নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেচবুকে আমি https://www.facebook.com/profile.php?id=100009146100737&fref=ts

যুদ্ধরত জাতির সমালোচক

সঠিক কথা বলতে পছন্দ করি, মিথ্যাবাদীদে একদমই পছন্দ করিনা। www.facebook.com/100009146100737

যুদ্ধরত জাতির সমালোচক › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘদিনের বন্ধুটিকে ভালোভাবে চেনা বা যাচাই করার একটি বাস্তব উদাহরন

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬

ধরুন আপনার এলাকাই একটা নতুন মেয়ে আসল। মেয়েটিকে আপনি পছন্দ করেন অথচ আপনি জানতে পারলেন মেয়েটা আপনাকে নয়, পছন্দ করে আপনার কাছের একটা বন্ধুকে।
এমন অবস্থাই আপনি কি আপনার বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিবেন? আপনার বন্ধুকে কি আপনি এড়িয়ে চলবেন??

গল্পটা এমনই...
দুই বন্ধুর মধ্যে সব সময় মিল দেখা যাই হঠাৎ করে একটি মেয়ের জন্য তারা একে অপরকে এড়িয়ে চলছে।

১ম বন্ধু (যে মেয়েটিকে পছন্দ করে) সে মেয়েটিকে মোবাইলে ইম্প্রেস করার চেষ্টা করছে। (ব্যাপারটি ২য় বন্ধু জানে)

কিন্তু মেয়েটি ২য় বন্ধু অর্থাৎ মেয়েটি যাকে পছন্দ করে তার সাথে রাস্তায় ডেকে কথা বলল এবং তার নিকট থেকে মোবাইল নাম্বর সংগ্রহ করল। (গোপনীয় ভাবে)

এরপর.. যা হবার তাই হলো ১ম বন্ধু off line আর ২য় বন্ধু on line

২য় বন্ধু (মেয়েটি যাকে পছন্দ করে): সে যখন জানতে পারলো মেয়েটি তাকে পছন্দ করে এবং তার বন্ধু মেয়েটিকে পছন্দ করে- তখন সে মেয়েটিকে বলল, তুমি আমার বন্ধুকে কল করে বলো, "আপনার বন্ধুর মোবাইল নাম্বারটা আমার লাগবে"

মেয়েটি কল করলো এবং ১ম বন্ধু (যে মেয়েটিকে পছন্দ করে) সে বলল তুমি আমার বন্ধুর সাথে কথা বলবা না এবং আমার বন্ধুর মোবাইল নাম্বার তোমাকে দেওয়া যাবে না।

এভাবে ১ম বন্ধু মেয়েটির সাথে on line এ আসার চেষ্টা করতে থাকে। এবং তার সাথে মেয়েটির কি কথা হচ্ছে তা মেয়েটি ২য় বন্ধুর সাথে সবই শেয়ার করছে।
কিন্তু ২য় বন্ধু, ১ম বন্ধুকে এ বিষয়ে কিছুই বলছে না।

অতপর ১ম বন্ধু (যে মেয়েটিকে পছন্দ করে)- সে মেয়েটিকে পার্কে দেখা করার প্রস্তাব দেই
এবং মেয়েটি ২য় বন্ধুকে পার্কে দেখা করার প্রস্তাব দেই।

এরপর মেয়েটি ২য় বন্ধু(মেয়েটি যাকে পছন্দ করে) তাকে ১ম বন্ধুর প্রস্তাবের ব্যাপারে জানালো এবং সে (২য় বন্ধু) বলল, "তুমি আমার বন্ধুর সাথে আগে দেখা করো তারপর আমার সাথে পরে দেখা করা যাবে।
আসলে ২য় বন্ধু জানত যে মেয়েটি ১ম বন্ধুর সাথে কখনই কিছু করবে না কারন ১ম বন্ধুটি শারিরীকভাবে অসুস্থ ছিলো এবং কোন মেয়ের পহ্মেই তাকে গ্রহন করা সম্ভব ছিল না।

এরপর মেয়েটি ১ম বন্ধুর সাথে দেখা করলো এবং ১ম বন্ধু মেয়েটিকে বোঝালো যে সে তাকে পছন্দ করে।
কিন্তু মেয়েটি তাকে জানিয়ে দেয় এটা তার পহ্মে অসম্ভব। (এই বিষয়টিও ১ম বন্ধু তার ২য় বন্ধুর নিকট গোপন করে রাখলো অথচ ২য় বন্ধুই মেয়েটিকে ১ম বন্ধুর দেখা করার জন্য অনুমতি দিয়েছিল বা সুযোগ করে দিয়েছিলো)

-------সম্পর্ক যখন এমন পর্যায়ে তখন..
দুই বন্ধুর মধ্যে একটা দুরত্ত্বের সৃষ্টি হলো।

২য় বন্ধু ১ম বন্ধুর সাথে কথা বলতে গেলেও সে উদাসীনভাবে এবং এড়িয়ে যাওয়ার মতন করে ব্যবহার করতে লাগলো। এমন একটা আবস্থা যে ১ম বন্ধুকে পছন্দ না করার জন্য যেনো ২য় বন্ধুটি দায়ী বা অপরাধী।
এখানে ২য় বন্ধুর কি অপরাধ এটাই যে "মেয়েটি তাকে পছন্দ করে??"

২য় বন্ধু মেয়েটির দিয়ে ১ম বন্ধুর নিকট থেকে নাম্বার চাওয়ানোর অর্থ ছিল এটাই যে, "১ম বন্ধু যেন ব্যাপারটি ২য় বন্ধুকে শেয়ার করে অর্থাৎ মেয়েটি নাম্বার চেয়েছে এটা ১ম বন্ধু ২য় বন্ধূকে জানাবে।"

২য় বন্ধু মেয়েটিকে ১ম বন্ধুর সাথে দেখা করার সুযোগ করে দিয়েছিলো এই কারনেই যে, "১ম বন্ধু যেনো তাদের দেখা করার বিষয়টি গোপন না করে ২য় বন্ধুর নিকট শেয়ার করে।"
এই শেয়ার করাটাই হলো বন্ধুত্ত্ব। গোপনীয়তা করে কখনই বন্ধুত্ত্ব বা সম্পর্ক হয় না।

২য় বন্ধুর উদ্দেশ্য ছিলো এটাই যে তার দীর্ঘদিনের বন্ধুটিকে ভালোভাবে চেনা বা যাচাই করা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩

জ্বলন্ত রিপন বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু ভাষা অনেক কঠিন। ভাষা সহজ হলে আমাদের মত পাঠকদের পড়তে সুবিধা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.