নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

শিহ্মাগত যোগ্যতা দিয়ে প্লিজ আর মানুষকে বিবচেনা করবেন না

০৬ ই মে, ২০১৫ রাত ৯:৪০

২৫ বছরের জীবনের ২০ বছর ধরে পড়ালেখা করেই পার করলাম।



এখনো পড়ছি, কেনো পড়ছি? শিহ্মিত হতে কি ২০বছর লাগে?



এখনো মা বলে লেখা পড়াটা শেষ করতেই হবে। এত লেখা পড়া করে কি হবে, চাকরি করতে গেলে must be ১০লহ্ম টাকা ঘুষ দিতে হবে। এত বছর লেখাপড়া না করে কোন দলীয় লোক কিংবা মামা, খালুর পিছর পিছন ঘুরলে করলে এতদিনে চাকরি কনফার্ম হয়ে যেত।

লেখাপড়া আমাকে কি শিহ্মা দিল? লেখাপড়া আমাকে ঘুষ দিতে শেখালো।

অনেক ভেবে দেখলাম লেখাপড়া কখনই কাউকে সু-শিহ্মা দিতে পারে না, হ্যা বই পড়লে অনেক কিছু জানা যাই কিন্তু সেই জানা গুলো just ব্রেইনের ভিতরেই সীমাবদ্ধ থাকে।

আমরা লেখা পড়া করে, বই পড়ে যা জেনেছি তা কখনই বাস্তব জীবনে কাজে লাগাতে পারি না। ২০বছর ধরে পড়ে পড়ে একটা সার্টিফিকেট নিয়ে নিজেকে শিহ্মিত বলে পরিচয় দিতে একজন বিবেকবান লোকের লজ্জা করা উচিৎ।



ধরুন একজন অশিহ্মিত ট্যাক্সি চালক ১০লহ্ম টাকা পড়ে পেয়ে ফেরৎ দিলো কিন্তু একজন উচ্চ শিহ্মিত লোক গলাই টাই মেরে ১০লহ্মটাকা ঘুষ খাচ্ছে বা ঘুষ দিচ্ছে। what is the different between educated and a uneducated person? শিহ্মিত এবং অশিহ্মিত লোকের মধ্যে পার্থক্য কোথাই? উদাহরনটা অবাস্তব কিছুই না, টেলভিশিন, পত্রিকায় এমন খবর মাঝে মাঝেই দেখা যাই।



তুমি যা জানো তা যদি তুমি কাজেই না লাগাতে পারো তবে তাকে কি কখনো শিহ্মা বলা চলে? আমার দৃষ্টিতে কখনোই না।

i respect the uneducated taxi driver.

পরীক্ষা দিয়ে হয়ত তুমি একটি সার্টিফিকেট পেতে পারো কিন্তু চাকরী পেতে হলে ঘুষ তোমাকে দিতেই হবে।

তোমাকে একটি সার্টিফিকেট দেওয়ার অর্থ এই যে, "তোমাকে দুর্নিতী করার বৈধতা দেওয়া হলো।"

একটা সার্টিফিকেট থাকার অর্থ এই নয় যে তুমি অনেক বেশি শিহ্মিত হয়ে গেছো।



লেখাপড়া করে অর্জন করা যোগ্যতা কখনই সুশিক্ষার সার্টিফিকেট হতে পারেনা।

উচ্চ শিক্ষায় শিক্ষিত আপনি অথচ আপনার মা আজ বৃদ্ধাশ্রমে।

উচ্চ শিক্ষায় শিক্ষিত আপনি অথচ আপনি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছেন।

উচ্চ শিক্ষায় শিক্ষিত আপনি অথচ আপনি অন্যায় জেনেও তার পক্ষে কথা বলছেন।

উচ্চ শিক্ষায় শিক্ষিত আপনি অথচ আপনি জেনে বুঝেও নিরপরাধী ব্যাক্তিটিকে জেলে ঢুকাচ্ছেন।

তো আপনি বলুন আপনি কেমন শিক্ষিত। আপনার শিহ্মার সাথে নৈতিকতার কোন সম্পর্ক নেই।



যে শিক্ষা আপনাকে আপনার পরিবারকে ভালবাসতে শিখাইনা, খারাপ,ভালো নির্নয় করতে শিখাইনা, অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে শিখাইনা সে শিহ্মা যদি আমি না গ্রহন করি তবে আমি কি মূর্খ্য বলে বিবেচিত হবো?

তোদের মত শিক্ষিত ব্যাক্তি আমাকে মূর্খ্য বললেই আমি মূর্খ্য হয়ে যাবোনা।



আমি বড় গলাই বলতে পারি দেশের সার্টিফিকেটধারী শিক্ষিত লোকের মধ্যে ৭০% এর বেশিই লোকই কুশিক্ষাই শিক্ষিত।

বাকি ভালো লোকগুলোও ধীরে ধীরে কুশিহ্মিত লোকদের কাছে পরাজিত হয়।



শিহ্মাগত যোগ্যতা জাস্ট একটা প্রতিক মাত্র, বাস্তব জীবনে এর কোনই হ্মমতা নেই। তাই শিহ্মাগত যোগ্যতা দিয়ে প্লিজ আর মানুষকে বিবচেনা করবনে না।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৫

ক্রান্তী সৌরভ বলেছেন: কি করবেন ভাই,তবুও সমাজে এই রীতি চলে আসছে। আমরা যতই বলি না কেন, তারা কি শুনছে, নাকি শুনবে?

২| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:০১

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন। গভীর ভাবনার পোষ্ট!

০৭ ই মে, ২০১৫ রাত ১০:১৫

যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: হুমম

১৮ ই মে, ২০১৫ রাত ৯:৫০

যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: আগে তো সার্টিফিকেটটা পেতে হবে !!

বাকিগুলো ঠিক বলেছেন।

৪| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:১৪

যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি সহ অন্যদেরকে

৫| ১৭ ই মে, ২০১৫ দুপুর ২:৪৭

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: আপু লেখাটা খুবই ভালো হয়ছে । তাই কপি করে এই টা আমি নোট করে রাখলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.