নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা.....

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:২৬



দিনের র্সূয আকাশ জুড়ে-আলো দিয়ে বাঁচায় ধরা
আলো আঁধার মিলেমিশে-মেঘ কখনো আসে খরা।
দিন কেটে যায় অপেক্ষাতে-সন্ধ্যা হবে চাঁদের রাতি
দেখবো মিলে পশ্চিমে চাঁদ-জ্বলবে মনে খুশির বাতি।
ঝকমকানি জোনাক জ্বলা-চাঁদের রাতি ঝিঁঝিঁ ডাকা
আহা এমন রাতির গায়ে-ঈদ আনন্দের সুবাস মাখা।
বাঁকা চাঁদের হাসি দেখে-নীড়ে ফিরে সবাই সুখে
ঘুমের নায়ে চোখ’টা রেখে-স্বপ্নে বিভোর কে আর রুখে!
রাতির গায়ে আদর মাখা-হাসি খুশি ঘুমের পরী
খুশির চোটে হাসছে ঘুমে-ময়না শ্যামা, ছোট জড়ী।
ভোরের আলো ফুটবে যখন-হুড়মুড়িয়ে উঠবে ওরা
দৌঁড়বে নিয়ে সুখে ওদের-ঈদ আনন্দের পাগলা ঘোড়া।
নতুন পিরান গায়ে গায়ে- ঈদের জামাত সারি সারি
সবুজ মাঠের হাতছানিতে- সুর উঠবে যে বাড়ি বাড়ি।
হাত বাড়িয়ে ডাকবে খুশি- সবুজ মাঠে গলাগলি
ঈদ মোবারক ঈদ মোবারক-করবে সবাই বলাবলি।
ধনী গরীব অটুট বন্ধন- না যেনো যায় কভু টুটে
টুকাই যারা তারাও সেদিন- সুখ উচ্ছ্বাসে মজা লুটে।
ঘুরাঘুরি খাওয়া দাওয়া- ঈদের হাওয়া খুশি আনে
নাটক ফাটক টিভির পর্দায়-ঝলমলানি দৃষ্টি টানে।
মিলেমিশে সুখের ছোঁয়ায়- মন'টা আমার যায় হারিয়ে
মনের যত নীল বেদনা- ঈদ সকালে দেই তাড়িয়ে।
মৌ মৌ ঘ্রাণে আতর লোবান- কেমন জানি সুখে মাতাল
চারিপাশের হাসিখুশি- যায় ছড়িয়ে আকাশ পাতাল।
খুশির ঝর্ণা বইতে থাকে- ঈদের দিনে শহর গ্রামে
ঈদের খুশি ভাগের জন্য-রওয়ানা কেউ শেষের ট্রামে।
বছর ঘুরে দু'টি খুশি- দু'টি ঈদ যে নিয়ে আসে
সেই আনন্দের ঢেউয়ে ঢেউয়ে-একই নায়ে সবাই ভাসে।
সবাই মোরা এক হয়ে যাই- দুই থাকি না কেউ এখানে
খুশি যেথায় হা করে রয়- হাত বাড়িয়ে যাই সেখানে।
ঈদ মোবারক ঈদ মোবারক- কাটুক সবার সুখে বেলা
সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা।

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!!

খুব সুন্দর লিখেছেন ++



২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া। আনন্দে কাটুক আগত সময়গুলো

জাজাকাল্লাহ খাইরান

২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: গদ্য- অকবিতা (স্বপ্নময় রাত্রিগুলো) পোষ্ট আমার একটা মন্তব্য আছে।। দেখুন...



ভালো থাকুন....

২৬ শে জুন, ২০১৭ রাত ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর কৃতজ্ঞতা রইল

ঈদ মোবারক । সুন্দর কাটুক আগত দিনগুলো

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫০

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ রাত ৮:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া :)

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫

মুশি-১৯৯৪ বলেছেন:
ঈদ মোবারক আপু ।
গ্রামের বাড়ীতে আছি। রাতে পুকুর পাড়ে অনেকটা সময় বসে ছিলাম। মনে হচ্ছিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় বার বার যেন তাদের খেলাঘরে আমাকে আহ্বান করছে।

তবে এখন মনে হচ্ছে এরূপ সামান্য উপায়ে নিজের মন-কে ভুলানোর প্রত্যাশা করা বৃথা ।
কেননা চারি দিকে আমার দৃষ্টি-আকর্ষণের উপযোগী কিছুই ছিল না। এবং কাল্পনিক পাখি, জলরাশি লইয়া বেশীক্ষন কাজ চলে না।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ আমাদের পুকুরপাড়ের কথা মনে করিয়ে দিলেন আহা্ তাল গাছ খেজুর গাছ চারিদিকে পুকুরপাড়ের । কি সুন্দর দিনগুলোই না কেটেছিল আগে। বিকেল সেখানে মেলা বসত আমাদের । কত সুখের দিন হাত ফসকে মন ফসকে বেরিয়ে গেলো :(

দৃষ্টি আকর্ষনের উপযোগী কিছু না থাকলে আসলেই মন ভাল করার কোন ওয়ে থাকে না। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকুন

সুন্দর কাটুক ঈদ পরবর্তী দিনগুলো

৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০৬

সুমন কর বলেছেন:

ঈদের শুভেচ্ছা।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক আপনাকেও ঈদের শুভেচ্ছা

৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

বিজন রয় বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
অনেক অনেক ভাল থাকুন।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দাদা ভাল থাকুন
সুন্দর কাটুক আগত দিনগুলো

৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: সবসুখ কবিতায়
ঈদ শুভেচ্ছা রইল ।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাই কি আর করার আছে কন । এখনোই সুখ

ঈদ মোবারক আপনাকেও

৮| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: ঈদের অনেক শুভেচ্ছা রইলো, আনন্দে কাটুক ঈদ সবারই। ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০১৭ রাত ৮:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আপনাকেও ঈদ মোবারক। সুন্দর কাটুক আগত সময়গুলো

৯| ২৬ শে জুন, ২০১৭ রাত ৩:১৮

সচেতনহ্যাপী বলেছেন: শুধু বুঝি, সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা..... যাতে থাকবে, শুধুই চিরয়ত বাংলার প্রতিচ্ছবি।।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা হআরে না ভাইয়া বিশ্বের প্রতিটি দেশেই সুন্দর ঈদ কাটুক আনন্দে কাটুক বিশ্ব মুসলিমদের এই আনন্দের দিনে

অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০১

নাগরিক কবি বলেছেন: সুন্দর
ঈদ মুবারক B-) সালামি তো এখনো পাইলাম না বুজি। আমিতো মতিঝিল দাঁড়ায় আছি ;)

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
সালাম করলাই বা কখন আজিব
সেলামি ক্যামনে দিুম

আগে সালাম পরে সালামি অকে

১১| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক ঈদ মোবারক- কাটুক সবার সুখে বেলা
সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: েঈদ মোবারক ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন
আনন্দে কাটুক দিনগুলো

১২| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ঈদের শুভেচ্ছা আর ভালবাসা রইল

১৩| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক

ঈদ নিয়ে অনেক সুন্দর উপস্থাপন করেছেন কবিতায়। মুগ্ধতা রইল।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া তোমাকেও ঈদ মোবারক
সুন্দর কাটুক আগত দিনগুলো

১৪| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ কবিতা প্রিয় কবি।

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খায়ের
ভাইয়া ঈদ মোবারক
সুন্দর কাটুক আগত দিনগুলো

১৫| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঈদ মোবারক --- ঈদ মোবারক --- কেমন কাটলো ঈদ ?

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক আপি।েআলহামদুলিল্লাহ ভাল কেটেছে। দুইদিনই ঘুরতে বের হয়েছিলাম

অফিসে গিয়ে ছবি দিবো নে।
ভাল থাকুন আপি

১৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১০:৩১

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ঈদ মোবারক

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া
ভাল থাকুন

ধন্যবাদ অনেক অনেক

১৭| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৩

পিকাচু বলেছেন:
ঈদ মুবারাক :D

২৮ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ মোবারক পিকাচু

সুন্দর কাটুক আগত দিনগুলো

১৮| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার কবিতা আপুনি!!

ঈদ মোবারক!!

সবাই মোরা এক হয়ে যাই- দুই থাকি না কেউ এখানে
খুশি যেথায় হা করে রয়- হাত বাড়িয়ে যাই সেখানে।
ঈদ মোবারক ঈদ মোবারক- কাটুক সবার সুখে বেলা
সোনার দেশের শহর গ্রামে-ঈদ আনন্দের বসুক মেলা।

২৮ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা আর ভালবাসা রইল আপি।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য :)

১৯| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

মক্ষীরাজা বলেছেন: Apumonita!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনে আবার কেডা এত ই-মেইল পান কইরে ভাই/বোন

২০| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন,
"হাত বাড়িয়ে ডাকবে খুশি- সবুজ মাঠে গলাগলি
ঈদ মোবারক ঈদ মোবারক-করবে সবাই বলাবলি।
ধনী গরীব অটুট বন্ধন- না যেনো যায় কভু টুটে
টুকাই যারা তারাও সেদিন- সুখ উচ্ছ্বাসে মজা লুটে"।

ঈদ মোবারক।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রথম

ঈদ পরবর্তী শুভেচ্ছা অনেক অনেক ভাল থাকুন
সুন্দর কাটুক্ আগত দিনগুলো

২১| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৫

জেন রসি বলেছেন: আপনার ঈদ কেমন কেটেছে? :)

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল কেটেছে- তবে সমস্যা হয়ে গেছে বিরাট। চিকনগুনিয়া ছিলো রোজার প্রথম দিকে। কিন্তু ব্যথা ছিল । সেই ব্যথা নিয়ে ঘুরেছি ঈদের দিন েএবং পরের দিন। প্রচন্ড রোদ্ও ছিল । এখন পুরো শরীর ব্যথা -না উঠতে পারি না বসতে পারি । আল্লাগো বাঁচাও আমারে। অনেক খারাপ জ্বর ল্যাংড়া জ্বর । একেবারে ল্যাংড়া বানাইয়া রাইখা গেছে। সেদিন পেপারে পড়লাম এই ব্যথা এক বছর থাকবে নাকি। আসলেই কষ্টকর জীবন যাপন এখন। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.