নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকার যন্ত্রণায় অধীর আমি....

০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩১



ভাল না লাগলে কিছুই ভাল লাগেনা
মিঠে কথা তেতো লাগে, বিষ লাগে,
মেজাজটা মুহুর্মুহু বেসুরা গান তুলে
বজ্রনিনাদ তুলে কানে কথাগুলো যেনো।
ইচ্ছে হয় দীর্ঘশ্বাস হাতে এনে ছুঁড়ে ফেলি
নগর পিতাদের ঐ অন্তর অন্তর ডাস্টবিন।
দুমড়ে মুচড়ে দেই কারো মুখ থাপড়ায়ে,
ভাল কথাগুলো মনে হয় বস্তাপচা বাজে কথন
বুকের ভিতর তোলপাড় করা যন্ত্রণা আঁচড়ে পড়ে
সর্বাঙ্গে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়। ভাল্লাগেনা!
কথাগুলো নেগেটিভ নয় আমি ভাল আছি খুব ভাল
শুধু ঠোঁটে কথা নেই, বলতে ইচ্ছে নেই কিছুই
সকল মিলিয়ে ভাল থাকার যন্ত্রণায় অধীর আমি।
June 4, 2016

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

বিজন রয় বলেছেন: হা হা হা ......... ইন্টারেস্টিং!

অনেক সময় ধরে অবিরাম ভাল থাকা আসলেই কঠিন!

আর কবিতায় বলা ভালথাকা আরো সমস্যার।

০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা জীবনটাই ইন্টারেস্টিং হা হহা

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: রোজা রেখে কি মেজাজ গরম হয়ে গেছে আপু?
অনেক ভাল থাকুন এই রমজানে সেই কামনায় করি।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে না এটা তো গত বছরের লিখা। আজ পেলাম ফেবুতে অন দিস ডে তে দেখালো । তাই এখানে পোস্ট করলাম হাহাহ

ধন্যবাদ ভাইয়া

৩| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৪০

বে-খেয়াল বলেছেন: ভাল কথাগুলো মনে হয় বস্তাপচা বাজে কথা

অতিব বাস্তব সত্য, পোষ্টে ভাললাগা রইলো।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক :)

৪| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর এবং ইন্টারেস্টিং। ভালোলাগা।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রথম
ভাল থাকুন অনেক অনেক :)

৫| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০১

শাহজালাল হাওলাদার বলেছেন: ইচ্ছে হয় দীর্ঘশ্বাস হাতে এনে ছুঁড়ে ফেলি
নগর পিতাদের ঐ অন্তর অন্তর ডাস্টবিন।
দুমড়ে মুচড়ে দেই কারো মুখ থাপড়ায়ে,
হা হা হা - কবি অস্থির।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তখন হয়তো অনেক রাগ ছিল হাহাহাহ সেই এক বছর আগেকার কথা

অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন :)

৬| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:২৮

শূন্য-০ বলেছেন: অসাধারণ লিখেন আপনি ++++++

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ শূন্য
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত :)

৭| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন আপু। মুগ্ধতা রইল কবিতায়। মনটাই সবকিছু পরিচালনা করে।
++++++++

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

ভাল থাক অনেক অনেক :)

৮| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৩৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল আপি
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল অনেকঅনেক

৯| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
হায়, হায় ছবি আপার একি হাল !! B-)
তাইলে, হুজুর কেবলা দেওয়ানবাগীর কাছে গিয়ে ঝাড় ফু নিয়ে ;) বাসায় এসে পটাসিয়াম সায়ানাইড খেয়ে, একটু রেষ্ট নিন, দেখবেন আর খারাপ লাগার সুযোগ পাবে না !! অতঃপর, আমরাও একটা দাওয়াত খেতে পারব =p~

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভুলে মন্তব্য লাইক কইরালাইছি .....।

ছ্যা ছ্যা ছ্যা আমারে ভন্ড পীরের কাছে যাইতে বলছে-ওরে কে কোথা আছিস আমারে ধর.....। মাথা ঘোরে।

দেখছো কেউ আমারে ভালবাসে না। সায়ানাইড খাইতে বলে....... কূলখানি খাইবার চায় কান্দার ইমু কই ই ই ই ই ই ..... আমি না থাকলে দাওয়াত েদিবে কে? হ্যহ হ্যহ হ্য

১০| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক রাগ হয়েছিল সেদিন!!!!
ভালো লিখেছেন। আবারও মুগ্ধতা রইল।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা ভাইয়া হয়তো অনেক রাগ ছিল
এখনো রাগ কমে না। কষ্ট পেতেই থাকছি

ধন্যবাদ ভাইয়া :)

১১| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই ভালো না লাগলে দুনিয়ার কিছুই তখন ভালোলাগেনা।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা কথা সত্য
টিভি দেখতে ভাল্লাগে না
মোবাইল টিপতে ভাল্লাগে না
পেপার পড়তে ভাল্লাগে না
কিছুই ভাল্লাগে না

ধন্্যবাদ ভাইয়া

১২| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:১৯

কানিজ ফাতেমা বলেছেন: ভাল না লাগলে কিছুই ভাল লাগেনা, মজার কবিতা ।]

শুভ কামনা রইল ।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন
শুভেচ্ছা আর ভালবাসা রইল :)

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৩

ধ্রুবক আলো বলেছেন: ভাল না লাগলে কিছুই ভাল লাগেনা....!!!

একে বলে বিহ্বলতা!

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হতে পারে

এক বছর আগে কি হয়েছিল কে জানে

অনুভূতিগুলো এমনই স্মৃতির খাতায় থেকে যায়

অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুধু ঠোঁটে কথা নেই, বলতে ইচ্ছে নেই কিছুই। ইচ্ছা না থাকলে বইলেন না, আমি বুঝে নিয়েছি--- =p~ =p~

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহহা বুঝলে তো ভালই
অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভাল থাকুন

১৫| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সত্যের ছায়া বলেছেন: সুন্দর ভাব প্রকাশ। জীবনটা এমনই।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া জীবন এমনই

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য :)

১৬| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৪৮

রানার ব্লগ বলেছেন: কিছু ভালো থাকা আমায় দিন, আমি তার যন্ত্রণার আনলে পুরতে চাচ্ছি।

০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিয়ে যান .....। ভাল থাকার যন্ত্রণায় পুড়েন / ভাল কয় জনই বা থাকতে পারে

অনেক ধন্যবাদ ভাইয়া :)

১৭| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল আছেন আর ভাল থাকেন
সামু আর ফেবুর পাতায় কবিতা লিখে
ছিড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে
ছিটিয়ে ফেলে বাতাসে ভাসিয়ে দেন!!
দেখবেন চোরেরা সেই টুকরাগুলো
কুড়িয়ে নিয়ে কি সুন্দর করে
কবিতা লিখে চালিয়ে দিয়েছে
তাদের নীজেরই নামে,
বুঝবেন তখন কাকে বলে
ভাল না থাকার জ্বালা !!!

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ভাল থাকার যন্ত্রণায় আছি

না থাকার জ্বালা সহ্য করতাম না আর

ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৮| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্নের তাবির নাকি উল্টা ভাবতে হয়.. মুরুব্বীরা বলতেন ;)

কবিতার তাবিরও কি সেইরাম নি ;) হা হা হা

+++

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহ হইতেও পারে .....। আপনি তো আধ্যাত্মিক মানুষ একটু বেশীই বুঝবেন হাহাহাহা

তবে আপনার মাউজের ব্যাটারি শেষ নি কোনো...... প্লাস বাটনে আঘাত লাগে নাইকা ;) হাহাহাহাহা

১৯| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশরে...
আমিতো ঝানতাম না! মাউসে ব্যাটারী লাগে! আগে কইবেন না!!!!

আপনার খালি নীচে হইলেই চলে না উপরেও লাগে! ;) হা হা হা

আরেহ কি ভাবতাছেন??? সেইরাম কিছু না , আমি কিন্তু প্লাসেপ + কথা কইতেছি =p~ =p~

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাাহাহা

আরে আমি তো নেগেটিভ ভাবি না কিছু পজেটিভই ভাবি মহাশয় হাহাহাহ

২০| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কেউ ফেরে না খালি হাতে বাবা রে তোর দরবার হতে !! B-) ফ্রি ফ্রি একটা প্রেসক্রিপশন দিলাম,
আর ছবি আপা আমার প্রতি উল্টা অভিযোগ তাকে নাকি ভাই হিসাবে আমি ভালোবাসি না ।।

জাতি হতাশ । B-)

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাতি হতাশ কি না জানি না

আমি হতাশ :( সায়ানাইড খাইতাম না ই ই ই ই ই

২১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:২৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভাল না লাগলে কিছুই ভাল লাগেনা

ছবি আপুর ভালোলাগা সবসময় থাকুক, মেজাজও ঠান্ডা থাকুক আর আমাদের সুন্দর সু্ন্দর কবিতা উপহার দিক এই কামনা করি।

ভালো থাকুন নিরন্তর।

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে ভাল লাগে না। আর আমার মেজাজ সব সময় ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ
আমি হলাম এই মেঘ এই রোদ্দুর হাহাহাহ

ধন্যবাদ ভাইয়া :)

২২| ০৬ ই জুন, ২০১৭ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: কিছু ভাল না লাগার যন্ত্রণাসমূহ কবিতায় বেশ পরিষ্কারভাবে উঠে এসেছে। আমরা সবাই কমবেশী এমন অভিজ্ঞতার সাথে পরিচিত।
কবিতায় ভাল লাগা + +

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
মাঝে মাঝে এমনই হয়। কারণ ছাড়াও অনেক সময় ভাল লাগে না।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :)

২৩| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১১

দীপঙ্কর বেরা বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল।

এখানে আপনিও আছেন। আমি যোগ দিয়েছি কিন্তু কি সিস্টেম কে জানে লেখা প্রথম পাতায় আসছে না। প্রায় ১০ / ১২ টি ব্লগে নিয়মিত লিখি কেউ এতদিন যাচাই করে না। এখানে দেখছি কড়া হাতুড়ী।
আপনার কি জানা আছে প্রথম পাতায় লেখার কি ফাণ্ডা? জানা থাকলে জানাবেন। চলন্তিকা বা গল্প কবিতা ডট কমে এখনও নিয়মিত লেখেন?
ভাল থাকবেন।

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা প্রথম পৃষ্ঠায় লেখা যেতে প্রায় তিন মাস অপেক্ষা করতে হয়। অনেকেই এমন করেই হতাশ ছিল। ইনশাআল্লাহ চিন্তা করবেন না । হঠাত এসে যাবে সেই সময়

ভাল থাকুন দাদা।

না চলন্তিকায় লিখি না
গল্পকবিতায় আছি এখনো

২৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৯

জাহিদ অনিক বলেছেন: ভাল না লাগাটা একটা মানসিক রোগ। এটাকে রোগ বলে দেখা উচিত। দীর্ঘ্যদিন যদি ভাল না লাগা কাজ করে তবে অবশ্যই এটা ব্যধি।

অবশ্য মাঝে মাঝে হুট করে কিছু সময়ের জন্য ভাল না লাগাটা কিন্তু ভাল।


ভাল না লাগার কবিতাটি ভাল লেগেছে।

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: না না সব সময় ভাল না লাগার ব্যাপারটি আমার ধাতে নাই। এই এক্ষণ ভাল না লাগল মুহুর্তেই আমি ঠিক হয়ে যেতে পারি । কষ্ট আমাকে ধরে রাখতে পারে না। আমি হেসে ফেলি হাহাহাহাহ
আমি হলাম এই মেঘ এই রোদ্দুর

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২৫| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন আপু। চমৎকার শিরোনাম।
ভালোলাগা রইল।

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন সাথেই থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.