নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» এবার ভেজা গোলাপ (মোবাইলগ্রাফী-৩৮)

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৫



©কাজী ফাতেমা ছবি
=ফ্রেমবন্দির গল্প=
গতকাল বিকেলে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, ঠিক তখনি এক পসলা বৃষ্টি হলো। কিন্তু বৃষ্টি থেমে গিয়ে গরম দিলো বাড়িয়ে। নেয়ে ঘেমে একাকার। ছুটির ঘন্টাও পড়তেছে না। তাই হাঁটাহাঁটি করতেছি স্কুলের মাঠে। ডানে বামে চোখ ঘুরিয়ে দেখি। ফুটা ফুলগুলোতে বৃষ্টি ঝুলে আছে। কী যে স্নিগ্ধতার আবেশ আহা। গরম নিমেষেই উধাও। এই গোলাপগুলো স্কুলের বারান্দা ঘেঁষে একটু উঁচুতে। লোভ সামলাতে না পেয়ে, রেলিং বেয়ে উঠে এক এক করে ছবি উঠাচ্ছি। স্কুলের দারোয়ান কেরানী ভাইয়েরা হাসতেছে দেখে। ফুলের ছবি উঠিয়ে নামতে যাবো ভাইয়েরা বললো আপা শুধু গোলাপ তুলবেন কলি কী দোষ করলো। তাকিয়ে দেখলাম দুটো কলিও আছে। তাদেরকেও ক্যামেরা বন্দি করে রেলিং বেয়ে নেমে পড়লাম।মুগ্ধতাগুলো স্মৃতি হয়ে রইলো।

আবার চোখ ঘুরিয়ে দেখি কামিনির ডালে ডালে শুভ্রতার রঙ মাখানো। যদিও বেশীরভাগই কলি হয়ে আছে। তাতেই বৃষ্টির ফোঁটা ঝুলে আছে। সেগুলোকেও বন্দি করেছি। সেটা আরেকদিন দেবো। বৃষ্টির পরের দৃশ্য গুলো খুবই সুন্দর লাগে দেখতে। ভেজা মাটি, এখানে সেখানে জমে থাকা পানির আয়নায় আকাশের ছবি। বৃষ্টির ফোঁটা পাতায় পাতায় গাছের ডালে বসে থাকে আহা আঙ্গুল ছুঁয়ে দিলেই গড়িয়ে পড়ে। বৃষ্টির ফোঁটার আবেগ কত আহা, ছুঁলেই কেঁদে দেয় যেনো।

ঘাস লতা পাতা সবই সজীব হয়ে উঠে বৃষ্টির পরে। তাই বৃষ্টি ভালোবাসি। গাছ লতা পাতা ফুল পাখি মানুষ সবই ভালোবাসি। কিন্তু দেশে যে পরিস্থিতি মাঝে মাঝে অবাক হই মানুষ দিন দিন কীভাবে অমানুষ হয়ে উঠছে। মানুষের মনের আবেগ আদর শুদ্ধতা কোথায় হারাচ্ছে দিন দিন। সবাই কেমন যেনো পশু হয়ে উঠতেছে। এই গল্প লেখার সময় একটা নিউজ পড়লাম। বাবার জানাজায় না গিয়ে ছেলে ভাতিজিকে ধর্ষন করে মেরে ওড়না পেচিয়ে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ গো এসব কী শুনি গো আল্লাহ। মানুষের মন থেকে মহব্বত উঠে যাচ্ছে গো মাবুদ sad কেনো এই শহরে গজব আসবে না sad কেনো এডিস আসবে না কেনো ডেংগু হবে না। মানুষ যেভাবে পাপে নিমজ্জিত হচ্ছে, তাদের পাপের খাতিরে দেশের উপর গজবের তুফান উড়ে যাচ্ছে। এক ঘরের পাপে দশ ঘরকে পায়। তাই হচ্ছে যেনো শহর নগর গ্রামে। মানুষের ভেতর থেকে মনুষত্ব্য উঠে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা সৃষ্টির সেরা ছিলো সেই মানুষই। কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। চোখ মন মাথা দেহ হাত পা দিয়ে ছেড়ে দিয়েছেন দুনিয়া। কত সুন্দর ফুল পাখি পাহাড় পর্বত ঝরনা সমুদ্দুর কত কিছু দিয়েছেন আমাদের উপকারের জন্য। আর আমরা তাঁর অবদান তাঁর দয়া ভুলে পাপের পথে হেঁটে যাচ্ছি নির্দ্বিধায়। ভাল্লাগেনা আমার আর। এত শত দু:সংবাদ শুনে শুনে কেমন যেনো অন্যমনস্ক থাকছি সারাবেলা আর আল্লাহর কাছে দয়া চাইছি। আল্লাহ আমার আপনাদের পরিবারকে ডেঙ্গু মুক্ত রাখুন। সবাই যেনো সুস্থ ও নিরাপদ থাকে তাই কামনা করছি। (এগুলো আগের ঘটনা, আগের গল্প ২০১৯ সালের যখন ছবি তুলেছিলাম তখনকার, আর কিছু ছবি ইদানিংকালের)

২।


৩।


৪।


৫।


৬।


৭।


৮।


৯।


১০।


১১।


১২।


১৩।


১৪।


১৫।


১।
বৃষ্টির পরে এই পরিবেশ, লাগে আমার ভালো
চারিদিকে ঝলমলানি, সুখ ছড়ানো আলো।
বৃষ্টির ফোঁটা পাতার উপর, মুক্তোর মত জ্বলে
একটুখানি হাওয়া এলে, ফোঁটা'রা যায় গলে।

ফুলের পাপড়ি গাছের ডালে, বৃষ্টি বসে থাকে;
দূর্বাঘাস'রা সুখের বৃষ্টি, যেনো গায়ে মাখে।
হেথায় সেথায় জমে থাকে, বৃষ্টির জল'রা আহা
মনে সুখের বাজে বাঁশি, পাপিয়া পিউ কাহা।

বৃষ্টির পরে এই প্রকৃতি, সজীবতায় হাসে
ভালো লাগে হাঁটতে তখন ভেজা দূর্বাঘাসে।
আল্লাহ তোমার সুন্দর সৃষ্টি, এই দুনিয়ার সকল
মন যে আমার মুগ্ধতাতে, করে নিলো দখল।

শোকর গুজার করি মাবুদ, তোমার তরে হাজার
কী যে সুখের উচ্ছ্বাস দিলে, আমার বুকের মাঝার।
তোমার দয়া রেখো মাবুদ, সবার উপর তুমি
পূন্যি দিয়ো ভরে তুমি, মনের অথৈ ভুমি।

সুস্থ রেখো সব পরিবার, রেখো নিরাপদে
থেকো সাথে তুমি মাবুদ, সব বিপদ আপদে।

২।
এসো মুগ্ধতাতে ভিজিয়ে দেই তোমায় এবেলা,
পা ভিজে যাবে বলে থেকো না আর ঘরে বন্দি
এসব সুখ মুগ্ধতাকে, আর করো না অবহেলা
মনের দোরে তালা সেঁটে দিতে করো না আর ফন্দি।

এসো সুখ ছুঁয়ে দেই তোমার চোখের পাতায়
নগ্ন পায়ে এসো দূর্বাগাসে হাঁটি
তুমি শিরোনাম হও আজ আমার ছন্দো কাব্য খাতায়;
দেখো কী ঘ্রান ছড়ানো সোঁধা মাটি।

ছুঁয়ে দাও পাতা, জল গড়িয়ে পড়ুক তোমার হাতে
তুমি সুখ শিহরণে উঠো কেঁপে
এসো কিছু মুহুর্ত স্মৃতি করে রাখি তোমার মন ঘরে
এসো আমার সাথে...
কী হবে আর বলো পথ চলে এমন মেপে মেপে?

দেখো তাকিয়ে সুনীল আকাশ, শুভ্র মেঘের আচ্ছাদন
দেখো সোনালী ডানার উড়ন্ত চিল
এসো বাইরে, কেঁটে দাও যত অনিচ্ছার বাঁধন
এসো দেখবে এসো স্বচ্ছ জলের ঝিল।

ধরো হাত, চলো সূর্যের আলোয় মন করি বিকিকিনি
ভালোবাসার দামে সময় করি উৎসর্গ
এসো চোখে তাকিয়ে হাতে হাত রেখে দু'জনার মন চিনি
তুমি চাইলে আমি সাজিয়ে দিতে পারি আমার প্রেমের অর্ঘ।

চলো হারিয়ে যাই প্রেমে ভালোবাসায়, বৃষ্টির পরের প্রহরে
হেঁটে যাই বহুদূর পথ, নিশ্চুপ পাশাপাশি
এত কিছু মুগ্ধতার বাণী শুনেও কী প্রেম ঝড় উঠে না
তোমার মনের শহরে?
এসো আজ না হয় হোক পাশাপাশি সুখে হাসাহাসি
আর আনন্দে ভাসাভাসি।

স্যামসাং এস নাইন প্লাস দিয়ে ছবি তুলেছি। ছবি তুলেছি মতিঝিল ব্যাংক কলোনী স্কুল থেকে। ভালো থাকুন সবাই। ফি আমানিল্লাহ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৬

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
বৃষ্টি ভেজা গোলাপ ফুলগুলোর ছবি অসাধারণ হয়েছে।
ইলশে গুড়ি বৃষ্টি মনে হয় আজ থেকে শেষ হলো ।

‌বৃষ্টির ফোঁটা পাতার উপর, মুক্তোর মত জ্বলে
একটুখানি হাওয়া এলে, ফোঁটা'রা যায় গলে
+++

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। দুইদিন অনবরত বৃষ্টি শেষে আজ অফিসে আসার সময় দেখলাম বৃষ্টি থেমেছে। তবে অফিসে আসতে কষ্ট হয়েছে। কাদামাখা পথে হাটতে কষ্ট লাগে।

ভালো থাকুন আপি ফি আমানিল্লাহ

২| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা: বড়ই সৌন্দর্য। প্রীত হইলাম।+++

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

কিন্তু + ক্লিক হয় নাই

৩| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর সব +

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন

৪| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৬

জুন বলেছেন: কি সুন্দর বৃষ্টি ভেজা ফুল সাথে কি সুন্দর বর্ননা কাজী ফাতেমা ছবি। কোন স্কুল আজও যেখানে গোলাপ ফোটে?
+

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। এই স্কুল হলো আমাদের মতিঝিল ব্যাংক কলোনী স্কুল, এখানে আবার ছেলেরা পড়তো। ২০২০ এ ওরা নেই আর স্কুলে, বড়জন কলেজে ভর্তি হবে আর ছোটজনকে নিয়ে গেলাম সেন্ট্রাল গর্ভরমেন্ট স্কুলে সিক্সে পড়ে েস।

ভালো থাকুন আপি

৫| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার এলাকার পরিবেশ এখন গোলাপ ফুলের মতোই সুন্দর! আমি ১৯৯৮ সালে ওখানে থাকতাম!

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মতিঝিল কলোনীতে কী? অনেক ধন্যবাদ রিফাত ভাইয়া
ভালো থাকুন

৬| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

অধীতি বলেছেন: বৃষ্টির স্নিগ্ধ আবেশ গোলাপে গায়ে বসে থাকে অনেকক্ষণ।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি

অনেক ধন্যবাদ অধীতি ভালো থাকুন

৭| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বৃষ্টি ভেজা যতসব গোলাপ। পছন্দের ফুল।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান দেশ প্রেমিক ভালো থাকুন

৮| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০

নজসু বলেছেন:

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান সুজন ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৯| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৫

পদ্মপুকুর বলেছেন: ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে যায়। ছোটবেলায় একটা কবিতা পরতাম-
'জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি
জোটে যদি মোটে দুইটি পয়সা ফুল কিনিও হে অনুরাগী...

এটা মূলত একটা হাদিসেরই কাব্যরূপ। রাসুল সা. ফুল পসন্দ করতেন।

ফুলের ছবি তোলার ইতিহাস পড়তেও ভালো লাগছিলো, কিন্তু ওই .... বাবার জানাজায় যাওয়ার বদলে... পড়তে গিয়ে বিষয়টা বেদনাদায়ক হয়ে গেলো। এখন আর এসব সহ্য হয় না। ভালো লাগে না।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য জাজাকাল্লাহ খাইরান পদ্ম

কিন্তু আজও একটা সংবাদ পড়লাম ধর্ষকের সাথে বিয়ে দেয়া হয়েছে শেষে, এ কেমন বিচার কে জানে

আমারও ভালো লাগে না এসব আর।

১০| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৫

পদ্মপুকুর বলেছেন: ছবিগুলো ভালো হয়েছে। ছোটবেলায় এ রকম ছবির ভিউকার্ড কিনতাম একটাকা করে...

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা সেই ভিউকার্ডের যুগ, মনে পড়ে গেলো, আমরা নায়ক নায়িকা ফুল মসজিদের ছবি কিনতাম। কত কত ভিউকার্ড , তখন যদি জানতাম এসব ইতিহাস হবে তাহলে এগুলো রেখে দিতাম

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১১| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু, আমি বাংলাদেশ ব্যাংক কলোনি-তে (নটরডেম এর উল্টা দিকের টা) স্কুলের পাশের বিল্ডিং থাকতাম - তখন অনেক পাতি/চাপাতি নেতার ভীড় ছিল !

এখন মনে হয় েঐ ভবনগুলো ভেঙ্গে নতুন ভবন করেছে। আর পরিবেশও অনেক সুন্দর হয়েছে। আর আপনার তোলা বিভিন্ন সময়ের কলোনীর ছবি থেকে ধারণা করি - ফুলের মতোই সুন্দর পরিবেশ তৈরী হয়েছে।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত কলোনীতে ছিলাম। তখন এত সুন্দর ছিলো না। এখন অনেক বেশী পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। গাছগাছালি প্রচুর। আর একটা বিল্ডিং তৈরী হইছে নতুন। আরও চারটা বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়েছে। নতুন করে উঠবে হয়তো। শুনেছি কলোনীর ভিতরেই একটা বিল্ডিঙ ব্যাংকের অফিস হবে।

ধন্যবাদ রিফাত

১২| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু ওখানে কি এখন স্কুল হচ্ছে? বিকালে ছেলেকে আনতে গেছেন মানে তো স্কুল হচ্ছে বৈকি। ।

আমাদের এখানে তো সবকিছু এখনো বন্ধ।‌ তবে বেসরকারি স্কুলে অনলাইন পড়াশোনা হচ্ছে। সরকারি স্কুলে মিড ডে মিলের চাল ডাল‌ আলু বিতরণের জন্য ব্যস্ত ছিল। তবে সম্প্রতি একটু নড়েচড়ে বসেছে। স্কুলে স্কুলে শিক্ষকদের ট্রেনিং চলছে। হয়তো খুব শীঘ্রই অনলাইন ক্লাস শুরু হবে।
আপনার তোলা ছবিগুলি ভীষণ সুন্দর।
কবিতাও ভালো হয়েছে।
পোস্টে চতুর্থ লাইক।
শুভেচ্ছা নিয়েন আপু।


২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: না ভাইয়া স্কুল তো বন্ধ,,,,,,,, এই ছবিগুলোর কাহিনী ২০১৯ সালের । আর এই স্কুলে ছেলেরা এ বছর থেকে নাই। খুব মিস করবো স্কুলটাকে, কত ছবি তুলেছি গত চার বছর ধরে। আমাদের এখানেও অনলাইনে ক্লাস হচ্ছে

ছোট ছেলে বড় ছেলে দুজনেই অনলাইনে ক্লাস করে কিন্তু আমাদের সমস্যা নেট নিয়ে, ফুড়ুত করে ওয়াইফাই নেট চলে যায় । এ নিয়ে সমস্যা চলছেই। স্কুল খুলতে মনে হয় অনেক দেরী আছে। পরিস্থিতি স্বাভাবিক হয় নাই আমাদের।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৩| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

নতুন নকিব বলেছেন:



চমৎকার সব গোলাপের ছবি। মন ভালো হওয়ার মত। সাথে যুক্ত করে দেয়া কাব্যিক বর্ণনা ততোধিক মুগ্ধকর। +

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেকদিন পর আপনাকে আমার পোস্টে পেলাম

আল্লাহ সুস্থ ও নিরাপদ রাখুন
ফি আমানিল্লাহ

১৪| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর পোস্ট। ছবি গুলো ভালো লাগলো।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

১৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৮

তারেক ফাহিম বলেছেন: ছবি আপার ক্লিকগুলো বরাবরের মতই সুন্দর হয়েছে।

কাব্যকথাও অনবদ্য, শুভকামনা সবসময়।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৬| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:

গোলাপে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কাঁটা! আমি না হয় কাঁটার ছবি যুক্ত করলাম। আমার কাছে মনে হয় কাঁটাবিহীন গোলাপ হলে গোলাপের হয়তো এতোটা মূল্য হতো না। (হয়তোবা)

বড় ছবি আপলোড করার পদ্ধতি আমার জানা নেই তাই বড় ছবি আপলোড করতে স্কয়ার ছবি দিতে হয়।
শুভ কামনা রইলো বোন।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর ছবি
আর বড় করেও পোস্টও তো করে ফেললে

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকো অনেক অনেক

আবার ফটো তোলার সময় এই কাটার ছবিও তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ

১৭| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: বোন এটা আপনার জন্য।

বৃক্ষ মেলা থেকে তুলেছিলাম।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর উপহার ভাইয়া

জাজাকাল্লাহ খাইরান
জীবন হোক গোলাপের মতন

১৮| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৩৪

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বৃষ্টিভেজা ফুলের ছবিগুলো আসলেই চমৎকার।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ লুইপা
ভালো থাকুন ফুলের মতই
শুভেচ্ছা সতত

১৯| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪৭

শোভন শামস বলেছেন: চমৎকার সব গোলাপের ছবি। সুন্দর কবিতা ++

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২০| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০৭

রামিসা রোজা বলেছেন:
বৃষ্টির সাথে গোলাপের আলিঙ্গন , ঠিক যেন সদ্য কিশোরীর
প্রেমে পড়ার সবচেয়ে রোমান্টিক মুহূর্ত।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর মন্তব্য

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
আমার ব্লগে আপনাকে স্বাগতম
ফি আমানিল্লাহ

২১| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফুলের সাথে যদি পাতার ছবিগুলোও ক্লিয়ার বুঝা যেত তবে আর সুন্দর হতো।+++

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অটো ব্লার হয়ে যায়,,,, মোবাইল ক্যামেরা কেবল ফুলটাকেই ফোকাস করেছে

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

২২| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৯

ওমেরা বলেছেন: বৃষ্টির পর আশে পাশের পরিবেশ কত স্নিগ্ধ কত সুন্দর লাগে আর গোলাপ সেতো এমনিতেই সুন্দর বৃষ্টিতে গোছল করে আরো সুন্দরতম লাগছে আপু ।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক বলেছো আপি..। আসলেই বৃষ্টির পরের পরিবেশ খুবই মনোরম

জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকো

২৩| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৫

ঢুকিচেপা বলেছেন: উপরের লেখাতে ফুল তোলার সাথে যে বাস্তবতা তুলেছেন সে প্রসঙ্গে না গিয়ে ভালো কিছুর জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
ভেজা গোলাপ দেখে মনটাই ভিজে গেল, এখন কি হবে ?
আমিও একটা দিলাম তবে কুয়াশা ভেজা

প্রথম কবিতার শেষ ৬ লাইন প্রার্থনা খুব সুন্দর হয়েছে।


২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য। আর কী সুন্দর গোলাপ মাশাআল্লাহ।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
শুভেচ্ছা সতত

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:২২

কবিতা ক্থ্য বলেছেন: বরাবরের মতো - অসাধারন।

২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.