নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» আবোল তাবোল কিছু ছবি আর কিছু পথের ছবি

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

১। রোদ্দুর হেসে উঠে যখন রঙন ফুটে থাকে লাল রঙে
পাতাগুলো দুলে বাতাস এলে-আহা কি রঙ্গে ঢঙে।


ক্যানন ক্যামেরায় উঠানো ছবিগুলো........ ছবিগুলো রমনা পার্ক হতে তোলা। ভালো লাগতেও পারে তাই ফেলে না দিয়ে পোস্ট করে দিলাম।

২। হোক না দুপুর রোদ্দুর চলো পাশাপাশি হেঁটে যাই এই পথ ধরে-ক্লান্তি ধরে গেলে দেহে-না হয় জিরিয়ে নেবো খানিক, ফাঁকা বেঞ্চে......... একটি দুপুর কেটে যাক এখানেই।



৩। ঘ্রাণ নেই তাতে কি-ওদের রূপে কে-না পাগল হয়
ছুঁয়ে দিলেও পড়ে না নুয়ে, যেমন ওরা তেমন সুখেই রয়।



৪।
ঠাঁ ঠাঁ রোদ্দুর, গরমের হল্কা ঠোঁঠ ছুঁয়েছে, তৃষ্ণার খরা বুকে
মন জ্বলে কেবল তোমার ভালোবাসায়-কেটে যায় দিন সুখে।



৫। সবুজের বুকে লাল সে-তো রইবেই চিরকাল
পতাকার রঙে সেজে আছে মুসান্ডা, স্বাধীনতায় দুলে গাছের ডালে
বিকেল রাত্রি কি সকাল।



৬। মেঘের ডানায় ভেসে যাই নীলের প্রান্তে
যদি আর না আসতাম ফিরে-দু:খ পেতে কি তুমি?
খুঁজতে কি আমায়, আমি নেই তুমি কি তা চাইতে জানতে?

৭। ছায়ারা ঘিরে ধরে আমায়-আমি প্রকৃতি ভালোবাসি বলে
আর তুমি রোদ্দুর টেনে আনো কাছে-
তুমি ঘেমে নেয়ে ক্লান্ত-কষ্ট তোমার মনে পড়ে গলে।



৮। টের পাও মিষ্টি হাওয়া- জলের ঢেউয়ে ঢেউয়ে আহা কি মায়া
গাছগুলো এই দুপুর রোদ্দুরে দিয়ে যায় ভালোবেসে
তোমায় আমায় ছায়া।
এমন কাটাতে চাই আরো সহস্র দুপুর
হোক না চৈত্র, ঝরা পাতার নুপুর।



৯। সবুজের ঘাসের গালিচায় নগ্ন পায়ে হেঁটে দেখো
তুমি এবেলা ভেজা মাটির স্পর্শ পায়ে মেখো.....
শান্তি ছড়িয়ে যায় দেহজুড়ে, ক্লান্তি যায় উড়ে
এই শুনো একফুটা শান্তি টেনে নাও বুকে, থেকো না আর ক্লান্তির ঘোরে।



১০। জলের আয়নায় আকাশ ছবি
এমন দেখলেই মন হয়ে যায় কবি
কত ছন্দ মনের সীমায় করে নাচানাচি
হোক না এমনতরো সুখে বাঁচাবাঁচি।



১১। এমন উদাস তুমি-আমি পিছনে ঠাঁয় দাঁড়াই
আমি যেনো তোমাতেই বারবার হারাই।
কি এত ভাবনা তোমাকে খায় গিলে
আমার জন্য এতটুকুন ভালোবাসা-নেই কি তোমার দিলে?



১২। কোন এক দুপুরে তুমি এসো-ফুচকা কিংবা আইসক্রিম খেতে খেতে গল্পোচ্ছলে হয়ে যাবে কিছু ভালোবাসা কথন
সাজিয়ে নিয়ো মনের চুরকুঠুরিতে-আমার জন্য কিছু প্রেমের কাব্য যতন।
সবুজ ঘাসের মন ডুবিয়ে তুমি আমি সামনাসামনি-আসন পেতে বসে
যাবো না হয় খানিকক্ষণ , এই জীবনের অঙ্ক কষে।



১৩। সবুজ বৃক্ষ, আকাশ আর জলে মাখামাখি জীবন-আহা কত স্নিগ্ধতা আছে ছড়িয়ে
এখানেই নাক টেনে নেই শুদ্ধ অক্সিজেন, কত মমতা পড়ে গড়িয়ে,
মন বাড়িয়ে ছুঁই, আহা প্রকৃতি কেনো আমায় এত কাছে টানে
মুগ্ধতায় যায় সময়, সুখ আসে ফিরে আসে বারবার আমার এ অবুঝ প্রাণে।



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার চমৎকার যতসব ছবি!

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভালো থাকুন অনেক অনেক

২| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রঙ্গন ফুলের ছবিটি বেশি সুন্দর।

১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ভালো লাগলো অভ্রে ভাসমান তুলো মেঘ।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাফি ভাইয়া ভাল থাকুন

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

পার্থ তালুকদার বলেছেন: বাহ .... সুন্দর সব ছবি !!

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পার্থ দা
ভাল থাকুন

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো ছবি গুলো।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: জীবন্ত !!

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন দাদা

৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
শুভ নববর্ষ

৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২

কালীদাস বলেছেন: ছবিগুলো চমৎকার, ফ্রেমিংও ভাল হয়েছে। হাই রেজ্যুলুশনে আপলোড করা নাকি?

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কালী দা । জি হাই রেজ্যুলেশনে আপলোড করেছি

ভালো থাকুন

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: ছবি ও ক্যাপশন দুটোই দারুন

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ িইমন ভাইয়া
অনেক ভাল থাকুন

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মনিরা সুলতানা বলেছেন: আপু অনেক সুন্দর !!
সবুজেই মন কেড়ে নেয়।

১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.