নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কথা বলতেও ট্যাক্স লাগে যেনো-আশ্চর্য্য!

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:১৪


অনেক কথা বলার থাকে,
কিছু কথা শুনার অপেক্ষাও মন আঁকুপাকু করে ,
না বলা কথাগুলো মনের হার্ডডিস্কে জমিয়ে টুইটুম্বুর;
বলতে চাইলেও আর বলা হয়ে উঠেনা কখনো তারে।

এই কথা সেই কথা কত কথাইতো মুখে বলা হয়ে যায়
অথচ যা বলা ন্যায্য,যা বললে ভিতরের ভালবাসা, ক্লেদ,
যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে অকপটে সেই কথাগুলো
হয়না বলা কখনো আর।

সেদিন অস্ফুট ইঙ্গিতে একটু
তোমাকে শুনাতে চেয়েছিলাম না বলা কথাগুলো
তুমি চোখে তাকাতেই বলার স্বাধ উবে গেলো হাওয়ায় সেদিন।

কথা বলা ছাড়া যে আমি থাকতেই পারি না
সেই আমি কত কথা পেটে জমিয়ে রাখি-ভাবো একবার!

কথা বলারও কিছু মুহুর্ত লাগে, লাগে প্রতিপক্ষের শুনার আগ্রহ
অথবা আগ্রহ প্রকাশের ভঙ্গিটা ইঙ্গিতেও হতে পারতো!
সে কিছুই হলো না।
তুমি আমায় ব্যাকরণ শিখতে বলেছিলে!
হাহাহা-আমি ব্যাকরণ শিখিনি আজো, শিখবোও না
ভালবাসার সাথে কথা বলতে ব্যাকরণ- ধুর ছাই!
না হয় অগুছালোই থেকে গেলাম।

তাই কল্পনায় অথবা বিড়বিড় করে কথা বলে যাই
শুধু আমার বুকের হার্ডডিস্কে স্থান স্বল্পতার জন্য
হার্ডডিস্ক খালিও করতে পারছিনা আবার
কত গুরুত্বপূর্ণ কথা; কত স্মৃতি জড়ানো সময়ের গল্প
কিছু সুন্দর মুহুর্তের মুগ্ধতা আলাপও আছে যা সেভ করা চিরস্থায়ী,
চিরস্থায়ী সেভ করা ফোল্ডার লক করে রেখেছি জানো?
তোমার নামের পাসওয়ার্ড দিয়ে;অথচ তুমি জানতেই পারবে না।

তাহলে বলো,হার্ডডিস্ক ফরমেট দেই কিভাবে?
তুমি যখন ঘুমিয়ে পড় তখন তোমার নিদ্রিত মুখের দিকে তাকিয়ে
অনেক কথাই বলে ফেলি; তখন তুমি আমার কাছে অচেনা মানুষ
ঘুম থেকে যদি কখনো দেখ,আমি তোমার মুখের উপর ঝুঁকে আছি
জিজ্ঞ্যেস করোনা কি করছিলাম আমি; অথবা ভেবে নিও না
আবেগে আপ্লুত হয়ে তোমাকে আদর খাচ্ছি;
আবার জড়িয়ে ধরতেও যেও না আবেগে
আশাহত হতে হবে তবে।

কারণ আমি এসবের কিছু্ করছিলাম না শুধু না বলা কিছু কথা
তোমাকে কোন এক মুহুর্তে বলার ট্রায়াল নিচ্ছিলাম।
(৩০ অক্টোবর,২০১৪)

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভাল থাকুন

২| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:১৫

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন,অনেক কথাইতো না বলা থেকে যায়,মনের গহীন কোণে!

২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা ঠিক । ধন্যবাদ আপনাকে

তবে আমি আমার পোস্টের কথা বলিনি
বলেছি অন্য সবার

যার যার পোস্ট বা লেখা ভাল লাগে হাহাহাহ

ধন্যবাদ আবারও

৩| ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫০

গেম চেঞ্জার বলেছেন: ভালই লেগেছে এবং আগের চেয়ে ব্যতিক্রমীও!! :)

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক

৪| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:০০

মোস্তফা সোহেল বলেছেন: সব কথা বলতে নেই। কিছু কথা না বলাই থাকুক।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু কেনো অনেক কথাই না বলা এখনো
আর কইতাম পারি কিনা তাও সন্দেহ হাহাহা

ধন্যবাদ আপনাকে

ভাল থাকুন অনেক অনেক

৫| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫

ওমেরা বলেছেন: আপু খুব সুন্দর লিখেছেন । আসলেই কিছু মানুষের সাথে কথা বল্লে এমন আচরন করে মনে হয় কথা বলতেও পয়সা লাগে ।

ধন্যবাদ আপু ।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আপি ঘাড়ত্যাড়া টাইপ
এরা ঠিক হয় না হবেও না

ধন্যবা সুন্দর মন্তব্যের জন্য ভাল থাকুন অনেক অনেক

৬| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:১৭

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: হাহাহা...আপনিও খুব একটা খারাপ লিখেন না,অন্যের মনের কথা গুলা সবাই তুলে আনতে পারে না।আপনি পেরেছেন।

২৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাই হোক লেখা সার্থক এখানেই
অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক :)

৭| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০৪

আখেনাটেন বলেছেন: কথা বলারও কিছু মুহুর্ত লাগে, লাগে প্রতিপক্ষের শুনার আগ্রহ--বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য বাক্য। :P

সুন্দর লেখা।+++++++

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আখেনাটেন । হাহাহা একদম খাটি কথা

ভাল থাকুন শুভেচ্ছা সতত

৮| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লেগেছে লেখা
কথা বলা ছাড়া যে আমি থাকতেই পারি না
সেই আমি কত কথা পেটে জমিয়ে রাখি-ভাবো একবার!

কথা পেটে না জমিয়ে মাথায় ঝমালে মাথা গরম হয়ে যায়
পেটে জমালে হজম হয়ে যায়, দু্‌ই দিকেই মুসকিল !
তার থেকে কথা না জমিয়ে স্বপ্নে বলা ভাল
ঝামেলা অনেক কম ।

শুভেচ্ছা রইল

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আসলেই মুশকিল

কি যে করি । এর চেয়ে ভাল সামুতে কথা ঢেলে দেই। অখাদ্য কুখাদ্য কথাগুলো সবাই গিলুক হাহাহা

অনেক ধন্যবাদ আলী ভাইয়া :)

৯| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লাগলো ++++

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন :)

১০| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

১১| ৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৩৭

দেলাওয়ার জাহান বলেছেন: সুখের কথা খুব শীঘ্রই ব্লগে লিখতে ট্যাক্স দেয়া লাগবে না !!!

৩০ শে মে, ২০১৭ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাতো বটেই। এখন থেকে সুখের কথা লিখব
ট্যাক্স লাগবে না ইনশাআল্লাহ
অনেক ধন্যবাদ ভাইয়া

১২| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



চমকপ্রদ এককথায়!

৩০ শে মে, ২০১৭ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নকিব ভাইয়া :)

১৩| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: অনেক ভালো লাগল আপু। বেশ ইউনিক।
ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৭ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাগতম আপি। আন্তকির ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা সতত :)

১৪| ৩০ শে মে, ২০১৭ দুপুর ১:০৬

সিনবাদ জাহাজি বলেছেন: অনেক সুন্দর লাগলো কবিতা।
আপনার লিখাতো বরাবরি ভালো লাগে।
:)
+++

৩০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাইয়া

অনেক ধন্যবাদ ভাল থাকুন হামেশা

১৫| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এই কথা সেই কথা কত কথাইতো মুখে বলা হয়ে যায়
অথচ যা বলা ন্যায্য,যা বললে ভিতরের ভালবাসা, ক্লেদ,
যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে অকপটে সেই কথাগুলো
হয়না বলা কখনো আর।
হে কবি আপনার কবিতায় মনটা ভরেই গেল। দোয়া কার যারা সবাইকে ছাড়িয়ে গেছে আপনি তাদেরকেও ছেড়ে যান।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন। যেনো ভাল লিখতে পারি
ভাল থাকুন সবাইকে নিয়ে

১৬| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩

বে-খেয়াল বলেছেন: তাই কল্পনায় অথবা বিড়বিড় করে কথা বলে যাই
শুধু আমার বুকের হার্ডডিস্কে স্থান স্বল্পতার জন্য
হার্ডডিস্ক খালিও করতে পারছিনা আবার
কত গুরুত্বপূর্ণ কথা; কত স্মৃতি জড়ানো সময়ের গল্প
কিছু সুন্দর মুহুর্তের মুগ্ধতা আলাপও আছে যা সেভ করা চিরস্থায়ী

অসাধারন বেশ লাগলো লেখায়++++++++

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সময় করে পড়ার জন্য

ভাল থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা সতত

১৭| ৩১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৫

মনিরুজ্জামান স্বপন বলেছেন: +++ খু-উ-ব ভাল লেগেছে, শুভ কামনা জানবেন।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ স্বপন ভাইয়া
ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা রইল অনেক অনেক :)

১৮| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ভোর হল, দোর খোল, খুকুমণি ওঠ রে।............... আমাদের ছবি আপা কই গেল রে !!!! B-)

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছি তো এই যে.....। সকাল থেকে ধুমাইয়া কুপাইয়া কমেন্ট করতাছি

খুজলে না পাইবেন :( আফসোস বিরাট আফসোস

১৯| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
দেখবেন পুরস্কার বিতারণী অনুষ্ঠানে সবার শেষে প্রথম পুরস্কার দেওয়া হয় !!............... নো আফসোস। B-)

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা এটাও ঠিক । তৃতীয় দ্বিতীয় এরপর প্রথম নো আফসোস আর । তা কেমন আছেন। রোজা যাচ্ছে কেমন? বউ বাচ্চা ভালা আছেতো

২০| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
সবকিছু ভালো যাচ্ছে , কিন্তু বউ থাকলে তো বাচ্ছা !! B-) মানে, এ বান্দরের গলায় কেউ এখনো মুক্তর মালা দেয়নি !!

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ
হাহাহাহাহ ....... বান্দরের গলায় অতিসত্বর মুক্তোর মালা ঝুলবে সে দোয়াই করে যাচ্ছি।

২১| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকর মনের কথাই বলে গেছেন আপু। অনেক সুন্দর অনুভাবী কবিতা উপহার দিয়েছেন আপু।

শুভকামনা জানবেন সবসময়।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া ভাল থাকুন অনেক অনেক

২২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
দোয়া করে লাভ নেই, দয়া করতে হবে, মানে ঘটকালি .................... , আর সেই সুকুমার রায়ের
বাবুরাম সাপুড়ে. বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা - যে সাপের চোখ নেই, শিং নেই, নোখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস মারে নাকো ঢুসঢাস, নেই কোন উৎপাত, খায় শুধু দুধভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন তো, তেড়ে মেরে ডাণ্ডা ক'রে দিই ঠাণ্ডা।


ছড়ার মত , করে না কো ফোঁসফাঁস মারে নাকো ঢুসঢাস, করতে হবে B-) এমন একটা বিবি দরকার, না হলে জীবন শেষ !!!

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ শখ কতো- এর উল্টাটা খুঁজুম নইলে আপনাদেরকে ঠিক রাখা যাবে না। আমি এমন দেইখা কষ্ট পাই বেশী :( করি নাকো ফুসফাস মারি নাকো ঢুসডাস। একেকটা ঘরে একেকটা জল্লাদনি থাকা দরকার-সাইজ করার জন্য হাহাহাহা । এমন ঝগড়াইটা মাইয়া দেখুম তবে আবেগী হবে

২৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ইশ ! সবাই একই কথা বলে, তোমার ঘর করেতে এসে আমার জীবন শেষ !! এর থেকে আপনি ব্যতিক্রম হবেন কেন ? বরং আপনার এ বক্তব্যর আমার কাছে গ্রহনযোগ্যতা নেই । কমন ডায়লক B-) আর কারে আপন জন ভাবি, সে কিনা চায় আমার অমঙ্গল ।। হুম, তবে একটু পাগলি টাইপ হলে ভাল হয়, ওদের মন ফ্রেশ হয় ।।

এবার যাই ভালো থাকুন।

ধন্যবাদ ।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কমন ডায়লগ নাতো । এ যে বাস্তব। যে মেয়েরা চুপচাপ সব মেনে নেয় তাদের উপর বেশী নির্যাতন হয়। আর যে মেয়ে দজ্জাল টাইপ হয় সব দিক থেকেই সঙসার সুন্দর থাকে আর জামাইও বশে থাকে হাহাহাহা ..... পাগলী টাইপ হলে তো মরছেন-তারে সামলাইতে সামলাইতেই জীবন যাইবো গা হাহাহা

পাগলী টাইপই দেখতে হবে তবে

২৪| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:২৭

শাহারিয়ার ইমন বলেছেন: অনবদ্য

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়া :)

২৫| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১০:২০

জাহিদ অনিক বলেছেন: কথা বলতে বলতে এক সময় কথা ফুরিয়ে যায়। আর কথা খুঁজে পাওয়া যায় না । এমন অবস্থা হয় মাঝে মাঝে ।
বাকরুদ্ধতা না ঠিক নির্বাক চেয়ে থাকা শূন্যের দিকে ।


০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাহিদ ভাই একদম ঠিক বলেছেন
এখন আমার কথা যেনো হারিয়ে গেছে এমন লাগছে
কিছু লিখতে মনই চাইছে না
হয়তো অসুস্থতার কারণও হতে পারে।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য

২৬| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৮

শায়মা বলেছেন: কথা বলতে ট্যাক্স!!!!! হা হা হা :P

০৯ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপিরে এ কথাটা সত্য কিন্তু :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.