নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এসো যুদ্ধ হবে=

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪০



©কাজী ফাতেমা ছবি
#এসো_যুদ্ধ_হবে

ঠুকাঠুকি টুকাটুকি, করবে যে আর কত দিবস
শুনতে শুনতে গায়ে জ্বালা, অবুঝ মনটা হলো বিবশ!
ঘরের ভিতর ভাল্লাগে না, ময়দানেতে এসো দেখি
ঢাল তলোয়ার সঙ্গে এনো, তেতলে দিবো মুখটা মেকি!

যুদ্ধ যুদ্ধ খেলা মোদের, হবে বলো কবে ইতি
ত্রুটিমুক্ত হবে কবে, তোমার পাগল মন জ্যামিতি।
নিরব যুদ্ধ পানসে লাগে,এবার চলো বাজাই যুদ্ধ;
ঝনঝনাঝন বাজনা শুনে. মন করে নেই প্রেমে শুদ্ধ!

বুকের ভিতর ছুরি ঢুকাই, রক্ত দেখি দু'চোখ ভরে
হবে নাকো এমনতরো, যদি থাকো চুপটি ঘরে।
নাকের উপর ঘুসি মেরে, থেতলে দিতে ইচ্ছে বড়
এই হাতে নাও ঢাল তলোয়ার, রামদাটাও শক্ত ধরো।
দাও বিঁধিয়ে বুকে আমার, ইচ্ছে তোমার হোক না পূরণ
যাক ঘটে যাক একটি দিনে, ভালোবাসা প্রেম বিস্ফোরণ।

২।
যুদ্ধ চাইছি যুদ্ধ হবে, আজকে তোমার সঙ্গে
আমায় ছেড়ে মেতে আছো, কার সঙ্গে যে রঙ্গে?
রাখোনিতো খবর আমার, কষ্ট মনে পুষি
কেমন আছো কোথায় আছো, আছো হাসি খুশি?

কথার যুদ্ধ হবে এবার, সামনে আমার আসো,
দেখবো আহা বাঁকা ঠোঁটে, কেমন করে হাসো;
মনের সাথে মনের যুদ্ধ, চলতে হেথায় নিত্য;
তোমার এমন অবহেলা, জ্বলে অঙ্গার পিত্ত।
এই মুহুর্তে ইচ্ছে হবো, কথার যুদ্ধে লিপ্ত
তুমি বাপু ক্যামনে থাকো, এতোটাই নির্লিপ্ত?

৩।
রঙ্গে রঙ্গীন এই দুনিয়ায়, নিত্য চলে যুদ্ধ
স্বার্থের লাগি মানুষ করে, ন্যায়ের পথটি রুদ্ধ।
ঢাল তলোয়ার নয়তো শুনো, যুদ্ধ চলে বুদ্ধির
কেউ ভাবে না এই জীবনে, পথটি ধরবে শুদ্ধির।

জায়গা জমি ঠেলে ঠেলে, বাড়ায় নিজের জমি
আরে পাগল পরকালে, হয় না জায়গার কমি।
স্বল্প আয়ূর এই দুনিয়ায়, জমি দিয়ে কি হয়
যেমন কর্ম করবে হেথায়, দুর্নাম হয়ে সব রয়!

পুন্যি করলে হবে তুমি, পরকালে সুখী
চলো তবে এবার মনের লোভ লালসা রুখি।
অল্পতে হই সুখি চলো, এই দুনিয়ার মাঝার
নেকি কিছু সাথে নিলে, স্বর্গে শান্তি হাজার।
স্বার্থ হিংসা ঈর্ষা অহম,ছুঁড়ে ফেলো আজই
ভাল কাজে নিজকে সঁপার রাখতে পারো বাজি।
(জুন ২১, ২০১৭)

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নাকি? :) যুদ্ধ লাগবে না খালি রান্না ঘরে তালা ঝুলাইয়া দেন। দেখবেন মজা।

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেতের লগে যুদ্ধের শেষ নাই, আবার পাঁচ মিনিট পর সব শেষ । বদ লোক একটা
কবে যে নাকে দিমু ঘুসি : :D । আপাতত রান্নার দায়িত্বে দেবরের বউ। নইলে ঝুলাই দিতাম।

থ্যাংকিউ ভালো থাকুন ভাইয়া

২| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৬

জটিল ভাই বলেছেন:
আপনার জন্যে আফগানিস্থানের পাসপোর্ট-ভিসা দরকার :P
বড়ই জটিল কাব্য :)

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা দেশ ছাইড়া পালাইতে মুন্ছায়

আফগানিস্তান না আম্রিকা যাইতাম

তা কেমন আছেন?

৩| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেবরের বউ খালি ভালো ভালো খাবার রান্না কইরা ভাইরে খাওয়ায়। আপনি মাঝে মাঝে ভালো কিছু বানাইয়া না খাওয়াইলে কিন্তু আপনার মূল্য কইমা যাইবার পারে। :) আমার তো মনে হয় এই রান্নাই ঝগড়ার মুল কারণ। B-) আপনি যেগুলি খাওয়ান ঐগুলি মনে হয় ভাইয়ের পেটে হজম হয় না। :)

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই মাঝে মাঝে বাচ্চাদের জন্য রানতে কয়। কিন্তু কী যে রানমু খুঁজে পাই না। তবে মাঝে মাঝে রান্না করি ছেলেদের পছন্দ অনুযায়। বেটা মানুষের খাওয়াইয়া সন্তুষ্ট করা কোনো নারীই পারবো না। ঝুল হইলো কা, লবণ কম, আরেকটা ঝাল হইলে ভালা হইতো, প্রতিদিন একই সবজি, একই মাছ। আরে বাবা তোমরা যেতা বাজার করো ইতাই তো রান্দি। আমরা কিতা বানাইতাম নি। হুহ

৪| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০২

জটিল ভাই বলেছেন:
যুদ্ধ করতে হলেতো আফগানেই যেতে হবে তালেবান হয়ে :P
আলহাম্দুলিল্লাহ্ ভালো। তা আপনার কি খবর আভী?

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই আপাতত

আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। তবে গত একদিন আগে তামীম অসুস্থ ছিলো, মনে হয় ঠান্ডা জ্বর, অবস্থা খারাপ গিয়েছে , নাপা এক্সটেন্ড খাওয়ার পর ছেলে আমার ওয়াশরুমে সেন্সলেস হয়ে গেছিলো। তার এ অবস্থা দেখে আমিও সেন্সলেস। তার জ্ঞান ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে । আমার জ্ঞান ফিরাতে গিয়ে সবাই টেনশনে পড়ে গিয়েছিল।
আলহামদুলিল্লাহ ভালো আছে তামীম এখন।

৫| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি কইবেন বাজার আমি করমু রানবা তুমি। কথা শেষ। :)

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা কিন্তু রোজই একই বাজার আনেন কিল্লাই। বদলাইয়া আনতে পারেন না। তাইলে বেমজা রান্নাই খাইতে হইবেক

৬| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৮

জটিল ভাই বলেছেন:
আলহাম্দুলিল্লাহ্। তবেতো বেশ ভালো ধাক্কাই গিয়েছে। এখনের সময়টাই এমন। তাই শারীরীক সুস্থতার আগে মানসিক সাহস দরকার। যদিও মায়েরা এমনই হয়। আল্লাহ্ সবাইকে নিরাপদে রাখুন। আমিন।

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। আমার হার্ট খুব দুর্বল। দুনিয়ার সব দুর্ঘটনা সহ্য করতে পারি। কিন্তু তাসীন তামীমের একটু কিছু হইলেই আমি সুস্থ থাকি না। বড় ছেলে তাই কোথাও কেটে গেলে বা ব্যথা পেলে আমারে কয় না। বলে তুমি কেঁদে দিবা :(
আমিন
জাজাকাল্লাহ খাইরান

৭| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৩

ফয়সাল রকি বলেছেন: নির্লিপ্ত থাকাটাও যুদ্ধের একটা অংশ!

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা নিরব যুদ্ধ .... তবে আমি কাইজ্জা করতে রাজী
কিন্তু চুপ বা নির্লিপ্ত থাকতে পারি না।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৮| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৭

ফয়সাল রকি বলেছেন: নির্লিপ্ত থাকলে উনার উত্তেজনাও দ্বিগুণ তিনগুণ হয়ে যায় B-)

২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা তাই নাকি। ভালোই অভিজ্ঞতা আছে দেখছি

৯| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৬

ইসিয়াক বলেছেন: খুব ভালো।

২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই
ভালো থাকুন

১০| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫০

অর্ক বলেছেন: দারুণ আপু

২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ অর্ক
ভালো থাকুন স্বপরিবারে
ফি আমানিল্লাহ

১১| ২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৫

হাবিব বলেছেন: বাপরে ........ ভয় পাইছি.. :|

২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা, এটা ভাবীরে পড়াইবেন।
থ্যাংকিউ

১২| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
...
জটিল-কুটিল সেভেন্টি ফোর
আইলো কত ভাইপো,
খিল্লি খাবার বেলায় আছে
কইলোনা কি টাইপো?

রকির না হয় ছটফটানি-
তাই পড়েনি চোখে;
হাবিব স্যারও কইলোনা সে-
খুব লেগেছে বুকে।

'তেতলে'টাকে খেয়াল করে
এডিট করে নিও;
তিনটি ছড়ার তিনটি খাসা
তিনটি আমার প্রিয়।

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আসলেই চোখে পড়েনি
ঠিক করে নিয়েছি
ধন্যবাদ অনেক অনেক

১৩| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: শিরোনামটা পছন্দ হয় নি ।

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা। কী দিলে ভালো হতো?

ধন্যবাদ ভালো থাকুন

১৪| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব একটি লেখা পড়লাম।

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

১৫| ২৪ শে আগস্ট, ২০২১ ভোর ৫:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



ছবি কবিতা ছড়া
সবটাই বেশ চড়া
এমন ছবি দেখলে ভয়েই যাবে মারা
বাড়াবাড়ি করলে দেখবে দুয়ারে খাড়া।

শুভেচ্ছা রইল



২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাা ঢাল তলোয়ারের যুদ্ধ হবে

অনেক সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনে কঅনেক

১৬| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হয়না শেষ যুদ্ধ যুদ্ধ খেলা
এখনো রয়েছে বেলা।

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: যুদ্ধ চলবে অনন্তকাল থামবে না :)

ধন্যবাদ মাইদুল সরকার
ভালো থাকুন

গল্প কবিতায় কি আপনি লিখেন? এই নামে আইডি দেখেছি

১৭| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: যুদ্ধ করছি :(( বেশ করেছি,
আরও করব যুদ্ধ ।
আমার ছেড়ে অন্য কারো সংগে,
কেন করো রঙ্গ ?

ইডা না মেনে নেওয়া যায় না মেনে নেয়ার। তবে বিবাহিত পুরুষমাত্রই পাশের বাড়ীর ভাবীকে অথবা বাইরে যারে দেখে তাকেই ভাল লাগে খালি নিজের ঘরের কাউয়া (বউ) ছাড়া।কারন, বিয়ের পর বউকে দেখলে খালি খালি তার (কাউয়া) কথাই মনে পড়ে আর গোপনে গোপনে দীর্ঘশ্বাসের সাথে ভাবে " সবার বউ এত ভাল ও সুন্দর খালি আমার কপাল এমন কেন ঐল" এর সাথে সাথে গানও আহে মনে, "বিয়া করলাম কেন রে ভাই , বিয়া করলাম কেন"। (নিজেও পুরুষ কিনা এবং ইরকম ভাবনা আমারও মনে আসে - তবে অন্যকারো সাথে এরকম ভাবনা মিললে আমি দায়ী নই)

আর, পরকালের চিন্তা? এখন আমাদের বেশীরভাগেরই চিন্তা , নগদ যা পাও ,হাত ভরে নাও - বাকীর খাতা শূন্য থাক " এর সাথে সাথে অনেকেই আবার পরকাল বলে কিছু আছে তাই বিশ্বাস করতে চায়না।

কবিতা ব্যাপক সৌন্দর্য ঔছে ;) ফাতেমা বোন।তার জন্য +++।


২৬ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ তবে তাসীনের বাপ এমন না। সে সাংসারিক মানুষ, দুনিয়া একদিকে সংসার একদিকে। যদিও আমার প্রতি মনোযোগী কম কিন্তু বুঝতে পারি না সে মনোযোগি কিনা হাহাহাহ, এতদিন ধইরা থাকতাছি মন বুঝি না যাউগ্গা যেমন আছি আলহামদুলিল্লাহ।

সেটাই দেখতেছি। ব্লগেই দেখলাম অনেকে পরকাল বিশ্বাস করে না। আল্লাহ এদের হেদায়েত দিন

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১৮| ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৭

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,





তামাম পৃথিবী জুড়েই শুধু যুদ্ধ আর যুদ্ধের পাঁয়তারা। এর মধ্যে আপনিও আবার যুদ্ধের ঘোষনা দিলেন ! কলিজা বটে!
রাতে ঘুম ভালো হয়েছিলো তো, নাকি এ্যাসিডিটির সমস্যা হয়েছিলো ? :)

তবে পাঠককুল মনে হয় একদিক থেকে এর সুফল পেয়েছেন- একখানা ঝাঁ - চকচকে চাক্কুর মতো ছড়া পেয়েছেন আর পেয়েছেন
সাড়ে চুয়াত্তর, জটিল ভাই এর সেইরাম মন্তব্যগুলো একদম ফ্রি'তে।

২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ের অভাবে মন্তব্যের উত্তর দিতে দেরী সরি। রাতে ঘুম ভালো হবে কীভাবে। পোলাপান ঘুমায় দেরীতে, আমি ১২টার আগে বিছানায় যেতে পারি না। অবশ্য তাদেরও দোষ নাই, টিচার এসাইনমেন্ট পড়াশুনা শেষ হয় দেরীতে, রান্নাঘার গুছাইয়া তারপর বিছানা। একটা বাজে ঘুমাইতে। তখন অটো ঘুম চলে আসে। এসিডিটির সমস্যা সারাজীবন ধরে :(

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৯| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

মুক্তা নীল বলেছেন:

ছবি আপা ,
আমি আমার দুলাভাইয়ের পক্ষে । বেচারা ভোলাভালা মানুষ
তাই আপনি বিদ্রোহ ঘোষণা কইরেন না ।
মজার হয়েছে কবিতা এবং ছবিটা হয়েছে অসম্ভব সুন্দর ।
সবসময়ই ভালো থাকুন প্রিয় ছবি আপা ।

২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেচারা
বদ বেটা
বদ মানুষ
তার চোখে গুতা, নাকে ঘুষি :)

আপু অফিসে এত এত কাজ মন্তব্য দিতে তাই দেরী

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন ফি আমানিল্লাহ

২০| ২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: হ্যা আপু লিখি প্রায় বছর খানেক ধরে। আপনার কোন আইডি আছে ওখানে ?

২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ আছে তো। আমাদের কথা হয় সেখানে মন্তব্যে। এই মেঘ এই রোদ্দুর নামে আছি
https://golpokobita.com/profile/Chhobi

২১| ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরুতে মনে হচ্ছিল, এটা একতা ভয়ঙ্কর কাব্য, সুতরাং আর আগোবোনা। বিশেষ করে শিরোনামের যুদ্ধংদেহী ছবিটা ভীষণ ভয় জাগানিয়া। কিন্তু তার পরেও, শেষ পর্যন্ত এসে দেখি এখানে রয়েছে শুদ্ধ জীবন যাপনের আহবান। সুতরাং কবিতায় ভাললাগা রেখে গেলাম। + +

০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আসলেই যুদ্ধ নয় শান্তি চাই।

অনেক সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান ভাইজান
ভালো থাকুন

২২| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:১৭

মিরোরডডল বলেছেন:



ছবিপু আই’ম সো স্যরি তোমাকে উইশ করতে ভুলে গিয়েছিলাম ।
Belated Happy Birthday!
Shame on me, how could I forgot :(
যাইহোক এখনও মাস শেষ হয়নি, তাই না :)





০১ লা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাপার না আপুনি। দেরীতে হলেও আমার কথা তোমার স্মরণে আছে সত্যি ভালো লাগলো
কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো।

আল্লাহ তোমার পরিবার সহ সবাইকে ভালো রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.