নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

দুচোখে আমার চৈত্রের খরা, নামে না আষাঢ় শ্রাবণ......

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২০

আষাঢ়ের শুভেচ্ছা সবাইকে...আমার প্রিয় ঋতু (যদিও সব ঋতুই আমার পছন্দ)



©কাজী ফাতেমা ছবি

আষাঢ়ে বৃষ্টি নামবে সেতো চিরাচরিত নিয়মে
আর মনে যে নামছে হর হামেশা বৃষ্টি, সে খেয়াল কেউ রাখে!
অগোচরে ঝরে যায় ব্যথা হৃদয় চুয়ে চুয়ে
রেখে যায় ক্ষত চিহ্ন.......
বুকের ভিতর ঢেউয়ের পর ঢেউ
আঁচড় কাটে ব্যথার নদী ছলাৎ ছলাৎ ঢেউয়ে আহ্
তবু হাসছি ভাসছি সুখে,
সুখের খেয়ায় পা রাখি হরদম।

কেউ কি জানে ব্যথার মূল্য কত,
বিকিয়ে দিতে গিয়েও ফিরে আসি
মিথ্যার বেসাতি বসেছে সর্বত্র।

ভালবেসে কাছে টেনে নিয়েও বলে বিনিময়ে আমারও কিছু চাই
নির্ভেজাল মন ভেঙ্গে টুকরো হতে হতে আবার জোড়া লেগে যায়,
মোহের ধরায় আমি শুধু মোহ থেকে বাঁচতে চাই,
তবু টেনে ধরে হায়!

তোমরা জানো কি চোখ দুটো আমার আষাঢ় আর শ্রাবণ!
তবু লেগে থাকে সেথা চৈত্রের খরা,
ঝরে না অঝোর কষ্টের জল
চোখের বর্ষন বর্ষে সেতো গোপনে নিশাকরকে সাথে নিয়ে।

দীর্ঘশ্বাসের বর্ষন তোমরা কখনো টের পেয়েছো!
নিজেকে নিয়ে ভেবেছো কখনো......
বৃষ্টি ঝরে অগোচরে!
ভিতর বাড়ির সকল বাঁকে বাঁকে ব্যথার মোচড় শুধু বর্ষাই ঝরায়।

প্রতিটি হৃদয়ে আছে একেকটা ব্যথার আষাঢ় আর শ্রাবণ
ঝরে নিরবে নিভৃতে শুধু নিজের মাঝে বর্ষন ক্ষণে ক্ষণে
একাকিত্বের জীবনে শুধু আমি নই প্রতিটি প্রাণীই একা
সবারই থাকে কিছু আশা, প্রাপ্তি, অনুভূতি, অনুভব
কিন্তু মেলেনা অংকটা, কারো মনের সাথেই মিল নেই মনের
যার যার এক এক নিজস্ব ভূবনে বাস করে একাকিত্বে কাটায়
শুধু আষাঢ় শ্রাবণে অঝোর জল বর্ষে যায় অন্তরালে,
দুচোখ রয়ে যায় তবু চৈত্রের নদী হয়ে।
June 15, 2016 at 3:37pm • Dhaka

মন্তব্য ৫৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস কি দিতে পারলাম!!

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা প্রথম হইছেন- ইফতারের দাওয়াত রইল ..... রোজা তো তাই এখন খাওয়া দিতে পারলাম না তবে অন্য কিছু দেই


বাদল দিনের প্রথম কদম ফুল

২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৮

বিজন রয় বলেছেন: হৃদয়ের আকুলি-ব্যাকুলি এই যে কত সহজভাবে বের করে আনেন, এটাতেই আমি বিস্মিত হই।
আমি যদি একটু পারতাম!!!

আহ! ওহ!

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা আপনিও পারেন কিন্তু লিখতে বসেন না এই আর কি
িআল্লাহ আপনার হাতের লেখার স্পিড বাড়িয়ে দিন রোজার মাসে সেই দোয়াই করছি । শুভকামনা সতত
ভাল থাকুন দাদা সবাইকে নিয়ে :)

৩| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন: ছবি আপা, আপনার ব্লগে চিরচেনা এক নতুন কুড়ের বাদশা হাজির B-)


তারাতারি আমাকে বলে ফেলুন



শুভ ব্লগিং....

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বললেই তো ট্যাক্স লাগে- দু:খের কথা কাউরে কমুনা
সুখের কথা কমু।
আজ আষাঢ় মাস- কিন্তু দুইবছর যাবত কদম ফুল দেখি না :(

আষাঢ় মাসের শুভেচ্ছা রইল বাদশা (অলস)

৪| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অলসের রাজা

আলসেমি ভালা না কইলাম
ভালা হয়া যান :)

৫| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: প্রতিটি হৃদয়ে আছে একেকটা ব্যথার আষাঢ় আর শ্রাবণ
ঝরে নিরবে নিভৃতে শুধু নিজের মাঝে বর্ষন ক্ষণে ক্ষণে


ভালো লাগল। ধন্যবাদ

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা অনেক ধন্যবাদ । আষাঢ় মাসের শুভেচ্ছা

ভাল থাকুন সবাইকে নিয়ে :)

৬| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: বাইরের কান্না সবার চোখে পড়ে কিন্তু ভেতরের কান্না দেখার মানুষ কম।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: েএকদম সত্য সোহেল ভাই। সে কান্না দেখানোই যায় না্ মানুষ দুর্বলতার সুযোগ খুঁজে।

৭| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

সামিয়া বলেছেন: অসাধারণ কবিতা, এনিমেশনটা ও অনেক সুন্দর।

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি।
শুভেচ্ছা আর ভালবাসা রইল :)

৮| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসার সমস্যা হলো, এর শুরু আছে, শেষ জানা নেই

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হু ভাইয়া কথা সইত্য। এর শুরু আছে কিন্তু শেষ নেই

ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভাল থাকুন সর্বদা

৯| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: বর্ষার শুভেচ্ছা আপু!!

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমাকেও শুভেচ্ছা আপি
সাথে অনেক ভালবাসা
ভাল থেকো সবাইকে নিয়ে
:)

১০| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম আপু, সুন্দর লিখেছিলেন ++++++

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থেকো
শুভেচ্ছা সতত :)

১১| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কোন ট্যাক্স দিতে পারবো না, তবে আপনার খানিক দুঃখ আমাকে বিকাশ করে পাঠিয়ে দিতে পারেন । এখন মহা সুখে আছি ...... B-)

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: না দু:খ পাঠাতে পারব না । সুখ পারলে সবটুকু দিয়ে দেই নাকি

জাজাকাল্লাহ খাইরান আবারও পোস্টে আসার জন্য
ভাল থাকুন :)

১২| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




আষাঢ়স্য প্রথম দিনের শুভেচ্ছা ।

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
আষাঢ় শ্রাবণের সুখের ধারায় ভিজে যাক অন্তর
সুন্দর থাকুন সর্বদা

১৩| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৪২

ধ্রুবক আলো বলেছেন: শুধু আষাঢ় শ্রাবণে অঝোর জল বর্ষে যায় অন্তরালে,
দুচোখ রয়ে যায় তবু চৈত্রের নদী হয়ে।


অসাধারণ লেখনি, বেশ সুন্দর লিখেছেন খুব ভালো লাগলো +++

১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

কিন্তু প্লাসে তো মাউস যায়নি হাহাহাহা :(

১৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩৮

মনিরুজ্জামান স্বপন বলেছেন: হৃদয় ছোঁয়া লেখা, ভাল লেগেছে খুউব খুউব। +++

১৬ ই জুন, ২০১৭ রাত ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মনির ভাইয়া
ভাল থাকুন

১৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: না, না, না ছবি আপা , আমার সুখ লাগবে না, কারণ সুখেরও নাকি অসুক হয় । কুঁড়ে মশাই হয়ে থাকি এই বেশ ভালো আছি । B-)

১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা বাপু দুঃখগুলাই পাঠায় দিয়াম নে । হাহাহাহা তবে আইলসা থাকা যাবে না একদম

১৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালো লাগা আপু !!
শুভ কামনা ।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপি

অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইল

১৭| ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩৪

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল আপু :)

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সায়মা পি
ভাল থাক পাশেই থাকো আশা করি

শুভেচ্ছা আর ভালবাসা রইল

১৮| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২৮

জীবন সাগর বলেছেন: ভালো লিখেছেন, ভালো লাগলো ++++

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাগর ভাইয়া
ভাল থাকুন খুব করে
পাশেই থাকুন

১৯| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা হয়েছে সুন্দর ও দারুন
তোমরা জানো কি চোখ দুটো আমার আষাঢ় আর শ্রাবণ!
তবু লেগে থাকে সেথা চৈত্রের খরা,

বান্দরবনে চলছে এখন দারুন বর্ষন
সেখানে করতে পারেন গমন
তাদের করুনহাল দেখে করতে
পারবেননা অশ্রু সংবরন ।
শুভেচ্ছা রইল

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

এই গানটাও সুন্দর

হুম সেখানের মানুষগুলো বড্ড বিপদে আছে
আল্লাহ ওদের হেফাজত করুন।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

২০| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কাব্য পড়ে একটা গাণ ভাসছিল মনের পাতায়

ওগো বৃস্টি আমার চোখের পাতা ছুঁয়ো না
আমার এত সাধের কান্নার দাগ ধুয়োনা
সে যেন এসে দেখে তার বিরহে কেমন করে কেঁদেছি!!!!!!

দু:খ ঝরা বর্ষা কাব্যে +++++++++

১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ দেখি মাউসের বেটারী ঠিক আছে হাহাহাহ

এই গানটি বার বার গেয়ে যাচ্ছিলাম আর তখনই দেখি আপনিও দিলেন হাহাহা মনের সাথে মনের কত্ত মিল গো ভৃগু দা

থ্যাঙকুস আপনাকে
ভাল থাকুন

২১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
এ কবিতা পড়া মিস করে ফেলেছি .............. B-)

১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেহি কাভি নেহি মিস হয়নি
এই যে মন্তব্য দেখতে পাচ্ছি

নাজাতের দিনের শুভেচ্ছা আর ভালবাসা রইল ভাইয়ার জন্য

ভাল থাকুন সবাইকে নিয়ে :)

২২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: হৃদয়ে ব্যথার আষাঢ় - শ্রাবণ সত্যি কেউ দেখে না।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি মাইদুল ভাইয়া

কেউ দেখে না অন্তরের কান্না

ধন্যবাদ পোস্ট পড়া আর মন্তব্যের জন্য

ভাল থাকুন

২৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাইয়া ভাল থাকুন

২৪| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

নাদিম আহসান তুহিন বলেছেন: ছবিটার দিকে কিছুক্ষণ তাকাতেই মাথা ঘুরে উঠলো,,,

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই... হাহাহা

ধন্যবাদ তুহিন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

২৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

জে আর সিকদার বলেছেন: আহ্ আষাঢ়, শ্রাবন, চৈত্র!

১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা শরত তো আরো ভাল লাগে। তার আকাশটা বড্ড সুন্দর যদিও এই শহরে বিদ্যূতের তারের জন্য আকাশ দেখতে পারি না এবং ছবি তুলতে পারি না এ খুব আক্ষেপ আমার।

ধন্যবাদ সিকদার ভাইয়া পোস্টে আসার জন্য ভাল থাকুন

২৬| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:২১

জাহিদ অনিক বলেছেন: বুকের ভিতর ঢেউয়ের পর ঢেউ
আঁচড় কাটে ব্যথার নদী ছলাৎ ছলাৎ ঢেউয়ে আহ্


সুন্দর। ভাল লেগেছে +

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অনিক ভাইয়া
ভাল থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা সতত :)

২৭| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ লেগেছে।
শুভেচ্ছা।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ভাল থাকুন
ভালবাসা রইল অঢেল :)

২৮| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাল লিখেছেন।

২০ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ জয় ভাইয়া ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.