নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=হালালকে করে দাও হারাম=

১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২১



©কাজী ফাতেমা ছবি

নিশ্চিন্তে যে রোজগার খাচ্ছো, হালাল করতে একদা দিয়েছিলে পরীক্ষা,
কত রাত জেগে নিয়েছিলে প্রস্তুতি গোনে গোনে
নিজের পায়ে দাঁড়াবেই মনে মনে নিয়েছিলে দীক্ষা
অতঃপর নির্ঘুম রাতের শেষে ঘুম, গিয়েছিলে রঙবাহারী স্বপ্ন বুনে।

কতটা পরিশ্রমের পর স্বপ্ন ধরা দেয় হাতের মুঠোয়, সে কী মনে আছে?
চোখে সুখের জল করেছিলো চিকচিক, নয় কী তাই?
স্বপ্ন তো এমনি এমনি ছুটে আসেনি তোমার কাছে,
দিনকে করেছো রাত, রাতকে দিন, জীবন পুড়ে যেনো ছাই।

পিছু ফিরে তাকাও নি, কত এপ্লিকেশন জমা দিয়ে দিয়ে হয়রান
কত ইন্টারভিউ, কত পরীক্ষা, কত অযস্র সময় করে দিলে পার,
দিনভর ছুটোছুটিম, রাতে পড়ার টেবিলে সময় কেটেছে অফুরান
তবুও যে একটুও মানোনি হার।

একদিন খাকি খামে উড়ে এলো স্বপ্ন, হালাল রুজির পেলে দিশা,
করলে শপথ পা বাড়াবে না ভুল পথে কভু
খাবে না ঘুষ, করবে না দুর্নীতি, করবে সম্মান রুটি রুজির ইনকামে
ভেবেছিলে জীবনে কখনো আসবে না অমানিশা;
রঙ মোহ ঝলমলানি আলোয় আলোকিত সবে তোমার বিঁভু।

জয়েন করেই ভুলে গেলে সেই শপথের কথা, হয়ে উঠলে লোভী
অথবা চাকুরী তো আছে বলে করে যেতে থাকলে অবহেলা
নিজের প্রয়োজনই বড়, অফিস ছেড়ে সময় কাটাও
বন্ধু আড্ডা অথবা সংসার সাজানোতে খুবই,
ইদানিং চাকুরীটা আছে বলেই নিদ্বির্ধায় ভাসাও অন্যায়ের ভেলা।

নিজের সাংসারিক প্রয়োজনে ক্ষমতা খাটিয়ে লিভ রিজার্ভে থাকো,
বাচ্চাদের স্কুল রান্নাবাটি খেলা অথবা শান্তি খুঁজো,
একদিন এসে দশদিনের স্বাক্ষর সন্তর্পণে হাজিরা খাতায় আঁকো,
মাস শেষে বেতন পাচ্ছো, পাচ্ছো লাঞ্চ বিল,
তুমি কী হালাল রুজি খাচ্ছো? সে বুঝো?

আমি ভেবেই শিউরে উঠি ভয়ে, এত কষ্টে পাওয়া সেই রোজগারের পথ
অথচ হালাল কে করে নিচ্ছো হারাম হেসে খেলে,
দায়িত্ববান কর্মকর্তা, পরিচয় দাও অকর্মকর্তাসুলভ, ভেঙ্গে দিলে
নিজেই নিজের শপথ;
ঘুষ খাওনি, তাতে কী, অফিস কামাই করেও যে টাকা নিচ্ছো; হালাল?
কী নির্ভয়ে পাপ করে উড়ো সংসারে সুখে ডানা মেলে!
২৮-০১-২০২০


মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আশার বাণী সে তো চিরন্তন সত্য। কিন্তু চেয়ারে বসে যে এসব মনে থাকে না।আর তাছাড়া আসতে যেতে বেতন পাই কাজের জন্য উপরি চাই।এমন করে কবিতা লিখলে আমাদের উপায় কি হবে আপু? :)

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকেই এই ভাবনা মনে পুষেন। নৈতিকতা ভুলে মানুষ খালি আরাম খুঁজে

থ্যাংকিউ সো মাচ ভালো থাকুন

২| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভাল হয়েছে ।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া

৩| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অনেক ভালো লাগলো। সুন্দর চিন্তা ধারা।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাসানাত ভাইয়া
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৪| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



আপনার অফিসে শতকরা কতজন সঠিকভাবে কাজ করে?

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবে শতভাগ লোক কাজ করতে চায় না। ৫০ ভাগ কাজ করে।
ধন্যবাদ আপনাকে

৫| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:




ছবিপু আমাকে ভুলে গেছে :(


২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআপু ভুলি নাই। কাজের যাতাকলে পিষ্ট হচ্ছি এখন নতুন ডিপার্টমেন্টে

নতুন তো কাজ শিখতেছি। তাই হয়তো কষ্ট লাগছে বেশী।

আজ দেখলাম কমেন্ট

আর বাড়ীতে গিয়েছিলাম গতকাল এসেছি

থ্যাংকিউ সো মাচ ভালো থাকো আপুনি

৬| ১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

ঢাবিয়ান বলেছেন: হালাল খাবার শব্দটাই বেশি জনপ্রিয় আজকাল , হালাল জীবিকা নয়।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই। মুখেই সবাই হালাল হালাল করে অথচ সে নিজেই হারামের সাথে থাকে

থ্যাংকিউ সো মাচ

৭| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে দিন রোজ হাশরে করতে বিচার
আল্লাহ হবেন কাজী,
সেদিন ঠিকই বোঝা যাবে
কে মুমিন কে পাজী।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইজান সেদিনই বুঝা যাবে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৮| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৩

ইসিয়াক বলেছেন: ক'জন ই বা ভাবে এমন করে!




চমৎকার কবিতা।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবে না দেখে মন খারাপ হয়। অথচ বেতন লোন সব সুবিধা নিয়ে এরা শান্তিতেই থাকে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৯| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৩:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। এই সুন্দর কবিতার জন্য 'জাযাকাল্লাহু খাইরান'।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলো
জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন ভাইয়া জি

১০| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমানে আমাদের বাস্তবতা এই কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে।

২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইরন
ভালো থাকুন ভাইয়া

১১| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৪

জটিল ভাই বলেছেন:
কবিতা বরাবরের মতই সাধারণ হয়নি আভী। মাশাল্লাহ্।
কিন্তুু লিখায় এভাবে সুদীর্ঘ বিরতি নেবার হেতু কি? অনলাইনেতো প্রতিনিয়তই আসছেন দেখি।
বরং ফেইসবুকে অন্যায়ের প্রতিবাদ করে অপদস্থ না হওয়ার চাইতে এভাবে কবিতা লিখাকেই উত্তম বলে মনে করি।
জটিলবাদ।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখানে আসতে পারি না। ফেসবুকে সকালে আর রাতে আসি। সারাদিন কাজে ব্যস্ত। কারো পোস্ট পড়তে বা কমেন্টও করতে পারছি না। আমাকে সময় আর সময দেবে না। ছবিও পোস্ট করতে পারবো না। ফটোশপ নাই পিসিতে :(

থ্যাংকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.