নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
আর ভিজি না বৃষ্টির জলে,
আর উড়ি না হাওয়ায়,
আর বসি না উদাস হয়ে
বৃষ্টির বেলা দাওয়ায়!
আর আসে না সুখের বৃষ্টি
ঝুমুর ঝামুর শব্দ,
আকাশ বাজায় বজ্র নিনাদ
দেয় করে দেয় জব্দ!
বাজে না আর বৃষ্টির নুপুর
দরজা জানলা বন্ধ,
মনের খাতায় আর ঝরে না
রিনিক ঝিনিক ছন্দ!
ইটের বাড়ী, ইটের চালা
শব্দ মিহি পাই না,
ভয় শিহরণ জাগে মনে,
বাইরে যে আর যাই না!
হায়রে অতীত নিয়ে গেলি
সকল সুখের বেলা,
আর ভাসাই না বৃষ্টির জলে
কলা গাছের ভেলা!
বৃষ্টির ছাটে ভিজে না পা,
বন্দি থাকি ঘরে,
মুহুর্মুহু বজ্র ধ্বনি,
মনের খুঁটি নড়ে!
বৃষ্টি কোথায় যায় হারিয়ে,
আর দেখি না বৃষ্টি,
আকাশ জুড়ে বিজলির চমক
একি অনাসৃষ্টি!
০৯ ই জুন, ২০২০ সকাল ১১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আনেক ধন্যবাদ । স্বপরিবারে কেমন আছেন, বাইরে বের হন? নাকি বন্দি এখনো?
২| ০৯ ই জুন, ২০২০ সকাল ১১:৫৩
কাছের-মানুষ বলেছেন: চমৎকার। মিস্টি কবিতা। পড়ে আমার ভাল লাগল।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । ভালো থাকুন নিরাপদ থাকুন ফি আমানিল্লাহ
৩| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:১৭
ইসিয়াক বলেছেন:
খুবই মিষ্টি কবিতা।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া ভালো থাকুন
৪| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টিনের চালায় বিষ্টি ফোটা কিযে দারুন ছন্দ
ইটের দালান শহরতে জানলা কপাট বন্ধ।
বৃষ্টি পড়ে শব্দ মরে গাড়ির বিকট শব্দ
তার কাছে যে বৃষ্টি আজ হয়ে গেছে জব্দ।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আর ঠাটা পড়ে ভাইয়া
ভয়ে বৃষ্টিতে ভেজা হয় না
থ্যাংকস
৫| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪
শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা
পড়ে ভাল লাগল।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ উপভোগ্য লেখা।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
৭| ০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লেগেছে।
০৯ ই জুন, ২০২০ দুপুর ১:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রফিক ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৮| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৩
মা.হাসান বলেছেন: মনের খুঁটি নড়িয়া গেলে বড় মুশকিল। গেটিস লাগাইতে হৈবে । দুলাভাই কোথায়?
১০ ই জুন, ২০২০ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহ আসলেই ঠাটা যে ডরাই, আগে অফিস থেকে বাসায় বৃষ্টি এলে হেঁটে যেতাম মনের আনন্দে । এমনিতে শহরে ভেজা যায় না শরম লাগে। গ্রামে গোসল করতাম বৃষ্টি এলে সেই দিন আর নাই।
দুলাভাই দুলাভাইর জাগাতেই আছে । বদামি বাড়তাছে দিন দিন। আমিও মুখে তালা মাইরালাইছি হাহাহাহাহা
৯| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও নেহায়েত কম নয় । সুন্দর ছন্দময় ।+
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তাইতো ভয় লাগে বেশী এখন
ধন্যবাদ ভাইয়া
১০| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৩
পদ্মপুকুর বলেছেন: বৃষ্টির রিমঝিম শব্দের মত বয়ে গেলো ছড়াটা।
আমার কাছে মনে হয়েছে-
আর ভিজি না বৃষ্টির জলে/ আর উড়ি না হাওয়ায়,
আর বসি না উদাস হয়ে, বৃষ্টির বেলা দাওয়ায়!
না হয়ে যদি-
আর ভিজি না বৃষ্টির জলে, আর উড়ি না হাওয়ায়,
আর বসি না উদাস হয়ে/ বৃষ্টি বেলার দাওয়ায়!
হলে ভালো হতো
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ঠিক করতাছি
লিখতে গেলে অনেক সময় সঠিক টা আসে না বা মনে থাকে না । জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
স্বপরিবারে নিরাপদ ও সুস্থ থাকুন আল্লাহর কাছে তাই চাই
১১| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৪১
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
বৃষ্টি কোথায় যায় হারিয়ে,
আর দেখি না বৃষ্টি,
আকাশ জুড়ে বিজলির চমক
একি অনাসৃষ্টি!---দারুন ছন্দময় ও সুন্দর কবিতা।
ভালো থাকুন সব সময়।
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন অনেকঅনেক
ভালোবাসা রইলেঅ
১২| ০৯ ই জুন, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: টুকটাক বাইরে বের হতেই হয়।
সুরভি অসুস্থ। থাইরয়েড প্রবলেম ওকে নিয়ে ডাক্তার দেখালাম।
আজও যেতে হলো নানান রকম টেস্ট করাতে।
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
আল্লাহ উনাকে সুস্থতা দিন
ভালো থাকুন আপনিও
১৩| ০৯ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃষ্টি নিয়ে ছন্দময় স্মৃতি চারণ....
ইট কাঠ পাথরের শহরের সেই বৃষ্টি বেলা আর ফিরে আসবে না!
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য
থ্যাংকস এ লট ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৪| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:৩২
এফ.কে আশিক বলেছেন: আমার বৃষ্টি প্রিয়
সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
১৫| ১০ ই জুন, ২০২০ সকাল ১১:৫৩
কাওসার চৌধুরী বলেছেন:
বৃষ্টির রিমঝিম শব্দে চমৎকার ছড়া। +
১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
কেমন আছেন
ভালো থাকুন হামেশা
শুভকামনা সতত
১৬| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:০৪
মা.হাসান বলেছেন: আপনি কয় তালায় বসেন? আপনাদের লিফটের লাইন নাকি শাপলা থেকে এজিবি কলোনি পর্যন্ত লম্বা? বাড়ি থেকে বের হয়েই নাকি লিফটের লাইনে দাঁড়ানো যায়? দুলাভাইকে সিরিয়ালে দাড়া করায় দেবেন, এতে কাজ না দিলে অন্য ঔষধ বলবো।
১১ ই জুন, ২০২০ দুপুর ২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ হাহাা হাসতে হাসতে মারা পরমু ....। সে চালাক মানুষ এসব তার দ্বারা হবে না । অন্য কোনো বুদ্ধি দেন
আমি মেইন বিল্ডিং এর ছয়তলায় বসি আর উনি আমার উপরতলায়, বদ বেটা কফি খাইতে দাওয়াতও দেয় না , মনটা চায় সাততলা থাইকা ধাক্কা দিয়া শাপলায় বসায় রাখি
১৭| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:১০
মা.হাসান বলেছেন: উপরতলার লোকদের সাথে প্রেম ভালোবাসা করিলে এই রকম সমস্যা হইতেই পারে । যাহা হউক এখন দুঃখ কইরা লাভ নাই। আপনি অবিলম্বে আপনার বসের সহিত কথা বলিয়া আটতলা বা আরো উপরে শিফট করিয়া লন। আপনি উপরতলায় থাকিলে দুলাভাই আর বাড়াবাড়ি করিতে সাহস পাইবেন না।
১৬ ই জুন, ২০২০ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আমাদের বিল্ডিংয়ের আটতলা ছাদ যে... যেখানে একা বইয়া অফিস করমু ক্যামনে। আসলেই বদ লোকটাতে নিচতলায় পাঠাইতে হইবে.... কড়া শাসনে রাখতে হবে বেচারাকে ....
নইলে বত্রিশ তলায় পাঠায় দেবো
১৮| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯
এম ডি মুসা বলেছেন: ভালো লাগছে বৃষ্টি স্নাত কবিতা
০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুসা ভাইয়া ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০২০ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: বোন সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।