নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

খাটের অপর ঘুম হয়না তাই ফ্লোরে পিপড়াদের সাথে ঘুমাতে হয়।

২৬ শে মে, ২০১৫ রাত ১১:৪৬

বারবার মনে হচ্ছে জীবনের শেষ নিশ্বাস নেওয়ার জন্য খুব দ্রুত আমি এগিয়ে যাচ্ছি।

মৃত্যু আগে মানুষ বুঝতে পারে কিনা জানি না তবে আমার জীবনের সাথে পৃথিবীর প্রতিটা জিনিসের কেনো জানি বিরোধ। এই বিরোধের কারনেই বারবার মনে হচ্ছে এই পৃথিবী আমাকে চাই না কখন পৃথিবী তার বুক থেকে আমাকে নিখোজ করে দেবে।
বিরোধ আমার নিজের সাথে, বিরোধ আমার পরিবারের সাথে।
বিরোধ আমার বন্ধুদের সাথে, বিরোধ আমার প্রতিবেশীদের সাথে।
বিরোধ আমার ভালোবাসার মানুষদের সাথে, বিরোধ আমার অপরিচিতদের সাথে।
বিরোধ আমার হ্মমতা নিয়ে, বিরোধ আমার আইন নিয়ে।
সবাই যখন আমার বিরুদ্ধে তখন ৪বছরের একটি মেয়ে আমার পহ্মে। সে শুধূ ভালোবাসাই বোঝে কিন্তু সবার বিরোধিতার কারনে তাকেও আর আগের মতন করে আমার পাশে পাই না।

মাঝে মাঝে ভাবি কখন কেউ আমাকে মানসিক রুগী বলে না কোন হাসপাতালে ভর্তি করে দেই।

বিপহ্মে থাকা সবার কথা ভেবে নিজের প্রতি রাগ হয় যে কেনো আমি তাদের মতন হতে পারলাম না বা পারছি না।
আমার পরিবার আমাকে এত ভালবাসে অথচ তাদেরকে প্রতিদান হিসেবে কিছুই দিতে পারিনা। এত বয়স হলো এখনো পায়ের উপর পা রেখে খেতে হয় আমাকে। আমি যে পরিবারের জন্য একটি বোঝা তা আমি জানি, বুঝি কিন্তু আমি অসহায় আমি বুঝি না যে ঠিক আমার কি করা উচিৎ। মধ্যবিত্ত্ব বাবাহারা সন্তানরা মনে হয় এমনই হয়।

আমার বন্ধূদের মধ্যে হয়ত আমি সবার চেয়ে ব্যাতিক্রম। তাদের সকল কার্যক্রমে আমি থাকলেও হয়ত মন থেকে তাদের সব কার্যক্রম মেনে নিতে পারি না আর তাই আস্তে আস্তে তাদের থেকেও দুরে সরে পড়ছি আমি।

আর ভালবাসা, কেউ ভালবাসি বললে তার অপর থেকে কেনো যানি মায়া নামক আগ্রহটি হারিয়ে যাই। সব কিছুর বিপহ্মেও বেচে আছি।
কিছু সময়ের জন্য অনেক সুখী হয়ে যাই যখন ৪বছর বয়সের মেয়েটির হাসিভরা মুখ দেখি। কিন্তু তাকেও সবাই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে হয়ত সেও আর আস্তে আস্তে আমার কাছে আসবে না। তখন যে কে আমার সঙ্গী হবে ভাবতে গেলেই আমার পুরাতন মডেলের মোবাইল আর কম্পিউটারের কথা মনে পড়ে। মোবাইল টার অবস্থা মরি মরি আর কম্পিউটার সে তো দূরারোগ্য ব্যাধিতে আক্রাত।
হাসি লাগে ইলেক্ট্রনিক্স জিনিস এরাও আমার সাথে বিরোধিতা করে। অবশেষে বুঝলাম পৃথিবীর কোন কিছুই আমার সাথে আর থাকতে চাচ্ছে না।
খাটের অপর ঘুম হয়না তাই ফ্লোরে পিপড়াদের সাথে ঘুমাতে হয়। অদ্ভূদ হলেও সত্য পিপড়া আমাকে এখন আর কামড়াতে চাই না।
সত্যি খুব মূল্যহীন হয়ে গেছি আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.