নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তোমার জন্য এক কাপ কবিতা=

১২ ই জুন, ২০২২ দুপুর ২:৩৯



©কাজী ফাতেমা ছবি

কোন সে দুর্ভাবনায় নিজেকে দিয়েছো ঠেলে
কেনোই বা মন তোমার এলেবেলে,
মনিটর হতে চোখ সরাও, চায়ের কাপে রাখো ঠোঁট
বন্ধ চোখে এবেলা শান্তি করো লোট।

হিসেব মিলে না জীবনের কখনো, মেলানো যায় না, করিয়া জোর?
দু’চোখে তোমার আজ অমানিশা ঘোর,
এক্সেল শীটটা আপাতত করে দাও ক্লোজ,
জোর করে মিলাতে হিসেব হয়ো না অবুঝ।

কর্পোরেট সময়ের বুকে তোমার জন্য এক কাপ রঙ চা
চুমুকে চুমুকে সুখ রোদ্দুরে করো উজ্জ্বল মনের মাঁচা;
চায়ের কাপে তুলে রেখো, হিসেব না মেলানোর সন্তাপ,
অভিমানী চা তোমার বুকে ছড়াবে এক সমুদ্দুর সুখোত্তাপ।

চায়ের কাপে জমা করো পেরেশানী যত
বাড়িয়ো না অযথাই হৃদয়ে ব্যথার ক্ষত;
নিশ্চুপ বসো, একাকি তোমার উদাস দুপুর
আমি নিয়ে আসি এক কাপ কবিতা শব্দে ভরপুর।

নীলচে কলম ছুঁড়ে ফেলে কীবোর্ড হাতে নিয়েছি তুলে,
আবৃত্তিতে মন দিয়ো.... যেয়ো বিগত দুঃখবোধ ভুলে
মনে তুলে দেব তোমার আজ এক পাহাড় শব্দের ঝড়,
তুমি চেয়ারে হেলান দিয়ে শুনতে পাবে ছন্দের নির্ঝর।

এই যে....তোমার জন্য নিয়ে এসেছি এক কাপ কবিতা
তুমি মুগ্ধ না হলে এবেলা, বেকার সবই তা;
তোমার জন্যই সময় ভাসিয়েছি কবিতার জলে ও প্রিয়জন,
তুমি শিরোনামে করেছি আজ, একশত দুই কবিতার আয়োজন।

(উৎসর্গ-স্বপ্নবাজ সৌরভ ভাইয়াকে)

এই কবিতা দেখে এই কবিতার সূত্রপাত

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সম্ভবত ব্লগে এই প্রথম কেউ আমাকে উৎসর্গ করে কবিতা লিখলো। এবং এটা আমার প্রাপ্য ছিল !!
ধন্যবাদ ছবি আপা। B-)

১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। ভালো থাকুন । ফি আমানিল্লাহ।

২| ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

১২ ই জুন, ২০২২ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মরু ভাইয়া ভালো থাকুন

৩| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন ভাইয়া জি

৪| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:১৩

মাকার মাহিতা বলেছেন: চমৎকার লেখনি আপু। শুভকামনা

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মাহিতা
ভালো থাকুন

৫| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:২০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: চমৎকার কর্পোরেট কবিতা।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ১২ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: বাহ্।




মঙ্গলম!

১৪ ই জুন, ২০২২ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন

৭| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই উচ্চ মাগে'র কাব্য!
দামী কাপে দামী কবিতা।
শুভেহা জানবেন আপু।

১৪ ই জুন, ২০২২ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরান ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৮| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৪৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: চিনি বেশি হয়েছে, শুভ কামনা

১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: না পরিমাণ মতই দিয়েছি। জাজাকাল্লাহ খইরান ভালো থাকুন ভাইয়া

আপনার গল্পের অপেক্ষায় আছি

৯| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: আরেকটি সুন্দর কবিতা হয়ে যাক।

১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ হবে

১০| ২১ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে, উৎসর্গও যথাযথ।

২২ শে জুন, ২০২২ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইরন ভাইয়া জি
ভালো থাকুন দোয়া করি ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.