নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কেউ কারো কষ্ট অনুভব করিনা=

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০০



স্পর্শগুলো বড্ড অচেনা মনে হয় আজ,
স্পর্শে আর ঝরে না আবেগ
মাকড়শার জাল বোনা মলিন বুকের ভাঁজ,
এখানে বুক জুড়ে হু হু পাখি আর কালো মেঘ।

কেমন যেনো হাহাকার, বিরানভূমি বুকের প্রান্তর
ভালোবাসাগুলো গুঁড়েবালি, মিশে যায় শূন্যে
সম্পর্ক যেনো কাঁটা, এখানে চোখে সেঁটে থাকে মনান্তর
ব্যস্ত আমি ব্যস্ত সে, কেউ বসে থাকি না কারো জন্যে।

কেউ একজন বলে উঠে বিড়বিড় করে,
আমার আর পিছুটান নেই, ছেড়ে যাবো সকল,
সংসার তবে বেঁধেছো কী সে কারণ? মন যদি নাই মন ঘরে!
জরাজীর্ণ আর গুয়ার্তুমি মন বুঝি করেছে দখল?

কী এক অজানা হতাশা, ঘুরে বেড়ায় বুকের অলিগলি
কবিতার শব্দ খুঁজি তাই, সুখ টানাতে মন দেয়ালে,
রুমে রুমে কেবল নিরবতা, ফুটে না কথার কলি,
ভিতর বাড়ি অন্ধকার, এখানে চলাফেরা যে যার আপন খেয়ালে।

ঠোঁটে বেঁধেছে বাসা এক চুপ পাখি এসে,
নি:শ্বাসে উত্তপ্ত হাওয়া, পেটে জমা একাকিত্বের যন্ত্রণা
বুকের পাঁজরে ঝনঝন কাঁচ ভাঙ্গা সুর, যায় তৃপ্তি সব কলাপাতায় ভেসে,
মন সমুদ্দুরের পাড় ঢেউয়ের জোয়ার ভাটা,
পঁচা শামুকে কেঁটে যায় পা, জীবন পাঠ করে ভুলে থাকার মন্ত্রণা।

কী যেনো এলোমেলো, মন নাকি সংসার, সাহসে কেবল ভাটা
মুগ্ধতা কেড়ে নিয়ে যায় অশান্ত এক বৈরী হাওয়া,
কেউ দেখি না কারো মন খুলে... কত কান্না জমানো বক্ষ ফাটা
কেবল সুনসান পড়ে থাকে নিভৃতে আমার মনের দাওয়া।
June 2, 2019
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১০

মা.হাসান বলেছেন: কেউ কারো কষ্ট অনুভব করতে পারে না এটা ঠিক না। আপনার কবিতা পোস্ট করতে না পারার কষ্ট আমরা সকলেই অনুভব করছি। B-))

যাহোক মনে হইতেছে দুলাভাই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ওনার ফোন নম্বর দিয়েন , ব্লগের সবাই মিলে ওনাকে একটু 'বকে' দেবো

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা সাড়ছে কাম , যার হয় না সাত এ তার সত্তরেও হবে না বইকা টইকা লাভ নাই । যাউগ্গা সে যত বদামি করবো আমি তত তারে কবিতা উপহার দিমু হাহাহা রাগে রাগে কাটাকাটি ।

হলুদ গোলাপ শুভেচ্ছা রইলো
ভালো থাকুন এত্তগুলা

২| ০২ রা জুন, ২০২০ বিকাল ৪:২৮

বিজয় নিশান ৯০ বলেছেন: কষ্টের ফেরিওয়ালা

০২ রা জুন, ২০২০ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবে কষ্ট বেচি না :) অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
ভালো থাকুন

৩| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৪| ০২ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঙ্কু বলেছেন: কথা হাচা- মানুষের কষ্ট অনুভব কইরতাম পারি না! আফসুস

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা হাছাই

থ্যাংকস চাঙ্কু

৫| ০২ রা জুন, ২০২০ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাক্তি যদি হয় ব্যক্তি কেন্দ্রীক
সমষ্টি যদি হয় ব্যাক্তিত্ব রহিত....


কে বুঝবে কার কথা, কবি?

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( সুন্দর মন্তব্যের জন্য থ্যাংকস ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৬| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছবি আপুকে আজ খুব
বিউট লাগতেছে!!

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া জি

৭| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




করোনার হাওয়া সবকিছুকেই আজ তিনফুট দূরে নিয়ে গেছে!!!!!!!!!

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই.... চেনো মানুষদেরও চিনি না এখন মুখোশ গ্লাভস চশমা পরার কারণে। কতটা অসহায় আমরা সময়ের কাছে

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

৮| ০২ রা জুন, ২০২০ রাত ৮:৩৮

বিজয় নিশান ৯০ বলেছেন: কষ্ট ব্যাংকে জমিয়ে রাখুন ।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাংকে কার লাইজ্ঞা জমাইয়া রাখমু :( দেয়ার মানুষ কই পামু

৯| ০২ রা জুন, ২০২০ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ

০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

১০| ০৩ রা জুন, ২০২০ সকাল ৭:৫২

কাছের-মানুষ বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতা। শব্দে আপনার দখল আছে ভাল বুঝা যাচ্ছে, আমার মুগ্ধতা রইল।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী সুন্দর মন্তব্য, অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক।

১১| ০৩ রা জুন, ২০২০ সকাল ১০:৪৪

আইএসএসবি বলেছেন: এমনিতেই কষ্ট...তার ওপর মরার উপর খারার ঘাঁ!...
নেন আপনার টা আমরা পড়ছি...এবার আপনি পড়েন

হঠাৎ বুকটা ধক করে উঠলো!
ভালো করে তাকালাম...হ্যা... সেই চোঁখ...
বিশেষ করে হাসি..ঐ হাসি শেষ দেখেছিলাম ১৯৯৬ সালে।
বুকের কাঁপনিটা এখনো কমছেনা। ৩ দিন হলো

___________________________________
৬টা বছর লেগেছিলো ভালোবাসি বিশ্বাস করাতে। (১৯৮৯ - ১৯৯৫)
১৯৯৫ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখ ঢাকায় আসলে
তার আগে...বলেছিলো,‘‘ আমি আপনাকে ভালোবাসি।’’

তুমি বলার জন্য জোড় করাতে
আরও ৩বার বলেছিলো,‘‘ আমি আপনাকে ভালোবাসি।’’
আরও জোড় করাতে অবশেষে লাজুকভাবে বলেছিলো,‘‘ আমি তোমাকে ভালোবাসি।’’
রুম থেকে বের হবার পর আমি খাটের ওপর ডিকবাজি খেয়েছিলাম।

চুরাকে দিল মেরা কাহা তু চালি ..গানের মতো
লাফ দিয়ে বালুতে না পরে ফ্লোর এর পরলাম..হুস নেই...ব্যথা পেলালাম...
৬ বছরের চেষ্টা সফল...কিন্তু জানো ... হাটুর ব্যথাটা এখনো আছে।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সুখ সুখ ব্যথা
খুব সুন্দর স্মৃতিগাঁথা....।

যাই হোক সফল তো হয়েছেন।

অনেক ভালো লাগলো মন্তব্য কবিতা
ভালো থাকুন ভাইয়া

১২| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: যে কোন ছবি দেখে কবিতা লিখতে পারেন, আপনার এই গুন আমাকে ভাবিয়ে তোলে!
কি করে সম্ভব।
আনন্দে কাটুক আপনার সময়।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া.... সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন সুন্দর আর সুস্থ থাকুন এই কামনা করি

ফি আমানিল্লাহ

১৩| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা ভালো লেগেছে। আজকাল ব্লগে অনেকেই কবিতা লিখছেন পড়ার সংগে সংগে মাথায় রাগ উঠে যায় কবিতা তো নয় যেন খিস্তিখেউড় তারপরও চুপ থাকতে হয়।

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন
শুভেচ্ছা নিরন্তর।

১৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:১৮

তারেক ফাহিম বলেছেন: ব্যস্ত আমি ব্যস্ত সে, কেউ বসে থাকি না কারো জন্যে।
আসলেই।


০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন তো আরও না।, সবাই অচেনা হয়ে গেছে

ধন্যবাদ ফাহিম ভাইয়া ভালো থাকুন

১৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া
ভালো থাকুন

১৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:৩৪

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
দারুন হয়েছে আপা কবিতা।
ভীমরতি নামের এই রোগটা বিশেষ জাতির কমন রোগ।
অনেকদিন পর আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে।
নিরাপদে থাকুন সবাইকে নিয়ে এই দোয়া করি।
ছবি আপা আবার হারিয়ে যায় না ।

০৩ রা জুন, ২০২০ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা বাসা থেকে চিন্তা করছি আজ মুক্তা আপার খবর নেবো অফিসে গিয়ে। কাজের ঝামেলায় আসি আর যাই, এমন সময় দেখি আপনার মন্তব্য । অনেক ধন্যবাদ আপা সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন অনেক অনেক , সুস্থ ও নিরাপদ থাকুন

১৭| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার কবিতা অনেক দিন থেকে মিস করছি। আপনার কবিতা মানেই ভাল লাগা। তবে আজ কবিতা সুখ পাঠ্য হয়েও মন খারাপের কয়েকটি কারণ থাকতে পারে। যে কারণ মানুষকে স্মৃতিতে ভাসায়, কাদায়- হাসায়। ভাল থাকবেন সবসময়।

০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন মন্তব্য পেলে মন ভালো হয়ে যায় । লেখার অনুপ্রেরণা পাই। জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.