নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ভুলিনি স্যার ভুলবো নাতো, আমরা তোমায় কভু
চিরতরে গেছো চলে, হৃদে আছো তবু।
গল্প কথা আর উপন্যাস, পাঠকের মন খুঁজে
এখনো যে বইয়ের পাতায়, ভক্তরা মুখ গুঁজে।
হিমু বসে প্রহর গোনে, রূপা পরে শাড়ি
চাঁদ প্রহরের জোছনা মেখে, হিমু ফিরে বাড়ী
নীলা তিথি গল্পের মাঝে, পায় নিজেকে খুঁজে
শ্রদ্ধায় স্মরণ করে লেখক, যারা তোমায় বুঝে।
গৃহত্যাগী হতে কত, হয় পাঠকের ইচ্ছে
তুমি গল্প তুমি কাব্য, রূপকথারই কিচ্ছে,
জোছনা রাতি এলে সবাই, ভাবে তোমার কথা
কী অপরূপ বর্ণনার চাঁদ, ভুলে কবি ব্যথা।
শূন্যের মাঝে বাড়ি তোমার, কী হাহাকার বুকে
ঈদ মৌসুমে তোমার নাটক, আর দেখি না সুখে।
আর হবে না সৃষ্টি কভু, রহস্যময় গল্প
হয়ে গেলে লেখক তুমি, উপন্যাস এক কল্প।
অমর তুমি হয়ে আছো, হাজার মানুষ মাঝে
শ্রদ্ধা রাখি তোমার জন্য, বুকের ভাজে ভাজে।
দূরে থেকে কাছে সবার, কে বা এমন পারে
স্যার হুমায়ূন থেকো ভালো, তুমিও ওপারে।
July 19, 2019
১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন কিন্তু এটা তার মৃত্যুবার্ষিকী
২| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।
২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০২
নেওয়াজ আলি বলেছেন: মাধুর্যপূর্ণ ভাবনা ।
২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
৪| ১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা ভালো লেগেছে, অবশ্য আমার কাছে আরো বেশী ভালো লেগেছে ছবিটা। ঐ ছবিটা হাই-রেজুলশনে কি পেতে পারি আমার সাইটে (প্রকাশনী) ব্যবহারের জন্য? সম্ভব হলে জানাবেন। ছবিটা ব্যবহার হলে সেটার ক্রেডিটও উল্লেখ করা হবে। ধন্যবাদ।
২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ছবিটি আসলে আমি নেট থেকে নিয়েছি ভাইয়া এতটুকুনই পেয়েছি
ভালো থাকুন
৫| ১৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫১
এম ডি মুসা বলেছেন: ভালো বাসা সৃষ্টি দিয়ে সকলের মন জয় করেছে
হুমায়ুন আহমেদ ।ভালো থাকুন ওপারে।।
২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা একদম ঠিক। ভালো থাকুন ওপারে
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন আপনিও
৬| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১
ঢুকিচেপা বলেছেন: ছবি আপু কবিতা চমৎকার হয়েছে।
অনুভূতিগুলি অসাধারণ।
“শ্রদ্ধা রাখি তোমার জন্য, বুকের ভাজে ভাজে।”
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান চেপা
ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন
ফি আমানিল্লাহ
৭| ১৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধাঞ্জলি হুমায়ূন আহমেদ স্যার ।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া ভালো থাকুন
৮| ১৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৯| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৭
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনার ভুলত্রুটিগুলি ক্ষমা করে দিন।
কবিতা এবং ছবি ভাল লেগেছে।
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন,
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন অভিযাত্রী
১০| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৮
নজসু বলেছেন:
হুমায়ূন আহমেদ আজীবন বাংলা সাহিত্যে বেঁচে রবেন।
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। শ্রদ্ধাঞ্জলী
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ভাইয়া
১১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় হুমায়ুন ভালো থাকুন
১২| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপু এই কমেন্টটি ডিলিট করার অনুরোধ করছি। শুধু শেষ লাইনে একটু টাইপো হয়ে গেছে। ওনার নামটি হুমায়ূন আহমেদ লিখতে অনুরোধ রইলো।
২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া। জি ভাইয়া এডিট করে দিচ্ছি
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।