নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মন পোড়া ঘ্রাণ পাই নিঃশ্বাস টানলে= (জীবনগদ্য)

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৩



সেদিন সান্ধ্য আয়োজনের ধূপ পোড়া ঘ্রাণ উড়ে এসেছিল আমার শহরে! এক চিলতে শুদ্ধ হাওয়া নিঃশ্বাসে টানতে দাঁড়িয়েছিলাম খোলা ব্যালকনির শার্শি ছুঁয়ে! কিন্তু নাকে এসে লাগে মন পোড়া ঘ্রাণ! অবহেলায় পুড়ে যাওয়া মুল্যহীন মন কেবল খুঁজে এক ফোঁটা নীল আলোর স্পর্শ! নীলের স্পর্শে পুড়ে যেতে যেতে ছাই হয়ে মিশে যাক মন এই শহরের ধূপ পোড়া হাওয়ায়।

উঁচু থেকেই উড়িয়ে দেই তোমাদের শহরের হলুদ ঝলমলানি আলোতে মনের যত বিতৃষ্ণা। যেদিন হাঁসফাস গরমে জীবন তোমাদের নাভিশ্বাস হবে, ভেবে নিয়ো এ আমার ছুঁড়ে ফেলা নীল ব্যথার আস্ফালন! আমায় তবে বৃথা খুঁজো না, আমি চূড়ায় বসে দীর্ঘশ্বাস উড়াই। নীল ছুঁয়ে বসে আছি একাকিত্বের পাহাড়ে! হলুদ আলো হাতের মুঠোয় নিয়ে তোমরা রাস্তায় চলো পর্বত সুখ বুকে নিয়ে! তোমাদের সঙ্গী হয় জোনাক প্রহর! আর আমি ঝিঁঝিঁ'র সাথে পাতি মিতালী।

বুকের ভিতর কষ্ট দামামা আর ঝিঁঝিঁর চরম আস্ফালন মিশে যায় ঐ যে অফুরন্ত নীলের দেয়ালে। নীল দেয়ালে পিঠ ঠেকে গেছে...আমি নামবো না এবেলা! নীল চাদরে শুয়ে থাকি আর দুঃস্বপ্নগুলো তবে আমারই হোক। আমি এবার ঘুমবো! তোমরা হলুদ আলো নিভিয়ে দিয়ো দীর্ঘশ্বাসের প্রহর পেরোলে।
(০৬-১০-২০১৭)


মন্তব্য ২৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৩

নতুন নকিব বলেছেন:



অপ্রাপ্তি আর অসঙ্গতি কিংবা না পাওয়ার বেদনায় বিষিয়ে ওঠা মনের গহীন হতে উথলে ওঠা একরাশ আক্ষেপ! চমৎকার কাব্যকথা!

শিরোনামের শব্দটা 'পুড়া' নয়, 'পোড়া' হবে সম্ভবতঃ। পোস্টের ভেতরের কিছু শব্দেরও এডিট প্রয়োজন।

অভিনন্দন এবং শুকরিয়া।

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ঠিক করে নিয়েছি শিরোনাম
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৫

মিরোরডডল বলেছেন:




ছবিপু তোমার ব্যতিক্রমি লেখা ।
এতো ছোট পোষ্ট আগে দাওনি ।


০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপু। দেইনি হয়তো। আর এমন করে লিখার সময় আর পাই না। এখন লেখার জন্য লেখা হয়। ব্যস্ততার ফাঁকে।

ভালো থাকো আপু
ফি আমানিল্লাহ

৩| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



পা লাগছে মাটিতে?

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আটঘন্টা পা'টা ছয়তলার উপরেই থাকে :) মাটিতে সকালে আর সন্ধ্যায় লাগে ভাইয়া

অহতো দুপুরে খেতে যাই তখনও লাগে

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন অনেক অনেক

৪| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব সুন্দর পোস্ট

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথমে থ্যাংকিউ

দ্বিতীয়ত আপনি আমার কমেন নকল করছেন খেলতাম না থুক্কু :D

৫| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা খুব সুন্দর। সঙ্গে অনুভূতি মিশ্রিত অভিব্যক্তিতে ভালোলাগা রইলো। পোস্টে লাইক।
শুভেচ্ছা আপু আপনাকে।

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি। ভালো থাকুন স্বপরিবারে ফি আমানিল্লাহ

তমোময়ীর খবর কী? কবে পাবো ৮ম পর্ব

৬| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৯

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।

০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি। আপনি লিখেন না এখন। পোস্ট দেন প্লিজ

৭| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন:
অল্প কথায় অনেক কিছয় প্রকাশ। মনে অনেক ব্যাথা তাই আজ আর নামবোনা নীচে। ঘুমাব কম্বল মুড়ি দিয়ে কুকুর কুন্ডলী পাকিয়ে।

এখন ঘুমের সময় " আমাকে খুজনা বন্ধু তোমাদের সুখের এই নীড়ে " - আর ধুপ পোড়া এবং মন পোড়া সাথে কি কোন
সম্পর্ক বা প্রার্থক্য আছে কি - জানবার মুনচায়।

০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া জি। সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন

মন পোড়া ঘ্রাণ হলো বিচ্ছিরি পঁচা। আর ধূপ পোড়া ঘ্রাণ ভালোই লাগে। পার্থক্য তো আছেই।

৮| ০৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্যকথার নিলাভ চাঁদর এতো মসৃণ হয় কথাগুলো কানে না বাজলে বুঝতামনা।

০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর মন্তব্য। এমন মন্তব্য অনুপ্রেরণামূল
জাজাকাল্লাহ খাইরান

৯| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: অসাধারণ.....অনবদ্য.....অব্যক্ত বেদনার নীল কাব্য ! বেশ ভালো লাগলো আপি ।

০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া অনেক ভালো থাকুন
ফি আমানিল্লাহ

১০| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২২

আহমেদ রুহুল আমিন বলেছেন: ....অবশ্য লেখাটা অনেক আগের...দুই হাজার সতের সালের, তবুও সমসাময়িক ভাবধারার স্রোতে প্রবাহমান জীবনকাব্য... ।

০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রুহুল ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১১| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: সামুকে ধন্যবাদ দেন। তা না হলে এরকম আবোল তাবোল আর কোথায় লিখতেন!!!!?

০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই হিংসুটে স্বভাবটা আপনার বাতিল করুন। মনটারে বড় করুন।

ভালো থাকুন

১২| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,






ইদানীং আপনার লেখাগুলোতেও মন পোড়ার ঘ্রান পাওয়া যাচ্ছে যেন!

সুন্দর লেখা।

০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে পুড়তো ভাইয়া, এখন সয়ে নিয়েছি। নিজের মত চলি । আর কষ্ট গায়ে মাখি না
আলহামদুলিল্লাহ ভালো আছি

জাজাকাল্লাহখাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৮

নেওয়াজ আলি বলেছেন: অনেক আগে মন পুড়ে ছাই হয়েছে এখন সেই পোড়া মূর্তি নিয়েই চলি :D

০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা ঠিকই বলেছেন ভাইয়া
আপনি কেমন আছেন
আপনার কোনো পোস্ট দেখি না

ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৪| ০৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:১৯

ঝুমুর জারোফা বলেছেন: দীর্ঘক্ষন পোড়া ঘ্রাণ নিলে বাঁচা মরা নিয়ে প্রশ্ন এসে যাবে।সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন :) :)
অসাধারণ লিখেছেন আপু।

০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বাভাবিক জীবন নিয়ে আলহামদুলিল্লাহ সুখে আছি ভারো আছি আপু। এসব আগের লেখা। আগেও ভালো ছিলাম । কিছু দুঃখ আসলে এগুলা লেখা হয়ে যায়।

জাজাকিল্লাহ খাইরান অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.