নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পেইন্টে/পেন্সিলে/ড্র-প্লাস আর টাচে আঁকা ছবি..... (ছবি দেখে ছবি আঁকা)-৩

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭


১। আমি রূপা-তোমার জন্য অপেক্ষায় কাটিয়ে দিয়েছি পনেরটি দ্বাদশীর পূর্নিমা। অথচ হিমু তুমি বলেছিলে তুমি জোছনা রাতের ঝোঁপঝাড় পথ মাড়িয়ে হেঁটে যাবে.. কোন এক দ্বাদশীর রাতে অথচ তুমি আর এ পথ মাড়াও নি। হলুদ পাঞ্জাবীতে সুঁইয়ের আঁচড়ে তুলেছিলাম ফুলের বাগান-সেখানে রোয়ে দিয়েছিলাম রূপার আবেগী মন। তুমি ছুঁবে বলে দ্বাদশীর পূর্নিমায় স্নান সেড়ে অপেক্ষার প্রহরগুনা জোনাক হয়ে কাটিয়ে দিয়েছি দীর্ঘ প্রহর-তুমি নেই এখানে কোথাও।

আরো কিছু পুরোনো কিছু ছবি-যাহা কিনা পেন্সিল কিংবা এমএস পেইন্টে আঁকা। পূর্বে কাজের ঝামেলা কম থাকায় আঁকাআকিতে অনেক সময় দিতে পারতাম। ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ছবি একসাথে করে ব্লগে রেখে দিবো বলে নতুন করে আবার পোস্ট দিতেছি। আগে এক দুইটা ছবি করে পোস্ট হয়েছিল এখানে। যাই হোক। মানুষের ছবি আর আঁকব না আগেও বলেছি। এগুলো আগের আঁকা। আপনাদের ভাল লাগলে আমার কষ্ট সার্থক।

২।
বিমর্ষ আমি ঘুমোঘোরে তোমায় দেখি-চোখ বুজলেই তুমি এসে হানা দাও- এ কেমন তুমি- চোখে আমার আয়না ধরো-যে আয়নাতে তোমার ছবি, দীর্ঘশ্বাস নিয়ে তুমি পালাও, আয়নার কাঁচ ভেঙ্গে দিলুম।-ভাগো .।



৩। এইটা পেন্সিল আর জলরং এ আঁকা
ও কৃষাণী ভাত দিবি-দে-না মোরে পান্তা ভাত
খিদের জ্বালায় পেট পুড়ে যায়-লাগা দেখি কামে হাত
ও কৃষাণী দে-না আমায় কাঁচা লঙ্কায় পান্তা ভাত
চল্ খাই এক থালাতে-
লোকমা তোলা ভালবাসায় এক হোক আজ দুটো হাত।



৪। গেলাম গেলাম বাপের বাড়ি-কৃষাণ তুমি শুনো কানে!
চাল নাই মোর-চালের গোলায়, পেটের খিদায় মরমু প্রাণে?
ভাত চাওতো লজ্জা নাই-চুলায় রাখছি জলের পাতিল
খিদে পেটে বলছি শুনো-তোমার সাথে সম্পর্কটা করছি বাতিল.
যাইগা আমি বাপের বাড়ি
যামুগা আজ বাপের বাড়ি
জ্বলবে না আর চুলায় হাড়ি।



৫। এটা ড্র প্লাস আর ফটোশপে এডিট

বিষন্নতার এক নীল জল-পেয়ালায় রেখেছো বালক
চুমুকে চুমুকে খসে পড়ে তোমার উচ্ছাসের সবুজ পালক
উঠো মুখ তুলো-ফিরে তাকাও-আলোতে দাঁড়াও ঘুরে
তোমার জন্য আলো এনেছি-শিউলী ফোটা ভোরে।



৬। এটা বাবা দিবসে আঁকা। এটা আকাআকির প্রথম ধাপ ছিল -তেমন ভাল হয়নি।



৭। এটাও আকাআকির প্রথম ধাপের ছবি..



৮। একাকী নিভৃতে তুমি দূরে তবু টেনে আনি কাছেে
এমন করেই দূরে থেকেও কাছে থাকি মন যে এই যাচে
ইনবক্সের কড়া নেড়ে-ডেকে যাও রাত বিরাতে
যেয়ো না দূরে কভু থেকো আমার সাথে।



৯।
কি হয়েছে কি হয়েছে-রেগে মেগে আছো যে বসে-ও ছেলে কিসের অংকা যাচ্ছো মনে কষে। জীবনের এই চলার পথে কত বাঁধা আসবে ধেয়ে-দূরে ঠেলে ক্লান্তি সকল যাও না দেখি আনন্দের গান গেয়ে।



১০। তুমি ভেবো-না আমি দূরে, তুমি যেখানেই স্বপ্ন বপে যাবে, আমি জল হয়ে ছড়িয়ে থাকবো সেখানে। তুমি ছুঁয়ে দিয়ো আমার মন। ঐ যে গাঙচিল, তার ডানায় স্বপ্ন দিলায় উড়িয়ে-পারলে ধরো- রেখে দিয়ো বুকের বামে।



১১। স্বপ্নগুলো রঙিনই থাক-কখনো ভুলেও সাদা কালো হতে দিয়োনে- যত ‍দু:খ মনে পাখির ডানায় বেঁধে দাও, যাক উড়িয়ে নিয়ে উথায় হাওয়ায় তোমার আমার কষ্ট যত।



১২। এই চোখে তাকিয়ে দেখো- খুঁজে পাবে অথৈ সমুদ্দুর-নীল জলের ঢেউয়ে তোমায় ভাসাতে চাই-কেবল একবার বলো ভালবাসি। চোখের গভীরে তোমাকে হারাতে হবেই বাপু তুমি হারিয়ে যাও দিনি।



১৩। লাইন আর্ট
বিমর্ষ সময় কেনো যে টেনে ধরে রাখে আমায়-ফসতে যেতে চাইলেও- কষ্টসময়গুলো আঁকড়ে ধরে আমায়।



১৪। আহা এমন করে যদি কেউ বলতো সরি
তারি মনে বাইতাম তখন চুপিচুপি
ভালবাসার এক ছোট তরী।
আহা এমন করে যদি কেউ বলতো সরি
দ্বিধা ভুলে হয়ে যেতাম তার আকাশে
ভালবাসার ছোট পরী।



১৫।
আমাকে তুমি চিনবে না- অথচ ততটাই চিনতে যখন তুমি ছিলে মনের কাছাকাছি-ভুলে যেতে যেতে দূরে আরো দূরে গিয়ে কণ্ঠও চিনতে পারো-নি । তুমি আছো মনের মধ্যিখানে। ভেুলে যাও তাতে কি-মনে তো আমি তোমায় রাখবই।


১৬।
গায়ের এক সবুজ কন্যা-মনে ছিল তার উচ্ছাসের বন্যা... দুরন্তপনার সেই দিনগুলো আর নেই। গায়ের মাটিতেও যান্ত্রিকতা ভর করেছে। ঘরে ঘরে ডিস-টিভি-নেট লাইন, সেই উচ্ছাস জড়ানো দিনগুলো আর নেই। এখানে কেবল আছে বিষন্নতা। খেলার মাঠ ফাঁকা পড়ে থাকে। মারবেল ডাংগুলি, কানামাছি বউছি, কোথায় হারালো আজ রুমাল চুরি কিংবা ক্যারাম খেলা। স্মৃতি রোমন্থণে যে সুখ- সেই সুখ মুছে যাবে কালের অতলে সব। আগত সময়গুলো কেবল হতাশাই নিয়ে আসে যা কিনা কষ্ট স্মৃতি হবে একদা।

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অসাধারণ একেছেন।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া

২| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্টের জন্য মৌরি ফুলের শুভেচ্ছ।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম ভাইয়া
ভাল থাকুন

৩| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নাম্বার ৬ পারফেক্ট।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তাই বুঝি বাবা আর ছেলে
আসলেই দৃশ্যটা মনোমুগ্ধকর
ধন্যবাদ ভাইয়া

৪| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৪

মোঃ তানজিল আলম বলেছেন: অনেক সময় সাপেক্ষ কাজ। দারুণ হয়েছে।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা কথা সত্য আসলেই সময় সাপেক্ষা

তাছাড়া মাউস খুব সর্তকতার সাথে ঘুরাতে হয়।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৫| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
এইটা আমার আঁকা। হাত এবং কম্পিউটারের মিশেল।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হইছে। এমন আরো আঁকতে পারতেন। দারুন হইছে +

৬| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ফুল
ভাল থাকুন

৭| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মাথায় কবিতা কি গিজগিজ করে ফাতেমা আপু?
ছবি গুলো ভাল লেগেছে।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই ভাইয়া কথা সঠিক

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

৮| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

নাবিক সিনবাদ বলেছেন: ওয়াও, দারুণ হইছে আপু

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সিনবাদ
ভাল থাকুন সাথেই থাকুন

৯| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭

ওমেরা বলেছেন: আপু অনেক ভাল কবিতা লিখেন, আবার সুন্দর ছবি ও আঁকেন ।এই জন্য কি আপনার ছবি আপু ?

ধন্যবাদ আপু ।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ এইজন্যই আমার নামটাও ছবি
আম্মা তো কয়ই কেনো যে তোর নামটা ছবি রাখলাম
তুই খালি ছবি তুলস হহাহা

ধন্যবাদ আপি

১০| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষ, পরিবেশ ও সময়কে ধরে রাখার বিশাল ভাবনা ও দক্ষতা

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া

১১| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

আহমাদ সাদ আয়ান বলেছেন: মাহাত্ব অসীম।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন ভাইয়া :)

১২| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: আঁকা আঁকি খুব ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১৩| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর আকিব্যকি । ছবিগুলি কথা বলে ।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬

মনিরা সুলতানা বলেছেন: আপু আপনার অনেক ধৈর্য ,অনেক গুন !
ভালোলাগা :)

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আপি
অনেক ভাল থাকুন

১৫| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপা, ছবিগুলো খুব সুন্দর হয়েছে, সেই সাথে অনুকাব্যগুলোও।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ ভাইয়া

এখন তো লিখতেই ভয় লাগতাছে

১৬| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। তবে মুখের দিকে আরো নজর দিতে হবে।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাউস দিয়ে মুখ চোখ আঁকা অনেক কষ্টকর দাদা
তবে পিছন দিয়ে আকলে ভাল আকতে পারি হাহাহা

ধন্যবাদ দাদা অনেক অনেক

১৭| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বহুমুখি প্রতিভা :)

কবিতা, লেখালেখি, সংসার, চাকুরী আবার ছবির ছবি আঁকা... ওয়াও

+++

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: িআপনের মাউজ আমি ভাঙ্গুম কিন্তু.....। আর কীবোর্ড ও মিথ্যাবাদী +++
খারান আইতাছি এখনি... মাউজটা রেডি রাখেন

১৮| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: প্রতিটি লেখাতেই আশা ভালবাসার সবচেয়ে প্রিয় মুহূর্তটিকে কামনা করা হয়েছে। একেকটি আলাদা আলাদা ভালবাসা তাঁর হৃদয় জুড়ে, যার না পাওয়া গুলো কাঁদায় তাকে।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর বলেছেন

ধন্যবাদ আপনাকে পোস্টে আসার জন্য

১৯| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবির আঁকা ছবি সবি ভালা হইছে!!

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকস ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২০| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

জে আর সিকদার বলেছেন: চমৎকার !

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সিকদার ভাইয়া
ভাল থাকুন

২১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন?

আপনি তো অনেক পুরানো ব্লগার।
আপনি তো বহুমুখী সৃষ্টিশীলা।

ব্লগে আপনার বিচরণ ও তৎপরতা চোখে পড়ার মতো।
এটা অব্যাহত থাকুক।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ দাদা আল্লাহর রহমতে ভাল আছি। আপনি কেমন আছেন?
ভাল থাকুন সেই দোয়াই করি।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে সাথেই থাকবেন আশা করি

২২| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: সাথে তো আছি, কিন্তু মাঝে মাঝে একটু ব্যস্ত হতে হয়, বুজেন তো, লাইফ ইজ নট এ ফানি গেম।

হা হা হা ............. আপা, শুভকামনা রইল।

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা ব্যস্ততা আমি বুঝি

জীবন মোটেও ফানি গেম নয়-
কত দায়িত্ব মাথার উপর

অনেক ধন্যবাদ শুভকামনা আপনার জন্যও

২৩| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: ছবির সাথে লেখা খুব ভালো লাগল। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

২৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর এঁকেছেন আপু, আর সঙ্গীয় কাব্য কথাগুলো অসাধারণ হয়েছে। সবমিলিয়ে অনেক অনেক মুগ্ধতার সাথে লাইক ষোলো'টা।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.