নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রেমের বৃষ্টি নামবে অঝোর=

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬


©কাজী ফাতেমা ছবি
#আশা_আমার_ধুঁধু_বালুচর

মন নদীতে জোয়ার এসে
জাগিয়ে দিলো প্রেমের চর
কেউ আসে নি এখনো হায়
বেঁধেছি বালুয় আশার ঘর।

সেই বালিতে ঝিকিমিকি
আলোর খেলা নিরবধি
ধরতে গেলে পালায় দূরে
মরিচিকা মোহের নদী
উড়ায় ভাসায় হাবুডুবু
আচম্বিতে নিরাশার ঝড়।।

বালির আয়নায় বিষণ্ণ মুখ
চেয়ে দেখি চুপসে গেছি
ইচ্ছে হয় প্রেম বাজারে
গিয়ে সে প্রেম কিনি বেচি!
এমনতরো একলা জীবন
মনে লাগে মুহূর্তে ডর।।

বালির চরে ধুঁধুঁ জমি
বসে উদাস অপেক্ষায় রই
ভিড়ে না নাও প্রেমের ঘাটে
কেউ নাই! প্রেমিক সে গেলো কই?
মনের ভিতর আগুন জ্বলে
দাউদাউ আগুনে শুকনো খড়!!

নদী জুড়ে শ' হাজার নাও
নিত্য করছে আসা যাওয়া
এদিক পানে কেউ আসে না
মনের ভিতর বিষের হাওয়া!
কেউ হবে না আপন আমার
দূরে থেকে হয় সবাই পর।

বালি দিয়ে বাঁধছিলাম ঘর
জোয়ার এসে ভাসিয়ে নেয়
খাঁখাঁ রোদ্দুর মাথায় আমার
সূর্যটাও যে কষ্ট দেয়।
তীব্র জ্বালায় জ্বলি আমি
অন্তর কাঁপে হায়! থরোথর।।

মরুভুমির বালুচরে
একলা আমি উদাস ভীষন
জানি নাতো শেষ কবে যে
বেহায়া এই প্রেমের মিশন।
আশা আমার সাইমুম ঝড়ে
ওড়ে, ঝরে যায় ঝরোঝর।

বাঁধ মানে না মনের নদী
উথাল পাথাল ঢেউয়ের পর ঢেউ
আশায় তবু আছি আমি
হঠাৎ একদিন আসবে কেউ!
ভালোবাসা আসবে আহা
প্রেমের বৃষ্টি নামবে অঝোর।।
(০৬-০৯-২০১৬)

২০১৬ সালের লেখা, কী মনে করে লিখছি মনে নাই :)

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোহেন ভাইয়া ভালো থাকুন

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

হাবিব বলেছেন: মোটামুটি হয়েছে

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া ভালো থাকুন

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

স্প্যানকড বলেছেন: ছাতা রাইখেন আপু ইদানীং বৃষ্টিতে ভিজে জ্বর হলে বিপদ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা রাখবাম। আল্লাহ ভরসা
ভালো থাকুন। থ্যাংকিউ সো মাচ

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

কামাল১৮ বলেছেন: অতপর তাঁহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।বাস্তবতা হলো সুখে দুঃখে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম শুধু সুখে না দুঃখেও । হুম সুখে থাকা মুশকিল তাছাড়া দুঃখ না থাকলে কি আর সুখ অনুভব করা যায়।
অনেক ধন্যবাদ কামাল ভাইয়া
ভালো থাকুন

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




বালির ঘর টেকে না। কবিতা খুব ভালো হয়েছে। +++

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ কিছু আশা বালির ঘরই হয় কখনো

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকুন

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


প্রেম ফুলের মতো ফোটে

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস গোলাপ বেলী হাসনাহেনার মতন
থ্যাংকিউ
ভালো থাকুন

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৯

সোহানী বলেছেন: পুরো লিখা নতুন করে দেখতে সবসময়ই ভালো লাগে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু, ফেসবুক মেমোরী মনে করিয়ে দেয়। কী যে ভালো লাগে
থ্যাংকু আপু
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লেগেছে আপু।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ভাইয়া জি

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: এখনও কেউ আসে নাই? :D এটা কেমন কথা !

আমার কত এলো কত গেল ! :D =p~

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই, প্রেম ভালোবাসার মর্মই বুঝলাম না ধুরু :(
হাহাহা এজন্যই তো নতুন নতুন গল্প পাচ্ছি

থ্যাংকিউ সুন্দর মন্তব্যের জন্য।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৫

ঢুকিচেপা বলেছেন: বুঝলাম ১৬ সালের প্রেমের বৃষ্টি জলে যখন ভাসছিলেন তখন তামিমের বাবা আপনার হাত ধরে টেনে তুলেছেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা.... হইতেও পারে... বিয়ে হয়েছিলো ২০০২ সালে

থ্যাঙকিউ ভাইয়া
অনেক ভালো থাকুন

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১০

নেওয়াজ আলি বলেছেন: অনুপম
শুভ কামনা জানাচ্ছি

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৮

ইন্দ্রনীলা বলেছেন: বৃষ্টি নামুক।

২০১৬ থেকে ২০২১ এতদিনে বৃষ্টি ঝড় জলে তো ভেসে যাবার কথা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভেসে ডুবে আল্লাহর রহমতে এখনো সুখে আছি বেঁচে আলহামদুলিল্লাহ।

জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৮

ইন্দ্রনীলা বলেছেন: এইবার যাই।

সময় আর নাই।

সুখে থাকুন ভালো থাকুন আরও আরও কবিতা লিখুন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার দেখা হবে ইনশাআল্লাহ সেটুকু সময় অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১২

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: লেখা পছন্দ হয়েছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন স্বপরিবারে দোয়া করি

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: দুঃখী মানুষের হৃদয় ভাঙ্গা ঢেউ থেকে আসে কবিতা।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আপনি অনেকদিন পর দেখলাম

হুম মাঝে মাঝে হৃদয় দুখি করে কবিতা লিখি :)

ভালো থাকুন থ্যাংকস এ লট

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমের কবিতা খুব ভালো হইসে। বিয়ার আগে কোন প্রেমের কবিতা লিখা থাকলে একটু শেয়ার কইরেন। আপনার মনস্তত্ত্ব পরীক্ষা করুম। :)

১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা প্রথমেই এত্তগুলা ধইনাবাদ । বিয়ার আগে লিখছিলাম অল্প কয়েকটা তার মধ্যে সেদিন একটা দেখি বানাম বুল

নিজেই হাসতে হাসতে মরি। দেখাইয়াম নে একদিন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাইকেন দোয়া রইলো :)

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ হুমায়ূন ভাইয়া ভালো থাকুন

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনাম এবং শিরোনামের ছবিটা সুন্দর হয়েছে।
কবিতাটা খুব আবেদনময় হয়েছে, ভালো লেগেছে।
মন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে চাঁদগাজী এর মন্তব্যটি।
চতুর্থ লাইনে 'বালুয়' শব্দটাকে বালুতে করা যায় কিনা ভেবে দেখতে পারেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান
ইনশাআল্লাহ চেষ্টা করবো ঠিক করতে।

স্বরবৃত্তে লিখছিলাম বালুতে দিলে শব্দ বেশী হয়ে যায়। তাও ভেবে দেখবো ইনশাআল্লাহ
ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লহা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.