নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=প্রিয় শহর তোর বুক খুঁড়ে করে দেয় ঝাঁঝরা=

০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৯



©কাজী ফাতেমা ছবি

ডুবে যাক আজ শহর, বৃষ্টি আসুক ধেয়ে
কালো পানি উঠে আসুক রাজপথে
উপছে পড়া ড্রেনের পানিতে ভাসুক শহর
বাড়ুক জনগণের দূভোর্গ,
এটাই কি চাচ্ছে প্রশাসন!

আশ্চর্য্যতরো কর্মসূচী
এই শহরকে পরিণত করে দেয় নর্দমায়!
পিচঢালা পথজুড়ে মাটির পাহাড়,
বৃষ্টির জলে গলে যায় লাল মাটি
রাজপথ যেনো রক্তাক্ত প্রান্তর!

পরিকল্পনাহীন সবকিছু-কোথায় যে কি হচ্ছে
বাড়ছে মানুষ, বাড়ছে পথশিশু
বেড়ে যাচ্ছে দিন দিন ভিক্ষুকের সংখ্যা!
বাড়ছে যানবাহন, বাড়ছে ছিনতাই
বেড়ে যাচ্ছে দূর্ঘটনা!

কোথায় আছে শান্তি এই শহরে
অলিগলি জুড়ে কেবল আতঙ্ক ছড়িয়ে!
কোথায় রাখলে পা, হবে না ভ্রান্তি
কোথায় রাখলে চোখ, নামবে না ক্লান্তি
কি যে এক বিভৎসতায় পূর্ণ আমার প্রিয় শহর।

আজ এই পথ, তো কাল অই পথ
আজ এই ফুটপাত তো-কাল অই ফুটপাত
আজ ফ্লাইওভার, তো রাস্তা খোঁড়া শুরু
কাল মেট্রোরেল ফের রাস্তা খোঁড়া।

আজ এখান দিয়ে যায় ড্রেনের পাইপ
কাল যাবে টেলিফোনের তার
আজ নেট লাইন-কাল যাবে ডিস লাইন
আহা আমার শহর, তোর বুক খুঁড়ে খুঁড়ে
করে দেয় ঝাঁঝড়া
তোর বুকে পা রাখতেই ভয়-
কোথায় গিয়ে পড়ি পা পিছলে..
সন্তর্পণে পা ফেলে এগোই কেবল সম্মুখে
আশায় বুক বাঁধি আর হই অগ্রগামী
আলো আসবেই হয়তো একদিন।
(০৯-০৪-২০১৮)


মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমরা নাহয় কষ্ট করে যাই আপু।
আমাদের পরবর্তী প্রজন্ম সুখে থাকবে।
কষ্টের দিন শেষ হচ্ছে।
দেখতে পাচ্ছি উজ্জ্বল ভবিষ্যৎ।

ঈদের শুভেচ্ছা আপু।

২১ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা আগুনের দিন শেষ হবে একদিন

জাজাকাল্লাহ খইর
ঈদ মুবারক

২| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৮

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর!

২১ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই
ভালো থাকুন

৩| ২০ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: খুব শীঘ্রই ওয়াসার লাইন বসানোর কাজের জন্য আবার রাজধানীর রাস্তা খোঁড়াখুড়ি শুরু হবে বলে শুনেছি। বিভিন্ন সেবাদানকারী কর্তৃপক্ষের মাঝে সমন্বয়ের অভাব এবং কর্তৃপক্ষের উপরে প্রভাবশালী ঠিকাদারদের তোয়াক্কাহীন মনোভাবের কারণে এসব খননকৃ্ত রাস্তাঘাট দীর্ঘদিন ধরে মেরামতহীন রয়ে যায় এবং নাগরিকদের চরম দূুর্গতির কারণ হয়।

২১ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের এই জসীম উদ্দিন রোডে এই নিয়া চারবার খুঁড়ছে
বুঝলাম না এভাবে কেন কাজ করা হচ্ছে। খুঁড়ে রাস্তা ঠিক করে আবার খুঁড়ে

কী যাচ্ছে তাই অবস্থা ঢাকা শহরেরর

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খইর ভাইজান
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.