিত পরে পরবো। প্রিয়তে নিয়ে গেলাম।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নয়ন ভাইয়া ভাল থাক

৭| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তখন পড়তে পারিনি আপু ,রাতের খাবার খাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম। তাই আমর জানা হয়নি যে এখানে আমার প্রিয় খাবারের একটি এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আপনার নিমন্ত্রণ বুঝতেই পারিনি !! সমস্যা নেই আলু পুড়া কাঁচামরিচের ভর্তা ভাত পাইলে আবারও পেট ভরেই খাওয়া যায় , খেয়ে নিলাম পুরনো স্বাদ মিশিয়ে।

আপু , প্রতিটি কাব্যই কাব্যরসে পূর্ণ। প্রতিটি কাব্যই ভালো লাগলো। মাতৃভূমির প্রতি সুন্দর ভালোবাসার প্রকাশ। ফুল সবুজের আত্ম-কথা কাব্যিক শব্দের মুগ্ধকর। শুভ প্রত্যাশা এভাবেই ফুল হয়ে আমাদের কাব্য শুভা ছড়িয়ে যাবেন, ফুল হয়ে ঝরে না পড়ে ফুলের বাগান হয়ে থাকুন সবসময়।

অনেক সন্দর ছবি গুলোর সাথে কথাসাহিত্যে মুগ্ধতা রেখে গেলাম।
আল্লাহ্ আপনাকে সুস্থ সুন্দর সমৃদ্ধিশালী করুক।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার এসে পোস্ট মনোযোগে পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা ভাইয়া । এমন করে কেউ খুটিয়ে খুটিয়ে পড়ে না। তুমি এসে পড়ে গেচো আবার খুব ভাল্লাগলো

সুন্দর মন্তব্যে আবারও অনুপ্রাণিত হলাম
ভাল থাক সর্বদা

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

৮| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:১৫

নাদিম আহসান তুহিন বলেছেন: অসাধারণ মনোমুগ্ধকর। ধন্যবাদ পোস্টটি করার জন্য,,

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: তুহিন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

৯| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৫০

নাগরিক কবি বলেছেন: ফুল ও আমি। বড়োই সৌন্দর্য বুজি B-)

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু পিচ্ছি
ভাল থাক
পাশেই থাকো
আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১০| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: মুগ্ধ হয়ে শুধু এক আলোকচিত্রী/কবির ভালবাসার কথা জানলাম।। আমি আর কি বলবো? আপনার ভাষাতেই
নাক টেনে পাই এখান থেকে সোঁধা মাটির ঘ্রাণ-আহা নি:শ্বাসে সুভাস ছড়ায়
এত স্নেহ মায়া মমতায় ঘেরা জন্মভূমি-আলিঙ্গনে আমায় সদা জড়ায়।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি সবুজ ভালবাসি। কিন্তু ঢাকা শহর সবুজের দেখা পাই কম। দূর্বাঘাস নাই যে বসব শান্তিতে । ইট পাথরের শহর ছেড়ে গ্রামে গেলে খুব ভাল লাগে

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অনেক অনেক

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১১| ১৯ শে মে, ২০১৭ রাত ১:১৮

ওমেরা বলেছেন: আপু ছবি গুলো অনেক অনেক সুন্দর হয়েছে ! আমার প্রিয় রং সবুজ এত ভাল লাগে আমার যে কোন ড্রেসেই একটু না একটু সবুজ থাকতেই হবে সে জন্য আমাদের বাসার সবাই আমাকে খ্যাত বলে !! অনেক ধন্যবাদ আপু ।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহা সবুজ তো চোখের শান্তি। খ্যাত বললেও ভাল....। এমন খ্যাত অনেকেই ভালবাসে তার মধ্যে আমিও হাহাহ

সুন্দর মন্তব্যের জন্য অসঙখ্য ধন্যবাদ আপি

১২| ১৯ শে মে, ২০১৭ রাত ২:০২

কল্লোল পথিক বলেছেন:


ভালো লেগেছে।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক

১৩| ১৯ শে মে, ২০১৭ রাত ২:১৯

মানবী বলেছেন: বেলী ফুলের ছবিটা দেখে মনে মাঝে উথাল পাথাল ঝড়!!
কি দীর্ঘকাল প্রিয়তম এই ফুলের সৌরভ থেকে দূরে!!!!

সুন্দর কবিতা আর প্রিয়তম ফুলের ছবির জন্য অনেক ধন্যবাদ কাজী ফাতেমা ছবি।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের কলোনী স্কুলে অনেকগুলো গাছ। গেলিই ফুল ছুয়ে দেই। কখনো ছিড়ে আনিনা

অনেক ভাল লাগে। আর এই ফুলটা রমনাপার্কের

ধন্যবাদ আপি সুন্দর মেন্তব্যের জন্য ভাল থাকুন

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১৪| ১৯ শে মে, ২০১৭ সকাল ৮:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুণ ছবি ব্লগ +++


শেষের ছবিটা অন্য রকম ভাল লাগা !!

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শাহ্ ভাইয়া
ভাল থাকুন

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১৫| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মান উত্তীর্ণ পোষ্ট

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৬| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৩৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর +।

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সর্বদা

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১৭| ১৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখানে এসো তোমায় দিবো বিশুদ্ধ এক ফোটা অক্সিজেন-তুমি ভালবাসবে মুগ্ধও হবে সাথে এই বলে দিলুম। নিমন্তন্ন রইল তবে..........এসো সময় করে।

আহা - কত জনম লাগলো এ নেমতন্ন দিতে ;)

অনেক অনেক সুন্দর সব ছবি আর ভাবনায় মুগ্ধতা!

++++++++

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাপস আপনি কইত্থন আইলেন দেখছিলাম না সরি

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । দাওয়াত রইল সিলেটে যাবেন কিন্তু

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১৮| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৩২

সারাফাত রাজ বলেছেন: আপু, ছবিগুলো দেখেই মন ভরে উঠছে। বেশি ভালো লাগছে একারণে যে, এগুলো কম্পিউটারের পুরো স্ক্রীন জুড়ে থাকছে।

শুভকামনা জানবেন। :)

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভাল লাগলেই আমার কষ্টটা সার্থক
ভাল থাকুন অনেক অনেক :)

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

১৯| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখা, ছবি দুটোই ঝরঝরে!!

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধণ্যবাদ ভাল থাকুন অনেক অনেক :)

২০| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মচৎকার থুক্কু চমৎকার লিখা, সাথে ফুলের সৌন্দর্যময়ীতা বাড়িয়ে দিলো মাধুর্যতা।
শুভকামনা রইলো

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেকঅনেক

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

২১| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:০৬

করুণাধারা বলেছেন: কি সুন্দর সব শান্তির ছবি! মন জুড়িয়ে যায়।

আপনি ভাগ্যবতী - এমন একটি সুন্দর জায়গায় ইচ্ছা হলেই চলে যেতে পারেন। ভবিষ্যতেও এমন সুন্দর ছবি পোস্ট করুন, শুভকামনা রইল।



২১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: িএকদম ঠিক আল্লাহর রহমত । বছরে একবার বাপের বাড়ি যাই। এবং উপভোগ করি প্রকৃতির সৌন্দর্য

অনেক সুন্দর মন্তব্য আন্তরিক ধন্যবাদ

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

২২| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরপোস্ট । ছবি ও সাবলিল বর্ণনায়। +

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

২৩| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটা নতুন সনেট লিখলাম, একটু দয়া করে দেখে দিবেন। কবিতাতে কবির মূল্যায়নই বড়। তাই জানালাম। যদি কিছু মনে না করেন। আমার পোষ্ট প্রথম পাতায় যায়না বলে এভাবে জানাতে হলো!

১৯ শে মে, ২০১৭ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেমন করে আর কোনদিন বলবেন না, আপনার প্রতিটি পোস্ট দেয়ার পর আমাকে জানাবেন প্লিজ। কারণ আমি সব সময় ব্লগে থাকি না। তাই মিস হয়ে যায়। এসে লিংক দিয়ে যাবে। আমি আপানার বোন, অধিকার আছে না, অধিকার বলে বলবেন। ধন্যবাদ

২৪| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সিনবাদ জাহাজি বলেছেন: আপি এতদিন কবি হিসেবে আপনাকে + দিতাম
আর আজ দিচ্ছি ফটোগ্রাফার হিসেবে।

:)
অনেক সুন্দর ছবিগুলো

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি

আসলে বাসায় মোবাইলে থাকায় মন্তব্যে দেরী হয়ে গেলো সরি।

২৫| ২১ শে মে, ২০১৭ রাত ১:১৫

তপোবণ বলেছেন: "সবুজগুলো আমাকে ছেড়ে সেই রয়ে গেলো আমার মায়াময় গ্রামেই।"

এটাতো আমারই মনের কথা, অথচ আপনি লিখে রেখেছেন অবলিলায়। নৈঃস্বর্গের বেলাভূমি থেকে বেড়িয়ে এসেছেন বুঝা গেল। প্রতি ক্লিকে সৌন্ধর্য ধারণ করে বিবরণে মন ছুঁয়ে গেছেন। ১৫ মিনিটের বিরতিতে এই পোস্ট টি পড়ে মুগ্ধ হলাম। সময় শেষে ++

২১ শে মে, ২০১৭ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি যারা প্রকৃতি ভালবাসে তাদের সবার মনের কথাগুলোই এসব। কষ্ট করে সময় নিয়ে পোস্ট পড়েছেন কৃতজ্ঞতা রইল আপি। আন্তরিক ধন্যবাদ আপি।
ভাল থাকুন অনেক অনেক

২৬| ২২ শে মে, ২০১৭ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: দুঃখিত আমি কিন্তু ভাই হবো।।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ সরি সরি সরি
েএতদিন মেয়ে ভেবেই আসছিলমা হাহাহা

থ্যাঙকস জানিয়ে দেয়ার জন্য ভাইয়া

২৭| ২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭

পুলহ বলেছেন: ছবি আপু কেমন আছেন?
ছবিগুলোয় মুগ্ধতা, ঘোরলাগা সুন্দর প্রতিটা ছবি!
শুভকামনা জানবেন সব সময়।

২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তেমন ভাল নই ভাইয়া। রাত জেগে শরীর ভাল নয় আজ। হাসপাতাল কাটালাম কাল সারারাত নির্ঘুম। বোনের ছেলে অসুস্থ।

ছবিগুলো ভাল লেগেছে জেনে ভাল লাগছে। েএখানেই কষ্ট সার্থকতা পায়
জাজাকাল্লাহ খায়ের
ভাল থাকুন সব সময়।

২৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩১

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ফুলের পিক গুলো অসাধারণ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.