নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» প্রকৃতির ছবি.......

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

০১। গোলাপী ডালিয়া smile কী যে সুন্দর রঙ এটার মাশাআল্লাহ


বিভিন্ন সময়ের তোলা বিভিন্ন জায়গার ছবি। ছবিগুলো ক্যানন ক্যামেরায় তোলা আশা করি ভালো লাগবে।

০২। ফিঙে পাখি, আমরা বলি ফেচকুন্দা


০৩। কামরাঙা দেখতে লোভনীয় কিন্তু এগুলা নাকি বিষাক্ত আগে কত খাইছি কই তখন তো কিছুই হয়নি । এখন ভয় লাগে খেতে sad


০৪। গোলাপী চন্দ্রমল্লিকা


০৫। ধলাই নদী, ময়মনসিংহ


০৬। আফোটা ফুল, কসমস এটা


০৭। চন্দ্রমল্লিকা


০৮। হলুদ নাকি কমলা কেমন যেন একটা কালার এই গোলাপের মাশাআল্লিাহ


৯। সাদা কসমস


১০। আমরা বলি মোরগার ছোট


১১। আহা কী মিষ্টি রঙ গোলাপ মাশাআল্লাহ


১২। টাইগার লিলির কলি


১৩। গোলাপী কসমস


১৪। সাদা চন্দ্র মল্লিকা


১৫। এক ঝাঁক কামরাঙা


সবগুলোর সাথেই কবিতা আছে । অনেকেই বিরক্ত হন তাই দিলাম না sad

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: +++++
হুম!!

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। কিন্তু আপনি পোস্ট দেন না যে
কী হলো
ঝামেলা চলছে নাকি
ভালো থাকুন অনেক অনেক

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম বোন।
আপনার অসাধারণ ছবির সাথে দারুণ কবিতাগুলো আমি খুব উপভোগ করি।
ভালো লাগে।
কবিতা বিরক্তির কারণ জেনে অবাক হলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আসসালাম
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
হ ভাই ছবিতে কবিতা দিলে সে পোস্টটি হিট হয় না :( হাহাহাহা

আগামী পোস্ট কবিতা দিয়ে হবে ভাইয়া ইনশাআল্লাহ

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

অসিত কর্মকার সুজন বলেছেন: সুন্দর ও ঝকঝকে সব ছবি । দেখেইমন ভালো হয়ে যায় । কামরাঙ্গাতে লোভ দিলাম আমি :D

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অসিদ দা। কামরাঙা নাকি ক্ষতি হয় ভয় লাগে এখন :(

ভালো থাকুন

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

জুন বলেছেন: প্রতিটি ছবিই দারুণ। আপনার ছবি তোলার হাতের প্রশংসা বরাবরই করে আসছি কাজী ফাতেমা। বিশেষ করে ফুলগুলো কি জীবন্ত।
+

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫

মিরোরডডল বলেছেন:



ছবিপু, গোলাপী ডালিয়া দেখিনি আগে, আসলেই অনেক সুইট কালার ।
একটা কিশোরীর মতো ।
আহা পাখিটা কি বিষণ্ণ একা !
কেনো দাওনি কবিতা ? যার বিরক্ত লাগবে সে পড়বে না , সিম্পল ।
সবগুলো ছবিই সুন্দর হয়েছে আপু ।


০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর মন্তব্য
জাজাকিল্লাহ খাইরান আপি
পরের বার থেকে ইনশাআল্লাহ দেবো
ভালো থাকুন আপি

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

করুণাধারা বলেছেন: মনভোলানো সব ছবি। বেশি ভালো লেগেছে ফুলের কুঁড়ির ছবি দুটি।

এক ঝুড়ি কামরাঙা কী করলেন? কুচি করে কেটে রসুন কাঁচা মরিচ বাটা, সরষের তেল আর লবণ মেখে....

সারাজীবন ধরে খেলাম, এখন শুনি কিডনী নষ্ট হয়ে যায়!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি, অনুপ্রেরণামূলক মন্তব্য

এগুলো কিনি নি আপি ছবি তুলেছি মাত্র। ব্যস্ত জীবনে শখ করে কিছু খাওয়ার সময়ই পাই না। বাড়িতে থাকতে সবাই মিলে বল ভর্তি কামরাঙার ভর্তা করে দুপুর বেলা খেতাম তাও তরতাজা আমাদের গাছের

জি আপি এখন শুনি কামরাংগা গেলে ক্ষতি
ভালো থাকুন

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

বিজন রয় বলেছেন: না, কোন ঝামেলা চলছে না। ভাল আছি।
হাতের রেখা কি কখনো ভাগ্যের নির্দেশ করে?

লেখা জমছে, কিন্তু পোস্ট দেওয়ার মানুষ নেই!

কবিতা বিরক্তির কারণ এটি যারা বলেছে, তাদের নামগুলো বলবেন কি?

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা জমানোর দরকার নাই দাদা, ছেড়ে দেন আমরা পড়ি

কবিতা দিলে অনেকেই আসে না পোস্টে দাদা

ভালো থাকুন শুভেচ্ছা ধন্যবাদ সতত

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

বিজন রয় বলেছেন: করুণাধারা বলেছেন: সারাজীবন ধরে খেলাম, এখন শুনি কিডনী নষ্ট হয়ে যায়!!

@ করুণাধারা আপা, আপনার কি কিডনী নষ্ট হয়েছে? যদি না হয় তাহলে বুঝবেন ওসব বাজে কথা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনলাম কিডনিতে প্রবলেম থাকলে খাওয়া যাবে না

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর। প্রতিটা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ছবিগুলো চমৎকার।চিত্রগ্রাহকও নিঃসন্দেহে দক্ষ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

অশুভ বলেছেন: কামরাঙ্গা ক্ষতিকর আগে জানতাম না। জীবনে প্রচুর কামরাঙ্গা খেয়েছি, প্রচুর। তাই প্রথমে একটু সার্চ করে দেখলাম। উকিপিডিয়াতেও পেয়ে গেলাম তথ্যটা। একটি প্রয়োজনীয় তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন তো সবাই বলে ক্ষতিকারক নয়। যাদের কিডনির সমস্যা তাদের জন্য ক্ষতি। অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

জুন বলেছেন: কামরাঙ্গা খেলে কিডনি নষ্ট হয় না , কিন্ত যাদের কিডনি সমস্যা আছে তাদের জন্য ক্ষতিকর এটা শুনেছি কাজী ফাতেমা।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা এখন জানলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছবি আপুর পোষ্টটি দেখে মনটা ভরে গেল।
ফুলেল ও ফলেল শুভেচ্ছা নিন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ফিঙে পাখির ছবিটা অসাধারণ লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ২, ৪, ৭ বসচেয়ে বেশী সুন্দর হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া
ভালো থাকুন

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭

কালো যাদুকর বলেছেন: ছবি দেখে কামরাংঙ্গা খেতে ইচ্ছে করছে । সুন্দর ছবি পোস্ট।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো আরেকবার এসে দেখে গেলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৪

ফারহানা শারমিন বলেছেন: মন ভালো করা সব ছবি। কামরাঙা দেখলে লোভ সামলাতে পারি না। আচার বানিয়ে খেয়ে ফেলি।আমার কিডনি ও জানে আমার কামরাঙা পছন্দ। তাই বেচারা কোনভাবে এডজাস্ট করে নেয় বোধহয়! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। আল্লাহ ভরসা

ভালো থাকুন সব সময়

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১১

শাহিন-৯৯ বলেছেন:


আপু, কবিতা দিবেন তবে চার লাইন বা ছয় লাইন তাহলে সুন্দর হয়। মূল কবিতার সবচেয়ে দুর্দান্ত লাইন চারটি দিয়ে দিবেন।

আপু, আপনার নাম যেমন ছবি আপনি ছবিও তুলেন তেমন ছবির মত।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান শাহিন ভাইয়া

এখন থেকে মনে থাকবে

ভালো থাকুন ফি আমানিল্লাহ

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩৭

নেওয়াজ আলি বলেছেন: মনোরম

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: পোস্টে লাইক!

শাহিন-৯৯ এর মন্তব্যের কথাই আমার কথা, লাইক ওনার মন্তব্যে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি অনেক ভালো থাকুন

ইনশাআল্লাহ মনে থাকবে

২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ফিংগে পাখি অনেক দিন দেখি না।আমার খুব প্রিয় পাখি

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাড়িতে গেলে দেখতে পাই শহরে দেখি না

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যাদের ছবির সাথে কবিতা ভালো লাগে না-তাদের নাম দিয়েই কবিতা শুরু করুন! সাথে কাল্পনিক ছবি জুড়ে দিন!! :)

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ঠিক একদম ঠিক

ধন্যবাদ ভাইয়া

২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

শোভন শামস বলেছেন: সুন্দর ও ঝকঝকে সব ছবি +++

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

রামিসা রোজা বলেছেন:
কৈশোরকালীন সময়ে আমাদের পাশের বাড়ির চন্দনা মাসির কামরাঙ্গা গাছ থেকে চুরি করে কতো যে খেয়েছি.....
আপনার তোলা ফুলের ছবিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি.... জি আপি এখন পেলেও খাও্রয়ার সময় নেই অথবা ইচ্ছেও হয় না

সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা রইলো
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন:



সবগুলি ছবি সুন্দর হয়েছে ।
কামরাঙ্গার জুস বিশ্বের সকল সুপার স্টোরে পাওয়া যায় বেশ , সকলেই এটা খাইতে বেহুস , কে বলেছে এটাতে আছে বিষ?
প্রতিদিন কামরাঙ্গার শরবত পান করলে শরীরের ক্লান্তি দূর হয়। প্রাণ জুড়ানো কামরাঙ্গার শরবত শরীর ও মন দুটোকেই চাঙ্গা করে তোলে। আর কামরাঙ্গা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি।এই শরবত শরীরে পুষ্টির যোগান দেয় এবং শরীর ঠাণ্ডা রাখে। খা্তও
কামরাঙ্গার শরবত তৈরি করাও খুব সহজ খাইতেও মঝা ।


বিশেষ অনুরোধ;

দুই ধার উঁচু তার
ঢালু তার পাড়ি
একধারে বন আর
অন্য তীরে আছে
সর্ষে ফুলের মাঠ
পাশে বসে আছে
কিষান বালক একটি ।
দয়া করে আপনার স্টক হতে
তেমন একটি ছবি দেন তাড়াতাড়ি ।



০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আপনার মন্তব্য মানেই অনেক কিছু, জাজাকাল্লাহ খাইরান
সরষে ফুলের ছবি খুঁজে বের করে দেবো ইনশাআল্লাহ,
কামরাঙা ছোট বেলা থেকে খাচ্ছি আলহামদুলিল্লাহ কিচুই হয়নি এখনো

ভালো থাকুন ভাইয়া জি

২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৯

মা.হাসান বলেছেন: ভেরি স্যাড। কবিতা ছাড়া ছবি কি জমে? :(( |-)
রি পোস্ট করবেন , প্রত্যেকটার জন্য আলাদা কবিতা সহ। B-))
এত সুন্দর পাখিটাকে ফিচকুন্দা নাম দিলে মানহানির মামলা হবে।
ধানক্ষেতের পাশে বর্ষায় পানি জমছে, ঐটাকেই আপনি ধলাই নদী বললেন? আপনি আসলে সমুদ্রের মতো নদিও দেখেন নাই।
ফুল দেখেও আমি নাম বলতে পারি না, আপনি কলি দেখেই নাম বলে দিলেন? ভালোই কেরামতি জানেন। এয়ারপোর্টে সিকিউরিটির কাজে আপনাকে ব্যবহার করা যায়। ব্যাগ না খুলেই বুঝতে পারবেন ভিতরে ঝামেলার কিছু আছে কি নাই।

যাদের কিডনির সমস্যা আছে তাদের কলা, বাদাম, টমেটো সিম- অনেক কিছুই খাওয়া নিষেধ। কামরাঙাও তাই। সুস্থ লোকের জন্য কামরাঙা কোনো সমস্যা করে না। বরং ফ্যাটি লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে, লিভার ক্যানসারে উপকার করে। কাজেই কামরাঙা খাওয়া বন্ধ করার কোনো দরকার নাই। ফেসবুকে যেরকম অনেক কবি বাহির হইসে সে রকম অনেক ডাক্তারও বাহির হইসে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা াহাহা পরেরবার দেবো ইনশআল্লাহ । হবিগঞ্জের ভাষায় এসব বলে আমি কী করবো :)

মরে যাচ্ছে নদী, করার কিছু নাই :( আমাদের খোয়াই নদী কিন্তু এর চেয়ে বড়। সমুদ্র দেখি নাই এ আক্ষেপ যে কবে যাবে কে জানে :(

কিছু ফুলের নাম জানি। আবার ভুলেও যাই, এগুলো কমন ফুল তাই মনে থাকে। তবে আমার বড় মাছের নামও মনে থাকে না। ছোট মাছ ব্যতীত সব মাছই বড় মাছ বলি তবে কিছু কিছু বড় মাছের নাম জানি, যেমন ইলিশ বোয়াল পাংগাস

এয়ারপোর্টে চাকুরী পেলে ভালোই হইতো। কোনো একদিন পলাইয়া যাইতাম গা। হুম এখন শুনতেছি যাদের কিডনি প্রবলেম আছে তারা খেতে পারবে না। আমরা খেতে পারবো ইনশাআল্লাহ।

জাজাকাল্লাহ খাইরান । অনেক ভালো থাকুন ।ইদানিং আপনার পোস্ট পাওয়া যাচ্ছে না কিয়ো কিয়ো কিয়ো :)

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:






বাড়ীর নতুন বউ অথবা বাড়ীর নতুন জামাইকে ট্রিট দেওয়ার জন্য হতে পারে অন্যতম খাবার! - কামরাঙ্গা মরিচ দিয়ে কামরাঙ্গা ভর্তা! - আমি দায়ি নই। যার যার নিজ দায়িত্বে কাজটি করবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ এই মরিচের জন্য কদিন যাবত তাসীনের বাপরে কইতাছি বাজার থেকে আনতে। আনে না। কালকে রাগ কইরা কইলাম আমি কিছু কইলে আপনার মনে থাকে না। আমার প্রতি আপনার টান নাই ভালোবাসা নাই হাহাহা,..... সে বললো বাজারে যাওয়ার সময় মনে করে দিয়ো।

এর ঘ্রানেই ভাত খাওয়া যায়

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকো

২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোনরে, আপনি এজিবি কলোনির বাজারে মরিচ পাবেন তবে তেমন ঝাল বা ঘ্রাণ নেই। আপনি গাছ সংগ্রহ করবেন ফার্মগেট খামারবাড়ি সরকারি নার্সারি থেকে।

মরিচের নাম: - কামরাঙ্গা মরিচ
জাত: - নাগা মরিচ
রঙ: - কাঁচা - টিয়া সবুজ, পাকা - লাল কমলা
মূল্য: - ১০০ টাকা (টব ও মাটি সহ)

আমার ওপিনিয়ন: স্বাদ ঝাল আগুনের মতো

অবস্যই ফার্মগেট খামারবাড়ি সরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করার সময় আলাদাভাবে ১০ কিলো মাটি নিয়ে নিবেন। মাটির দাম পরবে ১০ টাকা কিলোগ্রাম। কারণ মাটির কারণে গাছের ফল ও স্বাদ পরিবর্তন হয়ে যায়।

আমার নতুন একটি লেখা “হাওয়াই মিঠাই” ব্লগে আছে পড়ার জন্য অনুরোধ করছি।


০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার তো লাগানোর মত জায়গা নেই। নিজের বাড়ী করার পর ইনশাআল্লাহ সবই করবো একদিন

এ কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান

৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

মুক্তা নীল বলেছেন:
ছবি আকার ছবি ব্লগ বরাবরের মতই অসাধারন ।
কামরাঙ্গা ও দেশীয় পেয়ারা আমারও ভীষণ প্রিয় আর
ছবিতে কামরাঙ্গা দেখে এখনই খেতে ইচ্ছে করছে ।
যাচ্ছি আপনার নতুন চিঠি পড়তে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু আপনার মন্তব্য পেলে মন ভালো হয়ে যায়। সাদাসিধে সরল মনের আপু
জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন এই দোয়া রইলো

৩১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

তারেক ফাহিম বলেছেন: এত চমৎকার ছবি ব্লগ আমার নজরে আসেনি, ভাবতেই নিজের কাছে খারাপ লাগছে।

ছবির সাথে ক্যাপশান থাকলে আরও চমৎকার হতো। কব্য কথা হলেতো পোস্ট আরও সুন্দর হতো।

আমার ঘরের সামনেও কামরাঙ্গা গাছ আছে, প্রতি সকালে গাছের নিচে কামরাঙ্গা পরে থাকে। আগে আগে বোনেরা খেতো, এখন না করার কারনে খুব একটা খায় না।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: গত হয়ে যাওয়া পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য। এসব মন্তব্য অনুপ্রেরণা যোগায় ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান আগামীতে ক্যাপশন দিয়ে দেবো।

কামরাংগা আমাদের বাড়ীতে দুটো গাছ ছিলো। এখনও দুটো আছে তবে নতুন একটা পুরাতন টা কেটে ফেলা হয়েছে।
কামরাংগার ফুল যে কত সুন্দর দেখেছেন ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.