নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্বপ্ন যেনো পুরোনো বাড়ির দেয়াল, খসে পড়ে জীবনের রং=

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫০



©কাজী ফাতেমা ছবি
টগবগে তারুণ্য, সাজানো গুছানো বসন ভূষণ,
বয়সের সূতো যেনো স্বাধীন ঘুড়ির ডানা,
নাটাই ছেঁড়া জীবনে সুখের নিঃশ্বাস, তরতাজা শ্বসন,
দেহের দেয়ালে মোহ রঙ মাখানো,
দেহ মানে না শাসন, মানে না মানা।

তারুণ্য পেরিয়ে যৌবন, সাফল্যের উঁচু সিঁড়িতে পা,
দুনিয়া যেনো শুধু আমার, আমার সকল কিছু,
বয়সটাই এমন-সুখের পায়রা উড়ানো প্রহর;
গলা ছেড়ে গান, আহা মন বাউল ক্ষ্যাপা,
যতনে সাজিয়ে জীবন সংসার, দৌঁড়ঝাপ
বিত্ত বৈভবের পিছু।

রঙিন চশমা চোখের উপর, পকেট ভরা টাকা কড়ি
গড়ে নেই রঙিন প্রাসাদ, ইটের পর ইট বিছিয়ে,
চমকিত কারুকার্য খচিত প্রাসাদের দেয়াল,
শত কামনা বাসনা মনে, ভাসাই স্বপ্ন তরী,
রুমে রুমে আমদানীকৃত শোপিস, খাট পালং সোনায় মোড়া,
চকচকে মেঝে কিছুতেই নেই পিছিয়ে,
আহা দুনিয়া ছেড়ে যেতে হবে নেই, নেই সে খেয়াল,
টিকটিক ঠিকঠিক আগায় জীবন ঘড়ি।

ক্রমে ক্রমে ঝুলে পড়ে গালের চামড়া,ধুয়াশা চোখের আলো
কুঁচকে যায় দেহের সুশ্রী ত্বক, শত যন্ত্রণা দেহে করে ভর,
দৃষ্টির আলো ক্ষীণ হতে ক্ষীণ, দূরে তাকালেই দুনিয়া কালো,
সেই দেহ, উচ্ছ্বলতা শক্তি সামর্থ এখন দেহতে নির্ভর।

খসে যায় বয়সের সাথে বাড়ির দেয়াল, ইট পাথর,
ধূলোয় মাকড়শার জাল, ঘরের কোণে কোণে জরাজীর্ণতার ছাপ
দীর্ঘশ্বাস বুকের বাড়ি, অল্প অসুখেই দেহ মন কষ্টে কাতর
কুয়াশা চোখে দেখি বাড়ি আমার,সেই কারুকার্য,
খসে পড়া ইট, শ্যাওলা পড়া দেয়াল, রঙহীন স্বপ্ন
বাড়ে বুকে বিষাদের উত্তাপ।

ক্ষণস্থায়ী সকল কিছুর মাঝে বেঁচে থাকি কেবল চাহিদার বুকে
অপূর্ণতার বেড়াজালে আবদ্ধ জীবন, চাই চাই.......চাই আরও আরও
একটি স্বপ্ন খসে পড়ে ধূলোয়, যেমন খসে পড়ে দেয়ালের রং,
বয়সের শেষ সীমানায় বসে জীবন কাঁদে ধুকে ধুকে,
বয়সের ভারে নুয়ে পড়া জীবনের প্রথম আর মধ্যভাগে ছিলো কত রঙ্গ রস
শং সেজে কত ঢং;
একদিন সময় এসে কড়া নাড়ে দোরে, বন্ধ চোখে আঁধার হতে থাকে গাঢ়।
(১২ সেপ্টেম্বর ২০১৯)



অটঃ কাল থেকে চেষ্টা করতেই আছি পোস্ট দিমু, এমন সময় কাজ এসে হাজির, কী আজিব... ব্যস্ততা ব্লগিং করতে দিবে না। হইলো কিছু হুহ ..। কাজরে গুল্লি মারি .... বন্দুক কই আমার


মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

হাবিব বলেছেন: সুন্দর কবিতা। যাক অবশেষে সময় পেয়েছেন পোস্ট দেয়ার জন্য সেই শুকরিয়া। আপনার তোলা ছবি হলে আরো ভালো হতো

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ছবি পাল্টে দিলাম। এটা ময়মনসিংহের রাজবাড়ীর ছবি।

ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া জি
ফি আমনিল্লাহ

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



জীবন আছে, সবই আছে; যাবার ভাবনা কেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেমন করে প্রিয়জন আত্মীয় স্বজন চলে যাচ্ছে। ভাবনাটা বুকে এসে লাগে :(
অনেক ধন্যবাদ ভালো থাকুন গাজী ভাইয়া

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৪

মিরোরডডল বলেছেন:


হা হা হা......
বন্দুক পেয়েছো ছবিপু ?


১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাতের কাছে নেই..... ইভ্যালিতে অর্ডার দিয়াম ভাবছি :) অবশ্য ছেলেদের ছোটোবেলার কিছু আছে ভাংগাচুরা ... দেখা যাক কাজ চলে কি না। :)

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিটা কোথাকার?

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়মনসিংহের রাজবাড়ী

ধন্যবাদ ভাইয়া

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের জীবনটাই একটা স্বপ্ন। বাস্তব জীবন শুরু মৃত্যুর পর থেকে। কিন্তু আমরা এই স্বপ্নকেই প্রাধান্য দিতে চাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পুরাতন মানুষগুলো একে একে চলে যাচ্ছেন। গ্রামে যাই মাত্র বছরে একবার, তার মাঝেই কত চেনা মানুষ অসময়েই চলে যাচ্ছেন। তাদেরকে আর দেখবো না। কেমন জানি হাহাকার লাগে।

আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন। তার ইবাদত করার তৌফিক দিন।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া। ফি আমানিল্লাহ

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর লিখেছেন

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন
ভালো থাকুন আশেপাশের সবাইকে নিয়ে
শুভ কামনা সতত

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৭

ইন্দ্রনীলা বলেছেন: দারুন কাব্যকথা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বইন
ভালা থেকো
ফি আমানিল্লাহ

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৮

নিরীক্ষক৩২৭ বলেছেন: প্রথম ছবিটা কোথাকার?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ময়মনসিংহের রাজবাড়ী
ধন্যবাদ

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৫

ওমেরা বলেছেন: মানুষের বয়স বাড়ে কিন্ত লোভ কমে না । কবিতায় ভালোলাগা আপু।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক। কবরে এক পা রেখেও বলে সব আমার আমার। আল্লাহ আমাদের হেদায়েত দিন।

জাজাকিল্লাহ খাইরান আপু। অনেকদিন দেখি না। পোস্টও দেখি না। ভালোই আছেন?

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪

অর্ক বলেছেন: ভালো লাগলো আপু। শুভেচ্ছা রইলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট অর্ক ভাইয়া
ভালো থাকুন

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

আমারে স্যার ডাকবা বলেছেন: কবিতা পড়ে ভালো লাগতেছিলো, শেষে বন্দুক আর গুলির কথা টানলেন কেন? এসব শুনলে ভয় লাগে :(( :((

আপনি ব্যতিক্রম দুই মানষিকতা এক করে ফেললেন, কবির সৃজনশীলতা আর বন্দুকবাজি একসাথে যায়? আপনি কি মুকুল ম্যামের অনুসারী? #:-S

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই যমুনায় মনে এত ডর ক্যারে খালি তো নাম নিছি। মানুষ যে স্বেচ্ছায় মৃত্যু পথ বেছে নিতেছে দুই বছর ধরে, মৃত্যুভয় মানুষের মনে নাই। প্লাস্টিকের বন্দুক ডরাইয়েন না

না এক সাথে যায় না।
মুকুল ম্যামকে চিনি না যে :(

থ্যাংকিউ ডাকবা
ভালো থাকুন

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

কালো যাদুকর বলেছেন: এখন বছরের শেষের দিক, এই জন্যই কি ভয় পাচ্ছেন?

ভয়ের কিছু নেই, এ জীবন যেখানে শেষ, আরেক জীবন সেখানেই শুর।

আমারও প্রশ্ন বন্দুক পেয়েছেন? বন্ডুকের একটি ছবিও দিয়েন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বছরের শেষ আর শুরু কী । যেভাবে আপনজন পরিচিত জন হারিয়ে যাচ্ছে। মৃত্যু ভয় মনে রাখা ভালো। আল্লাহ আমাদের শুধু তার পথেই যেন নেন। হেদায়েত দেন

বন্দুক পাইছি তবে প্লাস্টিকের এইডা দিয়া কী কাম চলবো-দেখা যাক

থ্যাংকস এ লট ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

আমারে স্যার ডাকবা বলেছেন: ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন্নাহার মুকুল ম্যাডাম। কদিন আগেও নিউজে শুধু তাকে নিয়েই খবর ছিলো। যিনি "বালিশের নিচে বন্দুক রেখে ঘুমান, ভ্যানিটি ব্যাগে বন্দুক নিয়ে ঘোরেন" বলে গর্ব করেছিলেন। :(

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ এই আপার কথা ভুলেই গেছিলাম। নামও মনে ছিলো না। থ্যাংকিউ। না আমি বন্দুক নিয়া ঘুমাই না, দুটো ফুল আছে একটা হাসনাহেনা একটা বেলী, বেলীটা মাঝে মাঝে বুকে লুকিয়ে ঘুমায়। আর বালিশের নিচে মোবাইল রাখি এলার্মের জন্য, পিঠ চুলকানির মেশিনটা রাখি আর তছবি রাখি :) আমার একটাও বন্দুক নাই। তবে ফেসবুকের ইমুতে আছে সেটা ইউজ করি :)

থ্যাঙকস এ লট ডাকবা

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৫

নীল আকাশ বলেছেন: যত দিন যাচ্ছে আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পরছি। আমি তো ব্লগে, গ্রুপে কোথাও সময় দিতে পারছি না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ব্যস্ততা দিনকে দিন বাড়ছেই। এই ব্যস্ততার জন্য সন্ধ্যায় হাটতে পারি না। সিডিউল চেঞ্জ করে এখন ফজরে নামাজ পড়ে হাঁটি।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন

১৬| ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪১

বাংলার এয়ানা বলেছেন: ছবিয়াল এবং কবিয়াল ইর্শা হয় খুব।

২৭ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভালো থাকুন
ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.