নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কাব্য কণা (১২৩-১৪২)

১৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৫



১২৩। জীবন সুখের সুন্দর,
আপনজন গা ছুঁয়ে আছে বলে,
মমতার আঁচল ছুটে যায় ত্বরা জীবনের প্রয়োজনের ছলে,
ভাবলেই বুকে বাড়ে ব্যথার ঘা, রাত পোহালেই চলে যাবে মা।
০৩/১১/২০১৭

১২৪। সুখ টুকরো ছড়িয়ে আছে মেঝেতে,
খুব করে চাই সব জমা হোক বুকের বামে,
হাজার টুকরো সুখ চাই পেতে।
কুঁড়োতে শুধু আলসেমী পাই,
বলি শুধু সুখ নাই সুখ নাই!
০২/১১/২১১৭

১২৫। জীবনের বাঁকে ছোপ ছোপ কষ্ট রঙ আঁকে কেউ চুপিসারে,
জেনেও না জানার ভান ধরে সাজি সঙ,
হাসি আর উচ্ছ্বাসে আহ কি ঢং,
কী যে এক দুঃখপোকা বসে আছে ঘাড়ে উফ!
৩১/১০/২০১৭

১২৬। টুপটাপ টুপটাপ ঝর্ না মনজমিনে ভালোবাসার বৃষ্টি,
নীল নীল ব্যথায় বুকে কেবল অতুষ্টি,
ঘাম ঝরে, মনে ঘাম ঝরে বিষাদের,
নেই শান্তি, শান্তি নেই মন ঘরে আর।
৩০/১০/২০১৭

১২৭। মনে মিথ্যের প্যাঁচ, ভিতরবাড়ি বারুদ ভর্তি ম্যাচ,
লাগবে আগুন পুড়বে নিজ তৈরী মিথ্যের অগ্নিগিরিতে,
মিথ্যের লাভা জ্বালিয়ে খাক করবে দেখে নিয়ো।
২৮/১০/২০১৭

১২৮। জয়চিহ্ন দেখিয়ে নিত্য পথ আগাও,
বলায়, চলায়, ঈর্ষায়, অহমেও জয়,
সর্বত্র জয়জয়কার তোমার,
পারলে না জয়ী হতে কেবল ভালোবাসাতে,
আর সুখে হাসাতে।
২৭/১০/২০১৭

১২৯। পানপাতা এঁকে চোখে,
ভালোবাসার মন্ত্র মনে ফুঁকে,
সহসা হলে উধাও,
চোখের সীমায় দেখিনা কোথাও,
রাগ অভিমান না অবহেলায়?
মেতে রইলে দূরে কোন সে খেলায়?
২৬/১০/২০১৭

১৩০। আমি বলি ভালোবাসা, তুমি বলো পান পাতা,
আমি বলি প্রেম, তুমি বলো গেম,
আমি বলি সবুজ,
ভাবো অবুঝ,
যদি বলি পাখি, পাকাও আঁখি।
ডাকলে বৃষ্টি, মেঘ হও আবছা কুয়াশায় ঝাপসা দৃষ্টি।
আমি সাদা তুমি নীল, নীল ছুঁলেই বিষে আচ্ছন্ন এ দিল।
২৫/১০/২০১৭

১৩১। তোমার কাব্যগুলো এমনই-মনে জ্বালায় সহসা উচ্ছ্বাসের পিদিম
ঝলমল ঝলমল দূরেই রেখেছি-অস্পৃশ্যে অদৃশ্যতায়,
আজ এলে সামনে, চোখ যে সুখে টলমল।
২৫/১০/২০১৭

১৩২। এঁকে দাও মন পটে রঙধনু রঙ আল্পনা-
কিছু রঙ মন ছুঁয়ে যাক,কেটে যাক পানসে ক্ষণ!
খানিক বাদেই রঙধনু রঙ মুছে বিবর্ণ মেঘে ঢেকে যাবে মনাকাশ।
২৪/১০/২০১৭

১৩৩। টুকরো টুকরো সুখ জমিয়ে আমি বেচে দিবো তোমার মন হাটে
সুখ জমাতে ফের-শূন্য আমি মন ডুবাবো ধূপ জ্বালানো সন্ধ্যাপাঠে।
২৩/১০/২০১৭



১৩৪। হীরে চাইনি কভু চাইনি হেম-
চেয়েছি ভালোবেসে দাও এক টুকরো প্রেম।
দাওনি হেম দাওনি প্রেম।
নীল ব্যথা-ঝাঁঝাঁ কথা আর কষ্ট আঁচড়,
বুক জমিন আজ ব্যথার বালিচর।
২২/১০/২০১৭

১৩৫। চারিদিকে শান্তি, একফোঁটা অশান্তি, তিক্ততা বা ক্লান্তি,
কাদার পথ স্কুল, অফিস ব্যস্ততার হাত ধরতে সময় বলে ফিসফিস!
তবু আছি ভালো আলহামদুলিল্লাহ,
হোক দিনের বুকে বিবর্ণ আলো।
২২/১০/২০১৭

১৩৬। বিবর্ণ, রোদহীন শহরে আলসেমীর বুকে মাথা,
মুল্যবান ক্ষণ হাতছাড়া,
অগুছালো জীবন কর্মহীন কাটানো কষ্টের-রোদ কই?
মেঘের আড়ালে থেকোনা মুখ লুকিয়ে আমার সোনালী রোদ্দুর।
২১/১০/২০১৭

১৩৭। মনদেয়ালে,কোন সে খেয়ালে,
এঁকে দিলে প্রেমফুল,
হলে ফের ভুলে বেভোল।
ফুল ফুটে হলো ভালোবাসার চারা-
হলাম সুখে আত্মহারা।
অথচ আছো তুমি ফিরিয়ে মুখ,
কেড়ে নিয়ে সুখ
২০/১০/২০২১

১৩৮। মুখ সহসা বানিয়ে বদ্বীপ-
নিভাও মনপ্রদীপ।
বাঁকা চাঁদ হাসি গেলে ভুলে?
আলো আসুক-মন দোর দাও খুলে।
সে পানসে দীপে জ্বালাও চাঁদালোর রঙ,
তুমি তো জানো আমি ভালোবাসি হাসি,রঙ ঢঙ।
১৯/১০/২০১৭

১৩৯। ফ্রেমে বাঁধা প্রেম মনদেয়ালে টানিয়ে রাখি,
মাকড়সারা বাঁধলো বাসা,
ধুলোর প্রলেপে হলো প্রেম মলিন,
মুছলেও অতীত প্রেমোচ্ছ্বাস জাগে না আর,
ভালোবাসা টিকে থাকে অনাদরে।
১৮/১০/২০২১

১৪০। ফুলেল বিছানায় ক্লান্ত দেহ,
এবেলা আপন নয় কেহ।
কেবল শান্তির গা ছুঁয়ে সটান বিছানায় শুয়ে-
বন্ধ চোখে মনে না হয় যাই এক টুকরো স্বস্তি রোয়ে।
১৭/১০/২০২১

১৪১। ইট পাথরের রঙ কলিজায় আছে লেপ্টে
দীর্ঘশ্বাসে সে রঙ যায় চুপসে, মিশে যায় ধুলায়
মন এখন আর আগুন পুড়া ইট নয়
সময় ঢেলে দিয়েছে মুগ্ধতার জল মন চুলায়।
১৬/১০/২১

১৪২। মনপটে আঁকতে বলেছিলাম ভালোবাসার তুলিতে এক টুকরো প্রেম
তুমি সেথায় বেভুলো মনে অবহেলা তুলিতে আঁকলে কাটাকুটি
আহা আপন মনে খেললে একি গেম!
এই নিরামিষ মানুষ আমি কি চেয়েছি দাও রূপা ডায়মন্ড হেম?
১৩/১০/২১

কাব্য কণা (১-১০)
কাব্য কণা (১১-২০)
কাব্য কণা (২১-৩৫)
কাব্য কণা (২১-৪০)
কাব্য কণা (৪১-৬১)
কাব্য কণা (৬১-৭২)
কাব্য কণা (৭৩-৯২)
কাব্য কণা (৯৩-১০২)
কাব্য কণা (১০৩-১২২)







মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৪

প্রত্যাবর্তন@ বলেছেন: জীবনোপলদ্ধির নির্মেদ প্রকাশ ।

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান প্রত্যাবর্তন
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

২| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: এত বড় লেখলে
পড়ার সময় কই!
ছোট ছোট ভাবে
পোষ্ট করুন; পড়েও
মজা পাওয়া যাবে
ভালও লাগবে-----------
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি ছবি আপু

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জী লিটন ভাই। তবে ছোট ছোট বলেই বিশটা অনুকাব্য দিয়েছি।

ভালো থাকুন

৩| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এতো কবিতা কি করে লিখেন?

১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভ্যাস হয়ে গেছে সোহেন ভাইয়া। না লিখলে এখন আর ভালো লাগে না।
এগুলো ২০১৭ সালের লেখা। প্রতিদিন একটা করে লিখতাম

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩২

ফুয়াদের বাপ বলেছেন: বরাবরের মতো মুগ্ধকর অনুকাব্য। কাব্যর পরতে পরতে সুখ-দু:খ আবেগের আবেশে দুলেছে হৃদয়।

১২৪. যথার্থই বলেছেন, অলসতার ভারে সুখের টুকরোগুলো কুড়াতে চাইনা। তাই সুখকে ছুঁয়ে দেখতে পারিনা।
১২৫. হুম, আমরাই আঁকি দু:খের ছবি মানসপটে। কেন জানি দু:খ লালন করে মনের গহীনে। দু:খ বিষে সুখ নীল হয়ে থাকে।
১২৮. আহ! কী লিখলেন! সত্যিই তাই-আমরা জীবন চলার পথে জয়ী হচ্ছি কিন্তু হেরে যাচ্ছি ভালোবাসায়।
১৩০. তারিখ ঠিক করে দিন
১৩৪. আহা! ভালোবাসা প্রাপ্তির কি আকূতি!

বাকীগুলোও দারুন হয়েছে। কবিকে ধন্যাবাদ এমন সুন্দর চেইন কাব্য কণা উপহার দেবার জন্য।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর বিশ্লেষণ। কৃতজ্ঞতা রইলো ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ঠিক করেছি।

ভালো থাকুন সাথেই থাকুন
ফি আমানিল্লাহ

৫| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

Abida-আবিদা বলেছেন: কাব্যকনা ভাল লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন সাথেই থাকুন
ভালোবাসা নিন
ফি আমানিল্লাহ

৬| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫২

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর!!!

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৭| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপার কবিতা ভালো লাগে।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
ফি আমানিল্লাহ

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: সরকারী চাকরী করলেই শুধু মাত্র এরকম লেখা সম্ভব।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, আপনিও সরকারী চাকুরীতে জয়েন করেন তাড়াতাড়ি

৯| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আসলেই জীবন অনেক সুন্দর।অবহেলায় নষ্ট না করে উপভোগ করা দরকার।জীবন একবারই পাওয়া যাবে।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন আসলেই সুন্দর। উপভোগ করতে হবে। উপভোগ করতে জানতেও হবে

থ্যাংকিউ সো মাচ নুরুল ভাই
ভালো থাকুন

১০| ১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৬

কাছের-মানুষ বলেছেন: প্রতিটা কবিতাই ভাল। আমার ভাল লাগা রইল।

১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাছের মানুষ
ভালো থাকুন
সাথেই থাকুন
শুভেচ্ছা সতত
ফি আমানিল্লাহ

১১| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৯

ইসিয়াক বলেছেন:





ভালো লাগলো।

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১২| ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কাব্য কনার পড়তে পড়তে সৌন্দর্য ছড়িয়ে আছে।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে
ফি আমানিল্লাহ

১৩| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬

স্প্যানকড বলেছেন: বইটই বের করুন এবার। এত সুন্দর কথা কেমনে লিখেন ? ভালো থাকবেন।

২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা
থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন আপনিও
শুভেচ্ছা শুভকামনা সতত

১৪| ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৭

মিরোরডডল বলেছেন:
অনেকগুলো কাব্যতে হেম শব্দটা পেলাম ।
হেম কি ছবিপু ?

২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বর্ণ

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকো আপু

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৩

Subdeb ghosh বলেছেন: খুব সাবলীল ভাষায় রচিত চমৎকার কবিতা !

০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সুবদেব দা ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.