নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য-কণা...(১-১০)

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৬

১।
পানসে করে দিয়ো না রঙবাহারী দিনগুলো-অথবা রঙের আধিক্য বাড়িয়ো না-চলো মাঝামাঝি সুখে হই আচ্ছন্ন, নয় বেশি নয় কম, খুব চাকচিক্যের জীবন টিকে আর কয়দিন বলো!


২।
ভিতর বাড়িতে জ্বলন্ত আগ্নেয়গিরি- ঠোঁটের ফাঁকে সহসা লাভা গলে পড়ে, আমি ভষ্ম হয়ে যাই কথার আগুনে। কিছু বরফ বুকে নিয়ে তুমি হিমালয় হতে পারতে!


৩।
সবুজের বুকে উর্ধ্বমুখী শুয়ে কখনো আকাশে তাকিয়ে মুগ্ধ হয়েছিলে? নাকি রোদ্দুরের তেজ চোখ তোমার সয়-নি। তুমি জানতে আমি রোদ্দুর, হুম তবু চোখ মেরেছিলে? আমি তখন মেঘ হয়ে যাই!


৪।
চল, নীলের গায়ে লেপ্টে থাকা ভোরের রক্ত আভায় চোখ বন্ধ করে স্বপ্ন উড়াই, নীল ছুঁয়ে আসুক স্বপ্ন! দিনভর চষে বেড়াক স্বাধীনতায়, যখন আঁধার নেমে আসবে ক্লান্ত হয়ে স্বপ্নগুলো আমাদের ঘুম চোখে এসে বসুক, আমরা কাটিয়ে দিব নিশ্চিন্তে একটি স্বপময় রাত।


৫।
স্বপ্ন তোমার আকাশ ছোঁয়া, হাত বাড়ালে পারো না ছুঁতে, এমন স্বপ্ন কেনোইবা দেখতে যাও, আমায় দেখো, ছুঁয়ে দাও চোখ-স্বপ্ন পাবে খুঁজে এখানেই-এবার বুকের বামে হাত রেখে বলো ভালবাসি।


৬।
দুঃখ পাখি, ছুঁয়ে দিলে ব্যথার নীল পালক-ধবধবে সাদা কইতর হয়ে ওড়ে এসে ছুঁয়ে দাও মুছে দাও অনন্ত ব্যথা। আকাশ আজ মেঘমুক্ত, এসো-হারিয়ো না দিশা-অপেক্ষায়!


৭।
প্রভাতের লালিমায় চোখ রাখোনি, ঘুমে বেঘোর।বৃষ্টিস্নাত রাত শেষে একটি রৌদ্রজ্জ্বল সকাল আহা কি পরিচ্ছন্ন! দিনের শুরুটা মুগ্ধতা দিয়ে করতে পারতে?খানিকটা সময় এখনো বাকি, উঠো! আমি তোমায় ভোরের স্পর্শ দিলাম।


৮।
আল্পনা এঁকে যাই মনের চার কিনারে তোমার প্রেমের রঙ ঢেলে। মন সেজে আছে তাই রঙধনু রঙে- এই ছুঁয়ো-না লেপ্টে যাবে ভালবাসা, আমি পারব না আর প্রেম আঁকতে!


৯।
তুমি শ্রাবণ রাতে ঘাস হয়ে যাও,আমি হব মেঘাকাশের তারা,তুমি তাকিয়ে বৃষ্টির অপেক্ষায় আর আমি ঝুপ করে খসে পড়ব তোমার সবুজাভ স্নিগ্ধ বুকে।


১০।
মানুষের কান্না আমার সহ্য হয় না। চোখের কোণে নিরবে অশ্রুগুলো জমা হয়ে গলে পড়ে সহসা। আমি প্রবোধের ভাষা জানি না, কেবল কষ্ট পেতে জানি।


ফেসবুকের স্ট্যাটাসের স্ক্রীনশট নামসহ দিলাম যাতে চোর রা নিলেও একটু কষ্ট করে এডিট করতে হয় হাহাহা। আর সাথে তারিখ আছে তাই আর ক্রপ করিনি।

ইদানিং দেখে থাকবেন সবাই-ফেসবুকের স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড কালার করা হয়েছে। অবশ্য আমার এপে মাত্র কয়েকটাই আসে। অন্যরা যখন পোস্ট করে তখন আমি সেই স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড ট্রাই ইট দিয়ে আমার করে নেই। ব্যাকগ্রাউন্ডগুলো এত ভাল লাগে তাতে কিছু কথা লিখে পোস্ট করে দেই। তবে বেশী শব্দ জায়গা না হওয়ার কারণে অনেক সময় কাটছাট করতে হয়। তাই যে লেখাগুলো হতে কাটছাট হয়েছে-সেগুলোও দিয়ে দিলাম। হয়তো হতে পারে কবিতার মতনই কিছু। আচ্ছা কারো জানা থাকলে বলবেন সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে আনা যায়?

মন্তব্য ৪৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: দুই নাম্বার টি অসাধারন হয়েছে আপু তাই প্লাস++

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
:)

২| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

ঋতো আহমেদ বলেছেন: কাব্য-কণা.. গুলো ভাল লেগেছে। কিন্তু চোরের ভয়ে ভীত হওয়ার কিছু নেই। লিখুন..

২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ঋতো ভাইয়া
ভীত নই -লিখছি খুব করে লিখে যাচ্ছি হাহাহা

ভাল থাকুন পাশেই থাকুন
সুন্দর হোক আগামী দিনগুলো

৩| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল কথামালা। ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাইয়া
ভাল থাকুন

৪| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪

প্লাবন২০০৩ বলেছেন: এক কথায় - অদ্ভুৎ! নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে।

মাঝে মাঝে অবাক হই, মানুষ এত সুন্দর করে লেখে কিভাবে? লাইক+

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা অনেক সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান

এমন সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা যুগায়
ভাল থাকুন ভাইয়া
শুভেচ্ছা আর দোয়া রইল :)

৫| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮

আমি চির-দুরন্ত বলেছেন: তুমি শ্রাবণ রাতে ঘাস হয়ে যাও,
আমি হব মেঘাকাশের তারা।
তুমি তাকিয়ে বৃস্টির অপেক্ষায়,
আর আমি ঝুপ করে খসে পড়ব
তোমার সবুজাভ স্নিগ্ধ বুকে......
:`> :`>

সব গুলাই ভালো, তয় এইখান আমার সেরাম পছন্দ হইছে।

আপনার খাবারের মেনুটা দয়া করে দিলে খুশি হইতাম।।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া -সুন্দর মন্তব্যে লেখার অনুপ্রেরণা হয়

ভাল থাকুন অনেক অনেক

আমার খাবারের মেনু হলো- আইসক্রিম, চকলেট আর ভর্তা সাদা ভাত

৬| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা ও মুগ্ধতা রইল কাব্য গুলোতে।

সুন্দর লিখেছেন।

২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাকুন সব সময়
শুভেচ্ছা রইল অনেক অনেক :)

৭| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩

মৌমুমু বলেছেন: প্রতিটি কাব্য কনাই সুন্দর।
ছোট ছোট কিন্তু অনেক কিউট কথাগুলো!
ধন্যবাদ আপু পোষ্টের জন্য।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মুমু পি

ভাল থাকুন
ভালবাসার সাথে শুভেচ্ছা রইল :)

৮| ২৫ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:



প্রতিটি অনু কনায় ভাল লাগা ও মুগ্ধতা!

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন ভাইয়া

সময়গুলো রোমান্টিক হোক হাহাহ
:)

৯| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নাগরিক কবি বলেছেন: ইয়োয়্য্য্য্য্য্য :D

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কি কইলা বুঝি নাইকা

ভাল থাকো

১০| ২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনব। বেশ লাগল

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র
ভাল থাক অনেক অনেক
সুন্দর হোক আগামী পথচলা

১১| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপা,প্রতিটি কাব্য-কণা ভালো লেগেছে +++



(ফেসবুক থেকে ব্লগে কপি করে দিয়েছেন, আবার কেউ যেন দাবী করে না বসে, এ লেখা আমার... হা, হা, হা । B-) )

ধন্যবাদ,
ভালো থাকুন ।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাইয়া

হাহাহাহা অলরেডি কপি হয়ে গেছে হাহাহা
তুমিও ভাল থেকো ভাইয়া

১২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লাগার মত কিছু স্টাটাস।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৩| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: পুরাই ব্যতিক্রমী, ভালোলাগা জানিয়ে গেলাম।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন শুভেচ্ছা

১৪| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০

কাছের-মানুষ বলেছেন: ভাল লাগল প্রত্যেকটা।
অভিনব পদ্ধতিতে পোষ্টটা । শুভেচ্ছা রইল অনেক।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কাছের মানুষ
ভাল থাকুন সুন্দর থাকুন
পাশেই থাকুন
শুভেচ্ছা সতত :)

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: ভাল লেগেছে মনের কথাগুলি।। তবে দুনম্বরটি জবাব ছাড়া।।

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন খুব খুব
শুভেচ্ছা সতত

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩০

সনেট কবি বলেছেন: অসাধারন হয়েছে

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাইয়া
ভাল থাকুন

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৩

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: এতো সুন্দর করে সৃষ্টির এতো সময় কোত্থেকে পান আপু আল্লায়ই জানে...........!
.
এরকম করে ভুনা খিচুড়ি রেঁধে মাঝে মাঝে দাওয়াত দিতে পারেন না ? :)

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ লেখার টাইম মাগার রান্নার টাইম পাই না। দিনের গুরুত্বপূর্ণ সময়টাতেই অফিসে থাকতে হয় আর সকালটা বাচ্চাদের স্কুল ঘুম থেকে উঠানো

ব্যস জীবন এখানে থেমে যায়। সুন্দর মন্তব্যে লেখায় অনুপ্রেরণা পাই
আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন কাব্য

১৮| ২৬ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭

রিএ্যাক্ট বিডি বলেছেন: আমার Youtube Channel ভিডিও দেখুন ভালো লাগলে Subscribe করুন
Link: ReactBd

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইডার লাইগ্গা আইছেন পোস্টে
দু:খ পাইলাম
আফসোস বিরাট আফসোস হাহাহ

২০| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২০

রানার ব্লগ বলেছেন: ভালো লাগলো ছোট্ট ছোট্ট পঙক্তিমালা

২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রানা
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত

২১| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সামিয়া বলেছেন: কাব্য কনার জন্য কাব্য কনার জন্য

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি সুন্দর মনোমুগ্ধকর ছবি
ফুলটার কালার আহা এই কালারই আমার পছন্দের কালার
ধন্যবাদ আপি

২২| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২১

সাতশো একান্ন বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল। ভালোবাসা রইলো।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ একান্ন
ভাল থাকুন সাথেই থাকুন

২৩| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: দারুন লাগলো । +++++

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল আপি ভাল থাকুন

২৪| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন:

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সবুজ চায়ের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.