নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অনুভবে দাও ভালবাসার স্পর্শ.....

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬



তুমি তো জানো আমি অল্পতেই খুশি
সাধারণ জীবন যাপনে কোন আপত্তি নেই
দরকার নেই বিত্ত বৈভব!

তিনবেলা না পারলেও দুবেলা খেতে পারলেই সন্তষ্ট
মখমলে বুনা কাপড় আমার চাইনে
নিত্য ব্যবহার্য জামাকাপড় গুলো অতি সাধারণ হোক
এতেই আমার দিন চলে যাবে...
যদি তুমি পাশে থাকো...... চলবে।

হাতে গলায় চাইনে দামি অলংকার
পায়ে না হোক দামি জুতো
কিংবা নাকের নথটি চাইনে হীরার
এসব না হলেও আমার চলবে.......
যদি ছাতা হয়ে থাকো মাথায় তুমি,
প্রখর রোদ্দুরের দিনে অথবা
প্রচন্ড ঝড়েও যদি হাত ধরে থাকো
দেখবে এতেই সন্তুষ্ট, ভয়হীন আমি।

দুয়ার খুলে যদি তুমি দাঁড়িয়ে
এক গুচ্ছ গোলাপ হাতে
এক গুচ্ছ না হোক....
শুধু একটা গোলাপ হলেও চলবে
এতেই আমি খুশি।

তুমি তো জানো আমি অল্পতেই হই খুশি
দামী উপহার নাই বা দিলে
তাতে আমার কোন আক্ষেপ নেই!
কিন্তু অবহেলা! এযে আমার সহ্য নয়
কখনো অবহেলা করতে যেয়ো না!

অবহেলা উপহার দেয়ার আগে ভেবে নিয়ো একটু!
আমি অল্পতেই খুশি
মুগ্ধতায় দু’একটা কথা বলে দিয়ো-তাতেই খুশি।

মনের জানালায় উঁকি দিয়ে
ঝাঁঝালো স্বরে ভালবাসতে যেয়ো না কভু;
তুমি তো জানো অল্পতেই আমি ভেঙ্গে পড়ি
দু:খ পাই, বেদনায় ভারাক্রান্ত হয় অন্তর।

অল্পতেই খুশি, দিয়ে দিতে রাজি আমার সব
শুধু ভালবেসো অন্তর থেকে
ভালবাসার মাঝে লেনদেন পর্ব টেনে এনো না

স্পর্শটুকু দিতে চাও!
দিও অনুভূতিতে, অনুভবে
আমাকে বুঝলেই হবে
দিতে হবে না কিছুই
তুমি তো জানো বেশী কিছুর দরকার নেই আমার
আমি অল্পতেই খুশি।
March 20, 2015 at 12:01am

(কপিপেস্ট হতে দূরে থাকুন, কপি করলে কুইট্টায়ালবাম)

মন্তব্য ৮০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩

কামরুননাহার কলি বলেছেন: ওয়াও আপি অনেক সুন্দর।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কলি আপা
ভালবাসা রইল ভাল থাকুন অনেক অনেক

২| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাহ!
ইরাম কেউ আছে নাকি??? :-/

--

যুগ যুগান্ত চলে গেল-কথা রাখলোনা কেউ
ভালবাসার ডালি ছুঁয়েও দেখলো না কেউ
হাত ছেড়ে চলে গেল সেই কবে -
রানওয়ের ঝা চকচকে রোদে
বারবার শুধু পোড়া চোখ পোড়ে !

আরেহ মিনসে! খালি সোহাগে কি পেট ভরে!
ঠেলে দেয় সখিনা ৬ মাস না পেরুতেই
বছর না ঘুরতেই তুলনা
অত:পর নিত্য নুন-পান্তার খোটা
ভালবাসার কথা! যেন গরম কড়াইতে জলের ছিটা!
:P

আহা! ইরাম কাউরি পালি-জনম জনম কাটায়ে দিতাম!
রাধার কৃষ্ণ হয়ে :P
হা হা হা

দারুন হৃদয়ে নিংড়ানো কাব্য! :) হৃদয় ছুঁয়েছে বলেই কিন্তু অত কিসু বলাবলি;)

+++++++



২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আমার চাহিদা এতটুকুনই ছিল
মাইনষে বুঝলো না

আপনার লেখাটা্ও মন ছুয়ে গেলো হাহাহাহাহ

বেশী অভাইবা সংসারও কষ্টের হাহাহাহাহ

৩| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ইস্ আপু, আপনার মত এমন জীবনসঙ্গী যে পাবে তার জীবনটা ধন্য। অনেক অনেক ভাল লাগল কথাগুলো।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাবে মানে হাহাহাহ
পাইয়া তো সে ধন্য না

আমারে কয় সাহিত্য রচনা করে লাভ কি হাহাহাহাহাহ কবিতা তার দুশমন

অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাই দ্য ওয়ে, কুইট্টায়ালবাম নাকি কুইট্টালায়াম? :)

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কুইট্টায়ালবামই তো কয় শশুর দেশের মানুষরা হাহাহাা কি জানি কোনটা জানি না

৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

নাইম রাজ বলেছেন: ভালো ।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নাইম ভাইয়া ভাল থাকুন

৬| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

হাফিজ বিন শামসী বলেছেন:

ক্ষমা চাইছি। কিভাবে আমার মন্তব্যে খারাপ একটি বাক্য যোগ হয়েছে বুঝতে পারিনি। দয়া করে ডিলিট করে দিন ‌।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাাকুন

৭| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসাধারণ আপা।
চমৎকার অনুভূতির প্রকাশ, চমৎকার কাব্যগাথা।

তবে সবকিছু কাব্যেই সম্ভব!

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
কাব্যেই সম্ভব
বাস্তবে এসব হয় না আসলে

অনেক ধন্যবাদ ভাল থাকুন

৮| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

হাফিজ বিন শামসী বলেছেন:
আসলে আমি একটা লেখা লিখছি। এ লেখার শিরোনামটা ওখানে কিভাবে যেন চলে গেছে।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুছে দিয়েছি।

৯| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১

হাফিজ বিন শামসী বলেছেন:
ধন্যবাদ, খুবই মন যন্ত্রনায় ভুগছিলাম।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই হাফিজ ভাইয়া
কমেন্ট মুছে দিয়েছি। ভুল হতেই পারে । ভাল থাকুন

১০| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

সূচরিতা সেন বলেছেন: মন ছুঁয়ে গেল আপনার কবিতা পড়ে ।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিদি
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

১১| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:





গভীর ভালোবাসার স্পর্শ কবিতাজুড়ে । এমনভাবে ভেবে প্রেম গড়া বড় কঠিন ।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম এভাবে প্রেম গড়া যায় না
বাস্তবতা বড্ড কঠিন

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন অনেক অনেক

১২| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: যেমনই ছবিতা তেমনি কবিতা আপুনি!!!!!! অনেক সুন্দর!!!!!

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালবাসা রইল আপি

অনেকদিন তোমার পোস্ট পাই না। ব্যস্ত নাকি বেশী

১৩| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

বিজন রয় বলেছেন: যে অল্পতেই খুশি হয় সে মানুষ না। হয় দেবী নাহয় ডাইনী।

হা হা হা ..........

আপা কেমন আছেন?

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ দাদা আমি ডাইনী না আর মানুষ্ও না পেত্নী

হুম কথা সত্য অল্পতে কেউ খুশি হয় না

আলহামদুলিল্লাহ ভাল আছি
িআপনি কেমন আছেন?

১৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩

শায়মা বলেছেন: ব্যাস্ততা ছাড়াও আরও কিছু ঝামেলায় আছি!!!!!!!!

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝামেলা মিটে যাক তাড়াতাড়ি
ধন্যবাদ আপি

১৫| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ওমেরা বলেছেন: ভালবাসার মানুষের কাছ থেকে অবহেলা খুব বেশী কষ্টকর। আপু আপনার মত নরম ভদ্র হতে পারব আমাকে অবহেলা করলে কি করব !!!! চিন্তা করে নেই পরে বলব আপু ।

ধন্যবাদ আপু ।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা একদম ঠিক আপি

কষ্ট পাওয়া ছাড়া করার কিছু নেই আপি। নরমরাই বেশী কষ্ট পায়

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

১৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৩

শাহিন বিন রফিক বলেছেন: সব বউ যেন এমন হয়, তাহলে স্বামীদের আর বাড়তি আয়ের জন্য এদিক-সেদিক করতে হবে না।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা কিন্তু এমন খুব কমই হয় ভাইয়া

সাবধান হাহাহা

ধন্যবাদ আপনাকে

১৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১১

স্যু বলেছেন: আকাঙ্ক্ষা বেড়ে গেলেও মনের মধ্যে একধরণের ভালোলাগাতো পেয়েছি। ধন্যবাদ কবি কে।

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার এই এতটুকুনই পাওয়া মুগ্ধতা

ধন্যবাদ আপনাকে-ভাল থাকুন
চলার পথ সুন্দর হোক

১৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: যারা সংসার করতে চায় এবং বুঝতে পারে.........তাঁদের নিয়ে কোন সমস্যা হয় না। কিন্তু না বুঝতে পারলেই যতো বিপত্তি.....

মিষ্টি কবিতা, ভালো লাগল।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি দাদা কথা সেটাই
কিন্তু এরকম সহজ সরল জীবন খুব কমই হয়

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকুন :)

১৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২০| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগেই জানতাম এতো সুন্দর কবিতা যে লেখে তার মনকি কম সুন্দর হবে। কবিতার মতোই আমাদের আপুনিটা। অনেক সুন্দর কবিতার জন্য অনেকগুলো প্লাস।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য -মনটাই ভরে গেলো
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন হামেশা

সুন্দর হোক পথচলা

২১| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:১১

অক্পটে বলেছেন: একটা কবিতা এবং একটা মন। কবিতা সুখপাঠ্য, মনটাকে বুঝে নিলাম কবিতার আদলেই। সহজ এবং সুন্দর একাকার হয়ে কবিতািটিকে হৃদয়গ্রাহী করেছে। মুগ্ধ হলাম।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য

ভাল থাকুন কাছের মানুষদের নিয়ে
শুভেচ্ছা

২২| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর আর সাবলীল।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া
ভাল থাকুন

২৩| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১৫

রাবেয়া রাহীম বলেছেন: বিজন রয় বলেছেন: যে অল্পতেই খুশি হয় সে মানুষ না। হয় দেবী নাহয় ডাইনী।

হা হা হা ........
..


আমিও হাসলাম মন ভইরা =p~

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ডাইনী না আমি আর বুবু পেত্নি হাহাহাহ
ধন্যবাদ বুবু

২৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭

ধ্রুবক আলো বলেছেন: অল্পতেই খুশি থাকা বেশি ভালো।
কবিতা ভালো হয়েছে ++++।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই অল্পতেই সুখে থাকা ভাল ।
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকো অনেক অনেক

২৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত

২৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

সৈয়দ ইসলাম বলেছেন:
শেষোক্ত সতর্কবাণী-যুক্ত লেখাই লেখাচুরেরা বেশি চুরি করে।



কবিতা অসাধারণ হয়েছে!

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহ কিন্তু এটা এখনো চুরি হয় নাই অবাক হলাম সত্যিই

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
সুন্দর মন্তব্য লেখায় অনুপ্রেরণা যুগায়

২৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: মরহাবা !! কবিতা খুব সুন্দর হয়েছে আপা। :)

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাইয়া ভাল থাকো অনেক অনেক
শুভেচ্ছা রইল

২৮| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪

তারেক ফাহিম বলেছেন: এত অল্পতেই খুশি :D

কবিতায় ++

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফাহিম ভাইয়া
অনেক ভাল থাকুন
শুভেচ্ছা সতত

২৯| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাইয়া
ভাল থাকুন

৩০| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

কাছের-মানুষ বলেছেন: চমৎকার সাবলীল কবিতা। ++++

আমার ভাললাগা রইল।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন
শুভেচ্ছা সতত

৩১| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।
যত ভাবেই বলা আর প্রকাশ করা হোক না কেন
ভালবাসা অনুভবের ক্ষমতা অনেকের থাকেনা
আর থাকলেও বিবিধ কারণে তা প্রকাশ করেনা ।

অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সইত্য বলেছেন...

আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৩২| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

আখেনাটেন বলেছেন: চমৎকার কবিতা।

আপনি না হয় অল্পতেই খুশি; কিন্তু এদিকে বঙ্গ ললনারা অল্প-কম-সামন্য শব্দগুলো যে সহ্যই করতে পারছে না। :P

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবাই তো আর একরকম না কেউ কেউ আছেন যারা এমন

ধন্যবাদ আাপনাকে সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন শুভেচ্ছা রইল

৩৩| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: তুমি তো জানো আমি অল্পতেই হই খুশি
দামী উপহার নাই বা দিলে
তাতে আমার কোন আক্ষেপ নেই!
কিন্তু অবহেলা! এযে আমার সহ্য নয়
কখনো অবহেলা করতে যেয়ো না!

অসাধারণ...

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা

৩৪| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৮

নূর-ই-হাফসা বলেছেন: লোকে বলে অভাব এলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় । কবিতা বলেই হয়তো চাওয়া পাওয়া নেই ।
কিংবা প্রেমিকা হিসেবে কল্পনায় গা ভাসিয়ে অনেক ভাবা যায় ।
আর অবহেলা মনে হয় কোনও মেয়েই মানতে চায় না । সবচেয়ে কষ্টকর অপর পক্ষ যখোন অবহেলা করে ।
কবিতায় অনেক অনেক ভালো লাগা।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেটুকু না হলে চলবে না সেটুকু থাকলেই হলো-
এত বিত্ত বৈভবে কি হবে তুমিই বলো...

হুম কবিতায় অনেক কিছু করা যায়-কল্পলোকের গল্প এসব

ধন্যবাদ আপি
ভাল থাকুন

৩৫| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: কবি ইজ ফ্লাইং ইন হার পোয়েম!;)


শীঘ্রই গ্রাভিটি কবিকে টেনে নিচে নামাবে এবং এক বেলা উপোসের বাস্তবতাও বুঝিয়ে দেবে! ;)


বাই দ্য ওয়ে কবিতা ভালো হয়েছে!:)

শেষের সতর্কতার জন্য +++ :)

২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ গ্রাভিটি নিচে নামাবার আগে আমি পালাই

কবিতায় সব কিছু হয় ভাইয়া কল্পলোকের গল্পকথা

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৩৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
এমন কবিতা আমার ভীষণ প্রিয়!

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া
ভাল থাকুন

৩৭| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসার কবিতা, ভরসার কবিতা, বিশ্বাসের কবিতা। অসাধারণ।

এমন কবিতা সবারই কাম্য থাকে আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

৩৮| ২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

মিঃ সালাউদদীন বলেছেন: কবির কবিতা পড়লে বুক দরফর করে, আবার ভালো-ও লাগে অবহেলা করি-না বলে ।

০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য আমারও ভালো লাগে। ধন্যবাদ পড়ার জন্য

৩৯| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

বোরহান উদদীন রাব্বানী বলেছেন: অসাধারণ চমৎকার অনুভূতি অল্পতেই খুশি, আমিও পছন্দ করি, শুভকামনা আপনার জন্য সবসময়

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাব্বানী ভাইয়া ভালো থাকুন

৪০| ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

নতুন নকিব বলেছেন:



সুন্দর অনুভূতির প্রকাশ। ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নকিব ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.