নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্মৃতির পাতা উল্টে দেখি=

১১ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৯



আ হা হা হা স্মৃতিগুলো ঝাপটে ধরল আবার,
ইচ্ছে করে ইচ্ছে জাগে;সেথায় ফিরে যাবার।
স্কুলড্রেস পড়া মেয়েবেলা, দুষ্টের উঁচু সিঁড়ি
রোজ দৈনিকের পাতা দিয়ে বানিয়েছি বিড়ি।

বিড়ি টেনে কুক্কুর কু কু কেশে কেশে বমি
হুক্কা টেনে গড়গড়িয়ে, কষ্টেও কি তায় দমি!
উঁচু গাছের শাখায় বসে, আমের আঁটি চুষি
কত স্মৃতি এখনো যে, মনের মাঝে পুষি।

জলপুকুরে সাঁতার কেটে, কাটতো উদাস দুপুর
মনের মাঝে বাজতো অলীক রিনিঝিনি নূপুর।
কত সুখের প্রহর গেলো ইউনিফর্ম কই হারাই
ফের জড়াতে গায়ে পোষাক, অদৃশ্য হাত বাড়াই।

দুরন্ত সেই মেয়ে আমি, যান্ত্রিকতায় ডুবে
মুগ্ধতা সব হারাই চোখে, ইচ্ছেরা যায় উবে!
আন্ডুর অপশন নেই জীবনে যায় না ফিরে যাওয়া,
ইচ্ছে উড়ে বাস্তবতায় এক নিমেষে হাওয়া।

ভাল্লাগে আজ বসে দেখি স্মৃতির পাতা উল্টে
জমিয়েছি সুখের স্মৃতি হৃদয় নামের ভল্টে,
মেয়েবেলার দিনগুলো সেই, সোনায় মোড়া ফ্রেমে
বাঁধিয়েছি, পড়বো বারবার সেসব স্মৃতির প্রেমে।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

অর্ক বলেছেন: খুব ভালো লাগলো। পলক ঝাপটে নিয়ে গেলো, ছেলেবেলায়। সত্যি দারুণ উপভোগ্য ছিলো দিনগুলো। প্রতিটি সেকেন্ড উপভোগ করেছি।

বিড়ি খাওয়ার খেলাও খেলেছেন! আমি নিজেও অবশ্য ছু কুতকুত খেলতাম খুব।

সত্যি ভালো লাগলো। নিছক বলার জন্য বলা নয়। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আরও লেখা আসুক।

১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়অ

আসলেই গ্রামে বড় হইছি তো এমন কোনো দুষ্টুমি না যে করি নাই। এত আনন্দের ছিলো আমাদের ছেলেবেলা। ডিগ্রি পর্যন্ত খেলছি দৌড়াইছি গাছে উঠছি। চাকুরীর পরই বন্দি হইয়া গেছি। এখন দুষ্টামি করলে জামাই কয় বুইড়া বেটি ঢং করে হাহাহা

অনেক ভালো থাকুন

২| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৬

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আহা! কবিতার প্রহর.

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



গ্রামে, নাকি শহরে বড় হয়েছেন?

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে বড় হয়েছি ভাইয়া। চাকুরীর জন্য ঢাকায় আসি।
ধন্যবাদ ভালো থাকুন

৪| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: বিড়ি খাওয়ার খেলা আমি করেছি পাটকাঠি দিয়ে। আর তেজপাতা গোল করে পেঁচিয়ে । এই তেজপাতা গোল করে পেঁচিয়ে বিড়ি বানানোর বুদ্ধি আমার এক মেয়ে বন্ধুই আমাকে দিয়েছিলো ।

পুরানো দিনের স্মৃতি গুলো বসে ভাবতে মন্দ লাগে না । পেছনে ফিরে তাকালে মনে হয় ছেলেবেলার সেই দিন কতই না চমৎকার ছিল । বড় হয়ে বড় বিপদে পড়েছি ।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: তেজপাতার বিড়ি হাহাহাহ এটা ট্রাই করি নাই। তবে চাচার হুক্কায় টান দিতাম। উফ কী বদ গন্ধ রে বাবা।

আমাদের ছোটবেলা অনেক আনন্দে কেটেছে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৫| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছন্দবদ্ধ কবিতা ভাল লাগলো।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৪৪

নীল আকাশ বলেছেন: কৈশরের দিনগুলি ছিল সেরা। তারপর স্কুল।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আনন্দের দিনগুলো আমাদের।
থ্যাংকিউ ভাইয়া
কোন পোস্ট দেন না যে। গল্পও দেন না। কী হইছে

৭| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: অনেক সময় মানুষ ভুলে যায়, তার বয়স হয়েছে।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম। আমিও ভুলে যাই। আপনার চেয়ে আমি অনেককককককককককককক বড়। বুড়ো হয়ে গেছি

ধন্যবাদ ভালো থাকুন

৮| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৭

প্যারানরমাল পারসন বলেছেন: বেশ ভালো লাগলো। আমি ছন্দে লিখতে পারিনা,ছন্দে লিখতে পারাটা বেশ শৈল্পিক একটা কাজ। শুভকামনা রইলো আপনার জন্য।

১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

আপনার লেখা আমার ভালো লাগে। আজকের লেখাটা এখনো পড়িনি।

আপনি সবার লেখা পড়বেন মন্তব্য করবেন। তাহলে ভালো রেসপন্স পাবেন ইনশাআল্লাহ

৯| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: মেয়েবেলা দিন কখনও হারায় না.....।

নতুন নতুন রুপে আসে।


কিন্তু আপুনি!!!!!!!!!!


একটা করণে হঠাৎ তোমাকে মনে পড়লো।

মানে হাসতে হাসতে মরলাম!!!!!!! বলোতো কি!!!!!!!! :P

১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু মেয়েবেলার স্মৃতিমাখা দিন হারায় না। থ্যাংকিউ সো মাচ

কিন্তু কী কারণে মনে পড়লো। কোনো পোস্টের মন্তব্য পড়ে নাকি?

১০| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৯

মুক্তা নীল বলেছেন:
ইশ্ আগের দিনগুলো যদি সত্যিই ফিরে পেতাম ..

ছবি আপা কৈশোরে আমরা কত মজা করেছি সেই দিন
গুলোর কথা মনে পড়লে ভীষণ কষ্ট লাগে ।
স্মৃতিচারণমূলক কবিতায় অনেক ভালো লাগা রইলো ।

১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা আপনি কী খুবই ব্যস্ত হয়ে গেছেন। অনেকদিন পর পর আসেন :(

আমাদের স্মৃতিময় দিন। কত মজার ছিলো। এখন আর মজা নাই জীবনের।
খুব সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপু
ভালো থাকুন অনেক অনেক

১১| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: আহা ছেলেবেলা সব সময়েই নস্টালজিক।

১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপা আগের দিনগুলো বড় আনন্দের ছিল

ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন

১২| ১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কি সব দিন গেছে। ভাবলে বড় অসহায় লাগে।
কবিতা ভালো লেগেছে।
পোস্টে লাইক।
শুভেচ্ছা জানবেন আপু।

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: গত হয়ে যাওয়া পোস্ট পড়েছেন কৃতজ্ঞতা । জাজাকাল্লাহ খাইরান

সেই সব দিন আর ফিরে পাওয়া যাবে না। অথবা এই প্রজন্মও বুঝবে না আমাদের কী দিন ছিলো

ভালো থাকুন ভাইয়া।

১৩| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




দারুন ছন্দে স্মৃতির পাতা উল্টে গেছেন একের পরে এক!
কিন্তু কঠিন বাস্তবতা এখানেই -
দুরন্ত সেই মেয়ে আমি, যান্ত্রিকতায় ডুবে
মুগ্ধতা সব হারাই চোখে, ইচ্ছেরা যায় উবে!

রোজ দৈনিকের পাতা দিয়ে বানিয়েছি বিড়ি।
কাগজ ছিঁড়ে তো বটেই, পাঠখড়ি জ্বালিয়েও বিড়ির মতোই টেনেছি আমরাও ছেলেকালে।

"জমিয়েছি সুখের স্মৃতি হৃদয় নামের বল্টে," - এই লাইনটিতে "বল্টে" র পরিবর্তে "ভল্টে" হবে সম্ভবত!

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। বানান ঠিক করেছি। কৃতজ্ঞতা রইলো।

কত দুষ্টামি করছি বাপরে। এখনকার বাচ্চারা মোবাইলে পড়ে থাকে আর পড়াশুনাও বেশী বেশী। এরা সময়ই পায় না।

ভালো থাকুন ভাইয়া ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.