নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

গদ্য- অকবিতা (স্বপ্নময় রাত্রিগুলো)

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২১



#ঘুমে_কাতর_সিয়াম_রাত
রাত আমাদের ঘরে এসেছিল আজ কখনো, চুপিচুপি এসে চাঁদের পেয়ালায় ঘুম বড়ির মত অমৃত সুধা পান করিয়েছিল। বিমগ্ন ঘুমের দেশে ঘরের প্রতিটি প্রাণী বেঘোর ঘুমে আচ্ছন্ন। রাতের গায়ে মখমলের বিছানা পেতে দিয়েছিল নিশিযামিনি! চোখে আরামের পরশ বুলিয়ে দিয়ে রাত ঘুমের মন্ত্র ফুঁকে দেয়। তাইতো সবাই অচেতন হলো স্বপ্নে! সেহরি এত অনুনয় বিনয় করে কানের কাছে হাক পাড়লেও সেই হাক সহসা পৌঁছায় নি কারো কানে। সেহরি নাছোড়বান্দা তোড়াসা পল বাকি থাকতে পর্যন্ত ডেকে যাচ্ছিল। হুড়মুড় করে স্বপ্ন ভঙ্গ করে সবাই ভাতের পাতিলে হুমড়ি খেয়ে পড়ে। ভাতের থালায় হাত-মুখের যুদ্ধ চলে নির্দ্বিধায়। অবশেষে সেই যুদ্ধ থামিয়ে দেয় এসে সুবহ সাদিকের হাক এসে। আহা! মধুর সুরে সবার সম্বিত ফিরে আসে। নামাজের বিছানায় এসে থামে সেই যুদ্ধ। শেষ পর্যন্ত সিয়াম জিতে যায়!
June 20, 2016 at 4:10am

#শোকরিয়া_আল্লাহ_তোমার_দরবারে
দিনভর কাঠফাঁটা রোদ্দুর ধেয়ে বেড়ায় বাতাসের গায়ে। রোদ্দুরের লেলিহান শিখায় জ্বালিয়ে পুড়িয়ে দেয় বৃক্ষ তরু।
অথচ আকাশ ছিল নির্বিকার, আকাশ তার সারা গায়ে শুভ্র মেঘের প্রলেপ মেখে গোধূলিয়া পর্যন্ত ধেই ধেই করে নেচে বেড়ায় নীলের গা ঘেঁষে! অদ্ভুত, সূর্য অট্টহাসি দিয়ে রোদ্দুরের সাথে বন্ধুত্ব পাতে। আর ধরার মানুষ হা করে তাকিয়ে থাকে উর্ধ্বে একফোঁটা বৃষ্টির আশায়। পুরো আকাশে ছিল শুধু শুভ্র মেঘের আনাগোনা। আচানক আষাঢ় হয়ে গেলো শরত! তপ্ত গরম চিবিয়ে খেয়ে নেয় দেহের জল। প্রচুর তিরাশ প্রাণে নিয়ে মাগফেরাতের দিন পার করছে সংযমী মানুষ। এই যে এত উষ্ণতা এত ঝাঁঝাঁ রোদ্দুর তবুও কষ্ট নেই রোজাদারদের! তৃষ্ণায় হয় না কেউ কাতর! আল্লাহর কি অপূর্ব রহমত আহ্! লাখো কোটি শোকরিয়া আল্লাহ তোমার দরবারে।
June 21, 2016 at 8:33pm •

#তখন_প্রেমে_পড়তে_বড়_স্বাধ_জাগে।
বাঁধ ভাঙ্গা আলো এসে গড়িয়ে পড়ে নারকেলের পাতার ফাঁক গলে আমার পশ্চিমের বারান্দায়। না না আমার বিছানা হয় আলোর নৌকা.... জানালার গ্রীলে ঝুলে থাকে চাঁদখানা, গায়ে জড়িয়ে রূপার অলংকার। অযস্র আলোর স্রোতে আমার নৌকা হেলেদুলে আমায় ভাসায় রাতের নদীতে। নীলশুভ্র মেঘের গায়ে চাঁদ লেপ্টে থাকে আমার দিকে তার নজর তাক করে.... কি অদ্ভুত আলো আহ্। সে আলোয় পুড়িয়ে চাঁদ প্রেম শিখায়, ভালবাসতে শেখায়। শুভ্র কালো মেঘের সাথে যখন চাঁদ খেলে লুকোচুরি আমি হারিয়ে যাই অপলক আঁখিতে। আলোর ঢেউয়ে নৌকা ডুবে যেতে চায়... তখন ইচ্ছে লাগে বৈঠা হাতে কেউ বসুক এসে পাশে আমার আলোর সে নৌকাতে... আশায় গুঁড়েবালি। তখন প্রেমে পড়তে বড় স্বাধ জাগে।
June 19, 2016

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২৭

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

আবার আসবো।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ। ইনশাআল্লাহ ... ইফতারের দাওয়াত

২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: মোটামুটি ভাল লাগল আপু। কিছু টাইপো আছে মনে হল। আরেকবার রিভিউ দেন।
রোজার মাস যে রহমের মাস এর অনেক উদাহরন দেওয়া যায়। সত্যি আমরা যে এই এত বড় বেলা রোজা রাখি
অথচ একবারও পিপাসা লাগেনা। এটি আল্লাহর অশেষ রহমতের গুনেই।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাচ্ছি না খুঁজে । পারলে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ

৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা পারলে বদলে দিতে পারেন।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দিলাম পাল্টে :) ভাল থাকুন ভাইয়া

৪| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: সুন্দর আপুনি! :)

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু আপুনি । এত্তগুলা ভালবাসা :)

৫| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: অকবিতা ভাল্লাগছে !! :)

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৬| ২১ শে জুন, ২০১৭ দুপুর ২:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা কি ডায়েরির অংশ বিশেষ পাব্লিশ করছেন?
.
.
.
তবে ভাবনা, অনুভূতি এবং কথামালা ভাল লেগেছে।

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডায়রী কি আর আছে এখনো। এসব রোজকার নামচা, মনের কথাগুলো লিখে রাখি ফেবুতে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

৭| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৮

বিজন রয় বলেছেন: প্রথম লেখাটি রাতের বেলা, আর ২য় রেখাটি দুপুরবেলা পড়তে ভাল লাগবে।
আর শেষের লেখাটি সারাবেলা পড়তে ভাললাগবে।

হা হা হা... ইফতার আর খেতে পারবো না।
যারা রোজা থাকছেন তারা খাচ্ছেন ২ বার আর আমি ৩/৪ বার।
এই রোজার মাঝেই আমার ওজন বেড়েছে ১.২ কেজি, শুধু ইফতার খাওয়ার কারণে।

তবে আপনার আমন্ত্রণ গৃহীত হয়ে থাকল।
অনেক শুভকামনা।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি
তারপর কথা হলো, ওজন কমে না ক্যারে রোজার সময় বুঝি না
তবে আমার এবার ৩ কেজি কমেছে। সন্ধ্যায় ইফতারে ইচ্ছেমত চিনি দিয়ে শরবত খাই -তাছাড়া ভাড়াপুড়া তো আছেই। ওজন কমার নয় :( সে বেড়েই যাবে বেড়েই যাবে । দু:খ কারে কই কন

আমন্ত্রণ কার্ড সযত্নে রেখে দিলাম মনের বাক্সে।

৮| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

বিজন রয় বলেছেন: মনের বাক্সে আলো ফুটুক!

ওজন কমানোর উপায় আমি বলে দিতে পারি, ওজন কমবেই। কিন্তু অত কথা লেখার সময় কই!

শুধু বলি চিনি আর লবন এড়িয়ে চলুন।
দিনে ১৫০০ কালরি খান।

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা রোজার পরে টিপস নিবো আপনার কাছ থেকে । আচ্ছা দাদা আপনি কি ফেবুতে আছেন? থাকরে যদি আইডি টা দিতেন। ভাল লাগত

চিনি রোজার পরে খাবো না ইনশাআল্লাহ

৯| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

প্রথমকথা বলেছেন: অকবিতা ভাল লেগেছে। ভাললাগা জানবেন।

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রথম
ভাল থাকুন
শুভেচ্ছা নিরন্তর :)

১০| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন সাথেই থাকুন

১১| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:২২

নদীর মোহনা বলেছেন: বাঁধ ভাঙ্গা আলো এসে গড়িয়ে পড়ে নারকেলের পাতার ফাঁক গলে আমার পশ্চিমের বারান্দায়। না না আমার বিছানা হয় আলোর নৌকা.... জানালার গ্রীলে ঝুলে থাকে চাঁদখানা, গায়ে জড়িয়ে রূপার অলংকার। অযস্র আলোর স্রোতে আমার নৌকা হেলেদুলে আমায় ভাসায় রাতের নদীতে। নীলশুভ্র মেঘের গায়ে চাঁদ লেপ্টে থাকে আমার দিকে তার নজর তাক করে.... কি অদ্ভুত আলো আহ্। সে আলোয় পুড়িয়ে চাঁদ প্রেম শিখায়, ভালবাসতে শেখায়।

দারুন। মন ছুয়ে যায়।
ভাল লাগল।

২২ শে জুন, ২০১৭ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নদীর মোহনা
ভাল থাকুন সুন্দর থাকুন

পাশেই থাকুন
শুভেচ্ছা আর ঈদ মোবারক

১২| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

ভালোলাগা +

২২ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সামি ভাইয়া

ভাল থাকুন অনেক অনেক

অগ্রীম ঈদ শুভেচ্ছা

১৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাব্য। ভালো লিখেছেন আপু। সব মিলিয়ে সুন্দর উপস্থাপন করেছেন আপু। +++++++
আমার কাছে শেষের কবিতা বেশি ভালো লাগলো।

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসঙখ্য ধন্যবাদ ভাইয়া

অগ্রিম ঈদ মোবারক

১৪| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন, দারুন লাগলো ++++

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

ঈদের শুভেচ্ছা রইল

১৫| ২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৩

বিজন রয় বলেছেন: ফেবুতে আছি, কিন্তু খুব কম একটিভ।

আপনার যদি ভাল লাগে........

Bijan Roy
[email protected]

ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা অনেক আগেই রিকো পাঠাইছিলাম । যাই হোক পেয়ে গেলা অবশেষে

মাঝে মাঝে দেখা হবে সেখানে ইনশাআল্লাহ :)

১৬| ২২ শে জুন, ২০১৭ রাত ২:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লেগেছে পাঠে , পরে এক সময় অআসতে হবে ।
শুভেচ্ছা রইল

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ। আসতেই হবে না আসলে যে মন খারাপ হবে
েআগে তো ফেবুতে কথা বলতাম
এখন তো আপনি এখানেই লুকিয়ে থাকেন :(

১৭| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: আজ আপনাদের ছুটি হচ্ছে ? দেশের বাড়ীতে ঈদ করে না, ঢাকাতে, না ঈদে দেশের বাহিরে ঘুরতে যান ? আপনার পার্সোনাল ইনফরমেশন কিছু জানি আপনার ফেসবুক থেকে আবার ভয় পেয়ে না , আমি আবার জ্যোতিষী-টোতিষী না, ।। =p~

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আজ ছুটি হচ্ছে পাঁচদিনের জন্য। কিন্তু ঢাকায় থাকার জন্য এক্সট্রা ছুটি নিচ্ছি না। শাশুড়ি বাসায় অসুস্থ। হাসপাতাল ছিলেন এখন বাসায়। গ্রামের বাড়ি যাওয়া হবে না। আর রোজার ঈদ আমরা ঢাকাতেই করি। কোরবানী ঈদে কখনো বাড়ি যাওয়া হয়।
আর ঘোরাঘুরি হয়ে উঠে না :( আমি রাজী থাকলেই তো হলো না। ‍যিনি নিয়ে যাবেন ঘুরবেন-তিনি সহসা রাজী হবেন না/হন না। দেখি ঈদের দিন বা তার পরের দিন-ঢাকা কোথাও বাচ্চাদের নিয়ে যাওয়া যায় কিনা । তবে ঢাকার ঈদ বলতে প্রতিদিনের মতিই কেটে যায় নিরানন্দে। কখনো টিভির সামনে বসে কখনো মোবাইল টিপে। েএইতো ঢাকাইয়া জীবন।

১৮| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা... কন কি, মিয়া ভাই কি মোল্লা টাইপের নাকি, কোন ব্যপার না !! B-) একটু ঘোরাঘুরি না করলে বিরক্তি চলে আসে ।। আমি বিকালে বাড়ী দেশে যাব....


আর, ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি । আপানাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ।।

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মোল্লা না -তাইলে আরো ভাল ছিল । বেটা ঘরকুণো আর মাতব্বর বেশী আমার কথা হুনে না-কানদেয় না। আর আমি তো এক অগুছালো মানুষ, বুদ্ধি নাই বিবেচনা নাই তাই আরকি মানুষ পাত্তা দেয় না হাহাহা।

আপনার জীবনেও বয়ে আনুক অনাবিল আনন্দ। ঈদের ছবি উঠাইয়েনে। এবং ফেবুতে আপলোড করবেন ।

১৯| ২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
হা, হা, হা... সুখে থাকতে ভূতে কিলায়,!! দুই বুড়া বুড়ি পান খাবেন আর গল্প করবেন !! এই তো হয়ে গেলে ঈদ... !!!! B-)


হুমম, আমার সুরুত বেশি ভালো না,তাই ছবি বেশি ওঠা হয় না ।। ঈদের দিন নামজ পরে সারাদিন ঘুম দিয়ে দিন চলে যায়।।। এইতো, আমার ঈদ !! B-)

২২ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআরে বলেন কি। এই বয়সেই এসব কথা শুনলে কিন্তু রাগ লাগে। হুই হুল্লোড়ে মেতে থাকবেন কই
না ঘুমিয়ে কাটিয়ে দেন-মোটেও ঠিক না। আমার তো আড্ডাবাজি গল্প দৌড়াদৌড়ি হাসি আনন্দ করতেই বেশী ভাল লাগে। তাই বুঝি মানুষ পাইছি উল্টা :( আফসোস বিরাট আফসোস। আমি বেশীর ভাগ সময় ভাবি ধ্যত ঘুমালে তো সময় নষ্ট হয়ে যাবে তার চেয়ে বরঙ একটা কিছু করি হাহাহা।

২০| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: হা,হা,হা....... চাঁদ রাতে সারারাত কিছু দেশী- বিদেশী বন্ধুদের সাথে ফোনে কথা বলতে যায়, শুধু আমি দেশে পরে আছি আর আমার দেশে ছেড়ে যেতে ভালোও লাগে না, একমুঠো কম খাই আর বেশি !! ঈদের পরেদিন আর এনাজি থাকেনা ।সন্ধ্যার পরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঈদ শেষ ।। আমি অবশ্য, বাংলাদেশের সব দর্শনীয় স্থানে ঘোরাঘুরি করা আছে, বাদ নাই কিছু।। =p~আগে প্রচুর ট্রাভেল করতাম ।। এক মিনিটও স্থির থাকতাম না।। ;)

২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ের সাথে সাথে মানুষও পাল্টে যায় । পাল্টে যায় পরিবেশ পরিস্থিতি। আর আমি আগের জীবনেই সব মজা লুটে নিছি হাহাহা ডানপিঠে ছিলাম তো । নেই কোনো বাধা নেই মানা। তবে দেশের কোনা জায়গাই দেখা হয়নি এখনো। খুব ইচ্ছে জানি না যেতে পারবই কিনা ? কত সুন্দর আমাদের বাংলাদেশ অথচ কোথাও যাইনি। আপনি চিন্তা করেন-আমাদের বাড়ির পাশেই বলতে গেলে মাধবকুন্ড অথচ সে ঝরণাই আমি দেখিনি :(

২১| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: হা, হা, হা,..... মাধবকুন্ড অনেক বার গিয়েছি !! সবচেয়ে আমার সিলেট ভালো লাগে ....... :)

২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের সিলেট অনেক সুন্দর। আমি কিন্তু হবিগঞ্জের আর আমার থানা চুনারুঘাট । আমাদের থানাতে ১৩ টা চা বাগান আছে। দাওয়াত রইল। ঘুরতে যাবেন কিন্তু। কালেঙ্গা অভয়ারণ্য আছে সেখানেও যেতে পারেন।

২২| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: কালেঙ্গা অভয়ারণ্য আর হামহাম ঝরনা দেখা হয়নি ।। আমার এক ব্ন্ধ আছে, সে (এ,এস, পি) হয়ে যাওয়ার পরে ।। আর আগের মত কোথায় যাওয়া হয় না, যে যার কাজে ব্যস্ত । খুব ক্লোজ বন্ধু ছিল আর অন্য বন্ধুদের সাথে গিয়ে মজা পাই না ।।

২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা আসলেই সেটাই । সবাই যে যার মত ব্যস্ত। আপনার সময় হলে আপনার বন্ধুর সময় হবে না । জীবন এমনই। তার চেয়ে বরং বিয়া কইরা বউ পোলপান নিয়া ঘুরেন-কাউরে আর লাগবে না । তবে বন্ধুদের সাথে ঘুরাঘুরির মজাই আলাদা। তাদের সামনে যা করতে পারবেন -তা কিন্তু বউ জামাইর সামনে করা যায় না। যেমন আমি উনার সাথে গেলে ছবি উঠাইতে পারি না। সুন্দর দৃশ্যগুলো মিস হয়ে যায়। তাই সুন্দর কোথাও যেতে গেলে ভাবি আহা একা যেতে পারতাম তাহলেই মনে হয় ভাল হতো। হাহাহাহ

২৩| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: লাইফ পাটনার একটা লাইফের গুরুত্ব পূণ ব্যপার-সেপার !! হুমম, আগামী এক বছরের মধ্যে বিয়ে কাজ সেরে ফেলতে পারি ।। ওটা বাবা মা দেখবে ।। প্রেম-পিরিতি করলে আর কাউকে লাগতো না কাজী সহেব যথেষ্টে ছিল ।। যদিও আমার ব্লগ পারসোনালিটি ছেঁকা খেয়ে বেঁকা হওয়া, বাস্তবে তার ঠিক উল্টাটা । ভালো লাগে ব্লগ লিখতে তাই কবিতা লিখি। আর আপনাদের সাথে আড্ডা দেই। এই আর কি ।। B-)

২২ শে জুন, ২০১৭ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সামুতে এসে আপনাদেরকে পেয়ে এখানেই এখন বেশী থাকা হয়। আগে তো পোস্ট দিয়ে ভেগে যেতাম। আর এখন আনন্দ পাই আপনাদের লেখা মন্তব্য । কাজের ফাঁকে ফাঁকে আসি। এক প্যারা টাইপ করি ওয়ার্ডে আর মন্তব্য করি এখানে হাহাহাহ এই তো অফিস জীবন। সারাদিন সিটে থাকার সুবাদে একটু সুযোগ পাই লেখালেখির। ভাল থাকুন ভাল কাটুক ঈদ সবাইকে নিয়ে :)

২৪| ২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৩৮

জোকস বলেছেন: ভালো লাগলো । ঈদ মোবারক।

২২ শে জুন, ২০১৭ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

আপনাকেও ঈদ মোবারক
ভাল থাকুন অনেক অনেক
আনন্দে মেতে থাকুন পরিবারবর্গের সাথে এই কামনা

২৫| ২২ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩০

ওমেরা বলেছেন: লিখাটা ভাল লাগল আপু । ঈদ মোবারক আপু

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি । ঈদ মোবারক আপনাকেও

২৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:১১

কাছের-মানুষ বলেছেন: আপনার লেখার হাত ভাল।
আমি অফলাইনে পড়েছিলাম । মুগ্ধ হয়ে পড়লাম।
সাবলীল কবিতায় ভাললাগা রইল।

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হই-বেশ ভাল লাগা মন্তব্য এতে লেখার সাহস বাড়ে খুব
অসঙখ্য ধন্যবাদ কাছের মানুষ
ভাল থাকুন সবাইকে নিয়ে :)

২৭| ২৩ শে জুন, ২০১৭ ভোর ৪:২৪

উম্মে সায়মা বলেছেন: অসাধারণ লাগল আপু। বিশেষ করে শেষেরটা। শুভকামনা রইল।

২৩ শে জুন, ২০১৭ রাত ১০:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবা সায়মা পি । ভাল থাকুন অনেক অনেক :)

২৮| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:২২

তালহা রুদ্র বলেছেন: আপুমণিইইইইই!!!!!!

সুন্দর পোস্ট!!!!!!!

তোমাকে এমন পোস্টের জন্য করল্লার লাচ্ছি বানাইয়া খাওয়াব!!!!!!!!!

হা হা হা হা!!!!!!!!!!!!

২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইডা কিছু হইল। মানুষ খুশি হইয়া মিষ্টি খাওয়ায়
আপনি আমারে করল্লার রস দিলেন, না না খেলতাম না

তার মানে লেখা ভাল লাগে নি ই ই ই

জাজাকাল্লাহ খায়ের

২৯| ২৫ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক! ছবি আপা।
সুন্দর হোক আপনার ও আপনার পরিবারের আগামী।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
সবাইকে নিয়ে আনন্দে কাটুক ঈদ আপনারও

ঈদ মোবারক ভাইয়া
সবাইকে নিয়ে আনন্দে কাটুক ঈদ আপনারও ঈদ মোবারক ভাইয়া
সবাইকে নিয়ে আনন্দে কাটুক ঈদ আপনারও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.