নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=জীবন যেন কবিতার খাতার ছেঁড়া পাতা=

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩২



জীবনটাকে মাঝে মাঝে মনে হয়,
ছন্দ মিলাতে না পারা কবিতার খাতা;
বার বার ছন্দ পতন আর রুগ্ন সব শব্দ চয়ন
ফিরে ফিরে সেই একই শব্দ ঘুরপাক খায়
মিলে না কিছুতেই।
তাইতো এক একটি পাতা
ছিঁড়ে ছিঁড়ে হাতের মুঠোয় মুচ্‌ড়িয়ে
বল বানিয়ে নিক্ষেপিত হয় ডাস্টবিনে।

হর হামেশা সুখান্বেষনের প্রয়াসে
যদিও পেয়ে যাই যৎকিঞ্চিত সুখানুভূতি
তালগোল পাকিয়ে পেঁচিয়ে ফেলে
ফের সেই সুখানুভূতিকে হাতের মুঠোয় করে
ধলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দেই সন্তর্পণে ঘরে কোণায়।

শান্তির অন্বেষণে বিসর্জিত, মম সুখ স্পৃহা সর্বস্ব
আবারো সেই আগোছালো আর এলোমেলো;
দু ফোঁটা অশ্রু মুক্তোর দানা হয়ে
গড়িয়ে পড়ে আমাকে করে আশাহত।

এক একটি পল চোখের নিমেষে হারিয়ে
সময় উপভোগ করতে না পারায় যন্ত্রনায় এবার
দীর্ঘশ্বাস হয়ে বের হওয়া নিঃশ্বাসটাকে
ছুঁড়ে ফেলে দিতে হয় অতীতে।

অপেক্ষায় নিদ্রামগ্ন, কখনো তন্দ্রা আচ্ছন্নতায় পার হয়
একটি সোনালী প্রত্যূষের আশায়, আবারো আশা ভঙ্গ
এক একটি দিনকে কবিতা না মিলাতে পারা খাতার পাতার মতোই
হাতের মুঠোয় নিয়ে দুম্‌ড়িয়ে মুচ্‌ড়িয়ে
ছুড়ে ফেলে দেই ডাস্টবিনে।

মনে হয় মাঝে মাঝে তাই জীবনই যেন
কবিতার খাতার ছেঁড়া পাতার ডাস্টবিন।

(০৩-১১-২০১২)





মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


প্রফেশানেল চাকুরী করছেন, বিবাহিত, সন্তান আছে, ব্লগে কবিতা লিখছেন, কথায় কথায় আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন; তারপরে জীবন নিয়ে এসব হা'হুতাশ!

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান ইহা ২০১২ সালের কবিতা। আর কবিতায় কখন কি লিখেছি কী ভেবে লিখেছি মনে নাই। আমি সুখী মানুষ ছোট বেলা থেকেই কিন্তু তাও কিছু দুঃখবোধ আছে, আসলে কী বলবো... এসব কষ্ট যায় না জীবন থেকে এখনো। কি করবো বলেন। হা হুতাশ করি না আর।

ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি। কবে জেনারেল থেকে মুক্তি পাবেন?

ভালো থাকুন

২| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৫

স্প্যানকড বলেছেন: উড়িয়ে দেন হা হুতাশ ! ভালো থাকবেন আপু ।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০১২ সালের হা হুতাশ ভাইয়া জি। আলহামদুলিল্লাহ ভালো আছি
আপনিও ভালো থাকবেন দোয়া করি

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর লিখেছেন। +

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া জি
ভালো থাকুন

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি সুন্দর। এ জন্যেই হয়তো এতগুলো চোর আপনার কবিতাটি চুরি করেছে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক ফি আমানিল্লাহ

৫| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

Abida-আবিদা বলেছেন: জীবন হচ্ছে অপ্রকাশিত কবিতার পংতিমালা যার ঠাই হয়েছে আঁধারে।

আপনি অনেক সুন্দর কবিতা লেখেন, আপু।

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । কৃতজ্ঞতা আপু
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

ঢাবিয়ান বলেছেন: কমেন্টর স্ক্রীনশটগুলো দেখে মজা পাইলাম। =p~

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: চোরগুলা নিচে নিজের নাম বসায় দিছে। এজন্য রাগ লাগছে।

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৭| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতার প্রথম অংশে সম্ভবতো দুটি ভুল আছে।


ফিরে ফিরে সেই একই শব্দ ঘোর পাক খায়

বলো বানিয়ে নিক্ষেপিত হয় ডাস্টবিনে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ভাইয়া। কৃতজ্ঞতা
ঠিক করে নিয়েছি
ভালো থাকুন

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: আপনি পারেনও!!!!!!

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, আপনার মত পারি না আরকি

ধন্যবাদ ভালো থাকুন

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন: লেখা চুরি হয়ে যায় বলে এখন কেমন যেন লেখালেখিতে অনীহা চলে এসেছে। এত সময় শ্রম দিয়ে লিখে পরে দেখি অন্যের নামে। কী যে কষ্ট লাগে কি বলবো?
কবিতা ভালো লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলান্তে নিচে নিজের নাম দিয়ায়ালছে এজন্য রাগ লাগছে

ধন্যবাদ ভালো থাকুন।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: লেখা চোরগুলো বমাল ধরা পরেছে!

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা ধরা পড়েও কিছু বললে উল্টা আমামের চোর কইবে নিশ্চিত
থ্যাংকিউ

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪

অপু তানভীর বলেছেন: সামুতেও লেখা চোর এবং লেখা চোরের সমর্থকেরা রয়েছে । এরা অন্যের লেখা চুরি করবে এবং বিন্দু মাত্র লজ্জিত হবে না । জগতে সব চোরের ভেতরে এই লেখা চোর হচ্ছে সব থেকে নিন্মমানের চোর !

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: উল্টা কিছু বললে আপনাকেই চোর বানিয়ে দেবে। এই ব্লগেই একজন মহিলা চোর ছিল । আমার লেখা তার লেখার মাঝখানে বসিয়ে দিয়ে নানা জায়গায় পোস্ট দিয়েছিল। পরে সাক্ষ্য প্রমাণান্তে সে ভুল প্রমাণিত হওয়ায় মডু ব্লক করে দিয়েছিল তাকে। এমন শাস্তি বারবার দেয়া উচিত ব্লগে কেউ চুরি করলে।

ধন্যবাদ ভাইয়া

১২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

কানিজ ফাতেমা রূপা বলেছেন: অসাধারন লেখা

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য।

০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি। কবে জেনারেল থেকে মুক্তি পাবেন? ভালো থাকুন "

-আমি জেনারেল হয়ে থাকতে চাই।

আমাদের গার্মেন্টস'এর মেয়েরা কবিতা লিখতে জানলে, সামু কষ্টে ভরে যেতো

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ভালো থাকুন

সব কর্মজীবীরাই কষ্টে থাকে

১৫| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪৮

কালো যাদুকর বলেছেন: একবার এক লেখকের (নাম মনে নেই) সাক্ষ্যাতকার পড়েছিলাম ৷ তিনি বলেছিলেন - তুমি তখনই একজন সার্থক লেখক হতে পারবে যখন সেই কথাটি সাবলিলভাবে লিখতে পারবে যে কথাটি তুমি সবার সামনে বলতে পার না ৷
একজন কবি / লেখকের লেখতে হতাশা ব্যর্থতা ইত্যাদি আসবেই ৷ অনেকেই লেখকের লিখাটি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ঘরে নেন ৷ ত সেটি ঠিক নয়।

যত বেশী চুরি হবে ধরে নিতে হবে আপনার লেখা তত জনপ্রিয় | এটি ভাল লক্ষণ ৷

কবিতা ভাল লেগেছে ৷

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সুন্দর থাকুন
ফি আমা্নিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.