নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বসন্ত এ‌লো ঐ=

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮



©কাজী ফা‌তেমা ছ‌বি
মন দুয়া‌রে ঠকঠক কড়া নে‌ড়ে ব‌লে এই আ‌মি বসন্ত!
মন জানলা খু‌লো...... ফাগুন হাওয়া ব‌য়ে যাক
এই রে শী‌তের যে হ‌লো অন্ত,
থে‌মে থে‌মে বই‌ছে হাওয়া,
খু‌লে দিলাম দ‌ক্ষিণ দাওয়া;
কান পে‌তে শু‌নি ‌মৌমা‌ছি‌দের সুখ গুঞ্জরণ,
ম‌নের তা‌রে বা‌জেরে বা‌জে সুর অনুরণ।

ঝরা পাতার ‌মৌসু‌মের হ‌বে‌ হ‌বে ই‌তি,
আসবে নতুন কুঁড়ি, কুঁড়ির সাথে বৃক্ষের কী নিবিড় সম্প্রীতি;
নব উচ্ছা‌সে প্রকৃ‌তি আজ সু‌খে মা‌তোয়ারা,
বই‌ছে দে‌খো বন্ধু প্রকৃ‌তির গা বে‌য়ে
ফাগু‌ন হাওয়ার ফোয়ারা।

কত বসন্ত এসে চ‌লে গে‌লো, ম‌নে আ‌নো‌নি যে রঙ,
এই ফাগু‌নে মনে নি‌য়ে আ‌‌সো বসন্ত বরং,
কোন সে বিষা‌দে মু‌খে তোমার বিষা‌দের প্রতি‌বিম্ব,
তু‌মি চি‌নো না বস‌ন্তের ফুল, চি‌নো না বর্ষার কদম্ব।

এই যে এত সুরসুরাসুর, এই যে কো‌কি‌লের কুহু কুহু আওয়াজ,
চা‌রি‌দি‌কে আনন্দ, ফাগুন হাওয়ায় সাঁই সাঁই পাতা‌দের কুচকাওয়াজ,
শুনো নি কা‌নে? ব‌লো ‌নি, বসন্ত এ‌সে গে‌ছে,
মন তোমার উ‌ঠে‌নি উচ্ছা‌সে নে‌চে!

এ‌সো ঠোঁটে ধ‌রি বস‌ন্তের গান, সু‌খে মন মা‌তি‌য়ে রা‌খি
বসন্ত ফু‌লের ঘ্রাণ নি‌য়ে দেহম‌নে মা‌খি,
এ‌সো শুক‌নো পাতার নুপূর বা‌জি‌য়ে প‌থে প‌থে হাঁটি,
এক‌দিন আপন ক‌রে নেই দুজ‌নে ধু‌লো উড়া মা‌টি।

সময় যে ক্ষ‌য়ে যায়, মন আকা‌শে ফি‌কে রঙ মেঘ,
এ‌খ‌নি ফাগুন হাওয়ায় দাও ছ‌ড়ি‌য়ে ম‌নের আ‌বেগ,
কিছু বসন্ত ফুল এ‌নে দাঁড়াও আমার সম্মুখ,
তু‌মি ভা‌লোবাে‌সি ব‌লো, শুনতে যে বোল
অ‌‌পেক্ষায় হ‌য়ে আছি উন্মুখ।
(১৩-০২-২০২১)




মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বসন্তের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।
ভালো থাকুন
শুভ বসন্ত

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

ইসিয়াক বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বসন্তের শুভেচ্ছা ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১০

সোহানী বলেছেন: হায় হায় বসন্ত এলাে নাকি!!! কবে কেমনে ;) !!! আড়াই ফুট বরফের নীচে চাপা পইড়া আছিরে আপুনি, কেমনে টের পামু যে বসন্ত আসছে........

কবিতায় হিংসা মিশ্রিত ভালোলাগা :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমরা কীভাবে সহ্য করো আপু। বাংলাদেশের শীতই আমারসহ্য হয় না। আল্লাহ তোমাদের হেফাজতে রাখুন

জাজাকিল্লাহ খাইরান আপু
ভালোবাসা অফুরন্ত

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
বসন্তের শুভেচ্ছা
ভালো থাকুন

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: বসন্তের শুভেচ্ছা রইলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
ভালো থাকুন

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনাকে বসন্তের ফুল সহ বসন্তের শুভেচ্ছা ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরনা তানীম ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৯

এম এ হানিফ বলেছেন: বসন্তের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
ভালো থাকুন হানিফ ভাই
ফি আমানিল্লাহ

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



বসন্তের আগমনে সুন্দর কবিতা ।
কৃঞ্চচূড়া ছাড়া কি বসন্ত বরণ জমে

এবার তো বসন্ত আগমনের সাথে
মিল রেখে ভেলেনটাইন ডে
এসে পড়েছে । ভালবাসা দিবসে
কবিতার শেষ চরণে বলা
কথা মালার পরিনতির তরে
সুন্দর একটি ফুলের তোড়া
হাতে নিয়ে অপেক্ষা থাকেন
শুভ আগমন উনার
হবেই হবে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু ঢাকায় কৃষ্ণচুড়া দেখলাম না।

তবে ব্যাংকে নানান ফুল ফুটে আছে। এত ভালো লাগে। পরিবেশটাই অন্যরকম

আপনাকে বসন্তের শুভেচ্ছা।

ভালো থাকুন
সুস্থ ও নিরাপদ থাকুন

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহাঃ !!!!!!!!!!!!!!! কি আনন্দ - আকাশে - বাতাসে ।

আজি এ বসন্তে খুব সুন্দর বসন্তের কবিতা।

বিনোদিত ও শিহরিত ।

আপনার প্রতি রইলো বসন্তের বাসন্তী শুভেচছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে নাই আনন্দ
হারাই জীবন ছন্দ

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ফি আমানিল্লাহ

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৩

জটিল ভাই বলেছেন:
বসন্ত বাতাসে আভী বসন্ত বাতাসে,
হবিগঞ্জের ফুলের গন্ধ ময়মনসিংহে আসে :)
বরাবরের মত ময়মনসিংহের বউয়ের মতো পোস্ট =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার বাড়ীর ফুলের গন্ধ আমার বাড়িই থাকে
ময়মনবিলাই যায় না

থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.