নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

৭১সালে একজন মুক্তিযোদ্ধার ভূমিকা কখনো তার সন্তানকে চরিত্রের সার্টিফিকেট কিংবা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিতে পারে না

১৫ ই মে, ২০১৫ রাত ৮:৩৩

আমার বয়স ২৩বছরের বেশি হবে হয়ত। আমার জন্মের ২০বছর আগে এদেশে যুদ্ধ হয়েছিল। জন্মের পর বই পড়ে জানতে পেরেছিলাম যে একটি স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে।
আমার নানা, দাদার কেউই যুদ্ধ করেনি- এরা কি তাহলে সবাই রাজাকার ছিল?? এদের মুখে ৭১এর বেশ কিছু গল্প শুনেছি মাত্র।

এই যে আপনি মিট মিট করে হাচ্ছেন আর ভাবছেন আমার নানা দাদারা হয়ত রাজাকার ছিলো,তাই না? আপনার নানা দাদা কি মুক্তিযোদ্ধা ছিল না কি রাজাকার ছিল? মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে তো?

শুনেছি অনেকে নকল সার্টিফিকেটও বানিয়েছিল তখন।

আমার নানা, দাদারা একটা নকল সার্টিফিকেটও মেনেজ করতে পারে নাই।

পাশের বাড়ির চাচাটা পাকা মুক্তিযোদ্ধা তার সার্টিফিকেটও আছে। তার দুই ছেলের একজন বিএনপি করে আর একজন আ.লীগ করে।

এই চাচার এক ছেলে বিএনপি করে বলে কি এখন মনে হচ্ছে চাচার সার্টিফিকেটটা নকল? এই চাচার এখন কিন্তু ইয়া বড় বড় দাড়িও আছে, যুদ্ধের সময় মনে হয় চাচার দাড়ি ছিল না।

চাচা মুক্তিযুদ্ধ করেছে তাই বলে কি তার ছেলেও তার মতন হবে??

একজন লোক মুক্তিযোদ্ধা হলেই যে সে কিংবা তার সন্তান ভালো চরিত্র বা গুনের অধিকারী হবে.. এটা ভাবা কিন্তু সম্পূর্ন সত্য নয়। আমাদের দেশে অনেক মুক্তি যোদ্ধার ছেলের কাছে এখন থাকে দেশীয় অস্ত্র, অনেকের দেখা যাই নেশা করে যেখানে সেখানে মাতলামি, বদমাইশি, লুচ্চামিও করতে।
আর এক চাচার ছেলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জোরে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, পোলাপান সবাই এইডারে গুলি খুটার ছেলে বলে ডাকে ।

আমাদের এলাকার ৫০০ পরিবারের মধ্যে হাতে গোনা কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। তাদের অনেকের সন্তান খুব ভালো আবার অনেকের সন্তান খুব খারাপ।

আমি মনে করি, ৭১সালে একজন মুক্তিযোদ্ধার ভূমিকা কখনই তার সন্তানের চরিত্রের সমতূল্য হতে পারে না।

৭১সালে একজন মুক্তিযোদ্ধার ভূমিকা কখনো তার সন্তানকে চরিত্রের সার্টিফিকেট কিংবা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিতে পারে না শুধু মুক্তিযোদ্ধা নয় আমি বলবো, "একজন রাজাকারের সন্তান সেও কিন্তু ভাল হতে পারে। একজন রাজাকারের সন্তানকেও তার বাবার কর্মকান্ড দ্বারা প্রভাবিত করা উচিৎ নয়।"

তাই ৭১ সালে বাপ-দাদার কর্মকান্ড যেন তার কোনো সন্তানকে আর (যারা যুদ্ধ দেখেনি তাদেরকে) প্রভাবিত করতে না পারে, আর যদি প্রভাবিত করে তবে মনে রাখবেন "এ জাতি কোনো দিনও স্বাধীন হতে পারবে না।"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ৯:৪০

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: একমত ছোট্ট বন্ধু!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.