নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» স্নিগ্ধতার প্রতিচ্ছবি....জলের আয়নায় দেখি মুগ্ধতা (মোবাইলগ্রাফী-২২)

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫



স্নিগ্ধতার প্রতিচ্ছবি....জলের আয়নায় দেখি মুগ্ধতা । এর আগেও এসব বৃষ্টি ভেজা পাতার ছবি দিয়েছি। কিন্তু পাতা তো সারা বছরই ভিজে । করবাম টা কি......ভাল্লাগে যে..... ছবি উঠায়ে ফেলি। অবশ্য মোবাইল কেমরায়....... (এ সেভেন) । কেনো জানি সবুজ সবুজ পাতায় বৃষ্টির ফোটা দেখলেই ভাল লাগে । ছুঁয়ে দিলেই ঝরে যায় যেনো আমার সুখগুলো ভেজা মাটিতে লুটিয়ে পড়ে।

১। মনটা তো আমার সবুজই ছিলো-সবুজের ভিতর লাল রক্ত
তোমার দেয়া কষ্টে রক্ত হলো জল..... ভাল নেই এ বেলা এ অক্ত
ক্ষত চিহ্ণে ব্যথার জ্বলন-চুয়ে চুয়ে হয় কষ্টের স্খলন
তুমি মুখ ফিরিয়ে থাকো সদা-হয় না কিছু মন খুলে বলন।


২। তোমার দেয়া কষ্টে দেখো আমি লাল হয়ে গেলাম-দেখো -দেখো-না
দোহাই লাগে বুক ক্যানভাসে আর ব্যথার ছবি এঁকো না
সময়গুলো ফুরিয়ে গেলে-তুমি হারাবে মধ্য বয়স, শক্তি
বিষন্নতায় তবে তোমার বেড়ে যাবে খুব ভক্তি
তবে কি তাই চাও?



৩। চোখ চুয়ে যে জল গড়ায়, মুছে নেই না তা সহসা-তুমি দেখে যাও
আঙ্গুলের ডগায় তুলে নাও অশ্রু-নাও কষ্টগুলো গামে মেখে নাও
কিছু কষ্ট কিছু ব্যথা না হয় ঝরুক তোমার কপোল বেয়ে
এবেলা তুমি অশ্রুর বন্যায় নিজেকে নিয়ো নেয়ে।



৪। গোলাপের পাতায় বসে আছি নিরবে-মুক্তোর দানা আমি
তুমি এ পথেই হেঁটে যাও, তাই এখানেই এসে থামি
এসো-ছুয়েঁ দাও, মুগ্ধতা দিবো-দিবো এক ফুঁটা প্রেম
শুনো-না প্রেম বড় দামী, নয় দামী হিরে মতি কিংবা হেম।



৫। লাল শাড়ীতে বৃষ্টির ফোঁটা-পাড়ে সবুজ আলো
এই দেখো-না মুগ্ধতার ক্ষণ-বইছে হাওয়া নিরিবিলি
বসো পাশে-গল্প করি-লাগবে তোমার ভালো।
ধুর বাবা-ক্যালকুলেটর দাও থুয়ে-ক্লান্তি দিবো সব তোমার ধুয়ে।



৬। পাতায় পাতায় লেগে আছে-হাজার মুক্তো দানা
এই চলো-না দুজন মিলে গাই-দু:খ সুখের গানা
মনের মাঝে বসল এসে-সুখের প্রজাপতি
কি-যে করি আবোল তাবোল-ঠিক নেই আর মনের গতি।



৭। উষ্ণ হাওয়ায় যাচ্ছো গলে-কষ্ট দেহ মনে?
কাঁপবে নাকি এবেলাতে প্রেমের শিহরণে?
আকাশ ভেঙ্গে নাম বৃষ্টি ঝমঝমাঝম
টিনের চালে হচ্ছে আওয়াজ গমগমাগম
চলো ভিজি-কি ভিজবে?



৮। সবুজ বরণ দেহ আমার-মনটা গোলাপ কুড়িঁ
ডাকছি তোমায় মন বাড়িয়ে- কুঁড়াবে সুখ নুড়ি?
যদি তুমি ভালোবাসো-দিবো গোলাপ মালা
দুজন মিলে থাকবো না হয়-ছনের ছাউনি চালা।



৯। সুখের নুড়ি বসে আছে গাছের পাতায় পাতায়
লিখবো কাব্য তোমায় নিয়ে-মন ডায়রিটার পাতায়
শিরোনামে থাকবে তুমি-তুমি কাব্যের দেহ
বৃষ্টির ফোঁটা মতই ছুবো -দেখবে নাতো কেহ।



১০। পাতায় পাতায় লেগে আছে-স্নিগ্ধ সুন্দর বৃষ্টির ফোঁটা
জীবন বড় সুন্দর মোদের-নয় তো কুশ্রী কি ঝোঁটা
এসো দুজন সুন্দর কুঁড়াই-বুকের বামে রাখি
সুন্দর এই দিনগুলো যে দিবে মোদের ফাকিঁ।



১১। চোখের ঔষধ দিবো তোমায়-যদি থাকো রাজি
লাগবে ভালো-বাড়বে জ্যুতি, রাখতে পারি বাজি
তাকাও তাকাও দৃষ্টি জুড়ে-সবুজ সবুজ পাতায়
ঝরবে দেখো সুখের বৃষ্টি-বুদ্ধু তোমার মাথায়।



১২। তুমি আমার ময়না তোতা-যদি বলি টিয়া
উচ্ছ্বাস উঠবে তোমার মনে-নাচবে সুখে হিয়া?
তুমি হবে সবুজ পাতা -আমি হবো বৃষ্টি
বৃষ্টি পাতায় মাখামাখি-ক্ষণ যে হবে মিষ্টি



১৩। সবুজে রাখো চোখ- বসো সবুজ ঘাসে
চলো দুজন স্বপ্ন দেখি-মত্ত হই প্রেম চাষে
নগ্ন পায়ে হেটে হেটে-হাঁটবে পথে সাথে
রাখবে ধরে আলগোছে গো-শক্ত লোহার হাতে?



১৪। বৃষ্টি হয়ো তুমি কভু-আমি হবো সবুজ
ঝরে পড়ো যখন তখন-হয়ো যেয়ো অবুঝ
তুমি আমি মিলেমিশে-প্রেমের বাড়ি গড়ে
সাজাবো প্রেম ভালবাসা-আর সুখ থরে থরে।



১৫। এমন একটি ভেজা দিনে তুমি কি আমার চলার সাথী হবে? যাবে হেটে হেটে সারি সারি বৃক্ষের পথ মাড়িয়ে?
লাল নীল শত রঙ বুনোফুলে মেলা দেখে, মুগ্ধ আবেশে-চলতি পথে হঠাৎ যাবে কি দাড়িয়েঁ?
কিছু ফুল কিছু ভুল হাতের মুঠোয় পুরে-দিবে কি পরিয়ে আমায়
এই শুনো না- তোমার মনের যত রং আছে ছড়িয়ে দিবে কি আমার নীল জামায়?


মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই বিশ্রী শহরের জিনিসপাতি দেখে দেখে চোখ পচে গেছে। সবুজগুলো দেখে ভাল লাগছে। ছবি শেয়ারের জন্য ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অয়ন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চোখ জুড়ানো সব ছবিগুলো আর কেপশনও বেশ লাগল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুজন ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
শুেভেচ্ছা সতত

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চোখ ভরে দেখলাম, মন দিয়ে অনুভব করলাম, হৃদয় দিয়ে পছন্দ করলাম, আবেগ দিয়ে লিখলাম, অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জনালাম। আর কি কিছু করার আছে?

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত কিছু বলতে হবে না। কেবল হালকা পাতলা ভাল লাগলেই চলবে

কষ্ট সার্থক হবে
জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দেশ
ভাল থাকুন সাথেই থাকুন

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অদ্ভুত সুন্দর............... আমিও এভাবে আমার ছাদ বাগানের গাছপালায় পড়া বৃষ্টির ছবি তুলি

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকঅনেক ধন্যবাদ আপি। ছবি তুলে পোস্ট করো আমরা্ও তো দেখব
ভাল থাক সব সময় :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

করুণাধারা বলেছেন: ছবির সাধারণ পাতার ছবি অসাধারণ!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু করূণা
সুন্দর কাটুক আগামী দিনগুলো
অনেক ধন্যবাদ

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

বর্ষন হোমস বলেছেন:
অনেক সুন্দর হয়েছে।বাসার সামনে মনে হয় বাগান আছে।আর আমি মনে করেছিলাম ক্যামেরা দিয়ে ছবি তুলছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। বাসার সামনে না। এগুলো স্কুলের ভিতরের বাগানের ছবি।
ভাল থাকুন সাথেই থাকুন

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আপু ছবি-কবিতা মিলিয়ে দারুন পোষ্ট।+++

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সাথে ভালবাসা রইল

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

ওমেরা বলেছেন: Excellent

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি :)
শুভেচ্ছার সাথে ভালবাসা রইল

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতায়, ছবিটায়, লেখাটায়+++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাইদুল ভাইয়া

ভাল থাকুন
কিন্তু প্লাস যায় নি জায়গামত :)

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর পোষ্ট, কাব্যরসে ভরপুর প্রিতিটি ছবি ক্যাপশন। মুগ্ধতা রইল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: গোলাপের পাতায় বসে আছি নিরবে-মুক্তোর দানা আমি
তুমি এ পথেই হেঁটে যাও, তাই এখানেই এসে থামি
এসো-ছুয়েঁ দাও, মুগ্ধতা দিবো-দিবো এক ফুঁটা প্রেম
শুনো-না প্রেম বড় দামী, নয় দামী হিরে মতি কিংবা হেম

আমিও তোমার কবিতার প্রেমে পড়ে গেছি আপু।

সুন্দর ও আবেগঘন কবিতার জন্য ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

আখেনাটেন বলেছেন: সবুজে রাখো চোখ- বসো সবুজ ঘাসে
চলো দুজন স্বপ্ন দেখি-মত্ত হই প্রেম চাষে
নগ্ন পায়ে হেটে হেটে-হাঁটবে পথে সাথে
রাখবে ধরে আলগোছে গো-শক্ত লোহার হাতে?
-- যেভাবে সবুজ উজাড় হচ্ছে আর কতদিন চোখ রাখতে পারবেন সেটাই বড় প্রশ্ন।

টুকরো টুকরো কাব্যের ফল্লুধারা পড়ে চমৎকৃত হলাম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। ইট পাথরে দেশ ভরে যাচ্ছে
েঋতুগুলোর পরিবর্তনই তার আভাস দেয়

অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন অনেক অনেক

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন:
ফুটা ফুটা পানিকে লতায় পাতায় মিশিয়ে
লেখা সুন্দর কবিতা গুচ্ছ পাঠে মুগ্ধ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভালথাকুন

সুন্দর থাকুন শুভেচ্ছা সতত

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: সব মিলিয়ে ভাল লাগা রইলো, আপু ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর
ভাল থকো
শুভেচ্ছা রইল অনেক অনেক

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

জেরার্ড পিকে থ্রি বলেছেন: দেখে ভালো লাগলো!!
ক্যাপশনগুলো Excellent!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেরার্ড
ভাল থাকুন
শুভেচ্ছা অনেক অনেক

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ফাহমিদা বারী বলেছেন: বাঃ! চোখ আর মন ছুঁয়ে গেল যেন। এতদিন মেঘ আর রৌদ্দুরের খেলা দেখেছি আপনার কবিতায়, আজ যেন স্নিগ্ধ সোঁদা মাটির গন্ধ পেলাম।
শুভেচ্ছা আর ভালোবাসা রইলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন
শুভেচ্ছা ও ভালবাসা রইল

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

পুকু বলেছেন: প্রফেসনাল ফোটোগ্রাফারের ক্যমেরা।ব্যবহার কেবল ৫%।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহা ডিয়েসেলার যে ওজন। কোথাও নিয়ে যাওয়া হয় না বেশী

মোবাইলই ভরসা । ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

মলাসইলমুইনা বলেছেন: কবি আর ফটোগ্রাফার কাকে বেশি "ধন্য" বলতে হবে বুঝতে পারছিনা, এটুকু ক্লিয়ার যে কাউকেই "বাদ" দেওয়া যাবেনা | এগুলো কোথায়? এই বন্যা খরায় এখনো দেশে এগুলো আছে দেখে খুব ভালো লাগলো |

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য । জাজাকাল্লাহ খাইরান

এগুলো আমার ছেলেদের স্কুল প্রাঙ্গন হতে তোলা।

ভাল থাকুন
সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১

সোহানী বলেছেন: মারাত্বক রৈাদ্র এ ক'দিন এখানে... পুরো সামারে যত না গরম পড়েছে তার দ্বিগুন মনে হয় এ দুদিনে পড়েছে। তাই গরমে একটু চোখেন শান্তি এনে দিল আপনার ছবিগুলো........++++++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা আপি
ভাল থাকুন
জাজাকিল্লাহ খাইরান
শুভেচ্ছা সতত

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন:



স্নিগ্ধ ছবি, সুন্দর কাব্য
ভাল লেগেছে এমন বাদ্য !

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ কথা
ভাল থাকুন অনেক অনেক

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১

জাহিদ অনিক বলেছেন: ওয়াও ! বেশ বেশ সুন্দর ছবি, ভাল লাগল ছবি আপু

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অনিক
ভাল থাকো অনেক অনেক
শুভেচ্ছা ভালবাসা রইল

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

ভ্রমরের ডানা বলেছেন:




জল আর সবুজের মিশেল.... কার না ভাল লাগে..... আমার তো খুবই ভাল লাগল এই ছবি ব্লগ....



আর কবিতা, আরেহ কি আর বলব নতুন করে... মন জুড়িয়ে যায় প্রতি ছত্রেছত্রে...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য সর্বনাশ হাহাহহা

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ডানা
ভাল থাকুন অনেক অনেক

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: সবুজ, সবুজ আর সবুজ.........দারুণ।

মোবাইল দিয়ে এতো সুন্দর ছবি আসে !!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা আসে। স্যামসাং মোবাইলে ছবি সুন্দর আসে

অনেক ধন্যবাদ ভাল থাকুন দাদা

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০১

সচেতনহ্যাপী বলেছেন: কবিতা আর সবুজ কি পরিপূরক?? গদ্য নেই কেন!! আমি হতভগা ভাসছি যে....

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: গদ্য দিয়ে আরেকটা পোস্ট সাজাবো আপনার জন্য-অগ্রিম দা্ওয়াত রইল

অনেক ধন্যবাদ ভাল থাকুন

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কামাল ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: আপ্নের মোবাইলের ছবি দেন !

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা দিমুনে
ধন্যবাদ

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: ছবি ও লেখা দুটোই খুব ভালো লাগলো ।++++

শুভকামনা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন সাথেই থাকুন
ভালবাসা রইল

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

সোহাগ সালেহ বলেছেন: ছবিগুলো সুন্দর তবে এদের সৌন্দর্য বুঝতে পারতাম না, যদি এতো মোহনীয় ক্যাপশনগুলো না থাকতো।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি সুন্দর মন্তব্য । জাজাকাল্লাহ খায়ের

খুব ভাল লাগল মন্তব্য উৎসাহ পেলাম আবার
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

সনেট কবি বলেছেন:





কবি কাজী ফাতেমা ছবির‘স্নিগ্ধতার প্রতিচ্ছবি....জলের
আয়নায় দেখি মুগ্ধতা (মোবাইলগ্রাফী-২২)’ পোষ্টে মন্তব্য-

বৃষ্টি ভেজা উদ্ভিদের পাতায় জমানো
জল বিন্দু সুন্দরের প্রতিচ্ছবি আঁকে,
তুলি বিহীন অঙ্কনে জল বিন্দু আঁকে
জল রঙ দিয়ে নয় জল বিন্দু দিয়ে।
ছবি প্রদর্শন করে ছবি কবি তাঁর
কবিতার ক্যাপশন সহযোগে এক
অতুলনীয় নৈপূণ্যে, দর্শকেরা বলে
তাঁরা মুগ্ধ হয়েছেন আমিও তেমন।

সতেজ বৃক্ষ পত্রের ক্যানভাসে দেখি
ফোটা ফোটা জল বিন্দু, যে ছবি হৃদয়
ছুঁয়ে উড়ে কল্পনার নীল নীলিমায়।
দৃষ্টিরা ক্লান্ত হয়না প্রকৃতির কোলে
ঘুমিয়ে অথবা জেগে সুন্দরের চির
অনুভবে সেথা তার নিত্য বিচরণে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুগ্ধ হই কেবল

এত সুন্দর এত তাড়াতাড়ি কিভাবে যে লিখে ফেলেন
অনেক ধন্যবাদ আপনাকে

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ ছবি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: বরাবরের মতোই

++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সামি ভাইয়া

৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আমির ইশতিয়াক বলেছেন: ছবিগুলো অসাধারণ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাইয়া

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অসাধারণ!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যিবাদ ভাল থাকুন

৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

উদাস মাঝি বলেছেন: এ কেমন বিচার ,আল্লাহ খালি আফনেরেই এত ট্যালেন্ট দিল কেন ?কেন কেন কেন ? :(

যাই হউক, আপা আমারে ফটু তোলা শিখানোই লাগব, নাইলে কিন্ত হেব্বি মাইন্ড করুম ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব ট্যালেন্ট না ছাই। এসব জীবনে কোনো কাজে আসে নারে ভাই - সময় অপচয়
তবে আমার এসবই ভাল লাগে-আমি সুন্দর দেখি সুন্দর চোখে রাখি-মুগ্ধ হই
মুগ্ধ হতে ভালবাসি.....

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

ফটো তোলা শিখাবো -দাওয়াত রইল উদাস মাঝির
ভাল থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.