নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

বর্তমান যুগে প্রেমের আদালত কতটা জরুরী তা রুবেল এবং হ্যাপি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

একটি গানে বলতে শুনেছিলাম যে, "থাকতো যদি প্রেমের আদালত..."
বর্তমান যুগে প্রেমের আদালত কতটা জরুরী তা রুবেল এবং হ্যাপি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
টেলিভিশনে মাঝে মাঝেই একটি কথা শোনা যাই যে, "আইন তার নিজের গতিতে চলবে"।
মাননীয় স্পিকার আইন কিভাবে নিজের গতিতে চলে, আইনের গতির জন্য আইনের কোথাই কোথাই তেল দিতে হয়.. উহহ বিরক্তিকর একটি বিষয়!!!
এই দেশের আইন ক্ষমতাশীল এবং বিখ্যাত ব্যাক্তিদের দুই পায়ের নিচে থাকে, এটা কি মিথ্যা, মিথ্যা নয়?
কিছু দিন আগে একজন পতিতার জন্য ক্রিকেটার রুবেল হোসেনকে নিয়ে কত কিছু না হইলো, জেল পর্যন্ত প্রায় জেতে হচ্ছিল রুবেলের।
কিন্তু প্রশ্ন আইন কি সবার জন্য একই রকম?
রুবেল এবং হ্যাপির বিভিন্ন অডিও বার্তা থেকে এটা সবাই নিশ্চিত যে হ্যাপির মতন রুবেলও অপরাধী।
এটাও পরিষ্কার এবং প্রমানিত যে হ্যাপির সাথে রুবেল সেচ্ছাই প্রেম করে শারিরীক সম্পর্ক করার পরই রুবেল হ্যাপিকে রিজেক্ট করার চেষ্টা করে।
প্রশ্ন ওঠে এটা কি রুবেলের অপরাধ নয়?
মাননীয় স্পিকার এই ঘটনার জন্য কি আইন আছে?
বিশ্বকাপে রুবেলের ভালো পারফরমেন্স করছে তাই বলে কি তার এই অপরাধ মাপ হয়ে যাবে?
শুধু রুবেল নয় আমরা এটাও জানি যে "হ্যাপি খারাপ" কিন্তু যে ঘটনা ঘটেছে এটা তো সাধারন ক্ষমার বিষয় না।
একজন অপরাধী হয়ত দেশের সুনাম বৃদ্ধি করছে কিন্তু তাই বলে তার অপরাধ কেনো অন্য চোখে দেখা হবে?? যদি তাই হবে তাহলে আইনের গতিতে কেনো আমরা তেল দি।
মাননীয় স্পীকার, আইনের এখন কেনো পরিবর্তন হবে?
এটা আসলে কুকুরের মতন ঘেউ ঘেউ করা ছাড়া আর কিছুই না কারন এদেশে ইচ্ছা মত আইনের জন্ম হয়, ইচ্ছামত সংবিধান পরিবর্তন হয়। এদেশে আইনের জন্মদাতা তো অনেকেই। যার জন্মদাতা অনেক লোক হয় তাকে বাংলাভাষাই কি বলা যেতে পারে.. আপনারাই বলুন??
এখন শোনা যাচ্ছে, রুবেল মানহানির মামলা করলে হ্যাপির ৭বছরের সাজা হতে পারে। হঠাৎ করে আইনের গতির কেনো পরিবর্তন হলো??
এইতো কিছুদিন আগে, আইন রুবেলের বিপহ্মে ছিল এখন কেনো তার পহ্মে... তাহলে কিছুদিন আগে কি আইনের জন্মদাতা হিসেবে অন্য কেউ ছিলো? প্রশ্ন আর প্রশ্ন...
শুধু তাই নয়, হ্যাপি অসুস্থ হলেও তাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছিল না!
এই দায়ভার কে নেবে?
এই দেশের এমন নোংরা আইন একটা কুকুরও মন থেকে মানে না।
প্রিয় পাঠক, আমি এখানে হ্যাপিকে ভালো সাজাচ্ছি না, এই দেশের আইনের গতি কেমন- তা আপনাদের কে একটু ধরিয়ে দিলাম।
অপরাধ করলে হ্যাপি রুবেল দুজনই অপরাধী, ইসলামের দৃষ্টিতে এই অপরাধের শাস্তি মাটিতে পুতে পাথর নিক্ষেপ করতে হয়।
কিন্তু এটা তো চেতনার দেশ, আইনের দেশ- ঐ শাস্তি ওদের কখোনই হবেনা। তাই অন্তত এই চেতনার নোংরা আইন দিয়ে অন্তত হ্যাপি রুবেলের বিয়ের ব্যাবস্থা করে দিন।
তাহলে কিছু জন্তু জানোয়ার এদেশের আইনকে সম্মান করবে।
এই দেশের আইন নির্যাতিত, প্রতারিত মানুষেকে নিশ্চিত জীবন্ত কবর দিতে পারে কিন্তু একজন বিখ্যাত ব্যাক্তির অপরাধে তার একটা *** (চুলও) ছিড়তে পারেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.