নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

আর বেশি সময় নেই, এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য মাত্র ৫সেকেন্ডের একটি ঝাকুনিই যথেষ্ঠ।

৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১২

আর বেশি সময় নেই, এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য মাত্র ৫সেকেন্ডের একটি ঝাকুনিই যথেষ্ঠ।

হে মানবজাতি তোমরা কি বুঝতে পেরেছো কিয়ামতের আলামত অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহ বার বার আমাদেরকে সতর্ক করছেন এবং আমাদের যে খুব দ্রুত সময়ই আমাদের কর্মগুলো নিয়ে তার মুখোমুখি হতে হবে তা আল্লাহ আমাদেরকে বারবার ছোট ছোট ঝাকুনি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন।
এত সতর্কবার্তার পরও কি আমরা শুধুমাত্র ইহকাল নিয়েই পড়ে থাকবো? পরকালের কথা, কোরআনের কথা, কিয়ামতের কথা, আল্লাহর মুখোমুখি হতে হবে- এই গুলো নিয়ে কি আমরা ভাববো না??

একবার ভাবুন তো নেপালের মতন অবস্থা আমাদের দেশে হলে আমদের কি হতো?
আমরা পাপি, আমরা মুসলমান। আল্লাহ আমাদের পাপ মোচনের সুযোগ দিচ্ছেন। এই সুযোগ যদি আমরা এখন আর কাজে লগাতে না পারি তবে হয়ত আমরা ভবিষৎ এ এই সুযোগটা আর নাও পেতে পারি।

একটা খবরে শুনলাম আবহাওয়াবীদরা বলেছে, আবারো নাকি ভুমিকম্প হতে পারে। জানি না আমাদের কপালে কি লিখে রেখেছেন মহান আল্লাহ, তবে বুঝতে পারছি কেয়ামত খুবই নিকটে।

তাই এখন খুব দ্রুত আমাদের উচিৎ শয়তানদের পিছন থেকে যাত্রা ভঙ্গ করে ইসলামের পথে যাত্রা শুরু করা।
আমাদের উচিৎ ইসলাম বিরোধী নেতাগুলোকে দ্রুত বর্জন করা কারন ওরা নিজেরা তো পথভ্রষ্ঠ সেই সাথে আমাদের কেউ পথভ্রষ্ট করছে। আমাদের উচিৎ ইহকালের সুখের কথা না ভেবে পরকাল নিয়ে ভাবা কারন আমরা তো সবাই মৃত্যুর মুখে দাড়িয়ে আছি।

হে মানব জাতি, আর বেশি সময় নেই। আসুন সব কিছু ছেড়ে এখনই আমরা ইসলামের পথে যাত্রা শুরু করি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৯

কাবিল বলেছেন: ভয় পচ্ছি।

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০

নুর ইসলাম রফিক বলেছেন: তাই এখন খুব দ্রুত আমাদের উচিৎ শয়তানদের পিছন থেকে যাত্রা ভঙ্গ করে ইসলামের পথে যাত্রা শুরু করা।
আমাদের উচিৎ ইসলাম বিরোধী নেতাগুলোকে দ্রুত বর্জন করা কারন ওরা নিজেরা তো পথভ্রষ্ঠ সেই সাথে আমাদের কেউ পথভ্রষ্ট করছে। আমাদের উচিৎ ইহকালের সুখের কথা না ভেবে পরকাল নিয়ে ভাবা কারন আমরা তো সবাই মৃত্যুর মুখে দাড়িয়ে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.