নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

positively সবার দৃষ্টি আকর্ষন করছি ‪#‎Star_sports‬ এর কনডমের বিজ্ঞাপনের বিষয়টি নিয়ে।

২০ শে জুন, ২০১৫ রাত ১০:৩৫

বাঙ্গালী নারীদের ক্রিকেট খেলা দেখার প্রতি আগ্রহটা বর্তমানে অনেক গুন বেড়ে গেছে, বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশের সফলতা শুরুর পর থেকে আগ্রহটা এখন অনেক অনেক বেশী।

এই ব্যাপারটি আরো ভালো করে বুঝতে পারলাম আমার মা, বোনের খেলা দেখার প্রতি আগ্রহটা দেখে। যারা খেলা নিয়ে তেমন মাথা ঘামাতো না তারা এখন বাংলাদেশর খেলা শুরু হলে বারবার উকি দেই, খেলা দেখার জন্য বসে থাকে সিরিয়াল দেখার মত করে (যদিও আমার পরিবারের কেউ সিরিয়াল দেখে না)।

এক সাথে খেলা দেখতে অনেক ভালো লাগে কিন্তু বর্তমানে খেলা দেখতে গেলে বার বারই লজ্জাই ছোট বোনটাকে বলতে হয় এইখান থেকে এখন যা, বই পড়তে যা.... এখন খেলা দেখা লাগবে না। আর মা তো লজ্জাই আর রুমেই আসতে চাই না।

positively সবার দৃষ্টি আকর্ষন করছি ‪#‎Star_sports‬ এর কনডমের বিজ্ঞাপনের বিষয়টি নিয়ে। বাংলাদেশ ইন্ডিয়া খেলা চলাকালিন অবস্থাই Score নামের কনডমের বিজ্ঞাপনটি বার বার দেখানো হচ্ছে এইটা দেখে কি আমার সাথে কিংবা আপনার সাথে আপনার মা, বোন বসে থাকতে পারবে??
যখনই বিজ্ঞাপনট দেখাই তখনই চ্যানেল পরিবর্তনের জন্য ব্যাস্ত হয়ে উঠি আমি..
যখনই বিজ্ঞাপনট দেখাই তখনই ছোট বোনটা লজ্জাই অন্য রুমে চলে যাই..
যখনই বিজ্ঞাপনট দেখাই তখনই মায়ের সামনে মাথা নিচু করে অন্যমনস্ক হয়ে থাকতে হয়..

স্বপরিবারে যে টিভিতে খেলা দেখবো তারও উপাই নেই। মনে হয় টেলিভিশনগুলোতে পর্নগ্রাফি চলছে।
আমাদের বাংলা চ্যানেল গুলোতে ডিস্টার্ব দেওয়াই বাধ্য হয়ে star sports দেখতে হয়।

বেহায়াপানা করতে করতে ইন্ডিয়ার চ্যানেলগুলো কতটা যে নিচে নেমে গেছে তার পরিনামে ইন্ডিয়া এখন ধর্ষনের দেশে পরিনত হয়েছে শুধু তাই নয় পারিবারিকভাবেও যৌন-নির্যাতন শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে।

শুধু কনডম নয় বিভিন্ন বডি স্প্রের বিজ্ঞাপন সহ আরো হাবিজাবি যে বিজ্ঞাপন গুলো এখন দেখি তা বড়ই অসস্তিকর এবং স্বপরিবারে দেখাটা অত্যন্ত লজ্জাকর ব্যাপার। তার চেয়েও বড় লজ্জাকর ব্যাপারটি হলো যখন সবার সামনে এই বিজ্ঞাপনগুলো আসে তখন বারবার চ্যানেল পরিবর্তন করতে বাধ্য হতে হয়...

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ রাত ১২:০৩

িবষন্নতা বলেছেন: Bangla chennel tik korun. Dish operator ke bolun R Indian chennel Borjon koren. Etai ekmatro somadhan.

২| ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনার রুচি তথা বাঙালিদের রুচি আর ইন্ডিয়ানদের রুচি এক না। আপনি হয়ত মায়ের পাশে বসে কনডমের বিজ্ঞাপন দেখতে লজ্জা পান, কিন্তু একজন ইন্ডিয়ান মা হয়ত এই বিজ্ঞাপন দেখে তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলবে, বাবা, এটা ব্যবহার করে দেখতে পারিস - সেফ মনে হচ্ছে। কিংবা তার বোন হয়তোবা কলেজ থেকে আসার সময় এক প্যাকেট কিনে এনে ভাইয়ের হাতে দিয়ে বলবে, বৌদি বলছিল অমুক ব্র্যান্ডেরটা নাকি টেকেনা বেশিদিন, তাই এইটা নিয়ে এলাম, দেখ ব্যবহার করে।

বাংলাদেশীদের জন্য তো ভাই স্টার স্পোর্টস না, আপনাদের কথা চিন্তা করেই গাজী টিভি এই খেলা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করেছে।

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:৪১

যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: কি যে বলেন

৩| ২১ শে জুন, ২০১৫ রাত ১০:২০

আরণ্যক রাখাল বলেছেন: কন্ডম একটা প্রয়োজনিয় পন্য| এটার বিজ্ঞাপন দেয়া যেতেই পারে| আপনার মা বোন যে সিরিয়াল দেখলেও দেখতে পারে সেখানে বোরকাপড়া মেয়ে দেখায় না| আপনার প্রবলেম থাকলে বিটিভিতে দেখুন| আর যেহেতু ভারতের টিভি পন্য ইত্যাদি ছাড়া চলেই না, তাই ভারতবিরোধিতা বাদ দিন|

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:১০

যুদ্ধরত জাতির সমালোচক বলেছেন: তার মানে কি আপনি আপনার মা বোনের সাথে এমন বিজ্ঞাপন দেখে থাকেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.