নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পোংটা পোলা.......(জাস্ট ফান)

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১২


বদের হাঁড়ি বলে কি হায়
নিজেকেই সে পোংটা
বাঁচি না গো বাঁচি না রে
দেখে তার এই ঢং'টা!

এখনো কি সে কম পোংটা
মুখের লাগাম ছাড়া
কি জানি কয় আবোল তাবোল
বদের হাত পা ঝাড়া!

বদের বাড়ি কোথায় জানি
জঙ্গলে নাকি বাস
মাথায় দুটো শিং নিয়ে সে
করে বদামির চাষ!

এখন আবার শুনছি কানে
জঙ্গল ছেড়ে দিয়ে
করবে নাকি এক বউ থুয়ে
আরেকটা বউ বিয়ে!

বাপের পিটনা খেয়ে বেটা
পালাইছে দূর গায়
সেখানে সে দিবানিশি
লতা পাতাই খায়!

পাতা খেয়ে জীবন কাটায়
ঢং ছাড়ে না তবু
কানে ধরে উঠায় বসায়
বউ'টা যে তার হবু!

হবু বউয়ের ডরে পোংটা
চুপসে ঘরের কোণে
বসে বসে লুকিয়ে সে
পান্তা ভাত খায় নুনে!

ও বউ শুনে যাও এক্ষুনি
মুখে মারো তালা
কি না কি সে বলে ফেলে
রাগেতে গা জ্বালা!

পায়েতে তার বেড়ি পরাও
হাতে লোহার শিকলি
কপালে তার তামা দিয়ে
পরিয়ে দাও টিকলি!

আচ্ছা করে মজা শিখাও
মুখে লাগাম টানাও
তারে দিয়ে এই হেমন্তের
নতুন ধানও ভানাও!

বুঝবে মজা এই হেমন্তে
ছন্দ ভাগবে দূরে
পোংটা পোলা কেঁদে কেঁদে
গাইবে নাকি সুরে।

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: হা! হা! হা!

দিছেন ঐ ছেলের প্রেস্টিজ পাংচার করে।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেতের প্রেস্টিজ নাই, কোন বোমা যে ফাটায়
মনে মনে কোন সে ফন্দি মনের মাঝে আঁটায়,



থ্যাংক্স শাইয়ান ভাইয়া

২| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছন্দ কবিতা বেশতো, ভাল লাগল।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কারে নিয়ে লিখলাম ছন্দ, জানেন নাকি মিয়া ভাই
বদের হাঁড়ি গরু খায়, সারাদিনই খাই খাই
মুটো মুটো দেহ নিয়ে হেলেদুলে চলে
লাগাম ছাড়া মুখের কথা আবোল তাবোল বলে!

৩| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

আমার আব্বা বলেছেন: প্যারোডি কবিতা আমার ভালোলাগে খুব ভাল হয়েছে বৌমা

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বউ মা আমায় কইলেন ভায়া, ছেলে আপনার কেটা, নাম কি তার
বিয়ে তার হইছে নাকি, কেমন তার গঠন গাঠন, আমার প্রাণের মিতার?

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২২

ঋতো আহমেদ বলেছেন: বাহ্ দারুণ লিখেছেন তো

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধনে পাতার থলেখানি দিলাম এই নেন
আরো লিখব এখান্টাতে, সময় হইলে দেইখেন।

৫| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: চমৎকার

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন

৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

অপ্‌সরা বলেছেন: বউটা খায় লতা পাতা!
ছাগল নাকি গরু!
শেষকালে মোর ভায়ের কপাল
এইটা ছিলো জরু!!!!!!!!!!!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা তোমার ভাইয়া বদ ভারী
জেনেও বলছো কথা
তার পক্ষে কথা বলে
দিলে বুকে ব্যথা হাহাহাহাহা

বান্দর আপি অইটা বান্দর

৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:


বাহ !!! দারুণ লিখেছেন। :) :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনো সে বদ দেখেনি -আমার কি জানি কি হয়
তবে সে বেটা বান্দর কথার নয়কো নরচড়

থ্যাংকু ভাইয়া

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৬

উম্মে সায়মা বলেছেন: মজার ছড়া তো আপু :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: যারে নিয়া লিখছি ছড়া তাকে কি চিনো আপু
আস্ত একটা বদের হাড়ি-বাপু

পোংটা সে তাকে নিজেই বলে
কেমন জানি বুক ফুলিয়ে চলে

কি করি আজ ভেবে না পাই-কি যে একটা নাম ছাই

ধন্যবাদ আপি

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: একটা দিনও কাটলো না =p~

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ আচ্ছা বলেন কি না কি লিখেছিল সে পোংটা
কত বদই না ছিলো সে যখন ছিল ন্যাংটা

এবার বুঝোক ঠেলা হাহাহা

ধন্যবাদ

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো ছন্দমাখা কবিতা টি ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নূর আপু
ভাল থাকুন

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: গুড জব।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভাল থাকুন

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাঁচাও ছবি বাঁচাও মোরে
পড়ছি পোংটার কবলে,
তোমার হাতে ধোলাই খেয়ে
দেখি বদ'টা কি বলে!! =p~ :P :-P

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয় পাইছে বদ বেটা ভয় পাইছে লিটন ভাই
পোংটামি এবার ছাড়তে বাধ্য হইবো হাহাহাহ

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: হা হা হা!!:)


পোংটা পোডারেরে তুমি খাই দিলে আপি!!!:)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহা এতেও হবে না মনে হচ্ছে
বদের হাত পা ঝাড়া
বাপরে তারে ডরাই আমি
কখন কি না বলে ফেলে আল্লাহ জানে

ধন্যবাদ

১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দ! ভালো লেগেছে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যাবাদ আমি
ভাল থাকুন অনেক অনেক

১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

তারেক ফাহিম বলেছেন: এবার ভয়ে নয়, হাসতে হাসতে পড়লাম।

তয় পোলাটারে কিছু খাইতে দাওনি আপু।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয় কেনো ভয় কেনো আমি কি গো বাঘ নাকি
ভুতও না পেত্নিও না-্ও বাবা তোমার মতলব টা কি হু

লতা পাতা দিছি তো
বান্দর একটা

১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

মানিজার বলেছেন: মজা হইছে মুটামুটি । =p~

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন

১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

কালীদাস বলেছেন: ভাবছিলাম পোস্টের ভেতরে এরকম ছবি আরও কয়েকটা থাকবে /:)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো আরো ছবি থাকলে মজা হতো বুঝি?

তখন মোবাইলে ছিলাম তাই ছবি সংগ্রহে কষ্ট হয়েছে

ধণ্যবাদ আপনাকে

১৮| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ঢিল এর বদলে পাটকেল আসিতেছে :P

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ে আছি
তার তো মুখের ঠিক নাই আপি কি না কি বলে ফেলে

বাপরে ডরাই বদটারে

১৯| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

জুন বলেছেন: দারুন ছড়া , মজা পেলাম পড়ে :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি

বদ পোলা পাল্টা জবাবে কি নিয়ে আসে কে জানে
সাথে থাইকো কিন্তু

২০| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ধ্রুবক আলো বলেছেন: মজার ছড়া। খুব মজা পেলাম।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

বদ কি নিয়ে আসিতেছে কে জানে ভয়ে আছি কিন্তু

২১| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পোংটা পোলাপাইন নিয়ে ছড়া মজা লাগল।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোঙটা পুলা একটাই কিন্তু এখানে
তারে কি চিনেন হাহাহাহাহ

ধন্যবাদ অনেক অনেক

২২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমা তুমি কল্লে কি
বাড়া ভাতে দিলে ছাই!
এবার সামলাও আপনারে
চাক ভিমরুলে ঢিল হুদাই ;)

ফোটকায় ভরে শেষে
দিবে তোমা উড়াই
আন্দামানে পড়বে গিয়ে
পাবে লুলু জংলি ভাই!

যতই কাঁদ ছাড়বে না
পোংটা বদেও যাবে না
বাঁচাতে তোমায়
হায়! কি হবে উপায় ;) হা হা হা

প্যারোডি ছড়া ভালা হইছে। +++++++++++++

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহ উপায় আছে তো আপনি পাশে থাকলেই হপে ভাইয়া হাহাহাহা
আসুক তবে প্রস্তুত আছি

২৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভাল থাকুন সাথেই থাকুন

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা !

চমৎকার ছড়া । ভাল লেগেছে ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কথা ভাইয়া
ভাল থাকুন

বদ পোলাটারে চিনছেন তো ? হাহাহাহাহ

২৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন...

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আশিক ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.