নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=অস্পৃশ্য ভালোবাসা=

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৯



সে বলেছিলো এ আমি চাইনা
তুমি আমার জন্য হয়ে উঠো উন্মাদ
আমাকে পাবার আশায় যেনো
ডিঙ্গাতে না হয় পাহাড় সম বাঁধ।

আর আমি এটাও চাই না, যে
তুমি আমাকে অনায়াসে ভুলে যাও
অনুভবে আর অনুভূতিতে
যেনো হরপল আমার স্পর্শই পাও।

তার কথা রেখেছি, তার জন্য
হয়েছি পাগল, হইনি উন্মাদ
কিন্তু তাকে পাওয়ার আশায়
মনে জাগে সমুদ্র ডিঙ্গানোর সাধ।

আর তারে ভুলার কথা?
হ্যাঁ, ভুলতে চাই, তাকে আমি ভুলতে চাই
কেন যে প্রতি পলে পলেই
তারে অনুভবে, অনুভূতিতেই পাই।

পাগল হয়েও ভুলতে চাই
শুধুই অদৃশ্যে হাতড়ে বেড়াই
খুঁজে ফিরি অস্পৃশ্য ছায়ায়
ধরতে গিয়ে তারে বার বার হারাই।

(১০ অক্টোবর ২০১২)

অট: কিয়ের লাই এমন কোবতে লিখছিলাম মনে নাই । তখন তো তাসীনের বাপ ছিলো আজিব তো :D
পুরান লেখা পড়তে মজা লাগে সত্যিই, কখনো মনে পড়ে। কখনো কেন লিখছিলাম একফোঁটাও মনে আসে না হাহাহা

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৬

জুল ভার্ন বলেছেন: যেয়ার লাই লিয়ে থায়ুন-লেয়া কিন্তু বহুতী সুরত অইয়ে :)

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ফেসবুক মনে করিয়ে দেয়াতে আজ একা একা লেখা পড়েই হাসি। সুন্দর মন্তব্য করার জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
ফি আমানিল্লাহ

২| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


ঘরে ভালো খাবার দাবার ছিলো প্রচুর, সেই রকম একদিনের লেখা হতে পারে।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর রহমতে ভাইয়া ছোট বেলা থেকেই সব সময়ই ভালো খাবার পেয়েছি। আমার বাবা মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনী থেকে কুয়েত গিয়েছেন, কাতার গিয়েছেন। ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ কোন কিছুর অভাব বোধ করিনি। তারপর নিজের চাকুরী, জামাই চাকুরীজীবী । বেশ আছি এখনো আল্লাহর দয়ায়।

জানি না সেদিন কী খেয়েছিলাম। তবে বিয়ার পর প্রচুর দুঃখ কবিতা লিখেছি।

ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৪

ইসিয়াক বলেছেন:






আপু,
কবিতা ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি

ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



সেটাই বলছি, পেটে খাবার থাকলে, মানুষ ভালোবাসা খুঁজেন।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথাটা সত্য হতেও পারে। ধন্যবাদ আবার আসায়। ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি

৫| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১২

কামাল১৮ বলেছেন: পাগল আর উন্মাদের পার্থক্য বুঝলাম না।

১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আছে সামান্য, পাগলের মধ্যেও রকমফের আছে :)

ধন্যবাদ ভালো থাকুন

৬| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৯

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ভালোবাসার কাছে ঋণী হও
হয়ে ওঠো গভীর অসুস্থতায় মত্ত
কেননা ভালোবাসা রোগের আরেক নাম
রন্ধ্রে রন্ধ্রে চুকাতে হবে দাম।

১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস
সুন্দর মন্তব্য
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

৭| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:০৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: তাসিনের বাপ কি আপনার কবিতাগুলো পড়ে? না মানে আপনার এত রাগ, অভিমান, দুঃখবোধ কি সুন্দর ছন্দ হয়ে ফুটে উঠে B-)

১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশ্চর্য্যজনক বিষয় হইলো উনি সাহিত্যপ্রেমি না। প্রত্যেকদিন কয় লেখালেখি বন্ধ হাহাহাহা। এসব পড়ে না তাসীনের বাপ।

না পড়ুক তাসীন তামীম বড় হয়ে পড়বে ইংশাআল্লাহ।

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

৮| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৮

রাজীব নুর বলেছেন: পরিবার নিয়ে শুধু খুশি থাকলে হবে না। আশেপাশের মানুষের দিকেও নজর দিতে হবে।
বাঙ্গালীরা নিজের পরিবারের বাইরে ভাবতে পারে না। আত্মকেন্দ্রিক মানসিকতার পরিবর্তন দরকার।

১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপনি ভালো কথা বলেছেন
ধন্যবাদ ভালো থাকুন

৯| ১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৬

নজসু বলেছেন:



আই কিয়ে লাইক কমেন্ট করলাম বুঝতেছিনা। B-)
তয় কবিতাপাঠে তৃপ্তি মিলেছে।

১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমি যেথার লাই লিখছি আপনি ইতার লাই কমেন্ট লাইক দিয়ালছইন
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন

১০| ১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩২

মুনসী সাহেব বলেছেন: আপনার অনেক লেখা পড়েছি।
এ কথায় অসাধারণ ,,,,,,!!!

১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা। জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সবাইকে নিয়ে

১১| ১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২০

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে।++
শুভেচ্ছা আপনাকে।

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়া মাবুদ এত দিন ভুল লিখতাছি কেউ ধরাইয়া দিলো না। জাজাকাল্লাহ খাইরান। কৃতজ্ঞতা রইলো ভাইয়া। হ্যাঁ আপনার বানানটাই ঠিক আমি ভুল করেছি । ঠিক করে নেই ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.