নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নানা রঙের গোলাপ ফুল=

০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৮

০১।


গোলাপ কে না ভালোবাসে। আমি এখন আর গোলাপের দেখা পাই না। পুরাতন দিনের ছবিগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য। আগের বাসার ছাদে লোকজন কত জাতের গোলাপ লাগাতো। রোজই ছবি তুলতে যেতাম। বিভিন্ন রঙের গোলাপ ফুল প্রায় প্রতিদিনই ছবি তোলা হয়ে যেত। এখানে আসার পর গোলাপের দেখা পাই না। আগে আমাদের অফিসে ঢুকতেই ডান পাশে গোলাপ বাগান ছিল । এখানে অনেক বড় বড় গোলাপ ফুটতো । এই বাগান কেন জানি তুলে ফেলেছে। এখানে এখন আজাই মাজাইরা পাতা বাহার টবে লাগাইয়া রাখছে । দেখলেই মেজাজ গরম হয়। গোলাপের পাশে থাকতো জারবেরা ফুল গাছ। অফিসে ঢুকলেই মন ভালো হয়ে যেত।

ফটোশপ নাই, এমনকি পর্টেবল ফটোশপ টা পর্যন্ত অপেন করতে পারি না। সবই এডমিনিস্ট্রেটরের দখলে । এত বাধা বিপত্তি ব্লগ করতে। তবুও ব্লগের সাথেই আছি। আমি চাই না কিছু প্রিয়জনদের ছেড়ে যেতে। থেকে যেতে চাই সবার ভালোবাসার মাঝে। তবে কিছু লোক আমারে দেখতে পারে না। সবার ভালো লাগলেও গিয়ে উনাদের ভালো লাগে না আমার কোনো পোষ্ট। দশজনের ভালো লাগলে আর একজনের না লাগলে যায় আসেনা কিছু।

পুনরায় বলি আমার এক কলিগ বলেছিলেন ফাতেমা আপা আপনার লেখা পড়ে যদি একজনেরও ভালো লাগে তবে এটাই আপনার লেখার স্বার্থকতা। তাকে ধন্যবাদ আমাকে এমন অনুপ্রেরণা দেয়ার জন্য।

জুল ভার্ণ ভাইয়া আবারও ফিরে আসবেন ইংশাআল্লহ। আজকের পোস্টটিপ্রিয় ব্লগার জুল ভার্ণ ভাইয়াকে উৎসর্গ করলাম। এক দুইজনের জন্য ব্লগ ছাড়তে পারেন না ভাইয়া । আপনার গুনগ্রাহী পাঠক এখানে অনেক । আপনি ইদানিং পোস্টগুলোর দিকে তাকালেই আপনার প্রশংসার ছবিগুলো কমেন্টের আয়নায় দেখতে পাবেন।

০২। কমলা রঙের গোলাপ


০৩। গোলাপী গোলাপ


০৪। গাঢ় কমলা রঙ তার


০৫। গোলাপী মেজেন্টায় মিশ্রিত রঙ তার


০৬। লাল গোলাপ


০৭। মিষ্টি কালার


০৮। গোলাপী গোলাপ


০৯। গোলাপী গোলাপ


১০। মিষ্টি কালার


১১। কমলাও না আবার গোলাপী না আজব কালার


১২। েআরেকটি কমলা রঙ গোলাপ


১৩। গোলাপী গোলাপ


১৪। লাল অথবা মেজেন্ডা গোলাপ


এমন ধরণের ছবি আরও আছে। একই গোলাপ কিন্তু ভিন্নভাবে তোলা অন্য একদিনপোস্ট করবো ইংশাআল্লহ

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: জীবনে এত গোলাপ
সত্যই গন্ধ তারা উঁচু আসমান
রঙে রঙে হোক রঙিন!

ভাল থাকবেন কবি ছবি আপু

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকুন

২| ০৩ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৪

জটিল ভাই বলেছেন:
"যে ফুল ভালবাসে না, সে মানুষ খুন করতে পারে!" মাশাল্লাহ্। অদ্যবধি সবচেয়ে মনকাড়া ছবি ব্লগ।
আচ্ছা আভী, ১১ আর ১২ কি একই ছবির ক্লোজসট না?

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কথা সত্য। তাদের মনও কঠিন হয়।
হ্যা একই ফুল দুইভাবে তোলা
ধন্যবাদ জটিল ভাইয়া
ভালো থাকুন

৩| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: আমার কাছে লাল গোলাপই সবচেয়ে বেশি ভালো লাগে, যদিও লাল কালার আমার একদম পছন্দ না।

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সাদা গোলাপে ঘ্রাণ বেশী তবে লাল গোলাপ আর হালকা গোলাপী গোলাপ ও ভাল্লাগে

ধন্যবাদ জ্যাক স্মিথ ভালো থাকুন

৪| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন:

ছবিটা আমার তোলা।
আপনার তোলা ছবি গুলো মোটামোটি ভালোই হয়েছে।

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই গোলাপগুলো কী তরতাজা আর সুন্দর
ধন্যবাদ ভালো থাকুন

৫| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর গোলাপের ছবি। ++++

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভালো থাকুন মাইদুল ভাইয়া

৬| ০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

অপু তানভীর বলেছেন: আমার গোপাল ফুল পছন্দ না । এর থেকে ফুলকপি ভাল । :D

০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আপনার কোন ফুল পছন্দ
না একটা ফুলই পছন্দ যেটা ফুলকপি

ধন্যবাদ অপু ভাইয়া
ভালো থাকুন

৭| ০৩ রা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি সুন্দর।

আমার গোলাপ, হাসনাহেনা, বেলি আর বকুল ফুলের ঘ্রাণ খুব ভালো লাগে।

আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একজন শিক্ষক হাতের লেখা শিখাতেন;

দা রোজ ইজ কুয়িন অব ফ্লাওয়ারস। পিলখানাতে প্রথম হরেক রকমের গোলাপ ফুলের বাগান দেখেছি।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার বারান্দা ছোট তবুও একটা বেলী লাগিয়েছি। মাঝে মাঝে ফুটে উফ কী সুন্দর ঘ্রাণ আলহামদুলিল্লাহ

গোলাপ বাগান তুলনামূলক কমে যাচ্ছে কেন জানি এই শহরে।

থ্যাংকিউ সো মাচ

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার উপস্থাপন।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন ফি আমানিল্লাহ

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫০

রোকসানা লেইস বলেছেন: সুন্দর ।
গোলাপ খুব পছন্দের ফুল। কত রকম তার রূপ।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খইর আপুন
ভালো থাকুন

গোলাপ ফুল অপু ভাই বাদে সবার পছন্দ
অপু ভাইয়ের নাকি ফুলকপি পছন্দ হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.