নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ওগো সুহাসিনী প্লাস্টিকের ফুল দাও, নইলে কাপড়ের ফুল, এগুলো বেশিদিন লাস্টিং করে=

০১ লা জুন, ২০২৩ রাত ৯:৪৯

১।


উপরের শিরোনাম ওগো বিদেশিনী তোমার চেরি ফুলদাও এর প্যারোডি ছিল। কখন শুনছিলাম এই প্যারোডি মনে নাই। তবে তা বহু আগে হয়তো বিটিভিতে শুনেছিলাম। কিছু জিনিস একবার মনে গেঁথে গেলে সহজে ভোলা যায় না, এই প্যারোডিটিও তাই।

আজ না হয় প্লাস্টিকের ফুলই দেখলেন। এ ফুলগুলোও মন ভালো করে দেয়। কাহিনী হইলো বছর খানেক আগে ফার্নিচারের দোকানে গেছিলাম আলমারি কিনতে এলিফেন্ট রোডে।

উফ ফার্নিচারের দোকানও যে মুগ্ধ করে দেয়, মন ভালো করে দেয় না গেলে বুঝতাম না। ইচ্ছে করছিল সব ফার্নিচার কিনে নিয়ে আসি। কত সুন্দর সুন্দর খাট, সোফা, ডাইনিং, টি টেবিল সহ অনেক ধরণের ফার্নিচার।

দোকানটা অনেক বড়, ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ছবি তুলছিলাম, সব জায়গায় বিভিন্ন রঙের জাতের প্লাস্টিকের ফুল দিয়ে ফার্নিচার গুলো সাজানো।


বহুদিন ধরে প্লাস্টিকের ফুলগুলো গ্যালারিতে পড়ে আছে। ভাবলাম মন্তব্য যেহেতু দেখন যায় না তাইলে পোস্ট সুন্দর না বলে কেউ লিখলেও আপাতত দেখতাম না।
মোবাইলে যেহেতু লিখতেছি, আর পোস্টও মোবাইলে দিমু, মোবাইলে পোস্ট দেয়া ঝামেলার তাই ভুল ত্রুটি মার্জনীয়।

কমেন্ট কইরালাইয়ুন যে, ইংশাআল্লহ সামু ঠিক হলে প্রতিউত্তর দেয়া যাবে।

আসলেই ব্লগ এমন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারিনি। কেমন যেন অস্বস্তি লাগে। মনে হয় কী নাই, কী নাই :(

সামু দ্রুত ফিরে আসুক এই কামনাই করি। শুভ ব্লগিং।
২।



৩।



৪।



৫।


৬।



৭।



৮।



৯।



১০।



১১।



১২।



১৩।



১৪।



১৫।



১৬।



১৭।



১৮।



১৯।



২০।



২১।



২২।



২৩।


মন্তব্য ৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবির মত ছবি নাকি ছবির মত কবি।

০৩ রা জুন, ২০২৩ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবির মত ছবি অথবা ছবির মত ছবি।।থ্যাঙ্কিউ সো মাচ ভাইয়া

২| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো। এমন মন্তব্য করবেন না যাতে মানুষের মন খারাপ হয়ে যায়। ভালো না লাগলে ইগনোর করা শিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.