নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=বলে দাও ভালোবাসি=

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫১



ময়মনসিংহর ঢাকুয়া গ্রামের ধলাই নদীর সকালের দৃশ্য।

©কাজী ফাতেমা ছবি

কুয়াশায় ঢাকা একটি সকালের গায়ে পা রাখবে কি?
আমায় নিয়ে হারিয়ে যেতে, মনে মনে কাছে ডাকবে কি?
জড়িয়ে নাও গায়ে কুয়াশা রঙ চাদর,
চমকে যাবে তুমি পায়ে ছুঁয়া লাগলেই শিশিরের আদর!

পূর্বাশায় সূর্য জেগে উঠার আগেই চলো জেগে উঠি
যত ক্লান্তি আলসেমী অযস্র ঘুমকে দিয়ে দাও ছুটি।
গাঁয়ের মেঠোপথ ধরে সম্মুখে আগালেই আছে নদী
যেথায় মুগ্ধতার ঢেউ উতলায় নিরবধি!

মাছের আঁশটে ঘ্রাণ নাকে নেবে, জলে পা ছুঁয়াবে?
জলের আয়নায় নিজকে দেখতে দৃষ্টি কী আলতো নুয়াবে?
যদি চাও আমি দিতে পারি তোমায় একটি স্নিগ্ধ প্রহর
যেখানে হাওয়ায় উড়ে সুখ সুখ মেঘ আর মুগ্ধতার লহর।

নদীর কূল ঘেঁষে যদি বসতে চাও খানিকটা সময়
যদি হতে চাও ক্লান্তি ভুলে.......... সুখেতে তন্ময়!
সাথে আছি, বসবো আলতো ঘেঁষে তোমার পাশে
শিশিররা হেসে উঠবে সুখে রোদ্দুরের আলোয়,
দৃষ্টি তাক রেখো দূর্বাঘাসে।

তোমাকে দেবো আমার একটি মুগ্ধতা ক্ষণ,
নেবে? যদি আসে মনের নাগালে এমন সুখ অনুক্ষণ?
তবুও কী বলবে বারবার ছেড়ে যাবে আমায়?
না কি এমন স্নিগ্ধতার আবেশ তোমায় এনে
আমার মনের উঠোনেই থামায়?

বলে দাও কানে ফিসফিস, কুয়াশার রঙের মতই ভালোবাসি
গাঁয়ের মেঠোপথের পাশে ফুটা বুনোফুলের মতই ভালোবাসি,
উড়ন্ত ধূলো বালি মাঘের শীত হাওয়ার মতই ভালোবাসি,
মাছের আঁশটে ঘ্রাণের মত আর শিরশিরানী শীতের মতই ভালোবাসি
শুনো-আমি তোমার শীতের এক কাপ ধোঁয়া উঠা কফি
আমি তোমার উষ্ণ চায়ের পেয়ালা, যাকে জড়িয়ে ধরলেই তুমি
আয়েসে চোখ বন্ধ করে বলে উঠবে ভালোবাসি, ভালোবাসি।
(৩১/০১/২০১৯)

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি চাইলেই কবিতা লিখতে পারেন। তাই না ?
++

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি সৌরভ ভাইয়া । এইতো আবোল তাবোল লিখতে পারি। ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা চমৎকার; তবে আঞ্চলিকতার টান আছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৮

নয়ন বিন বাহার বলেছেন: আপু, প্রথম দুই লাইনে ‘কী’ হবে না ‘কি’ হবে।
কবিতার ভাষায় দারুন এক চিত্রকল্প তুলেছেন। দারুন!

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি হবে ঠিক করেছি
থ্যাংকিউ সো মাচ নয়ন ভাই

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: পুতুপুতু টাইপ কবিতা আমার ভাল লাগে না।
আমার কাছে ভাল লাগে নজরুলের মতো জ্বালাময়ী কবিতা। তেজী কবিতা। যেমনঃ
বল বীর, বল বীর
বল উন্নত মম শির।
শির নেহারি আমারি নত শির
ওই শিখর হীমাদ্রির।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারে লিখতে কেউ মানা করেনি নুর ভাই
আপনি লিখেন আমরা পড়ি আর প্রতিবাদি হই

আমি মেয়ে মানুস লুতুপুতু কবিতাই পছন্দ করি কিত্তাম কন

থ্যাংকিউ

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শেষের দুই লাইন অসাধারণ। আপনার উঠোন জুড়ে কবিতা, আর আমি কবিতা লিখতে চাইলে শব্দরা পালিয়ে যায়।
পোষ্টে প্লাস।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট ঝিঁঝি
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭

জগতারন বলেছেন:
এই কবিতা আমার খুবই ভাল লাগিয়াছে।
লাইক দিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকে থ্যাংকিউ সো মাচ । অনেক অনেক ভালো থাকিবেন
ফি আমানিল্লাহ

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫১

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালো লাগলো। মাঝে মাঝে ছন্দের বাঁধন খুলে দিয়ে দেখতে পারেন বোন, কবিতা নামক পাখি কোন দূর অজানায় নিয়ে যায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সব ভাবেই লিখছি গোলাপ ভাইয়া
পরামর্শের জন্য থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৮

জ্যাক স্মিথ বলেছেন: ছবিটি দেখে চোখ জুড়িয়ে গেলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ স্মিথ
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.