নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একটু দ্বিধাগ্রস্থ হও নর........

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০



নির্দ্বিধায় কিছু চেয়োনা,
একটু দ্বিধাগ্রস্থ হও নর
অধিকারগুলো সন্তর্পণে তুলে রেখেছি বুকের বাম পাজরে
অধিকার চেয়ে নেয়ার আগেই খুঁচিয়ে পরখ করে নিব
একবার ঠকেছি, হাজারবার ঠকব না।

কাছে থেকেও দুরত্ব বজায় রাখ,
ছুঁয়ো না ক্রোধানলে পুড়ে যাবে।
বুঝি খুব বুঝি, তোমরা বড্ড ধৈর্য্যহীন
চোখেই খেয়ে ফেলো আধেক নারী।

পাঁচ বছর বয়সী মেয়েটির চোখে তাকাও নি?
কি ছিল সে চোখ জোড়ায়?
কামনার আগুন দেখেছিলে?
নাকি পিতৃস্নেহ মাখা ছিল চোখে?
ঝাপিয়ে পড়ার আগে ভাবনি একবার, তুমি পুরুষ
নারীর অর্ধাঙ্গ, মায়ের ছেলে, বোনের ভাই?
তোমাদের অন্তর্গূঢ় অভীষ্টগুলো এত নিচ ক্যান?
রিপু সংবরণে ব্যর্থ নর, অবশেষে হও উন্মার্গগামী।

ক্রুর হাসি মুখে সাধু সাজার ব্যর্থ প্রয়াস,
দর্পনে চোখ রেখে দেখো, হায়েনাসদৃশ মুখচ্ছবি
চুতরার প্রলেপ বসিয়ে দিতে ইচ্ছে জাগে
চুলবুলানি খুব বেড়ে যায় তোমাদের, তাই না?
এক পাল্লাতেই তাই মেপে রাখি, সমান সমান
ঊনিশ কুঁড়ি তোমাদের বেলা হয় না
কেমন মেপে চলা জীবন তোমাদের!

ভালবাসার নাটক বন্ধ তবে,
মোকাবেলা হোক ধৈর্য্যের এবার...
এবং দ্বিধা রেখো মনে,
চাইতে গিয়ে হোঁচট খেয়ো না।
অতঃপর আমাদের অস্পর্শ্য ভালবাসা অমরতা লাভ করুক।
October 25, 2016 at 11:18pm
==============================
(চুরি করলে লেখা-ঠ্যাং কইরা দিমু ব্যাকা
যদি দেখি কেউ করছো চুরি-গালায় দিমু আংগুল দিয়া তার ভুড়িঁ
তবে নামটা আমার শিরোনামের নিচে লিখে দিয়ো
তোমরা সবে আমার ভালবাসা নিয়ো)

যারা মন্দ তাদের নিয়ে কবিতা।

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই সভ্য হোক।

এটাই কামনা।

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভাল থাকুন

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++++

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল আপি
ভাল থাকুন পাশেই থাকুন
ভালবাসার সাথে শুভেচ্ছা রইল

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

কুঁড়ের_বাদশা বলেছেন: আপা,আমি আপনার লেখা চুরি করতে চাই। :)




কবিতা ভালো হয়েছে +

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা অনুমতি দেয়া গেলো

অনেক ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আমার পোষ্টে আসলেন
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল
ভাল থাকুন নিরাপদে থাকুন

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওকে, দ্বিধাগ্রস্থ হব। =p~

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহাহ ঠিকাছে তাই যেনো হয়।

ধন্যবাদ অয়ন ভাইয়া
ভাল থাকুন

নতুন পোস্ট কিন্তু পাচ্ছি না এখনো

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
অবশেষে পুরুষেরা বলে নিঠুর এই করেছ ভাল
মেয়েগুলা বাম পাজরে রেখে কেমন খেলা খেলায়
চাইতে গিয়ে হোচট খেয়ে লেঙরা হয়ে ফিরে ।

শুভেচ্ছা রইল


০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা দারুন বলেছেন

অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

শেয়াল বলেছেন: আমার লগে ফটুক উঠছেন দেহি =p~

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা তাইতো দুইপাশেই খেক শিয়াল

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

মলাসইলমুইনা বলেছেন: অনেকগুলো কথা আছে | প্রথমটা হলো, শেষ চারটা লাইন কি কবিতার অংশ ? কবিতার অংশ হিসেবে ছেলেদের জন্য এগুলো ঠিক থাকলেও মেয়েরা পড়তে এসে হোঁচট খাবে | আরেকটা কথা, সারা বিশ্বের সব জন্মের ছেলেদের উপর অভিযোগটা ঢালাও হয়ে গেলো না ? আমি জানি না এই কবিতাটা আর কিভাবে লেখা যেত কিন্তু তার পরেও মনে হলো, মাঝে মাঝেই মনে হয়, এই ধরণের অভিযোগ গুলো টু দ্যা পয়েন্টে কি ভাবে বলা যায় | আমি যাই বলি না কেন, আপনার কবিতায় তার কোনো ছায়া নেই |ফ্যান্টাস্টিক !! ধন্যবাদ নেবেন |

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের চার লাইনের আগে কিন্তু কবিতার ডেইট দেয়া আছে। তাই আমার মনে হয় বুঝতে কষ্ট হবে না তাছাড়া ব্যাকেটে রেখেছি তো। আর সবাইকে দোষারূপ করি নাই। যারা খারাপ তাদের জন্যই লিখেছিলাম। ২০১৬ সালে কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো লিখেছিলাম।

টু দা পয়েন্টে বলে দিন আপনি। আমার বাপু এত বুদ্ধি নাই। যা মনে আসছে তাই লিখছি।

ধন্যবাদ নিলাম এবং অনেক ধন্যবাদ দিলামও গ্রহণ করবেন। শুভেচ্ছা রইল।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

মিরোরডডল বলেছেন: fiery
good one

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নতুন পোস্ট লিখে টাকা পাওয়া গেলে এতদিনে অনেক নতুন লেখা পেতেন বোধহয়। :P

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: টাকা দিয়া কি হইব লেখা হলো মনের খোরাক

ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

মলাসইলমুইনা বলেছেন: অল্প বোঝা পাঠককেই এতো কঠিন প্রশ্ন করলেন ! আমার ভাবনা এটা | এর উত্তর আমি জানি না | আবারো বলছি, আমি যাই বলি না কেন, আপনার কবিতায় তার কোনো ছায়া নেই |ফ্যান্টাস্টিক !! আবারো ধন্যবাদ নেবেন |

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ছায়া রেখে আসব । এখন আসি -
ভাল থাকুন

১১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন:







কাজী ফাতেমা ছবির‘একটু দ্বিধাগ্রস্থ হও নর........’কবিতায় মন্তব্য-

কামনার কূ-অনল নিভে হোক ছাঁই
নারীদের খুশীমুখ আমরা কি চাই?
মা বোন ও মেয়েদের অসম্মান যেন
না হয় সে খেয়ালটা মনে নেই কেন?
নারী হলো শান্তিরশ্মি সুখের ঠিকানা
কেন হয় সে নারীরা আচারে অচেনা?
মায়েদের জাতটাকে যে ভাবেতে রাখ
সে চোখে কি নিজ মাকে কোন দিন দেখ?

কানা দল নানা হয়ে নাতনির সাথে
হাত ধরে হাঁটে দেখ কত দূর পথে
এভাবে নারীর দল পুরুষের প্রাণ।
নারীতে জড়িয়ে আছে ফুলের সুঘ্রাণ
সম্মানে যদি ধরে সে কোমল হাত
ঝরবে অঝরে তবে সুখের প্রপাত।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া
ভাল থাকুন
ধন্যবাদ

১২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

ভাল মন্দ মিলিয়ে এই দুনিয়া।

ভাল থাকুন

ধন্যবাদ

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৭

শখের লেখায় ২৩৪৩ বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাই সভ্য হোক।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সভ্য হওয়ার জন্যতৌফিক দান করুন

ধন্যবাদ

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

কাশফুল মন (আহমদ) বলেছেন: ভালো বলেছেন

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থেকো

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এ লেখাটা পড়ে আমার একটা কবিতার দুটো চরণ মনে পড়ে গেলঃ
রাতের আঁধারে এমন কিছু করোনা,
দিনের আলোতে যা ভেবে লজ্জা পাবে
---
অধিকারগুলো সন্তর্পণে তুলে রেখেছি বুকের বাম পাজরে - বেশ বলেছেন!

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ কথা সত্য রাতের কাজে দিনে লজ্জিত হওয়ার চেয়ে নিজেকে সংবরণ করা ভাল

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:



বেশ বিদ্রোহী কবিতা....

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা বিদ্রোহি কবি কাজী ফাতেমা ছবি হা হা

ধব্যবাদ

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো বলেছেন ছবি আপু। একটু দ্বিধাগ্রস্থ হও নর

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি। ভাল থাকুন অনেক অনেক
ভালবাসা রইল

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়।

আমরা বারবার ঠকতে চাই না...... দোআ কইরেন সুপ্রিয় কবি আপু

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ভূতুড়ে বাবু বলেছেন: কবিতায় সংযুক্তি কথা মালা ভাল লাগলো

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভূতুড়ে

ভাল থাকুন

২০| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

গেম চেঞ্জার বলেছেন: নাইস!!

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

২১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! বেশ সুন্দর ছবি আপু

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.