নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মড়মড় করে দাঁতে পিষে ফেলি দুঃখদের= (জীবন গদ্য)

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৩



©কাজী ফাতেমা ছবি

বিতৃষ্ণার প্রহরে চোখের কোণে ঘাম বিন্দু বিন্দু অথবা অশ্রুর ফোঁটাও হতে পারে। চারিদিকে তাকালেই ধুঁধু বিরানভূমি। অবশ্য করণীয় কর্মগুলো পড়ে থাকে আলস্যের খাঁচায় বন্দি। চোখগুলো ভারী মেঘলা আকাশের মত। শুয়ে বসেও আরামের লেশ নেই! দীর্ঘশ্বাসের কড়া পাহারায় বুকের খাঁচা। এমন আলুথালু ক্ষণে কবিতারাও হারিয়ে যায়, হয়ে যায় মরিচিকা। কিছু মুগ্ধতার শব্দ হাত বাড়ালেই হয় অলীক, কিছু সুখ শব্দ মন বাড়ালেই হয় নীল মেঘ, কিছু স্নিগ্ধ শব্দ ছুঁয়ে দিতেই বৃষ্টি হয়ে গলে পড়ে ধূলায়। কুঁড়োতে যাবো-একি!শব্দরা মিশে যায় মাটিতে।

দিন মুখ ভারী করে বসে আছে চোখের সম্মুখ অথচ আজ আমি রোদ্দুর চাই, হাসিমাখা সূর্য চাই, চাই এক চিলতে দুপুর আলো। আশায় তাকালেই চোখে কুয়াশা ঝরে, ধুয়াশা আলোয় পথ পাই না খুঁজে । দিন আমার মনের কক্ষটিও আঁধারে দিয়েছে ঢেকে। বন্ধ চোখে দেখি বুকের জমিনে কাঁটা ঝুপঝাঁড়। পা বাড়ালেই ব্যথার ক্ষত, রক্তক্ষরণ। এতসব অশুভ আলো যদি ঘিরে রাখে আমায় তবে কী করে স্বস্তি টেনে নেই নাকে। নিউরনে ব্যথার আস্ফালন। অস্বস্তির দাপট বেড়েই চলে।

উপর তলায় ড্রিল মেশিনের দেয়াল ছিদ্র যেনো মনের দেয়ালে কেউ হাতুড়ি পেটাচ্ছে, কী বিকট শব্দ কানে এসে মন্দ থাকার ধ্যান করে দেয় নষ্ট। এই যে এখনি নামবে বৃষ্টি কিন্তু রোদ্দুর চেয়েছিলাম। হুটহাট ঝরে পড়া বৃষ্টিরা আমায় দেখে তাচ্ছিল্যেতায়।

তাই বলে বেজার বসে থাকার পাত্রী আমি নই। যতই বৃষ্টিরা আমার মনের উঠোন ভিজিয়ে দিক, যতই দিনের আলো নিভে যাক, যতই মরিচিকা হোক সুখ। হোক না আমার বিষণ্ণ ক্ষণ, ছুঁয়ে থাকুক মন বিষাদ। অস্বস্তিরা বুকে মাথাচারা দিয়ে উঠুক। আমি বাবা দমে যাওয়ার পাত্রী নই। কোনো কুক্ষণ এলেই আমি কিনে আনি রঙবাহারি কাঁচের চুড়ি, নাকের নথ, চুলের ক্লিপ আর আধ ডজন এক বেনীআসহকলা শাড়ী। উফ সকল সুখ হুমড়ি খেয়ে পড়ে মনের দেয়ালে, সামাল দিতেই নাকানিচুবানি খেয়ে যাই।

অতঃপর আমি এক থালা ঝাল মুড়ি সরষে তেলে মাখিয়ে কাঁচামরিচ আদা ধনে পাতা চানাচুর মিশিয়ে দাঁতে পিষে পিষে মেরে ফেলি যত ছিল ব্যথা বিষাদ বিষণ্ণতা ক্লান্তি একঘেয়েমী কারও তিতে কথা, আহা শান্তি আর শান্তি।

(২৮-০৯-২০২১)

ছবিটি 24 Live Bangla News অনলাই পেইজ থেকে নিয়েছি ছবির সূত্র

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

ভুয়া মফিজ বলেছেন: এইসব কোন দেশী লেখা? এক ঝালমুড়ি খাওয়ার জন্য এতো কেচ্ছা-কাহিনী? আপনেরা পারেনও বটে!!! X(

হাসিমাখা সূর্য চাইলে এতো কথার দরকার কি? সূর্যের হাসিমার্কা ক্লিনিকে গেলেই তো পারেন!! ;)

এক ব্লগার মনিরা সুলতানার যন্ত্রণায় বাচি না, এখন আপনে শুরু করছেন ডিকশনারী ঘাইটা ঘাইটা কঠিন শব্দ বাইর কইরা লেখার টেকনিক!! তারপরেও কবিতা লেখেন নাই দেইখা লাইক দিলাম। পরেরবার একটু সহজ কইরা লেখার আবেদন থাকলো। :-B

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিদেশ থাকেন দেইখ্যা বাংলাদেশী লেখা চিনেন না আফসোস খুবই আফসোস। হাহাহা ঝালমুড়িকেও আমরা শিল্পের পর্যায়ে নিয়া গেছি .. কই বাহবা দিবেন তা না কোন দেশী লেখা তাও চিনেন না। ঢাকায় এই ক্লিলনিক নাই। আমার ঘরে যেটা সেটা হইলো আকাশের বজ্রপাত ক্লিলনিক।

মনিরা আপার পুরো মনটাই কাব্যে মাখা উফ। এত সুন্দর শব্দ যে কই পায় আপা। আইচ্ছা তাও খুশি হইলাম।

তবে আমি কঠিন লিখতে পারি না। :)

জাজাকাল্লাহ খাইরান। স্বপরিবারে সুস্থ ও ভালো থাকুন দোয়া রইলো

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ । অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



সবদিন সমান যায় না

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক বলেছেন ভাইয়া। কিছুদিন ভালো গেলে আবার কিছ মন্দ সময় আসে তাতেই আমরা জীবনের হাল ছেড়ে দেই।

ভালো থাকুন
ধন্যবাদ

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ দারুণ বুদ্ধি তো শপিং আর চানাচুর মিলেমিশে দুঃখ গায়েব।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা। মাঝে মাঝে আমার বোন আর আমি এই কান্ড করি হাহাহা
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন সবাইকে নিয়ে ফি আমানিল্লাহ

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঝাল মুড়ি এখন আর
আগের মতো মজা হয়না
সম্ভবত ভেজালের কারনে !

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান। আর আমি খেতেও পারি না গ্যাস হয় বেশী।

ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: বাহ! অন্য রকম আমেজ।
ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৭

স্প্যানকড বলেছেন: একলাই খাইলেন ! =p~ ভালো থাকবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে একলাই খাই। দুকলা পাই না কারণ সবার রুচি সমান সময়ে হয় না

থ্যাংকিউ সো মাচ

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০২

ফারহানা শারমিন বলেছেন: পড়লাম। আহ্! পড়তেও কত শান্তি শান্তি! :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু। আপনাকে আমার পোস্টে প্রথম পেলাম । ভালো থাকুন আপনার পোস্টে আসতেছি

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: আপনার লেখা মানেই সরকারী চাকরীজীবি টাইপ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম হতে পারে, যে যে মাইন্ডে থাকে লেখা তেমন হওয়ারই কথা
থ্যাংকিউ
ভালো থাকুন

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: লেখা ভালো হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৭

রানার ব্লগ বলেছেন: না না একদম না , আমি এই মুহুর্তে হাসি মাখা রৌদ্দুর চাই না, গরমে পীঠের চামড়া পূরে জালী কাবাব হোয়ে গেছে, রাতের ঘুম পালিয়ে গেছিলো এত্ত গরম যে ঠিক মত শ্বাষ ফেলতেও পারি নাই। আমি মেঘ চাই বৃষ্টী চাই, সুকমল শান্তি মাখা ঠন্ডা বাতাসের ছোঁয়া চাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কয়েকদিন যাবত প্রচন্ড গরম পড়েছিল। কাল বৃষ্টি হওয়াতে আবহাওয়া কিছুটা নরম। বিশ্রি গরম এখনকার।
আল্লাহ বৃষ্টির নিয়ামত দিন আপনার বান্দার উপর

ধন্যবাদ ভালো থাকুন

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই দিনগুলো সব কেমন হয়ে যায়। সুন্দর থাকুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বাঙালী, ছবিটি সংগৃহীত

ভালো থাকুন

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

ভুয়া মফিজ বলেছেন: আপনে আর আপনের মনিরা আপা........আপনেরা দুইজনে বাংলা ভাষারে যেইভাবে নাড়াচাড়া করেন; দুইজনেই যদি গল্প লেখতেন, আমরা সুন্দর সুন্দর সাহিত্যকর্ম পাইতাম। দেখেন না, আমাগো ইসিয়াক কতো চমৎকার চমৎকার গল্প লেখে!! কবিতা কম, গল্প বেশী!!! দেইখা শিখেন। B-)

লেখক বলেছেন: আর আমি খেতেও পারি না গ্যাস হয় বেশী। তিতাস গ্যাসের উচ্চপদে আমার এক বাল্যবন্ধু চাকরী করে। আপনের লগে পরিচয় করায়া দিমু নি! ঝালমুড়ি খাইবেন, আর গ্যাস সাপ্লাই দিবেন। ট্যাকাই ট্যাকা!!! =p~

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্প যদি সবাই লিখে কবিতা লিখবো কেডায়....। আপনি কাব্যসাহিত্যের ভাংচুর করতে চান....। হাম নেহি মানেঙ্গে ইয়ে বাত। গল্পকারদের ভাত মেরে আমাগো কী হইবো কন। ইসিয়াক ভাইয়ের গল্প আমারও পছন্দ। নিজেরে দেখারই টাইম পাই না আর গল্প দেইখ্যা শিকুম ক্যামনে ।

হ পরিচয় করায়ে দিয়েন গ্যাস বেইচ্চা কসমেটিকস কিনবাম ।

থ্যাংকিউ সো মাচ

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৪

ওমেরা বলেছেন: সত্যি যদি হত ঝালমুড়ির মত যদি সব দুঃখ কষ্টগুলো কুড় মুড় করে চিবিয়ে খাওয়া যেত, কতই না মজা হত।
লেখাটা খুব ভালো হয়েছে আপু।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ দূর করাও কষ্টকর। তবে লিখতে পারলে কষ্ট কমে যায় কিছুটা

ধন্যবাদ আপুন
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৬

নীল আকাশ বলেছেন: ড্রিল মেশিনের উপর খেইপা এই লেখা লিখলেন!

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কার উপরে যে ক্ষ্যাপছিলাম মনে নাই

থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
ফি আমানিল্লাহ

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

জুন বলেছেন: আপ্নে কি আমাদের বিল্ডিং এ থাকেন্নাকি :``>> আমাদের মাথার উপরও এক লোক দিন নাই রাত নাই যখন তখন ড্রিল মেশিন নিয়ে দেয়াল ফুটো করছে আর ফার্নিচার টানাটানি করছে। ভালো বুদ্ধি দিছেন এই যন্ত্রণা থেকে আমাকেও ঝালমুড়ি খাইতে হবে :-/
লেখায় অনেক ভালোলাগা। সত্যি এমন একটা বিষয় নিয়ে সাতজন্ম ভাবলেও এমন একটা লেখা বের হতো না আমার :)
+

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন যে কী যন্ত্রণা শুরু হবে সামনে বড় বিল্ডিং উঠবে, শব্দে জীবন শেষ আমরা দুতলায়। ধুলোতে বাসা ভরে যাচ্ছে। আমাদের উপর আশে পাশে সব সময়ই একটা না একটা শব্দের হল্লা থাকবেই। সবচেয়ে মেজাজ গরম হয় রাত বারোটার পরে শব্দ হলে।

ইনশাআল্লাহ পারবেন আপা
জাজাকিল্লাহ খাইরান
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: আপু যে লোক ড্রাম বাজাচ্ছে সে কেন ঝালমুড়ি বিক্রি করতে যাবে মাথায় আসছেনা। আবার ফ্রিতে দিবেই যখন তাহলে যে এই শব্দকে হারমোনিয়াম তবলা ভাববে তাকেই তো দেওয়ার কথা। তবে কি আপনি কবিতা লিখতে পারছেন না বলে খুশি হয়ে ব্যাটা ঝালমুড়ি দিয়েছে? আর এসবের জন্যেই‌‌ কি আজ কোনো কবিতা নেই আপু?
যাহোক জুনাপু দেখলাম শব্দের তালে তালে ভ্রমণ কাহিনী লেখেন।ভূয়া ভাই নাকি ড্রিল মেশিনের শব্দ না পেলে খেতে পারেনা। তবে ঝালমুড়ি যে ভাবেই আসুক। মুড়ি যে দারুণ টেস্টি হয়েছে সে কথা বলতেই হবে।

শুভেচ্ছা আপনাকে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ...... ড্রাম বাজাচ্ছে আর মাথার কাম আমার শেষ। অই বেটার ঝাল মুড়ি জীবনেও খামু না। আর এই শব্দকে হারমোনিয়াম কস্মিন কালেও না।

হাহাহাহা হয়তো তাই হবে। দাঁতে পিষে শব্দের যন্ত্রণা ভুলেছিলাম হয়তো

শব্দ ছাড়া জীবন চলে না তাই জুনাপু আর ভুয়া ভাইয়া শব্দের মাঝেও শৈল্পিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভুয়া ভাই ডরপোক, ভুত জ্বীন পেত্নি ভয় পায় হাহাহা

থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




আলতা-চুড়ি-কানের দুল-শাড়ী কিনে কিনে যদি দুঃখকে এভাবে সরিয়ে রাখতে হয় তবে রাজার ধনেও কুলোবে কি ? :P
তবে শেষের তরিকাটাই জোশ, কম খরচেই সারা যায় - তখন শান্তিই শান্তি। ;)

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইতা কিসব বলেন ভাইয়া সোনা হীরা তো কিনতে চাইনি । কাঁচের চুড়ি, তাঁতের শাড়ী এই তো এসবে বেশী টাকা যায় না। তাসীনের বাপের পকেট ভারী আছে আপাতত। খালি করতে হবে :)

খরচ বাড়াবার মন আছে এখন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.